Home Science Assignment Answer For Class 6, 7, 8

Home Science Assignment Answer For Class 6, 7, 8. Today we will discuss domestic science assignment answers. Where questions of 6th, 7th, 8th class of domestic science assignment and its solution will be given. This is the third week question paper as per the assignment syllabus of the Department of Secondary and Higher Education.Where students may have a hard time answering most of the questions. Because the quality of the question is getting better as time goes on. But there is nothing to fear. Our experienced team is always at your service. Those who ask questions are working on creating answers as well. As soon as possible we will appear before you with correct and accurate answers to all the questions. All the questions are answered below. Share the post on Facebook for the convenience of all students. This will benefit other students.

[Tapos]

Home Science Assignment

Home Science Assignment

The kind of work we usually do at home is part of home science. But to know how to do those things better, you must know about home science. Knowledge of home science is very important for girls. By doing this, they will not only be able to know the hurry, but will also be able to use their work in life. Be able to work for the development of one’s family and society. Boys as well as girls can do something for the family. This will remove the stigma from them. Girls are more neglected in the society. Everyone thinks girls just destroy food from home. However, our government is now able to go to school and stand on its own two feet by insisting on girls’ education. Today, girls are also able to keep pace with the times. A great man said, “Give me an educated mother, I will give you an educated nation.”

So in any case, the quality of lessons has been improved according to the age of all classes of home science. In this case, in the sixth grade textbook, the students have been given a partial idea about home science and then it has been explained in detail in the next class. For example, in the early stages of domestic science, we can learn about the environment. Then we learn how it was created and finally how we can make the environment more beautiful. So home science lessons are very important for everyone. Below are the questions and solutions of the third week home science assignment.

How To Write Home Science Assignments

Like all other subjects, home science is a subject for students. Students should focus on home science in the same way that English and math are valued by everyone. Because as a result of home science education, students will be able to use them in real life. You can learn how to finish a job easily through home science education. The role of domestic science in our daily life is immense. Here are some tips to help you get started: Home and Family Asset Management, First Home Management, Second Home Manager, Third Asset, Fourth Asset Management, Fifth Home Interior Decoration, Child Development and Family Relations, Child Growth and Development, Child Development and Family Environment, Adolescent Psychosocial Problems And Prevention, Children with Disabilities, Food and Food Management, Food Work and Ingredients, Food Digestion and Food Planning, Regular Living and Food Management, Food Preparation and Service, Textiles and Weaving Fibers, Weaving Fibers, Clothing Industrial Ingredients and Industrial Policy, Textile Imprints and Color, drafting, care and elegance of clothing.

Home science assignments are very simple. But you must have an idea about drawing. Because the figure is the most important in the domestic science assignment. If you can discuss in detail with the figure. Then it will not be a problem to get your number. And practical experiments are shown to work in several handicrafts. Which is a very simple thing for girls. So you have to answer the assignment according to the type of creative question. Hope you have a good idea about this. However, it can be said that after reading the question, try to answer it in your own way so that your answer will not match with anyone else.

[Tapos]

Home Science (Garostho Biggan) Assignment Answers

Are you looking for a solution to the Home Science Assignment question? Then you can easily download it from our website. Here are the answers of all the classes of Home Science Assignment. You see the assignment of the class you are studying and submit it in time. Our experienced team has always presented the correct and correct answer to you. So you can write the solutions without any tension.

Class 6 Home Science Assignment Answer

There are 2 assignments to do class six students. 1st assignment is in 3rd week and 2nd assignment is in 6th week. So we will give both assignment question answers.

3rd week & 1st Assignment Answer Home Science of Class 6

১। গৃহ কী? গৃহ না থাকলে তােমরা কী কী সমস্যার সম্মুখীন হবে?

২। গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কীভাবে ভূমিকা রাখবে?

৩। গ) করিম সাহেব তাঁর মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেননি- ব্যাখ্যা কর।

ঘ) করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কী ঠিক ছিল? যুক্তিসহকারে তােমার মতামত দাও।

৪। প্রতিবেদন তৈরি: তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে যেসব খাবার গ্রহণ কর তা তােমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কী না পাঠ্যপুস্তকের আলােকে মন্তব্য কর।

Class 6 Home Science (গার্হস্থ্য বিজ্ঞান) 3rd Week Assignment Syllabus & Answer

6th week & 2nd Assignment Answer Home Science of Class 6

Class 6 Home Science 6th Week Assignment Answer

রচনামূলক প্রশ্ন:

১। শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়ােজন আছে কী? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

সংক্ষিপ্ত প্রশ্ন:

২। ক) বাবা-মা ও শিক্ষককে কীভাবে সম্মান করা উচিত?

