Primary Assistant Teacher DPE Question Solution 21 June 2019

Primary Assistant Teacher Question Solution

DPE Primary Assistant Teacher MCQ Exam has started. After the test, we will collect the questions and then solve it. So please wait until solving it. You can send pictures of your question (good resolution) to get a quick solution.

Primary Assistant Teacher Exam Result

Primary Assistant Teacher DPE Question Solution 28 June 2019

You can also check 24 May 2019 Exam Question Solution & 31 May 2019 Exam Question Solution

[LinkAds]

Here you can get Bangla, English, General Knowledge & Math MCQ question solution of 21 June Assistant Teacher Exam Question Solution.

আমাদের গ্রুপে যোগ দিন, আমাদের পেজে লাইক দিন, অপেক্ষা করুন এবং এই পেজটি শেয়ার করুন ফেসবুকে।

Join Our Group & Page For Getting Solutions Very Quickly

সেট - 2594সেট - 3697সেট - 6906

01. Which one is plural – None of these

02. Looks before you leap – ভাবিয়া করিও কাজ

03. মৌলিক স্বরধ্বনি কয়টি? – ৭ টি

04. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে –

05. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বইয়ের ঘণ্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রাপথের স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? – 7.5

06. 0.4*0.02*0.08=? – 0.00064

07. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? – ভাই বোন

08. choose the correctly spelt word? – voluntary

09. চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে? – সম্ভাব্যতা

10. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে- বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? – কর্মে সপ্তমী

[Adsense1]

11. 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10 হাজার টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে? – ০.০৮

12. x-1/x=2 হলে x4+1/x4= কত? – 34

newresultbd.com

13. পক্ষী’ শব্দের সঙ্গে যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? – ক+ষ

14.‘রাতল’ শব্দের অর্থ কি? – লাল

15. শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে? – ত্রিভুজ

16. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? – 5

17.‘সূর্য উঠলে আধার দূরীভূত হয়’ এখানে উঠলে কোন ক্রিয়া পদ? – অসমাপিকা

18. একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল আজকে আবার 25% কমে গেল প্রকৃত বাড়া অথবা কমার হার কত? – ৬.২৫

19. ‘পরাজয়ের’- শব্দটিতে কোনটি উপসর্গ? – পরা

20. কচুরিপানা পানিতে ভাসে কেন? – কান্ড ফাপা বলে

[Adsense]

HSC Result

21. ঢাকার “ধোলাইখাল” কে খনন করেন? – ইসলাম খান

22. সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? – ৮  টি

23. প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? – 2 ফেব্রুয়ারি

24. I cannot ___ to pay such high prices. – afford

25. কোনটি যৌগিক বাক্য? – তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হবো

26. “কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো” – সছঠক ইংরেজি ক? – The authority took him to task

27. ‘উগ্র’ শব্দটির বিপরীতার্থক কোনটি? – সৌম্য
28. The Ambassador called ___ the president. – on

29. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? – ক্যাপ্টেন এম মনসুর আলী

30. What is the adjective of the word “Heart”? – Heartening

31. The synonym of “Stringent” is – Rigorous

[LinkAds]

32. যদি ১৫ জন ছাত্র ইংরেজীতে গড়ে শতকরা ৮০ নম্বর এবং ১০ জন ছাত্র গড়ে শতকরা ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত? – ৮৪

33. ‍All of the people at the conference are – Mathematics teacher

34. Choose the correct sentence- Each of the three boys got a prize

35. মৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা যায়? – পাল শাসনামলে

36. “কোন মানুষ একা বাস করতে পারে না” – সঠিক ইংরেজি কী? – None can live alone.

37. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়? – ২ জন

38. “Frequency” is – Noun

39. শশ ব্যস্ত কোন সমাস? – কর্মধারয়

40. The correct spelling is- c. Bureaucrat

[Adsense3]

41. কোন খ্রিষ্টাব্দে দিল্লীর সুলতানি শাসনের অবসান হয়? – ১৫২৬

42. কত মেগা বাইটে ১ গিগাবাইট? – 2^10

43. বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? – আকাঙ্ক্ষা

44. 2, 3, 5, 8, 13, 21, 34, — ধারাটির পরের সংখ্যাটি কত? – 55

45. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়? – ১৬৭

46. ৫ টি বিড়াল ৫ টি ইদুর ধরতে ৫ মিনিট সময় লাগায়। ১০০ টি বিড়াল ১০০ টি ইদুর ধরতে কত মিনিট সময় লাগাবে? –

47. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৮০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? – 12

48. y এর মান কত হলে 16×2 – xy + 25 একটি পূর্ণবর্গ রাশি হবে? – সঠিক উত্তর নাই ( সঠিক হবে ৪০)

49. ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত? – ০.০২৫

50 সমকোণী ত্রিভূজের বাহুগুলির অনুপাত কোনটি? – ১৩:১২:৫

51. স্থুলকোণী ত্রিভূজের স্থুলকোণের সংখ্যা – ১ টি

52. ‘তিলে তৈল হয়’ -কোন কারকে কোন বিভক্তি? – অপাদান কারকে সপ্তমী

53. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? – বাঙালি জাতীয়তাবাদ

54. কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন? – টিক্কা খান

55. বাংলাদেশের কোন নৃ- গোষ্ঠীর জাতির ভাষার নাম `অচিক খুসিক’ – গারো

56. বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০ টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেল সংখ্যা সমান হবে। আবার তপু যদি বাবুকে ২০ টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যার দ্বিগুন হবে। বাবুর কাছে কতটি মার্বেল আছে? – ১০০

57. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ? – আমি সাক্ষ্য দিয়েছি

58. ৬ ফুট দীঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা।

গাছটির উচ্চতা ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট? – 96

59. “অসমাপ্ত আত্নজীবনী” গ্রন্থের রচয়িতা কে? – শেখ মজিবুর রহমান

newresultbd.com

60. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? – শ্রীলংকা

61. শুদ্ধ বাক্য কোনটি? – তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব

62. কোনগুলো ওষ্ঠ ধ্বনি? – ক,খ,গ,ঘ,ঙ

63. The lady prides herself — her beauty. – of

64. একটি সংখ্যার থেকে 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত? – 50

65. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? – লন্ডন

66. ‘সর্বজন’- এর বিশেষণ কি? – সর্বজনীন

67. ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর।কাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর ।তাদের বাবার বয়স কত? – ৫২

68. ‘Dog days’ means – Hot weather

69. At least one of the students ___ full marks every time. – gets

70. The synonym of ‘sanguine’ is – Sparkle

71. কত সালে পান্ডুলিপি বিহীন এবং অলিখিত কোন বিষয় কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এর তালিকা ভুক্ত করেন – ২০১৭

72. ‘Counsel’ means – Advice

73. ‘Ambiguous’ means – Unclear

74. বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন? – ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী

75. AFTER : BEFORE – successor : predecessor

76. নিচের কোনটি প্রবাল দ্বীপ – সেন্ট মার্টিন

77. সাপের বিষে কি থাকে? – লেড মনোক্সাইড

78. কোন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য নিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হত। ক্রয় মূল্য কত? – ৮০

79. সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? – সম+ বিধান

80. কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়? – ১৯৯০ সালের ২৬ শে নভেম্বর

DPE-Question-21-June-Page-1
DPE-Question-21-June-Page-2
DPE-Question-21-June-Page-3
DPE-Question-21-June-Page-4

01. 0.001/0.1 x 0.1 =

02. Light:Blind – Speech:Dumb

03. বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব সোহরাই? – সাঁওতাল

04. একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত রোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?

05. ‘তুমি না বলেছিলে এখানে আসবে’ – এখানে ‘না’ এর ব্যবহার কি অর্থে? – ‘হ্যা’ বোধক

06. “বর্ণ” হচ্ছেঃ- ধ্বনি নির্দেশক প্রতীক

07. ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ? – দ্বিগু

08. অসমাপ্ত “অদ্ভুতসাগর” গ্রন্হটি কে সমাপ্ত করেন? – লক্ষ্মণ সেন

09. The synonym of “Subsequent” is – Consequent

10. Three-fourths of the work ___ finished. – has been

[Adsense1]

newresultbd.com

11. 0.000009= কত?

12. জাতিসংষ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারন করা হয়েছে? – ১৫

13. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?

