Math Assignment Answer For Class 6, 7, 8, 9

Math Assignment 4th week Answer Solution for class 6, 7, 8, 9 has been published today. গণিত এসাইনমেন্ট সমাধান, চতুর্থ সপ্তাহের গণিত প্রশ্নের উত্তর, Already students complete their 2nd & 3rd week Assignment Math Solution. It is time to do Math Assignment for 4th week, 5th week & 6th week. So, we discussed all about Math Assignment answer for class 6, class 7, class 8, class 9. So, if you want to the math assignment solution, then stay with us & Complete your math assignment. We are always ready to solve math assignment questions. From our website (newresultbd.com) you can get class Six, class Seven, class Eight & class Nine Math Assignment complete 100% correct Solution. You can get all Classes math assignment solution below.

About Mathematics Subjects

Mathematics is essential in many fields, including natural science, engineering, medicine, finance, and the social sciences. Applied mathematics has led to entirely new mathematical disciplines, such as statistics and game theory.

What Is Mathematics: Even though everyone learns mathematics at school, it is difficult to define exactly what mathematics is. Clearly numbers, shapes and equations form part of it, but only a small part compared to the vast space of mathematical concepts and ideas. The best way to understand what mathematics is and what mathematicians work on is to do mathematics. Instead of thinking about particular numbers, shapes, equations or any other objects, mathematicians tend to think about their underlying structures and patterns. This means that the results, called Theorems, are more general and provide deeper insight.

Teaching Mathematics: Unfortunately mathematics is one of the most unpopular subjects at school. Government and industry often advertise mathematics with its importance and usefulness. Most innovative job areas require a significant amount of mathematics: from engineering to software development, science and finance. But in addition to its practical applications, studying mathematics teaches many important skills from reasoning and logical thinking to writing precise and clear arguments.

Why This Assignment

At present, Corona virus getting day by day more dangerous in our country and also whole world. So, in our country all school colleges are closed for last eight month. But every students fear that how they promoted high class. Then our government decided that they published a assignment questions for class 6, 7, 8, 9. After that all classes student solve the  assignment answer & submitted at own Institute. So, every week we can get all assignment questions answer as class wise, as subject wise & as question wise. So, this time we work for Math Assignment Answer For Class 6, 7, 8, 9. Below we discussed & analysis Class wise for mathematics subjects.

Class 9 Math Assignment Answer

Dear Class Nine Students, Welcome to the math assignment solution. Today published Class Nine 4th week mathematics assignment. So, we trying to solve it for your help. The students of class nine are very concerned about their math subject assignment from the 1st assignment. Because Class nine math is very tough than other classes.

Class 9 Math (গণিত) 4th Week Assignment Answer

নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিত এসাইনমেন্টের সমাধান দেখুন।

সৃজনশীল প্রশ্ন- ০১

PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PS, QR এর উপর লম্ব।

ক. PQ = 3cm হলে, Δ PQR এর ক্ষেত্রফল নির্ণয় কর।

. প্রমাণ কর যে, PQ+ PR > 2PS

গ. প্রমাণ কর যে, 4PS2 = 3PR2

সৃজনশীল প্রশ্ন- ০২

ΔDEF এ DE > EF এবং ∠E ও ∠F এর সমদ্বিখন্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে এবং বহিদ্বিখন্ডকদ্বয় Q বিন্দুতে ছেদ করেছে।

ক. ∠D = 40° হলে, ∠EPF এর ডিগ্রী পরিমাপ নির্ণয় কর।

খ. বর্ধিত EP, DF কে M বিন্দুতে ছেদ করলে প্রমাণ কর যে, ∠DME স্থূলকোণ।

গ. প্রমাণ কর যে, ∠EQF = 90° – 1/2∠D

সংক্ষিপ্ত প্রশ্ন- ০১

১. a – b = 4 এবং ab = 16 হলে, a + b এর মান নির্ণয় কর।

২. x-1/x= 5 হলে, x3 + 1/x3 এর মান নির্ণয় কর।

৩. a3 –21a – 20 কে উৎপাদকে বিশ্লেষণ কর।

৪. x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত?

৫. 1/p = √5 -2 হলে, p2 এর মান কত?

সৃজনশীল প্রশ্ন- ০৩

a + b + c = m, a2 + b2 + c2 = n এবং a3 + b3 = p3

ক. m = 0 হলে দেখাও যে, a3 + b3 + c3 – 3abc = 0

খ. c = 0 হলে দেখাও যে, m3 + 2p3 = 3mm

. m = 10 এবং n = 38 হলে, (a – b)2 + (b – c)2 + (c – a)2 এর মান নির্ণয় কর।

সংক্ষিপ্ত প্রশ্ন- ০২

১. উপাত্তসমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে, সর্বোচ্চ সংখ্যা কত?

