Primary Assistant Teacher Question Solution for DPE Exam 24 May 2019. DPE Primary Question Solve, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
Primary Assistant Teacher job seeker completed their exam today. So you thinking, how was the exam! well I am here to tell you the experience. The largest amount of students attend this year. As a result, the test will depend on how many can answer correctly. But some numbers will be cut for wrong answers. So we are trying to solution the question for you.
Primary Assistant Teacher (DPE) Result
DPE Primary Assistant Teacher 1st phase exam held on 24 May for Gopalgonj, Shoriatpur, Foridpur, Norsindi, Kishorgonj, Jamalpur, Tangail, Manikgonj, Lakxhmipur, Cocxbazar, Chandpur, Moulovibazar, Hobigonj, Sunamgonj, Shylet, Pirojpur, Potuakhali, Vola, Saatkhira, Nilphamari, Natore, Joypurhut, Chapainowabgonj, Pabna zillah.
Primary Assistant Teacher test ended a few minutes ago. After the test, the candidates want to match their exams with the solution to the questions. After the test they waste a lot of trouble and precious time to find solutions. For them, we try to solve the question of the test we can afford. The MCQ part question of Primary Assistant Teacher exam is same for all 1st phase exam candidates. You can send us your DPE Exam question‘s high quality image by taking picture. We will try to solve the question. You can send or inbox me here- https://m.me/asifafy
Primary Assistant Teacher Question Solution
DPE Primary Assistant Teacher MCQ Exam has started. After the test, we will collect the questions and then solve it. So please wait until you solve it. You can send pictures of your question (good resolution) to get a quick solution.
[LinkAds]- যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা? 20%
- The opposite word of “Delete” is Insert
- কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয়? ঋ,র
- যদি x + y = ১৭ , xy = ৬০ হয় তবে x-y এর মান কত? ৭
- যদি(x-y)2 = ১২ এবং xy = ১ হয় তবে x2+y2= কত? ১১
- `শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি? দিবস
- কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
- ৩টি সংখ্যার গড় ৬ এবং ওই ৩টি সংখ্যাসহ মোট ৪টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেক এর মান কত? ৭
- ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? গৈ+ অক
- What is the noun of “Accept”? Acceptance
- শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ
- a-1/a=3 হলে a2+1/a2 এর মান কত? 11
- সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি- সূক্ষ কোণ
- কোন একটি স্কুলের শিক্ষা-শিক্ষিকাদের মধ্যে ২/৩ কংস মহিলা, পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ অবিবাহিত। ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত? ৯০
- “The Spirit of Islam” বইটির লেখক কে? সৈয়দ আমীর আলী
- পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১ ডিগ্রি হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত? ৪ মিনিট
- Rajshahi is … sugar growing areas in Bangladesh. one of the largest
- There is … milk in the glass. a little
- Choose the word with correct spelling. receive
- দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি? ১৮,১৯
- ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? ২২৩
- She was blessed …. a son. with
- ‘দেশে বিদেশে’র লেখক কে? সৈয়দ মুজতবা আলী
- The Synonym of “Crime” is offense
- English … across the world. is spoken
- একটি সেনাবাহিনীর গুদামে পনেরশো সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৩০ দিন চললো। কত জন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? ১৫০ জন
- Which sentence is correct? He does not know to swim.
- বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতটি সদস্য নিয়ে গঠিত হয়? ৩৫০ জন
- Of the four books , the red one is the… Cheapest
- কম্পিউটারের মেমোরি বা স্মৃতি ভান্ডার এর ধারণক্ষমতা প্রকাশের একক কোনটি? বাইট
- ` গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গো+ এষণা
- Singular form of ‘Data’ is? Datum
- The feminine form of the word “Author” is Authoress
- চাউল, তিনি, পানি এগুলো কী বাচক বিশেষ্য? বস্তুবাচক
- ‘সুনাম’ শব্দের‘ ‘সু’ কোন উপসর্গ? বাংলা
- ‘গাছ পাথর’ বাগধারাটির অর্থ কি? হিসাব নিকাশ
- The antonym of “insipid” is exciting
- প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রশ্নচিহ্ন
- বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন- সম্রাট আকবর
- ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘ চরমপত্র’ কে পরিচালনা ও উপস্থাপনা করেন- এম আর আখতার মুকুল
- “উলুখাগড়া” শব্দটির অর্থ কি? গুরুত্বহীন লোক
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন- Nikolai Podgorny
- `I hardly go out after dusk.’ The correct bangla translation is: আমি সন্ধার পরে কদাচিৎ বাইরে যাই।
- `Deciduous’ trees are trees those lose the leaves annually
- ১৯৭১ সালে ঢাকা শহরে ‘ অপারেশন সার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন- জেনারেল রাও ফরমান আলী
- ‘সমাস’ শব্দের অর্থ কী? সংক্ষেপণ
- জন্মহীন মৃত্যুহীন- অজ
- একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:১। উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ১৮৭৫
- একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত ৪:১ হবে? ৪
- Which one is correct? One of my friends is a lawyer.
- কষ্টে লাভ হয় যা- দুর্লভ
- শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা
- ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- বিচারপতি আব্দুস সাত্তার
- BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম- New Development Bank
- কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? ৫০০ জন
- একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্র খুলে দিলে খালী চৌবাচ্চা টি কতক্ষণে পূর্ণ হবে? ৩
- দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময় এর ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত? ৩৯
- The passive form of “I know him”. He is known to me.
- “Pass away” means: die
- ঢাকাতে ২৪ মে দুপুর ১২টার সময় লন্ডনের সময় হবে- ২৪ মে সকাল ৬ টা
- ঢেঁকি দিয়ে ধান ভানার সময়ে যান্ত্রিকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়
- প্রদত্ত উপাত্ত-গুলোর মধ্যক কোনটি? ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১
- একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুণ পরিমাণ পেলে শিক্ষার্থী সংখ্যা কত? ৩০ জন
- Which one of the following words is not plural? News
- যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে জটিল বাক্য / মিশ্র বাক্য
- ০.১ x ১.১x১.২/০.০১x০.০২ এর মান কত? ৬৬০
- The meaning of the word “obese” is: Very fat
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন? ৭ বার
- `অগ্নেয়’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? অগ্নি+ষ্ণেয়
- কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
- একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত? ১৮০
- ধ্বনির পরিবর্তন কত প্রকার? দুই প্রকার
- কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রগতি
- বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে
- ২১শে ফেব্রুয়ারি কে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে- UNESCO
- `পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের পরিচালক কে? আব্দুল গাফফার চৌধুরী
- এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি ১১ মাসের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ? ১/২
- দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর ২, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত? ২৪
- টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ঠ নিয়ে প্রণীত হয়েছে? ১৭ টি
- ‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে- সরণি
We are tried our best to solution the whole question of DPE Assistant Teacher exam. But there may be a mistake in our unknown error. If we have any mistake in our unknown then please let us know.