14. “Sanction” Means- Authorization

15. “সুন্দর মাত্ররেই একটা আকর্ষণ শক্তি আছে।” বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? – বিশেষ্য

16. আমি, তুমি ও সে – আমরা

17. “বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে” বাক্যটি কোন শ্রেণীর? – যৌগিক

18. There is no royal road ___ learning. – to

19. কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বার ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকবে?

20. ৫৬০ টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে ২৫% লাভ হবে?

HSC Result 2019

21. The opposite of “Optimism” is – pessimism

22. Choose the correct spelling- c. Definition

23. কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার দেয়?

24. “সকল শিক্ষকগণ আজ উপস্থিত” – বাক্যটি কোন দোষে দুষ্ট? – বাহুল্য দোষ

25. একটি সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল ১৪৪ বর্গএকক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ ১২ একক হলে অপরটি কত একক?

26. বাংলায় “স্বাধীন সুলতানী” শাসন প্রতিষ্ঠা করেন কে? – ফখরুদ্দিন মোবারক শাহ্

27. I wish I ___ the wings of a bird. – had

28. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? – সাংহাই

29. The plural form of ‘mouse’ is – mice

30. কার পৃষ্ঠপোষকতায় “নালন্দা বিশ্ববিদ্যালয়” প্রানকেন্দ হয়ে উঠে?

https://newresultbd.com/primary-assistant-teacher-dpe-question-solution-21-june-2019

[LinkAds]

31. Solicit means- seek

32. কোন শ্রেণীতে ২০ জন ছাত্রের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্র ভর্তি হ্ওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রের বয়সের গড় কত বছর?

33. একটি চৌবাচ্চায় তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?

34. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? – ইয়াংসিকিয়াং

35. What is the verb of the word “shortly”? – shorten

36. “আ মরি বাংলা ভাষিা” – এ “আ” দ্বারা কি প্রকাশ করা হয়েছে? – আনন্দ

37. ভূমধ্যসাগের ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত? – জিব্রাল্টার প্রণালী

38. “He came of with flying colors” – মানে- তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন

39. “মেঘলা” – কি ধরনের শব্দ? – বিশেষণ

40. একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার। পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?

Question Solution By newresultbd.com

41. “শাহানামা” গ্রন্থটি কার রচিত? – ফেরদৌসি

42. শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? – গণনা, গণিকা, শোণিত

43. অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে? – তরল কার্বনডাই অক্সাইড

44. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ১/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

45. a-[a+a-(a-1)]=?

46. পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩,৫,৭ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষন পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

47. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারী করা হয়? – ১৯৭২ সালের ১১ জানুয়ারি

48. “সিত” শব্দের সমার্থক শব্দ কোনটি? – শুল্ক

49. কোন ছাত্রাবাসে ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঔ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?

50. What is the past participle form of put? put

40 BCS Result

51. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়? – প্লিহাতে

52. একইসঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? – যৌগিক স্বর

53. “নৌকায় নদী পার হলাম” – নৌকায় কোন কারকে কোন বিভক্তি? – করণে ৭মী

54. x3 = 64 হলে x এর মান কত?

55.

56. “আমি যাব তবে কাল যাব” – এটি কি ধরনের বাক্য? – জটিল বাক্য

57. x4+x2+1 এর একটি উৎপাদক x2+x+1 হলে অপরটি কত? – x2 – x + 1

58. নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা ওয়েবসাইট? – ইউটিউব

59. “আমি চা পান করি না” এর ইংরেজী – I do not take tea.

60. Which is the correct sentence? – He is a perfect judge.

61. নিচের কোনটি personal pronoun? – you

62. “অতিকায়” শব্দের বিপরীত শব্দ কোনটি? – ক্ষুদ্রকায়

63. একটি ঘড়ি দুপুর ১২ টা হতে চলতে শুরু করেছে। ৫ টা ১০ মিনিটে ঘন্টার কাটাাট কত ডিগ্রীতে ঘুরবে?