২. 1–22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলাের মধ্যক কত?

৩. 1, 0, 1, 0, 1, 0, 1, 0, 1, 0, 1 সংখ্যাগুলাের গড় কত?

৪. কোনাে শ্রেণির 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত?

৫. 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলাের প্রচুরক কত?

সৃজনশীল প্রশ্ন- ০৪

কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের নিবেশণ সারণি নিচে দেওয়া হলাে:

প্রাপ্ত নম্বর 51 – 60 61-70 71 – 80 81 – 90 91 – 100
সংখ্যা 10 15 12 5

উল্লেখিত সারণি থেকে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও:

ক. চলকের পরিচয়সহ মধ্যক নির্ণয়ের সূত্র লিখ।

খ. সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।

গ. প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।

নবম শ্রেণীর দ্বীতিয় সপ্তাহের গণিত এসাইনমেন্টের সমাধান দেখুন।

Class 6 Math Assignment Answer

Today published 4th week  Class six math Assignment Solutions. We are coming to get 4th week assignment solution for you. Math subject is not easy like other subject. It is too tough subject than any other subject in secondary school life. In this generation after passing class five they face Creative Question (সৃজনশীল প্রশ্ন ) in class six. But this year they can not attend class just because of corona virus panic. That’s why they does not learn special. There are many students among you who are looking for the answer to the question of 4th week class six math assignment, we have made this post for those students. Because from this post you can easily download the answers and questions of class six math assignment in pictures and pdf format. If you want to know all the information related to 4th week class six math assignment, read our post very carefully from beginning to end.

In class six math assignment 4th week you have to complete 1st lesson 5 Questions  & 2nd lesson 4 questions. You also complete 3 Creative Question. We can get all questions answer as a pictures & PDF format in below. You can download here to your Class Six 4th week Math Assignment Solutions.

Class 6 Math 6th Week Assignment Answer

Class 6 Math 6th Week Assignment Answer

প্রশ্ন: ০১

5x2 -2xy+3y2, x2-3xy, -y2+5xy তিনটি বীজগণিতীয় রাশি হলে

ক) প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কী কী?

খ) রাশি তিনটির যােগফল নির্ণয় কর।

গ) x=3, y=2 হলে, ১ম রাশি থেকে ৩য় রাশির বিয়ােগফলের মান নির্ণয় কর।

প্রশ্ন: ০২

∠ABC=৬০°

ক) ∠ABC কে চাঁদার সাহায্যে অংকন কর।

খ) ∠ABC কে সমদ্বিখন্ডিত কর (রুলার ও কম্পাসের সাহায্যে)।

গ) অংকনের চিহ্ন ও বিবরণ দাও।

প্রশ্ন: ০৩

একজন শিক্ষার্থী ৪০ থেকে ৬০ পর্যন্ত সংখ্যাগুলাের মধ্যে নিমের সংখ্যাগুলাে লিখল। ৫০, ৪৫, ৪৮, ৪৯. ৬০, ৫৮, ৫৭, ৪৫, ৪৭, ৪৫, ৪৩, ৪২, ৪৭.

ক) উপাত্তগুলােকে বিন্যস্ত করা।

খ) উপাত্তগুলাের গড় নির্ণয় কর।

গ) উপাত্তগুলাের মধ্যক ও প্রচুরক নির্ণয় কর।

Class 6 Math 5th Week Assignment Answer

Class 6 Math 5th Week Assignment Answer

প্রশ্ন: ০১.

একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলাে। দুইদিন পর ২৫ টি আম পচে গেল এবং একটি আমের দাম ৩০ টাকা।

ক) ২৫ টাকা ৭৫ টাকার শতকরা কত?

খা) শতকরা কতটি আম ভাল আছে?

গ) একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মােটের উপর ১০% লাভ হবে?

প্রশ্ন: ০২

-15,6,11 তিনটি পূর্ণ সংখ্যা

ক) -15 এবং 6; (6+5) এবং 11 এর মধ্যে > বা < বা = চিহ্ন বসাও।

খ) -(-15) + (-11) + 6 এর মান নির্ণয় কর।

গ) সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যােগফল এবং 11 ও 6 এর বিয়ােগফল নির্ণয় কর।

প্রশ্ন: ০৩

+,-,X,÷ চিহ্নের সাহয্যে লেখ:

(ক) x এর সাতগুণ থেকে y এর তিনগুণ বিয়োগ

(খ) a ও b এর গুণফল এর সাথে c এর আটগুণ যােগ।

(গ) a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়ােগফল দ্বারা ভাগ

(ঘ) x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ

(ঙ) একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার তিনগুণ যােগ।

প্রশ্ন: ০৪

একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে,

(i) পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত?

