এসএসসি বাংলা প্রথম পত্র সংক্ষিপ্ত সিলেবাস ২০২২

কোভিড ১৯ প্রেক্ষিতে ২০২২ সালের এসএসসি পরীক্ষার পুর্নবিন্যাসকৃত পাঠ্যসূচি  

বিষয়: বাংলা প্রথমপত্র

বিষয় কোড: ১০১

[Adsense]

Get All Subject’s SSC Syllabus 2022

অধ্যায় অধ্যায়ের  

শিরোনাম

শিক্ষাক্রম/পাঠ্যপুস্তকে উল্লিখিত শিখনফল 

বিষয়বস্তু 

(পাঠ পাঠের শিরোনাম)

প্রয়োজনীয়  

ক্লাস সংখ্যা

ক্লাসের ক্রম 

মন্তব্য

.গদ্য (গল্প

১১. বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার গুরুত্ব ব্যক্ত  করতে পারবে।

সুভা 

রবীন্দ্রনাথ ঠাকুর

 

১ম ৪র্থ

 

.গদ্য (প্রবন্ধ

.১০ প্রবন্ধ পড়ে তার বক্তব্য নিজের ভাষায় বর্ণনা করতে পারবে। 

বইপড়া 

প্রমথ চৌধুরী

 

৮ম ১১শ

 

.গদ্য (গল্প

. ছোটগল্প পড়ে তার বিষয়বস্তু, বক্তব্য চরিত্র বিশ্লেষণ করতে পারবে। 

আম আঁটির ভেঁপু 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

 

১৫শ ১৭শ

 

.গদ্য (প্রবন্ধ

. ন্যায়, সততা, সৌজন্য, সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয়  দিতে পারবে।

মানুষ মুহম্মদ (.) 

মোহাম্মদ ওয়াজেদ আলী

 

২১শ ২৪শ

 

.গদ্য (গল্প

১১. নারী এবং নারীর কর্ম জীবিকার প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশ  করতে পারবে।

নিমগাছ 

বনফুল

 

৩৫শ ৩৬শ

 

.গদ্য (প্রবন্ধ

. ন্যায়, সততা, সৌজন্য, সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয়  দিতে পারবে।

শিক্ষা মনুষ্যত্ব 

মোতাহের হোসেন চৌধুরী

 

৩৯শ ৪১শ

 

.গদ্য (ভ্রমণ কাহিনি

. পরিচিত জগৎ নিজের অভিজ্ঞতার বিষয় ব্যক্ত করতে পারবে।  ১২. অপর জাতি, দেশ তার সংস্কৃতির প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশ  করতে পারবে। 

প্রবাস বন্ধু 

সৈয়দ মুজতবা আলী

 

৪৫শ ৪৭শ

 

. গদ্য (গল্প

১১. আর্থসামাজিক শ্রেণিপেশার মানুষের প্রতি শ্রদ্ধা, মমত্বের মনোভাব  প্রকাশ করতে পারবে।

মমতাদি 

মানিক বন্দ্যোপাধ্যায়

 

৫১তম ৫৩তম

 

. গদ্য (স্মৃতিচারণমূলক  রচনা)

. মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত  করতে পারবে। 

. মুক্তিযোদ্ধাদের সংগ্রামী, দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ  হবে।

একাত্তরের দিনগুলি 

জাহানারা ইমাম

 

৬৩তম৬৫তম

 

১০.গদ্য (প্রবন্ধ

.. সাহিত্যের বিভিন্ন রূপশ্রেণির পরিচয় দিতে পারবে। 

. কবিতা, ছোটগল্প, উপন্যাস নাটকের সাধারণ বৈশিষ্ট্য বর্ণনা করতে  পারবে।

সাহিত্যের রূপ রীতি 

হায়াৎ মামুদ

 

৬৯তম৭২তম

 
[Adsense]

অধ্যায় অধ্যায়ের  শিরোনাম

শিক্ষাক্রম/পাঠ্যপুস্তকে উল্লিখিত শিখনফল 

বিষয়বস্তু 

(পাঠ পাঠের শিরোনাম)

প্রয়োজনীয়  

ক্লাস সংখ্যা

ক্লাসের ক্রম 

মন্তব্য

. কবিতা 

. কবিতা পড়ে তার মূলভাব বিশ্লেষণ করতে পারবে। 

বঙ্গবাণী 

আবদুল হাকিম

 

৫ম ৭ম

 

. কবিতা 

. কবিতা পড়ে তার মূলভাব বিশ্লেষণ করতে পারবে। 

কপোতাক্ষ নদ 

মাইকেল মধুসূদন দত্ত

 

১২শ ১৪শ

 

. কবিতা 

. অধ্যবসায়, সহিষ্ণুতা, শৃঙ্খলা, শিষ্টাচার ইত্যাদি চারিত্রিক গুণাবলির গুরুত্ব  ব্যাখ্যা করতে পারবে।

জীবনসঙ্গীত 

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 

১৮শ ২০শ

 

. কবিতা 

.২জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের প্রতি মমতা প্রীতির মনোভাব  প্রদর্শনের গুরুত্ব ব্যক্ত করতে পারবে। 

. মানবতা বিরোধী কাজের সাথে মানবিক মূল্যবোধের তুলনা করতে পারবে।

মানুষ 

কাজী নজরুল ইসলাম

 

২৫শ ২৭শ

 

. কবিতা 

. কবিতা পড়ে তার মূলভাব বিশ্লেষণ করতে পারবে। 

১২. পরিবেশ সচেতনতার পরিচয় দিতে পারবে।

সেই দিন এই মাঠ 

জীবনানন্দ দাশ

 

৩৭শ ৩৮শ

 

. কবিতা 

. কবিতা পড়ে তার মূলভাব বিশ্লেষণ করতে পারবে। 

পল্লিজননী 

জসীমউদ্‌দীন

 

৪২শ ৪৪শ

 

. কবিতা 

. মানবতা বিরোধী কাজের সঙ্গে মানবিক মূল্যবোধের তুলনা করতে পারবে। 

রানার 

সুকান্ত ভট্টাচার্য

 

৪৮শ ৫০তম

 

. কবিতা 

. মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে  পারবে। 

. মুক্তিযোদ্ধাদের সংগ্রামী, দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে উদ্বুদ্ধ হবে

তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা

শামসুর রাহমান

 

৫৪তম ৫৬তম

 

. কবিতা 

১০. বাংলার গুরুত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরতে পারবে। 

১০. বাংলার সংস্কৃতি ঐতিহ্যের প্রতি মমত্বের মনোভাব প্রকাশ করতে পারবে।

আমার পরিচয় 

সৈয়দ শামসুল হক

 

৬৬তম ৬৮তম

 

১০. কবিতা 

. মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে  পারবে।

স্বাধীনতা, এই শব্দটি  

কীভাবে আমাদের হলো নির্মলেন্দু গুণ

 

৭৩তম ৭৫তম

 

সহপাঠ (উপন্যাস

. মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে  পারবে।

কাকতাড়ুয়া  

সেলিনা হোসেন

 

২৮শ ৩৪শ

 

সহপাঠ (নাটিকা

১১. নারী এবং নারীর কর্ম জীবিকার প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশ করতে  পারবে।

বহিপীর 

সৈয়দ ওয়ালিউল্লাহ

 

৫৭তম ৬২তম

 

 সর্বমোট 

৭৫

 

মান বণ্টন: প্রশ্নের ধারা মান বণ্টন অপরিবর্তিত থাকবে।

Leave a Comment