খ) তােমার শ্রেণিতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে। তার প্রতি তােমার আচরণ কেমন হবে?

৩। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কী ধরণের খাবার মজুদ করবে? কেন? এসব খাবারকে কী বলা হয়?

৪। শীতের শেষে শীতকালীন পােশাকের যত্ন কীভাবে নিবে বুঝিয়ে লিখ।

Class 7 Home Science Assignment Answer

There are 2 assignments to do class seven students. 1st assignment is in 3rd week and 2nd assignment is in 6th week. So we will give both assignment question answers.

3rd week & 1st Assignment Answer Home Science of Class 7

১. ক) সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী তােমার পরিবারের সম্পদগুলাে চিহ্নিত করাে।

খ) অর্থ দিয়ে কোন কোন কাজগুলাে করা যায়? ব্যাখ্যা করাে।

[LinkAds]

গ) তােমার ঘর পরিপাটি ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কাজ সহজকরণের কোন কলাকৌশলগুলাে অবলম্বন করবে তা উল্লেখ করাে।

২. ক) করিম সাহেব ক্রয়ের কোন নীতি অনুসরণ করেননি বলে তুমি মনে করাে, ব্যাখ্যা করাে।

খ) কলম কিনতে গিয়ে ভােক্তার অধিকার ক্ষুন্ন হয়েছে বিশ্লেষণ করাে।

৩. গৃহ সজ্জার শিল্পনীতি অনুসরণে ৫টি চিত্র অংকন করে উজ্জ্বল রং-এর প্রয়ােগ দেখাও।

৪. বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তুমি ঘরের বাইরে বের হতে পারছে না। শখ পূরণের মাধ্যমে কিভাবে তােমার বুদ্ধিমত্তা ও সৃজনশীল তার বিকাশ ঘটাতে পারাে।

Class 7 Home Science (গার্হস্থ্য বিজ্ঞান) 3rd Week Assignment Syllabus & Answer

6th week & 2nd Assignment Answer Home Science of Class 7

Class 7 Home Science 6th Week Assignment Answer

১. প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কীভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি-তা পাঠ্যপুস্তকের আলােকে লিখ।

২. প্রতিবেদন তৈরি-

কোভিড ১৯ মােকাবিলায় কোন কোন খাদ্য গােষ্ঠী হতে খাবার আমাদের তালিকায় প্রাধান্য পাবে তা বিবেচনা করে তােমার পরিবারের উপযােগী ৭ দিনের একটি তালিকা তৈরি কর।

৩। ক. ব্যক্তিত্বের সাথে পােশাকের ডিজাইনের সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা কর।

খ. কাপড়ের মাড় দিতে হয় কেন? মাড় প্রয়ােগের ৫টি নিয়ম লিখ।

গ. পশমি বস্ত্র ধৌতকরণে তুমি কী ধরণের সর্তকতা অবলম্বন করবে।

Class 8 Home Science Assignment Answer

There are 2 assignments to do class eight students. 1st assignment is in 3rd week and 2nd assignment is in 6th week. So we will give both assignment question answers.

3rd week & 1st Assignment Answer Home Science of Class 8

১। তােমার পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে তােমার ছােট বােন বা ভাইয়ের জন্ম দিনের অনুষ্ঠানের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন কর।

২। তােমার পরিবারের জন্য একটি ফাস্ট এইড বক্স তৈরি কর।

৩। রােগীর কক্ষ পরিষ্কার পরিছন্ন রাখার প্রয়ােজনীয়তা ব্যাখ্যা কর।

৪। বয়:সন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা প্রয়ােজন কেন? এ সময় স্কুলের সাথে খাপখাওয়ানােয় তুমি কী কী করতে পারাে?

