Primary Assistant Teacher DPE Question Solution 28 June 2019

Primary Assistant Teacher Question Solution 28 June 2019 has published by newresultbd.com. Primary 4th Phase Exam & Last Part Exam Question Solution, All Set Question Solve, All DPE candidates are waiting for the question solutions of today. So that, we try to accurate solve full question paper. Here you can get DPE Question Solution For Assistant Teacher Job Exam. প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

As DPE exam is being with four parts, all of them this is the last and 4th phase of exam. So it is very important to check question patterns to 4 phase candidates. Anyways, Analyses question and knowing solution is a part of preparation. However, after finishing exam, verify MCQ’s is a relief pressure for candidates. So, for why we are giving DPE Primary Assistant Teacher Question Solution 28 June 2019.

[Adsense]

Primary Assistant Teacher test ended a few minutes ago. After the test, the candidates want to match their exams with the solution to the questions. After the test they waste a lot of trouble and precious time to find solutions. For them, we try to solve the question of the test we can afford. The MCQ part question of Primary Assistant Teacher exam is same for all 1st phase exam candidates. You can send us your DPE Exam question’s high quality image by taking picture. We will try to solve the question. You can send or inbox me here- https://m.me/asifafy

Download DPE Admit Card

Primary Assistant Teacher Result

[Adsense1]

You can also check 24 May 2019 Exam Question Solution & 31 May 2019 Exam Question Solution & 21 June 2019 Exam Question Solution

Primary Assistant Teacher Question Solution

DPE Primary Assistant Teacher MCQ Exam has started. After the test, we will collect the questions and then solve it. So please wait until solving it. You can send pictures of your question (good resolution) to get a quick solution.

[LinkAds]

Here you can get Bangla, English, General Knowledge & Math MCQ question solution of 28 June Assistant Teacher Exam Question Solution.

সমাধান চলছে…. আমাদের গ্রুপে যোগ দিন, আমাদের পেজে লাইক দিন, অপেক্ষা করুন এবং এই পেজটি শেয়ার করুন ফেসবুকে। যেহেতু বিভিন্ন জেলার প্রশ্ন ভিন্ন তাই আপনার জেলার, উপজেলার নামসহ আপনার প্রশ্নের ভাল রেজুলেশনের ছবি আমাদের পাঠান। সকল প্রশ্ন আমাদের পক্ষে সমাধান দেওয়া সম্ভব নাও হতে পারে তবে আপনাদের থেকে অধিক ফেসবুক শেয়ার পেলে আমরা চেষ্টা করবো। আপনাদের মধ্যে কেউ যদি প্রশ্ন সমাধানের কাজ করতে চান তাহলে আমাদের পেজে যোগাযোগ করুন। 

Join Our Group & Page For Getting Solutions Very Quickly

 

SET 4021, 3918, 2815 (Chittagong)SET 1712SET 3918, 7330, 1712 (Rongpur, Cumilla)

১. দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 160 একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত?

ক) ২০

খ) ২৪

গ) ৩০

ঘ) ৩৬

২. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে?

ক) কোলন

খ)  সেমিকোলন

গ)  কমা

ঘ)  বিন্দু

৩. log82= কত? – 2/1

[Adsense1]

newresultbd.com

৪. কোনটি Present Perfect Tense এর উদাহরণ?

ক) I had the news.

খ) I shall have the news.

গ)  I have heard the news.

ঘ)  I have the news.

৫. ‘সংলাপ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক) সমঃ + লাপ

খ) সম্ + লাপ

গ) সং + লাপ

ঘ) সং + আলাপ

৬. ‘আকাশে চাঁদ উঠেছে’ –  এখানে ‘ আকাশ’ কোন কারকে কোন বিভক্তি?

ক)  করনে ষষ্ঠী

খ)  কর্মে শূন্য

গ)  অধিকরণে সপ্তমী

ঘ)  সম্প্রদানে চতুর্থী

৭. রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি?

ক) নারিকেল পাতা

খ) আকর্ষী

গ) জবা পাতা

ঘ)  গোলপাতা

৮. Synonym for ‘Magnificent’?

ক) Impressive 

খ) Splendid

গ) Beautiful

ঘ) Interesting

৯. ‘তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না’  কোন ধরনের বাক্য?

ক) যৌগিক

খ)  জটিল

গ)  সরল 

ঘ) খন্ড

১০. I would like — information, please.

ক) some

খ) few

গ) a

ঘ) an

১১. “A burning question” means—

ক) a false question

খ) an important question

গ) a hard question

ঘ) an uncommon question

১২. ৮০, ৯৬, —, ১২৮ শূন্য স্থানের সংখ্যাটি কত হবে?

ক) ১২০

খ) ৬৪

গ) ১১২

ঘ) ৮৮

১৩. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের থেকে ৭৮ বেশি হলে সংখ্যাটি-

ক) ৬

খ)

গ) ১২

ঘ) ৪ 

১৪. বস্তুর ভর ভূপৃষ্ঠ বা ভূ-পৃষ্ঠের ওপরে অবস্থানের পরিবর্তনের সাথে-

ক) ৬ গুণ বৃদ্ধি পায়

খ)  পরিবর্তিত হয় না

গ)  রাস পাই

ঘ)  পরিবর্তিত হয়

১৫. ‘কাজলকালো’ –  এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক)  কাজল রূপ কালো

খ)  কালো ও কাজল

গ) কাজলের ন্যায় কালো

ঘ)  কাজল ও কালো

১৬. জীভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?

