এইচএসসি বাংলা প্রথম পত্র সংক্ষিপ্ত সিলেবাস ২০২২

২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি 

বিষয়: বাংলা পত্র: প্রথম বিষয় কোড: ১০১ পূর্ণ নম্বর: ১০০ তত্ত্বীয় নম্বর: ১০০ ব্যাবহারিক নম্বর: ০০

Get All HSC Syllabus 2022

অধ্যায়  

অধ্যায়ের  

শিরোনাম

শিক্ষাক্রমে উল্লিখিত শিখনফল 

বিষয়বস্তু 

(পাঠ পাঠের শিরোনাম)

প্রয়োজনীয়  

ক্লাস সংখ্যা

ক্লাসের ক্রম 

মন্তব্য

গদ্য 

. নারী পুরুষের সমঅধিকার সমমর্যাদার ভূমিকা ব্যক্ত করতে পারবে। 

. আচরণ, কাজে কথায় নারীপুরুষের সমানাধিকারের প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শন করবে। . নারী শিক্ষা নারীর ক্ষমতায়নের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। 

. সুযোগ সহায়তা প্রদানের মাধ্যমে নারী শিক্ষা ক্ষমতায়নে ইতিবাচক মনোভাব প্রদর্শন করবে।

অপরিচিতা 

 

১ম৪র্থ

 

গদ্য 

. ব্যক্তি সামাজিক জীবনের কল্যাণার্থে নীতিবোধের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। . ন্যায়অন্যায় বিচার করে ন্যায়বোধের পক্ষে মতামত ব্যক্ত করতে পারবে।  

. ন্যায্য সিদ্ধান্তের পক্ষে অবস্থান গ্রহণ করবে। 

. মানবিক মূল্যবোধের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।

বিলাসী 

 

৫ম৮ম

 

গদ্য 

. ন্যায়অন্যায় বিচার করে ন্যায়বোধের পক্ষে মতামত ব্যক্ত করতে পারবে। 

. ন্যায্য সিদ্ধান্তের পক্ষে অবস্থান গ্রহণ করবে। 

. চরিত্র গঠনে সৎ গুণাবলির ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। 

. কাজ আচরণের মাধ্যমে সৎ গুণসমূহের বিকাশ সাধন করবে।

আমার পথ 

 

৯ম১১শ

 

গদ্য 

. মানবিক মূল্যবোধের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। 

. বৈশ্বিক চেতনার প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। 

. অংশ্রগ্রহণ আচরণের মাধ্যমে স্বল্প সামর্থ্যের মানুষের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব প্রদর্শন  করবে।

মানবকল্যাণ 

 

১২শ১৪শ

 

গদ্য 

. কাজে আচরণে সকল মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। 

. আচরণ, কাজে কথায় নারীপুরুষের সমানাধিকারের প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শন করবে

মাসিপিসি 

 

১৫শ১৮শ

 

গদ্য 

. ভাষা আন্দোলনের চেতনায় দেশপ্রেম জাতীয়তাবোধ সমুন্নত রাখার গুরুত্ব ব্যাখ্যা করতে  পারবে।

বায়ান্নর দিনগুলো 

 

১৯শ২১শ

 

গদ্য 

. মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশ জাতির প্রতি মমত্বের গুরুত্ব ব্যক্ত করতে পারবে। 

রেইনকোট 

 

২২শ২৫শ

 

কবিতা 

. পঠিত গদ্য/কবিতার মূল বক্তব্য বা মূলভাব নিজের ভাষায় প্রকাশ করতে পারবে। . পঠিত বিষয়কে যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে পারবে।

সোনার তরী 

 

২৬শ২৯শ

 

কবিতা 

. অসাম্প্রদায়িক চেতনার তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। 

. কথায়, আচরণে কাজে অসাম্প্রদায়িক মনোভাবের প্রকাশ ঘটাতে পারবে। 

. জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, পেশা, ক্ষুদ্র নৃগোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের প্রতি সমমর্যাদার মনোভাব  ব্যক্ত করতে পারবে।