(ii) দশটি বই ও চারটি খাতার দাম কত?

(iii) আটটি খাতা, ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত?

Class 6 Math 3rd Week Assignment Answer

১২, ১৫, ২০, ৩৫ চারটি সংখ্যা

ক) সংখ্যাগুলাের ল,সা,গু নির্ণয় কর।

খ) পাঁচ অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলাে দ্বারা নিঃশেষে বিভাজ্য?

গ) চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলাে দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?

৩৫ মিটার লম্বা একটি বাঁশের ৭-১/২ মিটার কালাে, ৫-৪/২৫ মিটার লাল এবং ৮-৩/১০ মিটার হলুদ রং করা হলাে।

ক) সরল কর: ৭-১/২ – ৪/৭ এর ৭/৮

খ) বাঁশটির কত অংশ রং করা হয়েছে।

গ) বাঁশটির কত অংশ রং করা বাকি রইল।

দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৩:২। প্রথমটির দাম ৫৫০০০ টাকা হলে,

ক) উদ্দীপকের অনুপাতটিকে ব্যাস্ত অনুপাতে রুপান্তর কর।

খ) দ্বিতীয় কম্পিউটারটির দাম কত?

গ) দ্বিতীয় কম্পিউটারের দাম ২০০০ টাকা বেশি হলে, কম্পিউটার দুইটির দামের অনুপাত কত?

Class 7 Math Assignment Answer

Dear class seven students, Today published The 4th week assignment of the class seven students includes their mathematics assignment in the syllabus. Before students can complete their third week Assignment. But now published their Forth week assignment Questions. So, we can coming to get all Questions answer. Every week you have to solve 3 chapter questions & 3 creative questions. In third week you have to completer Chapter 1st, 4th & 8th. But this week some difference. Stay with us to know 4th week Math Assignment Questions Solution.

Class 7 Math 5th Week Assignment Answer

সৃজনশীল প্রশ্ন:

১। কাপড় ব্যবসায়ী আমীন ও সজল যথাক্রমে ৪ ঘন্টায় ৫০ কি: মি: ও ৩-1/2 ঘন্টায় ৫২-1/2 কি: মি: পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছল। ব্যবসায় তারা ২,২০,০০০ টাকা বিনিয়ােগ করে ১০% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলাে।

(ক) সজলের ঘণ্টায় গতিবেগ নির্ণয় কর।

(খ) আমীন ও সজলের গতিবেগের অনুপাত বের করা

(গ) আমীন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় কর।

২। তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ হলাে

(ক) প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ কর।

(খ) ভগ্নাংশ তিনটির হরের ল, সা, গু নির্ণয় কর।

(গ) দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যােগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়ােগ কর।

সংক্ষিপ্ত প্রশ্ন:

১। ২ মাইল এবং ৩ কিলােমিটারের পার্থক্য কত মিটার?

২। একটি ঘনকের একটি তলের পরিসীমা ১২ মিটার হলে এর আয়তন কত?

৩। একটি গ্লাসে ২৫০ মিলিলিটার পানি ধরে। এরুপ ২৫টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরুপে ভরা যায়। পাত্রটিতে কত লিটার পানি ধরে?

৪। সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন ৮ ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় ২৮০ কেজি ৫০০ গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়?

৫। তােমার পড়ার টেবিলের প্রস্থ ২ ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। টেবিলটির উপরি তলের ক্ষেত্রফল কত?

৬। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে চার চক্কর দেন। তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য ১২০ মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলােমিটার হাঁটেন?

৭। অনু তার খাতায় একটি সামান্তরিক এঁকে মেপে দেখল যে, এর ভূমি ৭.৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৪.২৫ সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত?

৮। একটি ত্রিভুজের ভূমি ৬ সেন্টিমিটার ৫০ মিলিমিটার এবং উচ্চতা ৪০০ মিলিমিটার এর ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?

৯। ৭ কিলােমিটার ৭ সেন্টিমিটার = কত মিটার?

১০। উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে?