ক) অগ্র-স্বরধ্বনি

খ) জিভ-স্বরধ্বনি

গ)  সম্মুখ-স্বরধ্বনি

ঘ) নিম্ন-স্বরধ্বনি

১৭. Which one is Reflexive Pronoun?

ক) Myself

খ) Who

গ) He

ঘ) Each

[Adsense1]

১৮. “Bottom line” means-

ক) the end of the road

খ) the last line of a book

গ) the essential point

ঘ) the final step

১৯. What is the noun of “deny”?

ক) Deny

খ) Deniable

গ) Refuse

ঘ) Denial

২০. ‘বিনা যত্নে উৎপন্ন হয় যা’ –  এর বাক্য সংকোচন কি?

ক) অযত্নলব্ধ

খ) অনায়াসলব্ধ

গ)  অযত্নসস্তূত

ঘ)  অযত্নজাত

২১. তালব্য বর্ণ কোনগুলি?

ক) র, ড়, ঢ়, ভ

খ) স, ও, ঘ, ত

গ) ই, জ, ঞ, য় 

ঘ) খ, উ, ম, ল

২২. Which one is always used as singular?

ক) Custom

খ) Staff

গ) Horse

ঘ) Bread

২৩. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে?

ক) ৮০

খ) ৯০

গ) ৯৮

ঘ) ৭০

২৪. Kamal did not join the army, Here the word ‘Army’ is-

ক) an abstract noun

খ) a common noun

গ) a collective noun

ঘ) a material noun

২৫. The study of religion is-

ক) Phonology

খ) Etymology

গ) Theology

ঘ) Morphology

২৬. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে ২০%  ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে ১০% লাভ হতো।  দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা?

ক) ২০০

খ) ২২০

গ) ৩০০

ঘ) ১৬০

২৭. ‘গরিবের জন্য বড়লোকদের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতই’ – এ বাক্যে ‘মাছের মায়ের পুত্রশোক’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) শোকে পাথর

খ) নিষ্ঠুর 

গ) মিথ্যা শোক

ঘ) মমত্ববোধ

২৮. ‘রিকেটস’ কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?

ক)  ভিটামিন ‘বি’ 

খ)  ভিটামিন ‘ই’

গ)  ভিটামিন ‘ডি’

ঘ) ভিটামিন ‘এ’

২৯. “Let the book be read by you” বাক্যের Active Form হচ্ছে-

ক) Read the book.

খ) You are to read the book.

গ) Let read the book by you.

ঘ) Let the book be reading by you.

৩০. কোন বানানটি শুদ্ধ?

ক) কনিষ্ঠ

খ) কণিষ্ঠ

গ) কনিষ্ট

ঘ) কণিষ্ট

৩১. ‘মা খোকাকে চাঁদ দেখাচ্ছ ‘ –  এ বাক্যে ‘দেখাচ্ছে’ কোন ক্রিয়া?

ক) অসমাপিকা

খ)  সমাপিকা

গ)  দ্বিকর্মক

ঘ)  প্রযোজক

৩২. ‘বাহাদুর শাহ’ পার্ক কোথায় অবস্থিত? ঢাকায়

৩৩, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়? ১৯৭১ সালের ১০ এপ্রিল

৩৪. ‘ঢেউ’ এর প্রতিশব্দ – বীচি

৩৫. I — him only one letter up to now. – have sent

HSC Result

৩৬. বার্ষিক ১০% মুনাফায়  ৮০০০/- টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে- ১০৬৮০

৩৭. কোন বানানটি শুদ্ধ? Parallel

৩৮. কোন দেশটি Schengen ভুক্ত নয়? ব্রিটেন

৩৯. বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে? চট্টগ্রাম

৪০. ‘একেই কি বলে সভ্যতা’ গ্রন্থটির রচয়িতা কে? মাইকেল মধুসুদন দত্ত

৪১. কোনটি খাঁটি বাংলা উপসর্গ? ইতি

৪২. a=√3+√2 হলে, a3+3a+3a-1+a-3 এর মান কতো? – 24√3

৪৩. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে? ৮ সেপ্টেম্বর

৪৪.  শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? – ২৫%

৪৫. [LinkAds]

৪৬. দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর- সম্পূরক কোণ

৪৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান? ৫২

৪৮. পুত্রজয়া হল- মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী

৪৯. ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২:১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে? – ৬০

৫০. একটি বোতলে আমের জুসের পরিমাণ ৩৫০ মি.লি.। ২৪ টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? – ৮.৪

৫১. He addressed Mr. Rahman and wished him good morning বাক্যটির direct speech হবে- He said “Good morning, Mr. Rahim”

৫২. কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে? চালবাজ

৫৩. বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়? ১৯৯৭

৫৪. x+1/x=2 হয় তাহলে x এর মান হবে- 1

৫৫. ‘নদীটি উত্তরমুখে প্রবাহিত’ – এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে? দিক

৫৬. কোনটি শুদ্ধ বাক্য? তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি

৫৭. ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?  ঢাকার রেসকোর্স ময়দানে

৫৮. দুটি লাইন একে অন্যের  থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে।  তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? – কখনই না

৫৯. ৫৩৫ টাকার একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে? – ৪০০

৬০.  কোনটি ‘তদ্ভব’ শব্দ? চাঁদ

৬১. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন ‘এ’

৬২. Karim as well as Rahim — praise. – deserves

৬৩. কোন বানানটি শুদ্ধ?  রীতিনীতি 

৬৪. The child cried for — mother. – its

৬৫. ১০২৪ এর বর্গমূল কত? – ৩২

৬৬. ‘Ensure’ means: Make certain

৬৭. বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরনের? মন্ত্রিপরিষদ শাসিত