Class 8 Home Science (গার্হস্থ্য) 3rd Week Assignment Syllabus & Answer

6th week & 2nd Assignment Answer Home Science of Class 8

Class 8 Home Science 6th Week Assignment Answer

১। ক) উদ্দীপকে কোন রােগের সচেতনতার প্রতি ইঙ্গিত করা হয়েছে- ব্যাখ্যা।

খ) উদ্দীপকের রােগটিকে কীভাবে প্রতিরােধ করা যায়- বর্তমান পরিস্থিতির আলােকে মূল্যায়ন কর।

২। রােগের নাম ও প্রতিরােধক টিকার চার্ট তৈরি কর।

৩। যৌন হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন?

৪। ক) উদ্দীপকের ছেলেটির সমস্যার কারণ ব্যাখ্যা কর।

খ) মুন্নার সমস্যা উত্তরণের উপায় বিশ্লেষণ কর।

বাংলা পড়ুন

আজ আমরা গাহস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে আলোচনা করবো। যেখানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণির গাহস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন এবং এর সমাধান দেওয়া থাকবে। এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অ্যাসাইনমেন্ট সিলেবাস অনুযায়ী তৃতীয় সপ্তাহের প্রশ্ন পত্র। যেখানে বেশির ভাগ প্রশ্নের উত্তর করতে শিক্ষার্থীদের বেশ ভোগাক্তি হতে পারে। কারণ যতদিন যাচ্ছে প্রশ্নের মান তত উন্নত হচ্ছে। তবে ভয়ের কিছু নেই। আমাদের অভিজ্ঞ টিম সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। যারা প্রশ্ন দেওয়া সাথে সাথে উত্তর তৈরিতে কাজ করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব আমরা সকল প্রশ্নের সঠিক এবং নির্ভূল উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। নিচে সকল প্রশ্নের উত্তর দেওয়া হলো। সকল শিক্ষার্থীর জানার সুবিধার্থে পোষ্টটি ফেসবুকে শেয়ার করুন। এতে করে অন্য শিক্ষার্থীরা উপকৃত হবে।

গাহস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

সাধারণত গৃহে আমরা যে ধরনের কাজ করে থাকি সেগুলোই গাহস্থ্য বিজ্ঞান এর মধ্যে পড়ে। তবে সে কাজ গুলো কিভাবে আরো ভাল করে করতে পারবেন সে সম্পর্কে জানতে আপনাকে অবশ্যই গাহস্থ্য বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। মেয়েদের জন্য গাহস্থ্য বিজ্ঞানের জ্ঞান খুবই জরুরি। এতে করে তাড়া শুধু জানতে পারবে না তাদের কর্ম জীবনেও কাজে লাগাতে পারবে। নিজের পরিবার এবং সমাজের উন্নয়নে কাজ করতে পারবে। ছেলেদের পাশপাশি মেয়েরাও পরিবারের জন্য কিছু করতে পারবে। এতে করে তাদের উপর থেকে যে বদনাম দূর হবে। সমাজে মেয়েরা বেশি অবহেলিত। সবাই মনে করে মেয়েরা শুধু বাড়িতে থেকে অন্ন ধ্বংস করে। তবে আমাদের সরকার এখন মেয়েদের শিক্ষার প্রতি জোর দেওয়াই তাড়া এখন স্কুলে যেতে পারছে এবং নিজের পায়ে দাড়াতে পারছে। আজ মেয়েরাও যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছে। একজন মহাপুরুষ বলেছে “তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো”

তো যাই হোক সকল শ্রেণির গাহস্থ্য বিজ্ঞান একই ধরনের শুধু মাত্র বয়স অনুযায়ী পাঠের মান উন্নত করা হয়েছে। এক্ষেত্রে ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের গাহস্থ্য বিজ্ঞান সম্পর্কে অংশিক ধারণা দেওয়া হয়েছে এর পর পর্যায়ক্রমে তা নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত বলা হয়েছে। উদাহরণ সরূপ বলা যেতে পারে গাহস্থ্য বিজ্ঞানে প্রাথমিক পর্যায়ে আমরা পরিবেশ কি সে সম্পর্কে জানতে পারি। এর পরে আমরা শিখি কীভাবে এটি সৃষ্টি হলো এবং সর্বশেষে আমরা কিভাবে পরিবেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি সে সম্পর্কে জানতে পারি। তাই গাহস্থ্য বিজ্ঞান পাঠ্য সকলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। নিম্নে তৃতীয় সপ্তাহের গাহস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করা হলো।

