0

ক্লাস এইটের / অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত এসাইনমেন্টের প্রশ্ন। সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামুলক পার্থক্য।

Assignment Question Of Math / Gonit / Ongko For Class Eight Students. There is a comparative difference between simple profit and compound profit in the case of a savings scheme of a co-operative society.

সরল মুনাফার ক্ষেত্রে:

১) সঞ্চয় স্কিমের মূলধন, P = ১৫০০০ টাকা।

২) সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল, n = ৩ বছর।

৩) সঞ্চয় স্কিমের মুনাফার হার, r = ৯%।

ক. সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল (৩ বছর) পর মুনাফার পরিমাণ, I = কত?

খ. ‘2’ নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায়, মুনাফা – আসল, A = কত?

চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে:

১) সঞ্চয় স্কিমের মূলধন, P = ১৫০০০ টাকা।

২) সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল, n = ৩ বছর।

৩) সঞ্চয় স্কিমের মুনাফার হার, r = ৯%।

ক. ১ম বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?

খ. ২য় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?

গ. ৩য় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?

ঘ. নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) চক্রবৃদ্ধি মুনাফা = কত?

ঙ. নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।

⇒ সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে কর।