৬৮. ‘পোড়ামাটি-নীতি’ কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? পাকিস্তান সেনাবাহিনী

৬৯. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউইয়র্ক 

৭০. “At home”- এর অর্থ হচ্ছে-  Familiar with

৭১. কোনটি সঠিক বানান? –  সৌজন্য

৭২. ফারাক্কা বাঁধ তৈরি করা হয় কোন নদীর উপর? গঙ্গা

৭৩. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? ফিলিপাইন

৭৪. “Black and blue” অর্থ কি? উত্তম মধ্যম

৭৫. পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয়-  মহাকর্ষ

৭৬. SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে? ২০৩০ সাল

৭৭. কোন বানানটি শুদ্ধ? Remittance

৭৮. ছয়টি পরস্পর পূর্ণসংখ্যা দেওয়া আছে।  ১ম তিনটির যোগফল ২৭ হলে শেষ ৩টির যোগফল কত? – ৩৩

৭৯. 2+4+8+16+—– এই ধারাটির কততম পদের মান 128? – 7

৮০. মনিরের ও তপনের আয়ের অনুপাত ৪:৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫:৪। মনিরের আয় ১২০ টাকা হলে রবিনের আয় কত? – ৭২ টাকা

Set-4021 Primary Question 28 June
Set-4021 Primary Question 28 June
Set-4021 Primary Question 28 June
Set-4021 Primary Question 28 June

১.`যা আঘাত পায়নি’- এর বাক্য সংকোচন কি– অনাহত

২.  কোনটি শুদ্ধ বাক্য?– আমার কথাই প্রামাণিত হলো।

৩. কোন বানানটি অশুদ্ধ?– মনকষ্ট ( সঠিক মনঃকষ্ট)

৪. He was taken to task. অর্থ? – তাকে তিরস্কার করা হয়েছিল 

৫.৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? – ৪ জন

৬.যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সে  ব্যঞ্জনগুলোকে বলে– মহাপ্রাণ 

৭.The Principal had an inquiry —-the case. – into

৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? – জর্জ ওয়াশিংটন

৯. দেশকে নিরক্ষরতা মুক্ত করার প্রত্যয় কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া নির্দেশনা প্রদান করা হয়? – ২০০৯ সাল

১০.শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে?– বিন্দু চিহ্ন

১১. `বঙ্গভঙ্গ’ কি ধরনের সংস্কার ছিল? – সামাজিক সংস্কার 

১২.`অনুচিত শব্দটি কোন সমাস?– তৎপুরুষ

১৩. কোনটি সঠিক? – Paper is made from wood

১৪. কোন বানানটি শুদ্ধ?c- Occasion

১৫.‘ আজকে নগদ কালকে ধার’ এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি?– অধিকরণে ২য়া

১৬. একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২।হর ও লব উভয় থেকে ৩  বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১  হয়। ভগ্নাংশটি কত? –

১৭. ‘দীর্ঘস্থায়ী দুঃখ’ কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?– রাবণের চিতা

১৮. একটি ক্লাবে  ৮ জন পুরুষ ও ৮ মহিলা সদস্য আছেন । ৬ সদস্যের একটি কমিটি গঠন করতে হবে যেখানে পুরুষ ও মহিলা সদস্য ৩ জন  করে থাকবেন । কতভাবেই কমিটি গঠন করা যায়? –

১৯. X2+ x2/1 এর নিম্নোক্ত কোন মানের জন্য x3+x3/1=0  হবে? –

২০. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? – ১৩৬ তম 

২১. `একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন’- কোন ধরনের  বাক্য—

২২. Which sentence is with correct punctuation? – Maria, my student, is on leave today.

২৩. I suggest that he — there. – goes

২৪.পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত– সংস্কৃত

২৫. বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? – ১৯৮০ সালে রংপুর জেলায়

২৬. look forward means? – Expect with eager

২৭. গাছের প্রাণ আছে- কে প্রমাণ করেন?–  জগদীশচন্দ্র বসু

২৮. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮  কিমি ও৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে? –

২৯. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? – বরেন্দ্র জাদুঘর

৩০. Grievance

৩১. Kamal said to me, what is your name? Indirect narration- Kamal asked me what my name was.

৩২. (০.০২)/২ এর মান কোন ভগ্নাংশটি সমান? –

৩৩. নিঃশেষিত এর সঠিক ইংরেজি রূপায়ণ?

৩৪. You must work hard for success (make it compound)

৩৫. A rolling stone gathers no moss, What is rolling?

৩৬. যদি ( x-5)(x+3)= x2-25হয় তবে a এর মান কত?

৩৭. ‘গরু ঘাস খায়’- এখানে ‘খায়’  কোন কালের উদাহরণ? – সাধারণ বর্তমান

৩৯. সোহেল একটি  ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করায় ১৫%  ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল ১০% লাভে বিক্রয় করা। ২০%  লাভ করতে হলে ঘড়িটি বিক্রয় মূল্য কত বাড়াতে হত?

৪০. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪,৫,৬  দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?

৪১. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 102, বছর পুত্রের বর্তমান বয়স কত?

৪২. কোনটি শুদ্ধ?