64. কোন বানানটি শুদ্ধ? অতিথি

65. It was I ___ he wanted to sing to. – whom

66. “গায়ক” এর সন্ধি বিচ্ছেদ কোনটি? – সঠিক উত্তর অপশনে নেই। সঠিক উত্তর- গৈ + অক

67. মুজিবনগর সরকারেরত্রান ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? – এ. এইচ. এম. কামারুজ্জামান

68. বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? – ৫ জুন

69. The word “Lunar” is related to – Moon

70. রূপান্তরিত মূল কোনটি? – মিষ্টি আলু

71. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর খেলোয়ার ‘উইলিয়ামসন’ কেন দেশের খেলোয়ার? – নিউজিল্যান্ড

72. ইউনেস্ক ২১ ফেব্রুয়ারির শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃত প্রদান করে কোন তারিখে? – ১৯৯৯ সালের ১৭ নভেম্বর

73. কোন মুসলিম শাসন কালকে ‘স্বর্ণযুগ’ বলা হয়? – হুসেন শাহ

74. “টাকায় টাকা আনে” – এখানে ‘টাকায়’ কোন কারকে কি বিভক্তি? – কর্তৃকারকে ৭মী

75. শুদ্ধ বাক্য কোনটি? – খ. ফুল দেখতে সুন্দর এবং গ. দরিদ্রতা অভিশাপ দুটোই সঠিক।

76. শফিক 240 টাকায় কতগুলো কলম কিনলো। সে যদি ঐ টাকায় একটি কলম বেশী পেতো তার প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনলো।

77. “Look over” means- examine closely

78. বার্ষিক শতকরা ১০ টাকা হারে সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের দ্বিগুন হবে?

79. ৬, ৮ ও ১০ এর গাণিতিক গড় ৭, ৯ ও x এর গাণিতিক গড় সমান হলে x এর মান কত?

80. Which one is similar to “Synopsis”? – Summary

Primary Assistant Teacher DPE Question Solution 21 June 2019
Primary Assistant Teacher DPE Question Solution 21 June 2019
Primary Assistant Teacher DPE Question Solution 21 June 2019
Primary Assistant Teacher DPE Question Solution 21 June 2019