Class 7 Math (গণিত) 3rd Week Assignment Answer

math img

চিত্রে, BA ও CE রেখাদ্বয় পরস্পর সমান্তরাল।

(ক) ∠BAC ও ∠ACE এর মধ্যে সম্পর্ক লিখ।

(খ) দেখাও যে, ∠BAC + ∠ABC = ∠ACD।

(গ) প্রমাণ কর যে, ∠ABC + ∠BCE = দুই সমকোণ।

২। একটি ত্রিভুজের দুইটি বাহু a = 3:2 সে:মি:, b = 4:5 সে:মি: এবং ∠B = 30°

(ক) ∠B এর সমান একটি কোণ আঁক।

(খ) একটি ত্রিভুজ আঁক যার দুইবাহু a ও b এবং এদের অন্তর্ভূক্ত কোণ <B এর সমান হয়।

(গ) এমন একটি ত্রিভুজ আঁক যার দুইটি বাহু a ও b এবং ∠B এর বিপরীত বাহু a হয়।

সংক্ষিপ্ত প্রশ্ন:

১। সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না?

২। “ক” এর বর্গসংখ্যার একক স্থানে ৬ থাকলে “ক” এর একক স্থানের অঙ্কটি কী কী হতে পারে?

৩। ২৪৩৩৬ সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট ?

৪। ২৪৫ সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে?

৫। সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে ১৮০০ জন সৈন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে?

৬। x = -2, y = 3 হলে (3x – 2y) থেকে (-2x – 3y) এর বিয়ােগফলের মান কত?

৭। (7x – 3) এবং (7x + 5) এর গুণফল কত?

৮। 2a2 – 7ab + 6b2 কে 2a – 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

৯। 2 [6 – 3{ -2 (4 – 3 )}] এর সরল মান কত?

১০। x4 -7x3 + 2x – 11 রাশিটির x3 এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়ােগফলের মান কত?

Class 8 Math Assignment Answer

Class Eight Math 4th week assignment have been Announced. It will be published on tomorrow. The Authority of DSHE Announce that. Every Week The Authority of DSHE Publish Each Week Assignment. You can Download This Assignment from The Official Website as Well as Our Website newresultbd.com. So, this week DSHE published 4th week Assignment. So, today we discussed about Class Eight 4th week math Assignment Solution. Here We Will Provide You Class 8 Mathematics Subject Assignment Answer. Mathematics is The Hardest Subject For Students of Class 8. They are Facing Problem to Solve The Creative Question. .If you are looking for class 8 4th week math assignment then you can easily collect it from here. Before you start your assignment, you should know about assignment. In addition, how long answers you should write for your 8th class Math Assignment. So in this article, we will discuss 4th week class 8 math assignment. We uploaded Math Assignment Solution as pictures & PDF Format. 

Class 8 Math 5th Week Assignment Answer

১। a +1/a= 5 একটি বীজগণিতীয় রাশি।

ক. a – 1/a এর মান কত?

খ. a4+1/a4 এর মান নির্ণয় কর?

গ. প্রমাণ কর যে, a3+1/a3= 110

২৷ ax2 + (a2+1)x + a, x2y(x3 –y3). x2+y2(x4+x2y2 +y4), x3y2+x2y3+ xy4 চারটি বীজগণিতীয় রাশি।

ক. ১ম রাশির উৎপাদকে বিশ্লেষণ কর।

খ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির গ.সা.গু. নির্ণয় কর।

গ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির ল.সা.গু. নির্ণয় কর।

প্রশ্ন: ৩. একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের এর সারণি:

৬৷ সেট কাকে বলে?

৭৷ সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝায়?

৮। A = {1, 2, 3} এর উপসেট কয়টি ও কী কী?

৯৷ Q = {x:x, 42 এর সকল গুণনীয়ক} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকা কর।

১০। P = {2,3,4} এবং Q = {1, 3, 5} হলে, P⋃Q এবং P⋂Q নির্ণয় কর।

সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামুলক পার্থক্য।

Class 8 Math (গণিত) 3rd Week Assignment Answer

শিরােনাম: সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামুলক পার্থক্য।

সরল মুনাফার ক্ষেত্রে:

ক. সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল (৩ বছর) পর মুনাফার পরিমাণ, I = কত?

খ. ‘2’ নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায়, মুনাফা – আসল, A = কত?

চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে:

ক. ১ম বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?

খ. ২য় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?

গ. ৩য় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?

ঘ. নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) চক্রবৃদ্ধি মুনাফা = কত?

ঙ. নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।

সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে কর।

সংক্ষিপ্ত প্রশ্ন:

১) ৬, ১১, ১৬, ২১, …….. প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় কর।

২) image এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে? চিত্র আঁক।

৩) এক মিটার কাকে বলে?

৪) অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখ।

৫) ১০ একর = কত বর্গমিটার?

৬) ১৬০ সেন্টিমিটার = কত ইঞ্চি?

৭) একটি ঘরের আয়তন ৭৬৮০০০ ঘন সে.মি. এবং বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী হলে, ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলােগ্রাম?

1 thought on “Math Assignment Answer For Class 6, 7, 8, 9”

Leave a Comment