৪৩. উয়ারী- বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল?– আড়াই হাজার বছর আগে

৪৪. ‘বিচ্ছিন্ন’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?— বি+ছিন্ন

৪৫. The adjective form of decision is?

৪৬. দুটি পরস্পর পূরক কোণ এর মধ্যে একটির মান ৩৫  ডিগ্রি হলে অপর টির মান কত?–

৪৭. মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৯৬ সালের ২২  মার্চ

৪৮. Tress have – off their leaves

৪৯. ‘বারোভূঁইয়া’ কাদের বলা হত? – বড় বড়  স্বাধীন জমিদার

৫০. অপু, দিপু,  নিপু একটি কাজ যথাক্রমে 6 ,10 ,15 দিনে করতে পারে এক্ষেত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে?

৫১. একটি দ্রব্য ২৫%  লাভে বিক্রয় করা হলে, বিক্রয় মূল্য ও ক্রয়ের মুল্যের  অনুপাত নিচের কোনটি?

৫২. ‘শুদ্ধ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? – কোনোটিই নয়

৫৩. একটি সরলরেখার উপর লম্ব অংকন করলে কয়টি সমকোণ পাওয়া যায় ?

৫৪. যদি a+b=2, ab=1হয় তবে  a ও b এর যথাক্রমে?

৫৫. নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? – মহাকাশ গবেষণা

৫৬. তুমি কার সাথে কথা বলছো? এর ইংরেজি?

৫৭. ওষ্ঠ বর্ণ কোনগুলো? – প,ফ,ব,ভ,ম

৫৮. Anis had a talent —–making people laugh.

৫৯. ‘নামাজ, রোজা’ কোন দেশি শব্দ? – ফারসি শব্দ

৬০.বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার?– ৩ প্রকার 

৬১. কত সালে নীল কমিশন গঠন করা হয়? – ১৮৬০

৬৩. কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

৬৩. P এর মান কত হলে 4x/2-px+9 একটি পূর্ণবর্গ হবে?

৬৪. জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট এর উদ্দেশ্য?–  বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ 

৬৫. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?–  ইয়াংসিকিয়াং

৬৬. ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন? —সাধারণ পরিষদে

৬৭.‘কর্মভোগ এড়ানো যায় না’ এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করে? – কৃতকর্ম

৬৮. কোনটি সঠিক বানান? – ঔজ্জ্বল্য

৬৯. What is the meaning of `of late’?

৭০. `Stop Genocide’চলচ্চিত্রের পরিচালক কে?— জহির রায়হান

৭১. Two heads are better than one” প্রবাদ বাক্য টির ভাবার্থ কোনটি?

৭২. পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়?– দিন ও রাত হয় 

৭৩.কোন বানানটি শুদ্ধ?– দূরীভূত

৭৪. চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবার এর ব্যবহার কেমন করে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

৭৫. মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয়?– হায়ারোগ্লিফিক

৭৬. x+y=6 হলে xy এর বৃহত্তম মান কত?

৭৭. ‘মহেঞ্জোদারো’ কথার অর্থ কি – মরা মানুষের ঢিবি

৭৮. ‘মহারাজাধিরাজ’ পদবী কারা গ্রহন করেন – শশাঙ্ক

৭৯. What is the meaning of “White Elephant’? – A very costly or troublesome possession

৮০. কোন শ্রেণীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল।  বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৪০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?