গাহস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী

অন্যান্য সকল বিষয়ের ন্যায় গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষার্থীদের একটি পাঠের বিষয়। ইংরেজি এবং গণিত কে যেমন ভাবে সবাই গুরুত্ব দেই তেমনি শিক্ষার্থী গার্হস্থ্য বিজ্ঞান সম্পর্কে গুরুত্ব দেওয়া উচিত। কারণ গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষার ফলে শিক্ষার্থী তাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। কিভাবে কোন কাজকে সহজ ভাবে শেষ করতে পারবেন সে সম্পর্কে জানতে পারবেন গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষার মাধ্যমে। আমাদের প্রতিনিয়ত জীবনে গার্হস্থ্য বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। গার্হস্থ্য বিজ্ঞানে আপনি যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন তা হলো। গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা, প্রথম গৃহ ব্যবস্থাপনা, দ্বিতীয় গৃহ ব্যবস্থাপক, তৃতীয় সম্পদ, চতুর্থ সম্পদের ব্যবস্থাপনা, পঞ্চম গৃহের অভ্যন্তরীণ সজ্জা, শিশুর বিকাশ ও পারিবারিক সর্ম্পক, শিশুর বর্ধণ ও বিকাশ, শিশু বিকাশ ও পারিবারিক পরিবেশ, কৈশোরের মনো-সামাজিক সমস্যা-প্রতিকার ও প্রতিরোধ, প্রতিবন্ধী শিশু, খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা, খাদ্যের কাজ ও উপাদান, খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য প্রস্তুত ও পরিবেশন, বস্ত্র ও বয়ন তন্তু, বয়ন তন্তু, পোশাকে শিল্প উপাদান ও শিল্পনীতি,  বস্ত্রের ছাপ ও রং, ড্রাফটিং, পোশাকের যত্ন ও পারিপাট্যতা।

গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট খুবই সহজ। তবে আপনাকে অবশ্যই চিত্র আকানো সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট এ চিত্রের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি যদি চিত্র দিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন। তাহলে আপনার নম্বর পেতে খুব একটা কষ্ট হবে না। এবং ব্যবহারিক পরীক্ষায় বেশ কিছু হস্ত শিল্পে কাজ করে দেখাতে হয়। যা মেয়েদের জন্য খুবই সহজ একটা বিষয়। তো সৃজনশীল প্রশ্নের ধরণ অনুযায়ী আপনাকে এসাইনমেন্ট উত্তর করতে হবে। আশা করে এ সম্পর্কে আপনাদের পূণাঙ্গ ধারণা রয়েছে। তবুও বলা যেতে পারে যে প্রশ্নটি পড়ে নিজের মত করে উত্তর দেওয়ার চেষ্টা করুন এতে করে আপনার উত্তর অন্য কারো সাথে মিল থাকবে না।

সকল শ্রেণির গাহস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তরপত্র

আপনি কি গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্নের সমাধান খুঁজছেন? তাহলে আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজেই তা ডাউনলোড করতে পারবেন। এখানে সকল শ্রেণির গাহস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তরপত্র দেওয়া হয়েছে। আপনি আপনার অধ্যায়নরত ক্লাসের এসাইনমেন্টি দেখুন এবং সঠিক সময়ের মধ্যে লিখে তা জমা দিন। আমাদের অভিজ্ঞ টিম সর্বদা নিভূল এবং সঠিক উত্তরটি আপনার সামনে উপস্থাপন করেছে। তাই কোন প্রকাশ টেনশন ছাড়াই আপনি সমাধান গুলো লিখতে পারেন।

  • ষষ্ঠ শ্রেণির গাহস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
  • সপ্তম শ্রেণির গাহস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
  • অষ্টম শ্রেণির গাহস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

উপসংহার

পরিশেষে আমরা বলতে পারি যে আমার সফল হয়েছি। আপনাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। আমরা সর্বদা চাই আমাদের দাড়া যেন সবার উপকার হয়। আমাদের ওয়েবসাইট সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। এটি একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট । যদি আমাদের এই পোষ্টটি আমাদের কোন উপকারে আসে তাহলে পোষ্টটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যত শেয়ার করবেন তত বেশি মানুষ উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে ভাল থাকুন, সুস্থ থাকুন।

Leave a Comment