[LinkAds]
  1. মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি? – গোসলখানা
  2. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? – শরতের শিশির
  3. সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭,, ১৪, ২১, ৩৫, ৪২ শারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? – ২১০ টি
  4. রূপান্তরিত মূল কোনটি? – মিষ্টি আলু
  5. অবাক কাজ এর ইংরেজি- The wonderful work
  6. “জোঁক” গল্পের রচয়িতাঃ – আবু ইসহাক
  7. বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? – ৫ জুন
  8. What is the antonym of “famous” – obscure
  9. He Said, “What a pity” বাক্যের indirect speech- He exclaimed that it was a great pity
  10. যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী
  11. পাখির ডাক- কুজন
  12. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? – অক্ষয়কুমার দত্ত
  13. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কতদিনে কাজটি শেষ করতে পারবে? – ৩৫ দিন
  14. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত? – ৫ সে. মি
  15. যা স্থায়ী নয়- অস্থায়ী
  16. নিচের কোনটি মিশ্র শব্দ? – খ্রিষ্টাব্দ
  17. ১ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? – ৪৯৫০
  18. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? – সঠিক উত্তর নেই (৪৫,১৫)
  19. দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? – কখনই নয়
  20. “ লোকটি দরিদ্র কিন্তু সৎ” – এ বাক্যে কিন্তু হল-
  21. শুদ্ধ বানান কোনটি? গৃহস্থ
  22. a+b+c=9, a2+b2+c2=29 হলে ab+bc+ca= কত? – ২৬
  23. দুটি সংখ্যার অনুপাত ৩:৭। উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত হবে ১:২।  ছোট সংখ্যাটি কত? – ৩০
  24. ‘ মাৎস্যন্যায়’ কোন শাসন আমলে দেখা দেয়? – পাল তাম্র শাসন আমলে
  25. নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? – ভিটামিন সি
  26. The headmaster is the ___ person in the village. – wisest
  27. What is the antonym of “Gentle” – Rude
  28. The opposite of “Purchase” – Sell
  29. “আট কপালে”  অর্থ কি? – হতভাগ্য
  30. আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর খেলোয়ার ‘ উইলিয়ামসন’ কোন দেশের খেলোয়াডর? – নিউজিল্যান্ড
  31. এক ব্যক্তি গাড়িযোগে ঘন্টায় ৬০ কি.মি. বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কি,মি, বেগে অবশিষ্ট পথ অতিক্রম করল। সে মোট ৫ ঘণ্টায় ২০০ কিমি অতিক্রম করে। সে ৬০ কি.মি./ঘন্টা কত কি.মি. গিয়েছিল? – ১২০ মি
  32. Choose the correct spelling: a. Ascertain
  33. `চাঁদের হাট’ কথাটির অর্থ কি? – আনন্দের প্রাচুর্য
  34. ১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে? – ৩০ মি
  35. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? – ইয়াংসিকিয়াং
  36. বাংলায় ‘স্বাধীন সুলতান’ শাসন প্রতিষ্ঠা করেন কে? – ফখরুদ্দিন মোবারক শাহ
  37. What is the correct antonym of “panic”? – relax
  38. “রি রি করা” দিয়ে কি প্রকাশ পায়? – তীব্র ক্রোধ
  39. ‘Manifesto’ means – policy statement
  40. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? – শ্রীলংকা
  41. Harvest is related to – crop
  42.  He sleeps a sound sleep. Here sound is a/an – Adjective
  43.  ‘চানাচুর’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? – হিন্দি
  44.  একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার।  বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার? – ৩২ মি
  45.  “Pass for” means- appear to be
  46.  কোনটি অনুজ্ঞা প্রকাশক? – তুমি যাও
  47.  ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি? – মরমর
  48.  প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়? – কোয়ারশিয়রকর
  49.  দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে? – প্রবৃদ্ধকোণ
  50.  “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি”  পঙক্তির রচয়িতা কে? – সুকান্ত ভট্টাচার্য
  51.  তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুনফল ৯১, শেষ দুইটির গুণফল ১৪৩  হলে সংখ্যা তিনটি কত? – (৭,১৩,১১)
  52.  Everybody longs ___ happiness – for
  53.  a ও b দুটি পূর্ণ সংখ্যা হলে a2 + b2 এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে- 2ab
  54. কোন শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেককে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট ৪২০ টাকা চাঁদা উঠলো।  ঐ শ্রেণীর ছাত্র-ছাত্রীর সংখ্যা কত? – ২১ জন
  55.  “জিলাপির প্যাঁচ” বাগধারাটির অর্থ কি? – কুটিল
  56.  শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদে-মূলে তিনগুণ হবে? – ২০%
  57. জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে? – ১৫
  58.  ‘Competent’ Means – able
  59. ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণ গুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- সমবাহু ত্রিভুজ
  60.  রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৮২ কি.মি। একটি বাস ৭ ঘণ্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি এক ঘন্টা যাত্রা বিরতি করল। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার/ঘন্টা? – ৪৭ মি
  61.  The opposite of “Friendship” – enmity
  62.  Optimist is to cheerful as pessimist is to – gloomy
  63.  “অদিতি” শব্দের সমার্থক শব্দ কোনটি? – পৃথিবী
  64.  বঙ্গবন্ধুর ‘স্বাধীনতা ঘোষণা’ ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? – এম এ হান্নান
  65.  ‘Hardly’ Means – scarcely
  66. Mankind means – the human race
  67. বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন- ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজী
  68. x+y=7 এবং xy=10 হলে (x-y)2 এর মান কত? – 9
  69. বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব ‘সাংগ্রাই’? – মারমা
  70. Choose the correct sentence- The poor are not always dishonest
  71. দুবার জন্মে যা- দ্বিজ
  72. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? – হেগ
  73. ‘অপমান’অপমান  শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? – বিপরীত 
  74. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছাড়িয়ে দেয়? – বাঙালি জাতীয়তাবাদ
  75. বাগেরহাটের “মিঠাপুকুর” কে খনন করেন? – সুলতান নুসরত শাহ
  76. নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? – সাংহাই
  77. Choose the correct sentence- Fifty miles is a long distance
  78. দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত? – ৭২
  79. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? –  লন্ডন
  80. কোনটি শুদ্ধ বানান? –  দূষণ

Primary-Assistant-Teacher-DPE-Question-Solution-21-June-2019-page-1
Primary-Assistant-Teacher-DPE-Question-Solution-21-June-2019-page-2
Primary-Assistant-Teacher-DPE-Question-Solution-21-June-2019-page-3
Primary-Assistant-Teacher-DPE-Question-Solution-21-June-2019-page-4

 

1 thought on “Primary Assistant Teacher DPE Question Solution 21 June 2019”

Leave a Comment