  1. x2=1- x
  2. কোনটি বহুব্রীহি সমাস নিষ্পন্ন? – বীণাপাণি, চুলাচুলি
  3. ‘ঝিনুক থেকে মুক্তা মেলে’ – এখানে ‘ঝিনুক’ কোন কারক? – অপাদান কারক
  4. এসিডের  একটি ধর্ম হল- এরা নীল লিটমাসকে লাল করে
  5. অপটিক্যাল ফাইবার হলো- সরু কাঁচতন্ত্র যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয়
  6. ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সে গুলোকে একত্রে কী বলে? – বাগযন্ত্র
  7. কোনটি সঠিক বানান? –  স্বতঃস্ফূর্ত 
  8. একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে? – ১৮০০
  9. কোন বানানটি শুদ্ধ? – Personnel 
  10. Choose the correct sentence: We were discussing the matter., We were discussing about the whole matter.
  11. কোনটি ধনুষ্টংকার রোগ সৃষ্টি? – ব্যাসিলাস
  12. ‘দন্ত্য বর্ণ’ কোনগুলি? – ত, থ, দ, ধ
  13. What is the plural form of (Question incomplete)
  14. The minister arrived — a decision last night. – at, in
  15. Fifty kg — really a heavy weight to carry. – is
  16. We need to buy some – furniture
  17. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? – ৫:৩
  18. কোনটি শুদ্ধ বাক্য? –  চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা [newresultbd.com]
  19. বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে- ২০০০ সালে
  20. নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? – সৌর প্যানেল
  21. কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? – অজানা
  22. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি ও ৬ কি.মি। নদীপথে ৮ কি.মি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে- ৬ ঘন্টা
  23. কোন বানানটি শুদ্ধ? – Dysentery
  24. নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোন গুলো? – বায়, পানি, সূর্যের আলো
  25. I spent — with the patient. – some time
  26. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ থেকে তত ছোট সংখ্যাটি কত? – ৭৮৬
  27. The word “Stagflation” means- economic slow down
  28. শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? – ২৫%
  29. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? –  ডিসেম্বর ১৬, ১৯৭২
  30. Synonym for ‘Mouth watering’? – Delicious [Adsense1]
  31. I wish you — the problem. – could solve
  32. শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে? – ২০
  33. প্রচলিত শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত? – ইত প্রত্যয়
  34. কোন বানানটি শুদ্ধ? – মরীচিকা 
  35. He has done no wrong. The underlined word is a/an – noun
  36. I have no pen to write —. – in
  37. কোন বানানটি শুদ্ধ? –  ঝঞ্ঝাট
  38. একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত? –
  39. “আবার আসিব ফিরে”  কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? –  রূপসী বাংলা 
  40. কোনটি অর্ধতৎসম শব্দ? – গিন্নী [newresultbd .com]
  41. কোন বাক্যটি শুদ্ধ? – Mr. Jamal is not in the committee.
  42. `লোকটির যদিও ধনী, তবুও সে কৃপণ’ কোন ধরনের বাক্য? – জটিল
  43. বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হল- ENIAC
  44. ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? – নবাব আব্দুল গণি
  45. এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন।  দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবেন? – ৭২৬
  46. বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? –  প্রথম ৪ চরণ
  47. a2.a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি? – a2(a+b)
  48. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ এর নাম-  ফকির ও সন্যাসী বিদ্রোহ
  49. কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল অবশ্যই ৫০৪০ দ্বারা বিভাজ্য হবে? – ৬ টি
  50. Log5x = 3 হলে x = কত? – 125
  51. দুটি সংখ্যার যোগফল ৮।  যদি সংখ্যাগুলো ৩:১ অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে- ১২
  52. ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট – ২৫
  53. A3-21a-20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি? – a+1
  54. তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা ২ ঘন্টা, ৩ ঘন্টা ও ৪ ঘণ্টা পর বাজতে থাকলো। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে? –
  55. a-b=7 এবং ab=60 হলে, a2+b2 = কত? – 169
  56. কোনটি Collective Noun? – Library
  57. What kind noun is “Girl”? – Common
  58. ‘বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি’ –  এ বাক্যে ‘গিয়ে’ কোন ক্রিয়া? – অসমাপিকা
  59. কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস কি কাল? – হেমন্তকাল
  60. (-1) x (-1) x (-1) + (-1) (-1) = কত? – 0
  61. ‘The Captain ordered the soldiers to march on’ বাক্যটির direct speech. – The Captain said to the soildiers, “March on.”
  62. ‘গবাদি পশুর পাল’  এর সংকেত হলো- বাথান
  63. বক্তার প্রত্যক্ষ উক্তি কে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? – উদ্ধরণ চিহ্ন
  64. উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? –  বিদ্যুৎ
  65. তার হাতের লেখা খুব ভালো-  এখানে খুব কী পদ? – বিশেষণ 
  66. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? – ইউনিয়ন
  67. একই হার মুনাফায় কোনো আসল ৬ বছরে মুনাফা আসলের দ্বিগুণ হলে কত বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে? – ১২  বছর
  68. ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে ANNIHILATE THESE DEMONS শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন? – কামরুল হাসান
  69. IMF এর পূর্ণরূপ কী? – International Monetary Fund
  70. ‘মৃন্ময়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? – মৃৎ + ময়
  71. ‘Obese’ means: Very fat
  72. CONSTITUTION : PREAMBLE – Book : Preface
  73. ‘মেধাবী ছেলে কে কামার বিষে ভরা এসে এবার পরীক্ষায় ফেল করেছে’ –  এ বাক্যে ‘তামার বিষ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? – অর্থের কু-প্রভাব
  74. কোন দেশের অধিবাসীদের ডাচ নামে পরিচিত? –  নেদারল্যান্ড
  75. ‘ কার্ডিওলজি’ কোন রোগের সাথে সম্পৃক্ত? – হার্ট 
  76. ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? – বাংলা ১১৭৬ সালে
  77. কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়? – অন্তরীক্ষ 
  78. Which of the following sentences is correct? – One of my brothers is a doctor.
  79. একটি রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১২০ বর্গ মিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার? – 24 মিটার
  80. a+1/a = 1 হয়, তাহলে a2+1/a2 = কত? – 14
Solution Of 31 May 2019 Exam Questions

01. Which one is plural – None of these

02. Looks before you leap – ভাবিয়া করিও কাজ

03. মৌলিক স্বরধ্বনি কয়টি? – ৭ টি

04. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে –

05. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বইয়ের ঘণ্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রাপথের স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? – 7.5

06. 0.4*0.02*0.08=? – 0.00064

07. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? – ভাই বোন

08. choose the correctly spelt word? – voluntary

09. চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে? – সম্ভাব্যতা

10. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে- বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? – কর্মে সপ্তমী

11. 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10 হাজার টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে? – ০.০৮

12. x-1/x=2 হলে x4+1/x4= কত? – 34

newresultbd.com

13. পক্ষী’ শব্দের সঙ্গে যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? – ক+ষ

14.‘রাতল’ শব্দের অর্থ কি? – লাল

15. শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে? – ত্রিভুজ

16. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? – 5

17.‘সূর্য উঠলে আধার দূরীভূত হয়’ এখানে উঠলে কোন ক্রিয়া পদ? – অসমাপিকা

18. একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল আজকে আবার 25% কমে গেল প্রকৃত বাড়া অথবা কমার হার কত? – ৬.২৫

19. ‘পরাজয়ের’- শব্দটিতে কোনটি উপসর্গ? – পরা

20. কচুরিপানা পানিতে ভাসে কেন? – কান্ড ফাপা বলে

HSC Result

21. ঢাকার “ধোলাইখাল” কে খনন করেন? – ইসলাম খান

22. সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? – ৮  টি

23. প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? – 2 ফেব্রুয়ারি

24. I cannot ___ to pay such high prices. – afford

25. কোনটি যৌগিক বাক্য? – তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হবো

