Class 8 Math 5th Week Assignment Answer

Class 8 Math 5th Week Assignment Answer, 5th Soptaher Gonit Assignment Somadhan, অষ্টম শ্রেণীর ৫ম সপ্তাহের গণিত সমাধান। 2nd Math Assignment Solution 5th Week For Class Eight. Assignment Task 2.

Looking for 5th week math solution of 8th class. Then it is not too late to see the answers to all the questions of 8th class according to the syllabus of the Department of Secondary Higher Education. Which is only available on our website. We guarantee you a 100% correct answer. So all the students are going to be requested at least once that our post is read and if necessary they can see the answers. The answers to all the questions are discussed in detail below.
[Tapos]

Math Assignment

Everyone knows about mathematics. There is a negative idea that this is a very complicated subject. But I mean math is a game of addition and subtraction. Math is a lot of fun for those who love to play. Corona is in this tragic situation when all the institutions in the country are closed. Then our most tender hearted students are in the most danger. Because like other institutions, all the educational institutions of the country were also declared closed. As a result, students fall behind in their studies. No one has any exact information about when the educational institution will open. Because so far no vaccine for corona virus has been discovered.
So the Ministry of Education connects the students with their assignments so that the year is not wasted. This allows students to return to the middle of re-study and to take them to the next class. As a result, all the students are invited to the assignment. The Ministry of Education divides it into 6 weeks. Today is the fifth week. We have solved all the questions according to the syllabus in the previous weeks. Even today I will not be an exception. Even today we have come up with solutions to all the questions. So take a look at the answers to the 5th week math assignment without delay.

Class 8 Math Assignment 5th Week Questions And Solutions

Answering math assignments is quite a complex task. It takes quite a while to do. And if you don’t do math with patience, it becomes very difficult to match the answers. And the result does not match the figure in the end. Even then our experience team is working tirelessly thinking only of the students. Taara is answering each assignment and submitting it to the website for you. We want you to be happy. Let our country move forward. In this situation of Corona, all the students of the country should not be left behind.
Because no nation can improve without education. Education is the backbone of the nation. We have already done the maths solution in all the subjects according to the syllabus of the fifth week like every week. So that the thoughts of mathematics are freed from the minds of the students. And haste can easily and carelessly create assignments for the rest of the subjects. Below are the answers to the questions of the fourth, eleventh, fifth and seventh chapters of Mathematics. Take a look at your schedule.
 

Class 8 Math 5th Week Assignment Question & Solution

Class 8 Math 5th Week Assignment

নির্ধারিত কাজ- ২

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম

চতুর্থ অধ্যায়:

  • বীজগণিতীয় সূত্রাবলী
  • উৎপাদকে বিশ্লেষণ
  • x2 + px + q আকারের রাশির উৎপাদক
  • ax2+bx+c আকারের রাশির উৎপাদক
  • বীজগণিতীয় রাশির ল.সা.গু ও গ.সা.গু

একাদশ অধ্যায়:

  • গাণিতিক গড়
  • প্রচুরকা
  • লেখচিত্র
  • পাইচিত্র

পঞ্চম অধ্যায়:

  • ভগ্নাংশের লঘিষ্ঠকরণ
  • ভগ্নাংশের যােগ
  • ভগ্নাংশের বিয়ােগ
  • ভগ্নাংশের গুণ
  • ভগ্নাংশের ভাগ

সপ্তম অধ্যায়:

  • সেট প্রকাশের পদ্ধতি
  • সেটের প্রকারভেদ
  • উপসেট
  • সেট প্রক্রিয়া

এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ

সৃজনশীল প্রশ্ন:

১। a +1/a= 5 একটি বীজগণিতীয় রাশি।

ক. a – 1/a এর মান কত?

খ. a4+1/a4 এর মান নির্ণয় কর?

