Primary Assistant Teacher Question Solution: DPE Primary Assistant Teacher exam being held in 4 steps. The first step was on 24 May. Today, on May 31, the second phase of the DPE Primary Assistant Teacher examination was completed. After completing the test many of you find the solution. So if you are looking for today’s DPE Primary Assistant Teacher test questions solutions, you can find all the solutions for today’s exams here.
Primary Assistant Teacher Result 2019
Primary Assistant Teacher (21 June 2019) Question Solution
[Adsense2]A total of 80 marks, in which the Bengali section marks 20, English 20, mathematics 20 and general knowledge 20 Marks. For each correct answer, you will get 1 mark. But 0.25 marks will cut for every wrong answer.
Primary Assistant Teacher Question Solution 31 May 2019
According to today’s Primary Assistant Teacher exam, we will try to solve the questions of he test. In order to get Primary Assistant Teacher Solution You will have to wait a little bit to get the perfect solution. Because, we will first collect the questions, then write them down. Then we will solve the question and update.
[Adsense1]You may also like: Primary Assistant Teacher (24 May 2019) Question Solution
সমাধান সবার প্রথমে পেতে আমাদের ফেসবুক গ্রুপে ও পেজে যোগ দিন।
১. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? ৩৬০
২. ‘তাসের ঘর’ – অর্থ কী? ক্ষণস্থায়ী
৩. শুদ্ধ বানান কোনটি? সমীচীন
৪. A person who writes and edit dictionaries is called a- lexicographer
৫. “He said that he had done the work”. The direct speech is- He said, ‘he did the work’.
৬. ‘রবীন্দ্র’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি+ইন্দ্র
৭. বঙ্গবন্ধু কর্তৃক ‘ছয় দফা’ ঘোষিত হয় কবে? ৫ ফেব্রুয়ারী, ১৯৬৬
৮. Choose the English translation of – তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? Have you ever been to Coxs Bazar?
৯. পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশী। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর? ৩০
১০. Change the voice: Who is creating this mess? By whom is this mess being created?
[LinkAds]১১. বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট টি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র
১২. একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? ৬০ জন
১৩. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? ১০ টি
১৪. Which one is the correct spelling? Irresistible
১৫. ‘দিন যায় কথা থাকে ‘- এখানে ‘যায়’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? অতিবাহিত
১৬. কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? সালোকসংশ্লেষণ
১৭. ‘অক্ষির’ ‘সমীপে’র সংক্ষেপ হলো- সমক্ষ
১৮. নিত্য সমাসের উদাহরণ কোনটি? দেশান্তর
১৯. 2x+3y/3z+=⅚ হলে x:y = কত? 8:3
২০. Which of the following sentences is correct? He was hanged for murder
[LinkAds]২১. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার? ৪
২২. The book `Treasure Island’ is by- Stevenson
২৩. Which one is the correct spelling? Supersede
২৪. পানির স্ফুটনাঙ্ক কত? ১০০ ডিগ্রি সেলসিয়াস
২৫. ‘কিরণ’- এর সমার্থক নয়- রবি
২৬. কোন ৩টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? ২,৪,৭
২৭. x-1/x=1 হলে x3-1/x3 এর মান কত? 4.0
২৮. ‘অলীক’-এর বিপরীত শব্দ- সত্য
২৯. জোয়ার-ভাটার প্রধান কারণ- চাঁদের আকর্ষণ
৩০. 4x5x0x7 x1=কত? 0
[Adsense]৩১. ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক
৩২. As the sun Was shining , I decided to go out.
৩৩. The professor was given access to materials in the research laboratory.
৩৪. একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ৬
৩৫. ‘কুসুমিত’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি? কুসুম+ইত
৩৬. পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা- মাকসুদুল আলম
৩৭. Every driver must be held responsible for his own actions.
৩৮. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? ৫
৩৯. I have a boat made of wood. The underlined phrase is Past Participle Phrase
৪০. ভাষার মূল উপকরণ কী? বাক্য
Question Solution By JagoBahe.Com
[Adsense]৪১. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল? ১৬৯
৪২. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল- ২১৮৭
৪৩. কোনটি শুদ্ধ বাক্য? আমার বড় দুরবস্থা
৪৪. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী
৪৫. What is the antonym of the word ‘unwitting’? Intentional
৪৬. The plural of ‘Fez’ is- Fezes
৪৭. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০-% বৃদ্ধি করলে নতুন বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? ১৯৮০০
৪৮. Phosphates Need to be added to most farm lands in Bangladesh.
৪৯. শুদ্ধ বানান কোনটি? আসক্তি
৫০. 4×2+9y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? 12xy
https://newresultbd.com/dpe-question-solution-31-may-2019
৫১. ‘হাট-বাজা ‘ কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সমার্থে
৫২. Which one is plural- Bureaux
৫৩. পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত- কানাডা
৫৪. ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি? ৫০ ডিগ্রি
৫৫. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩। ত্রিভুজটি হবে- সমকোণী
৫৬. x2+7x+P যদি x-5 দ্বারা বিভাজ্য হয়ে তবে P এর মান কত হবে? -60
৫৭. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রী লোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত? ১৩ বছর
৫৮. ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি? ২৮ টি
৫৯. ‘Amenable’ শব্দের সাথে সঠিক Preposition টি কি হবে? to
৬০. ‘আমি’, ‘আমরা’- এগুলো কোন সর্বনাম পদ? ব্যাক্তিবাচক
৬১. ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহিঃবিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? সাইমন ড্রিং
৬২. ‘অঘারাম বাস করে অজপাড়া গাঁয়ে’ ‘ অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ? খাঁটি বাংলা
৬৩. একটি যারে দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত লিটার? ২
৬৪. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন- মহামান্য রাষ্ট্রপতি
৬৫. খাওয়ার লবণের সংকেত কোনটি? Nacl
৬৬. The Feminine of ‘Ram’ is- Ewe
৬৭. রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়? পাবনা
৬৮. The Countable form of ‘laughter’ is- Laugh
৬৯. কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই? নেপাল
৭০. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? চীন ও যুক্তরাষ্ট্র
৭১. ‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে? জীবনানন্দ দাশ
৭২. আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে ‘Poet of Politics’ বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয়- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭৩. ১০ থেকে ৬০ যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত? ১০৭
৭৪. ১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? ৩৯
৭৫. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে? ১৯২১ সালে
৭৬. স্কাউটের প্রতিষ্ঠাতা কে? লর্ড ব্যাডেন পাওয়েল
৭৭. বিরাম চিহ্নের অপর নাম কী? ছেদ চিহ্ন
৭৮. Mr. Atique would rather not invest that money in the stock market.
৭৯. ‘ষোড়শ’- এর শন্ধি বিচ্ছেদ কোনটি? ষট+দশ
৮০. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের ২৩ জুন।
However, we are tried our best to solution the whole question of DPE Assistant Teacher exam. But there may be a mistake in our unknown error. If we have any mistake in our unknown then please let us know.
Nice