26. “কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো” – সছঠক ইংরেজি ক? – The authority took him to task

27. ‘উগ্র’ শব্দটির বিপরীতার্থক কোনটি? – সৌম্য
28. The Ambassador called ___ the president. – on

29. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? – ক্যাপ্টেন এম মনসুর আলী

30. What is the adjective of the word “Heart”? – Heartening

31. The synonym of “Stringent” is – Rigorous

32. যদি ১৫ জন ছাত্র ইংরেজীতে গড়ে শতকরা ৮০ নম্বর এবং ১০ জন ছাত্র গড়ে শতকরা ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত? – ৮৪

33. ‍All of the people at the conference are – Mathematics teacher

34. Choose the correct sentence- Each of the three boys got a prize

35. মৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা যায়? – পাল শাসনামলে

36. “কোন মানুষ একা বাস করতে পারে না” – সঠিক ইংরেজি কী? – None can live alone.

37. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়? – ২ জন

38. “Frequency” is – Noun

39. শশ ব্যস্ত কোন সমাস? – কর্মধারয়

40. The correct spelling is- c. Bureaucrat

41. কোন খ্রিষ্টাব্দে দিল্লীর সুলতানি শাসনের অবসান হয়? – ১৫২৬

42. কত মেগা বাইটে ১ গিগাবাইট? – 2^10

43. বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? – আকাঙ্ক্ষা

44. 2, 3, 5, 8, 13, 21, 34, — ধারাটির পরের সংখ্যাটি কত? – 55

45. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়? – ১৬৭

46. ৫ টি বিড়াল ৫ টি ইদুর ধরতে ৫ মিনিট সময় লাগায়। ১০০ টি বিড়াল ১০০ টি ইদুর ধরতে কত মিনিট সময় লাগাবে? –

47. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৮০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? – 12

48. y এর মান কত হলে 16×2 – xy + 25 একটি পূর্ণবর্গ রাশি হবে? – সঠিক উত্তর নাই ( সঠিক হবে ৪০)

49. ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত? – ০.০২৫

50 সমকোণী ত্রিভূজের বাহুগুলির অনুপাত কোনটি? – ১৩:১২:৫

51. স্থুলকোণী ত্রিভূজের স্থুলকোণের সংখ্যা – ১ টি

52. ‘তিলে তৈল হয়’ -কোন কারকে কোন বিভক্তি? – অপাদান কারকে সপ্তমী

53. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? – বাঙালি জাতীয়তাবাদ

54. কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন? – টিক্কা খান

55. বাংলাদেশের কোন নৃ- গোষ্ঠীর জাতির ভাষার নাম `অচিক খুসিক’ – গারো

56. বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০ টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেল সংখ্যা সমান হবে। আবার তপু যদি বাবুকে ২০ টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যার দ্বিগুন হবে। বাবুর কাছে কতটি মার্বেল আছে? – ১০০

57. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ? – আমি সাক্ষ্য দিয়েছি

58. ৬ ফুট দীঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা।

গাছটির উচ্চতা ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট? – 96

59. “অসমাপ্ত আত্নজীবনী” গ্রন্থের রচয়িতা কে? – শেখ মজিবুর রহমান

newresultbd.com

60. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? – শ্রীলংকা

61. শুদ্ধ বাক্য কোনটি? – তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব

62. কোনগুলো ওষ্ঠ ধ্বনি? – ক,খ,গ,ঘ,ঙ

63. The lady prides herself — her beauty. – of

64. একটি সংখ্যার থেকে 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত? – 50

65. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? – লন্ডন

66. ‘সর্বজন’- এর বিশেষণ কি? – সর্বজনীন

67. ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর।কাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর ।তাদের বাবার বয়স কত? – ৫২

68. ‘Dog days’ means – Hot weather

69. At least one of the students ___ full marks every time. – gets

70. The synonym of ‘sanguine’ is – Sparkle

71. কত সালে পান্ডুলিপি বিহীন এবং অলিখিত কোন বিষয় কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এর তালিকা ভুক্ত করেন – ২০১৭

72. ‘Counsel’ means – Advice

73. ‘Ambiguous’ means – Unclear

74. বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন? – ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী

75. AFTER : BEFORE – successor : predecessor

76. নিচের কোনটি প্রবাল দ্বীপ – সেন্ট মার্টিন

77. সাপের বিষে কি থাকে? – লেড মনোক্সাইড

78. কোন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য নিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হত। ক্রয় মূল্য কত? – ৮০

79. সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? – সম+ বিধান

80. কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়? – ১৯৯০ সালের ২৬ শে নভেম্বর

Solution Of 31 May 2019 Exam Questions

একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? ৩৬০

২. ‘তাসের ঘর’ – অর্থ কী? ক্ষণস্থায়ী

৩. শুদ্ধ বানান কোনটি? সমীচীন

৪. A person who writes and edit dictionaries is called a- lexicographer

৫. “He said that he had done the work”. The direct speech is- He said, ‘he did the work’.

৬. ‘রবীন্দ্র’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি+ইন্দ্র

৭. বঙ্গবন্ধু কর্তৃক ‘ছয় দফা’ ঘোষিত হয় কবে? ৫ ফেব্রুয়ারী, ১৯৬৬

৮. Choose the English translation of – তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? Have you ever been to Coxs Bazar?