গ. প্রমাণ কর যে, a3+1/a3= 110

২৷ ax2 + (a2+1)x + a, x2y(x3 –y3). x2+y2(x4+x2y2 +y4), x3y2+x2y3+ xy4 চারটি বীজগণিতীয় রাশি।

ক. ১ম রাশির উৎপাদকে বিশ্লেষণ কর।

খ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির গ.সা.গু. নির্ণয় কর।

গ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির ল.সা.গু. নির্ণয় কর।

প্রশ্ন: ৩. একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের এর সারণি:

খরচের খাত (মাসিক) মােবাইল রিচার্জ অতিথি আপ্যায়ন যাতায়াত ঔষধ ক্রয় শিক্ষা সামগ্রী ক্রয়
টাকার পরিমাণ          
গনসংখ্যা (জন)          

ক) সারণিটি পূর্ণ কর (তােমার নিজের পরিবারের আলােকে)

খ) সারণি থেকে মধ্যক নির্ণয় কর।

গ) সারণি থেকে আয়তলেখ আঁকা।

      আয়তলেখ হতে তােমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন?

সংক্ষিপ্ত প্রশ্ন:

1

৬৷ সেট কাকে বলে?

৭৷ সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝায়?

৮। A = {1, 2, 3} এর উপসেট কয়টি ও কী কী?

৯৷ Q = {x:x, 42 এর সকল গুণনীয়ক} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকা কর।

১০। P = {2,3,4} এবং Q = {1, 3, 5} হলে, P⋃Q এবং P⋂Q নির্ণয় কর।

মূল্যায়ন নির্দেশক

  • ১. বীজগণিতীয় সূত্রাবলী প্রয়ােগ করে। সমস্যার সমাধান করতে পারা।
  • ২. বীজগণিতীয় রাশির ল.সাগু ও গ.সা.গু নির্ণয় করতে পারা।
  • ৩.আয়তলেখ তৈরি করে ব্যাখ্যা করতে পারা।

সক্ষিপ্ত প্রশ্ন:

  • ভগ্নাংশের যােগ, বিয়ােগ, গুণ ও ভাগ করতে পারা।
  • সেটের ধারণা ব্যাখ্যা করতে পারা।

Class 8 Math 5th Week Assignment Answer

Class 8 Math 5th Week Assignment Answer Class 8 Math 5th Week Assignment Answer

Class 8 Math 5th Week Assignment Answer Class 8 Math 5th Week Assignment Answer Class 8 Math 5th Week Assignment Answer

Class 8 Math 5th Week Assignment Answer Class 8 Math 5th Week Assignment Answer Class 8 Math 5th Week Assignment Answer

[Tapos] Class 8 Math 5th Week Assignment Answer

Last thought

We have come up with an effective medicine to cure the headache of those who have a headache with mathematics. We have created the answers to all the questions. In fact, mathematics is not that complicated. If you start doing it with a little courage, it will be done. No task is difficult. However, there are several shortcut methods in mathematics that no student will be afraid to follow. So learn to play with math not fear.
বাংলায় পড়ুন

অষ্টম শ্রেণীর ৫ম সপ্তাহের গণিত সমাধান খুজছেন। তাহলে আর দেরি নয় এখনি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেবাস অনুযায়ী ৮ম শ্রেণির সকল প্রশ্নের উত্তর দেখে নিন। যা রয়েছে শুধু মাত্র আমাদের ওযেবসাইটে। আমরা আপনাকে দিচ্ছি শতভাগ সঠিক উত্তরের নিশ্চয়তা। তাই সকল শিক্ষার্থীদের অনুরোধ করা যাচ্ছে একটিবার হলেও যে আমাদের পোষ্টটি সম্পন্ন পড়ে এবং প্রয়োজন হলে উত্তর গুলো দেখে নিতে পারে। নিম্নে সকল প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