বিদ্রোহী 

 

৩০শ৩৩শ

 

অধ্যায়  

অধ্যায়ের  

শিরোনাম

শিক্ষাক্রমে উল্লিখিত শিখনফল 

বিষয়বস্তু 

(পাঠ পাঠের শিরোনাম)

প্রয়োজনীয়  

ক্লাস সংখ্যা

ক্লাসের ক্রম 

মন্তব্য

কবিতা 

. পঠিত গদ্য/কবিতার মূল বক্তব্য বা মূলভাব নিজের ভাষায় প্রকাশ করতে পারবে। . কাজে ব্যবহারে সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে।

প্রতিদান 

 

৩৪শ৩৫শ

 

কবিতা 

. নির্ধারিত পাঠ অনুধাবন করে তার বিষয়বস্তু বা মর্মবস্তু প্রকাশ করতে পারবে। 

. পাঠ্যসূচিভুক্ত সাহিত্য পাঠ করে নিজের অনুভূতি ব্যক্ত করতে পারবে।

তাহারেই পড়ে মনে 

 

৩৬শ৩৮শ

 

কবিতা 

. ন্যায়অন্যায় বিচার করে ন্যায়বোধের পক্ষে মতামত ব্যক্ত করতে পারবে। 

. ন্যায্য সিদ্ধান্তের পক্ষে অবস্থান গ্রহণ করবে। 

. সামাজিক মূল্যবোধ সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। 

. চরিত্র গঠনে সৎ গুণাবলির ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। 

. কাজ আচরণের মাধ্যমে সৎ গুণসমূহের বিকাশ সাধন করবে।

আঠার বছর বয়স 

 

৩৯শ৪১শ

 

কবিতা 

. ভাষা আন্দোলনের চেতনায় দেশপ্রেম জাতীয়তাবোধ সমুন্নত রাখার গুরুত্ব ব্যাখ্যা করতে  পারবে। 

. দেশাত্মবোধের উপাদান হিসেবে মাতৃভাষা চর্চার ভূমিকা সম্পর্কে আলোকপাত করতে পারবে।

ফেব্রুয়ারি ১৯৬৯ 

 

৪২শ৪৫শ

 

কবিতা 

. পঠিত গদ্য / কবিতার মূল বক্তব্য বা মূলভাব নিজের ভাষায় প্রকাশ করতে পারবে। . মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশ জাতির প্রতি মমত্বের গুরুত্ব ব্যক্ত করতে পারবে।

আমি কিংবদন্তির কথা বলছি 

 

৪৬শ 

৪৯তম

 

সহপাঠ

 

উপন্যাস 

. ব্যক্তি সামাজিক জীবনের কল্যাণার্থে নীতিবোধের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে।  . কাজে ব্যবহারে নীতিবোধের প্রকাশ ঘটাতে পারবে।  

. ন্যায়অন্যায় বিচার করে ন্যায়বোধের পক্ষে মতামত ব্যক্ত করতে পারবে।  

. ন্যায্য সিদ্ধান্তের পক্ষে অবস্থান গ্রহণ করবে। 

লাল সালু 

১৫ 

৫০তম 

৬৪তম

 

ন্াটক 

. ব্যক্তি সামাজিক জীবনের কল্যাণার্থে নীতিবোধের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে।  . কাজে ব্যবহারে নীতিবোধের প্রকাশ ঘটাতে পারবে।  

. ন্যায়অন্যায় বিচার করে ন্যায়বোধের পক্ষে মতামত ব্যক্ত করতে পারবে।  

. ন্যায্য সিদ্ধান্তের পক্ষে অবস্থান গ্রহণ করবে। 

সিরাজউদ্দৌলা 

১১ 

৬৫তম 

৭৫তম

 
 

সর্বমোট 

৭৫

   

 

মান বণ্টন: প্রশ্নের ধারা মান বণ্টন অপরিবর্তিত থাকবে।

 

Leave a Comment