৯. পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশী। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর? ৩০

১০. Change the voice: Who is creating this mess? By whom is this mess being created?

newresultbd.com

১১. বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট টি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র

১২. একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? ৬০ জন

১৩. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? ১০ টি

১৪. Which one is the correct spelling? Irresistible

১৫. ‘দিন যায় কথা থাকে ‘- এখানে ‘যায়’ কী  অর্থে ব্যবহৃত হয়েছে? অতিবাহিত

১৬. কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? সালোকসংশ্লেষণ

১৭. ‘অক্ষির’ ‘সমীপে’র সংক্ষেপ হলো- সমক্ষ

১৮. নিত্য সমাসের উদাহরণ কোনটি? দেশান্তর

১৯. 2x+3y/3z+=⅚ হলে x:y = কত? 8:3

২০. Which of the following sentences is correct? He was hanged for murder

২১. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার,  পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার? ৪

২২. The book `Treasure Island’ is by- Stevenson

২৩. Which one is the correct spelling? Supersede

২৪. পানির স্ফুটনাঙ্ক কত? ১০০ ডিগ্রি সেলসিয়াস

২৫. ‘কিরণ’- এর সমার্থক নয়- রবি

২৬. কোন ৩টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? ২,৪,৭

২৭. x-1/x=1 হলে x3-1/x3 এর মান কত? 4.0

২৮. ‘অলীক’-এর বিপরীত শব্দ- সত্য

২৯. জোয়ার-ভাটার প্রধান কারণ- চাঁদের আকর্ষণ

৩০. 4x5x0x7 x1=কত? 0

৩১. ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক

৩২. As the sun Was shining , I decided to go out.

৩৩. The professor was given access to materials in the research laboratory.

৩৪. একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ৬

৩৫. ‘কুসুমিত’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি? কুসুম+ইত

৩৬. পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা-  মাকসুদুল আলম

৩৭. Every driver must be held responsible for his own actions.

৩৮.  একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? ৫

৩৯. I have a boat made of wood. The underlined phrase is Past Participle Phrase

৪০. ভাষার মূল উপকরণ কী? বাক্য

৪১. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল? ১৬৯

৪২. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল- ২১৮৭

৪৩. কোনটি শুদ্ধ বাক্য? আমার বড় দুরবস্থা

৪৪. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী

৪৫. What is the antonym of the word ‘unwitting’? Intentional

৪৬. The plural of ‘Fez’ is- Fezes

৪৭. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০-% বৃদ্ধি করলে নতুন বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? ১৯৮০০

৪৮. Phosphates Need to be added to most farm lands in Bangladesh.

৪৯. শুদ্ধ বানান কোনটি? আসক্তি

৫০. 4×2+9y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? 12xy

https://newresultbd.com/dpe-question-solution-31-may-2019

৫১. ‘হাট-বাজা ‘ কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সমার্থে

৫২. Which one is plural- Bureaux

৫৩. পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত- কানাডা

৫৪. ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি? ৫০ ডিগ্রি

৫৫. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩। ত্রিভুজটি হবে- সমকোণী

৫৬. x2+7x+P যদি x-5 দ্বারা বিভাজ্য হয়ে তবে P এর মান কত হবে? -60

৫৭. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রী লোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত? ১৩ বছর

৫৮. ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি? ২৮ টি

৫৯. ‘Amenable’ শব্দের সাথে সঠিক Preposition টি কি হবে? to

৬০. ‘আমি’, ‘আমরা’- এগুলো কোন সর্বনাম পদ? ব্যাক্তিবাচক

৬১. ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহিঃবিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? সাইমন ড্রিং

৬২. ‘অঘারাম বাস করে অজপাড়া গাঁয়ে’ ‘ অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ? খাঁটি বাংলা

৬৩. একটি যারে দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত লিটার? ২

৬৪. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন- মহামান্য রাষ্ট্রপতি

৬৫. খাওয়ার লবণের সংকেত কোনটি? Nacl

৬৬. The Feminine of ‘Ram’ is- Ewe

৬৭. রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়? পাবনা

৬৮. The Countable form of  ‘laughter’ is- Laugh

৬৯. কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই? নেপাল

৭০. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? চীন ও যুক্তরাষ্ট্র

৭১. ‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে? জীবনানন্দ দাশ

৭২. আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে ‘Poet of Politics’ বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয়- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৭৩. ১০ থেকে ৬০ যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত? ১০৭