গণিত অ্যাসাইমেন্ট

গণিত সম্পর্কে সকলের কেমন জানি একটা নেগেটিভ ধারণা রয়েছে যে এই বিষয়টি নাকি বেশ জটিল। তবে আমি বলতে গণিত মানে যোগ বিয়োগের খেলা। যারা খেলতে ভালোবাসে তাদের জন্য গণিত বেশ মজার। করোনার এই করুণ পরিস্থিতিতে যখন দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তখন সবচেয়ে বিপদের মুখে পড়ে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা। কারণ অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়। যার ফলে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়ে। শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলবে তারও কোন সঠিক তথ্য কাহারো কাছে নেই। কারণ এখন পর্যন্ত করোনা ভাইরাসের টিকা আবিস্কার হয়নি। তাই শিক্ষার্থীদের যাতে বছর নষ্ট না হয় তাই শিক্ষা মন্ত্রণালয় তাদের অ্যাসাইমেন্টের সাথে যুক্ত করে। এর ফলে শিক্ষার্থীরা পুনরায় পড়াশোনার মাঝে ফিরে আসে এবং তাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। যার ফলে অ্যাসাইমেন্ট কে সকল শিক্ষার্থী স্বাদরে আমন্ত্রণ জানায়। শিক্ষা মন্ত্রণালয় এটিকে ৬টি সপ্তাহে ভাগ করে। আজ পঞ্চম সপ্তাহ চলছে। পূর্বের সপ্তাহ গুলোতে সিলেবাস অনুযায়ী আমরা সকল প্রশ্নের সমাধান দিয়েছি। আজও তার ব্যতিক্রম করবো না। আজও আমরা সকল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তাই দেরি না করে ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইমেন্টের উত্তর গুলো দেখে নিন।

অষ্টম শ্রেণীর গণিত ৫ম সপ্তাহ অ্যাসাইমেন্ট প্রশ্ন ও সমাধান

গণিত অ্যাসাইমেন্টের উত্তর করা বেশ জটিল একটি কাজ। এটি করতে বেশ সময় লাগে। আর গণিত ধৈয্য সহকারে না করলে এর উত্তর মেলানো বেশ কঠিন হয়ে যায়। এবং ফলাফলস্বরূপ শেষ পর্যন্ত অংকটি মেলে না। তারপরও আমাদের অভিজ্ঞা টিম শুধুমাত্র শিক্ষার্থীদের কথা ভেবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাড়া প্রতিটি অ্যাসাইমেন্টের উত্তর করছে এবং আপনাদের জন্য ওয়েবসাইটে সাবমিট করছে। আমরা চাই আপনারা যেন খুশি হন। আমাদের দেশ এগিয়ে যাক। করোনার এই পরিস্থিতিতে দেশের সকল শিক্ষার্থীরা যেন পিছিয়ে না থাকে। কারণ শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। শিক্ষা জাতির মেরুদন্ড। প্রতিটি সপ্তাহের ন্যায় পঞ্চম সপ্তাহের সিলেবাস অনুযায়ী যে সকল বিষয় রযেছে তার মধ্যে গণিতের সমাধান আমরা আগে করেছি। যাতে শিক্ষার্থীদের মাথায় থেকে গণিতের চিন্তা মুক্ত হয়। এবং তাড়া সহজে এবং চিন্তামুক্তভাবে বাকি বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারে। নিচে গণিতের চতুর্থ, একাদশ, পঞ্চম, সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তরপত্র দেওয়া রযেছে। আপনার সময় অনুযায়ী দেখে নিন।

শেষ চিন্তা

গণিত নিয়ে যাদের মাথা ব্যাথা তাদের এই ব্যাথা নিরাময়ে আমরা এক কার্যকরী ঔষুধ নিয়ে হাজির হয়েছি। আমরা সকল প্রশ্নের উত্তর তৈরি করেছি। আসলে বলতে গেলে গণিত খুব যে জটিল তা নয়। একটু সাহস নিয়ে করতে শুরু করলেই হয়ে যাবে। কোন কাজই কঠিন নয়। তবে গণিতের বেশ কিছু শর্টকার্ট পদ্ধতি রয়েছে যেগুলো অনুসরণ করতে যে কোন শিক্ষার্থী গণিত নেই আর ভয় পাবে না। তাই ভয় নয় গণিত নিয়ে খেলা করতে শিখুন।

15 thoughts on “Class 8 Math 5th Week Assignment Answer”

Leave a Comment