৭৪. ১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? ৩৯

৭৫. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে? ১৯২১ সালে

৭৬. স্কাউটের প্রতিষ্ঠাতা কে? লর্ড ব্যাডেন পাওয়েল

৭৭. বিরাম চিহ্নের অপর নাম কী? ছেদ চিহ্ন

৭৮. Mr. Atique would rather not invest that money in the stock market.

৭৯. ‘ষোড়শ’- এর শন্ধি বিচ্ছেদ কোনটি? ষট+দশ

৮০. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের ২৩ জুন।

Solution Of 24 May 2019 Exam Questions
  1. যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ  ব্যয় বৃদ্ধি পাবেনা? 20%
  2. The opposite word of “Delete” is Insert
  3. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয়? ঋ,র
  4. যদি x + y = ১৭ , xy = ৬০ হয় তবে x-y এর মান কত? ৭
  5. যদি(x-y)2 = ১২ এবং xy = ১ হয় তবে x2+y2= কত? ১১
  6. `শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি? দিবস
  7. কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
  8. ৩টি সংখ্যার গড় ৬ এবং ওই ৩টি সংখ্যাসহ মোট ৪টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেক এর মান কত? ৭
  9. ‘গায়ক’  এর সন্ধি বিচ্ছেদ কোনটি? গৈ+ অক
  10. What is the noun of “Accept”? Acceptance
  11. শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ
  12. a-1/a=3 হলে ‍a2+1/a2 এর মান কত? 11
  13. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি- সূক্ষ কোণ
  14. কোন একটি স্কুলের শিক্ষা-শিক্ষিকাদের মধ্যে ২/৩ কংস মহিলা,  পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ অবিবাহিত। ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত? ৯০
  15. “The Spirit of Islam” বইটির লেখক কে? সৈয়দ আমীর আলী
  16. পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১ ডিগ্রি হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত? ৪ মিনিট
  17. Rajshahi is … sugar growing areas in Bangladesh. one of the largest
  18. There is … milk in the glass. a little
  19. Choose the word with correct spelling. receive
  20. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি? ১৮,১৯
  21. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? ২২৩
  22. She was blessed …. a son. with
  23. ‘দেশে বিদেশে’র লেখক কে? সৈয়দ মুজতবা আলী
  24. The Synonym of “Crime” is offense
  25. English … across the world. is spoken
  26. একটি সেনাবাহিনীর গুদামে পনেরশো সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে।  ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৩০ দিন চললো।  কত জন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? ১৫০ জন
  27. Which sentence is correct? He does not know to swim.
  28. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতটি সদস্য নিয়ে গঠিত হয়? ৩৫০ জন
  29. Of the four books , the red one is the… Cheapest
  30. কম্পিউটারের মেমোরি বা স্মৃতি ভান্ডার এর ধারণক্ষমতা প্রকাশের একক কোনটি? বাইট
  31. ` গবেষণা’  শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গো+ এষণা
  32. Singular form of ‘Data’ is? Datum
  33. The feminine form of the word “Author” is Authoress
  34. চাউল, তিনি, পানি  এগুলো কী বাচক বিশেষ্য? বস্তুবাচক
  35. ‘সুনাম’  শব্দের‘ ‘সু’ কোন উপসর্গ? বাংলা
  36. ‘গাছ পাথর’ বাগধারাটির অর্থ কি? হিসাব নিকাশ
  37. The antonym of “insipid” is exciting
  38. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রশ্নচিহ্ন
  39. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন- সম্রাট আকবর
  40. ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘ চরমপত্র’  কে পরিচালনা ও উপস্থাপনা করেন- এম আর আখতার মুকুল
  41. “উলুখাগড়া”  শব্দটির অর্থ কি? গুরুত্বহীন লোক
  42. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন- Nikolai Podgorny
  43. `I hardly go out after dusk.’ The correct bangla translation is: আমি সন্ধার পরে কদাচিৎ বাইরে যাই।
  44. `Deciduous’ trees are trees those lose the leaves annually
  45.  ১৯৭১ সালে ঢাকা শহরে ‘ অপারেশন সার্চলাইট’  পরিচালনার মূল দায়িত্বে ছিলেন- জেনারেল রাও ফরমান আলী
  46.  ‘সমাস’ শব্দের অর্থ কী? সংক্ষেপণ
  47.  জন্মহীন মৃত্যুহীন- অজ
  48.  একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:১। উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ১৮৭৫
  49.  একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত ৪:১  হবে? ৪
  50.  Which one is correct? One of my friends is a lawyer.
  51. কষ্টে লাভ হয় যা- দুর্লভ
  52.  শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা
  53.  ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- বিচারপতি আব্দুস সাত্তার
  54.  BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম- New Development Bank
  55.  কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? ৫০০ জন
  56.  একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্র খুলে দিলে খালী চৌবাচ্চা টি কতক্ষণে পূর্ণ হবে? ৩
  57.  দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময় এর ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত? ৩৯
  58.  The passive form of “I know him”. He is known to me.
  59.  “Pass away” means: die
  60.  ঢাকাতে ২৪ মে দুপুর ১২টার সময় লন্ডনের সময় হবে- ২৪ মে সকাল ৬ টা
  61.  ঢেঁকি  দিয়ে ধান ভানার সময়ে যান্ত্রিকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়
  62.  প্রদত্ত উপাত্ত-গুলোর মধ্যক কোনটি? ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১
  63.  একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুণ পরিমাণ পেলে শিক্ষার্থী সংখ্যা কত? ৩০ জন
  64.  Which one of the following words is not plural? News
  65. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে জটিল বাক্য / মিশ্র বাক্য
  66.  ০.১ x ১.১x১.২/০.০১x০.০২ এর মান কত? ৬৬০
  67.  The meaning of the word “obese” is: Very fat
  68.  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন? ৭ বার
  69.  `অগ্নেয়’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? অগ্নি+ষ্ণেয়
  70.  কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
  71.  একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫  বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত? ১৮০
  72.  ধ্বনির পরিবর্তন কত প্রকার? দুই প্রকার
  73.  কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রগতি
  74.  বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে
  75.  ২১শে ফেব্রুয়ারি কে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে- UNESCO
  76.  `পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের পরিচালক কে? আব্দুল গাফফার চৌধুরী
  77.  এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি ১১ মাসের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ? ১/২
  78.  দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর ২, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬  কম। সংখ্যাটি কত? ২৪
  79.  টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ঠ নিয়ে প্রণীত হয়েছে? ১৭ টি
  80.  ‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে- সরণি

1 thought on “Primary Assistant Teacher DPE Question Solution 28 June 2019”

Leave a Comment