সাম্প্রতিক ক্যাপসুল ১ (Samprotik Capsul 1) বাংলাদেশ ও আন্তর্জাতিক সাধারণ জ্ঞান

জোবায়ের’স সিরেজর সাম্প্রতিক ক্যাপসুল ১ – বাংলাদেশ ও আন্তর্জাতিক সাধারণ জ্ঞান

 

সাম্প্রতিক ক্যাপসুল

সাম্প্রতিক ক্যাপসুল ২

সাম্প্রতিক ক্যাপসুল ৩

সাম্প্রতিক ক্যাপসুল প্রকাশকাল 25 জুন 2018

জোবায়ের আহমেদ  (Lecturer, UCC)

নির্ধারিত মূল্য 30 টাকা

1 অক্টোবর সংগ্রহ করুন সাম্প্রতিক ক্যাপসুল 4

  • বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

  • ব্যাংক পরীক্ষা

  • বিভিন্ন চাকরি সহ যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য

  • ঢাকা বিশ্ববিদ্যালয় খ ও ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক বিষয়ে প্রস্তুতির জন্য

HSC Result 2018

Current Affairs July 2018

জাতীয় বাজেট ২০১৮-১৯

  • বাজেট- ৪৭ তম (অন্তবর্তীকালীন সহ ৪৮তম)।
  • ঘোষণা করা হয়- ৭ জুন ২০১৮।
  • ঘোষক- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (মুহিতের ব্যক্তিগত ১২ তম, আওয়ামী লীগ সরকারের ২০তম ও দশম জাতীয় সংসদের ৫ম বাজেট এটি)।
  • বাজেটের স্লোগান- ” সমৃদ্ধ আগামী পদযাত্রায় বাংলাদেশ”।
  • কার্যকর হবে- ১ জুলাই ২০১৮।
  • মোট বাজেট- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
  • সামগ্রিক ঘাটতি- ১ লক্ষ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা (জিডিপি’র ৪.৯ শতাংশ)।
  • বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপিতে) বরাদ্দ- ১ লক্ষ ৭৩ হাজার কোটি টাকা।
  • জিডিপির লক্ষ্যমাত্রা- ৭.৮ শতাংশ।
  • মূল্যস্ফীতির হার- ৫.৬ শতাংশ।
  • মাথাপিছু বরাদ্দ- ২৮ হাজার ৭৩০ টাকা।
  • মাথাপিছু ঘাটতি- ৭ হাজার ৭৪৮ টাকা।

সর্বোচ্চ খাত-

  • সর্বোচ্চ বরাদ্দকৃত খাত- জনপ্রশাসন (১,৩৬,৮৮৭ কোটি)।

করমুক্ত আয়সীমা-

  • সাধারণ ব্যক্তি- ২ লক্ষ্য ৫০ হাজার টাকা।
  • নারী ও ৬৫ বছরের ঊর্ধ্বে ব্যাক্তি- ৩ লক্ষ টাকা।
  • প্রতিবন্ধী- ৪ লক্ষ টাকা।
  • যুদ্ধাহত মুক্তিযোদ্ধা- ৪ লক্ষ্য ২৫ হাজার টাকা।

তথ্যভাণ্ডারে বাজেট-

  • প্রথম বাজেট পেশ করা হয় ১৭৭৩ সালে যুক্তরাজ্যে।
  • দেশে প্রথম বাজেট পেশ করা হয় ১৯৭২ সালের ৩০ জুন।
  • প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দীন আহমেদ।
  • দেশের হয়ে সর্বাধিক বাজেট পেশ করেন সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত (১২ বার)।
  • টানা ১০ বার বাজেট পেশ করে রেকর্ড করেন আবুল মাল আবদুল মুহিত।
  • ১৯৭২-এ প্রথম বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা মাত্র।
  • ২০১৮-তে বর্তমান বাজেটের আকার ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।

 

5 আগস্ট 2018 সংগ্রহ করুন সাম্প্রতিক ক্যাপসুল 2

B Unit ভর্তি পরীক্ষার 10 দিন আগে সংগ্রহ করুন সাম্প্রতিক ক্যাপসুল 3

D Unit ভর্তি পরীক্ষার 10 দিন আগে সংগ্রহ করুন সাম্প্রতিক ক্যাপসুল 4

বঙ্গবন্ধু স্যাটেলাইট- ০১

  • বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয় 11-05-2018 ভোররাতে।
  • নির্মাতা বা প্রস্তুতকারী প্রতিষ্ঠান- থ্যালেস অ্যালেনিয়া স্পেস (ফ্রান্স)।
  • উৎক্ষেপনকারী প্রতিষ্ঠান- Space- X.
  • উৎক্ষেপনের স্থান- যুক্তরাজ্যের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে।
  • বহনকারী রকেট এর নাম Falcon- 09 বা ‘ফ্যালকন- ০৯’।
  • মূল অবকাঠামো নির্মান কারী প্রতিষ্ঠানের ফ্রান্সের Thales Alenia Space কোম্পানি।
    স্যাটেলাইটের মালিক হিসেবে বাংলাদেশের অবস্থান- ৫৭ তম।
  • উৎক্ষেপণ যুক্তরাষ্ট্র থেকে হলেও নিয়ন্ত্রিত হবে- বাংলাদেশ থেকে।
  • Clark Orbit বলতে বোঝায়- ভূ-স্থির উপগ্রহের কক্ষপথ (এর নামকরণ করা হয় আর্থার সি. ক্লার্কের নামানুসারে।
  • স্যাটেলাইটটি পরিচালনা করবে- Bangladesh Communication Satellite Company Limited (BCSCL).
  • মোট খরচ- ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
  • স্যাটেলাইটির আয়ুষ্কাল ১৫ বছর।
  • স্যাটেলাইটির ওজন- ৩৫০০ কেজি।
  • স্যাটেলাইটির ক্ষমতা- 6KW.

স্যাটেলাইটির অবস্থান-

  • ইন্দোনেশিয়ার পূর্বপ্রান্তের ভূপৃষ্ঠের উপরে।
  • ভূপৃষ্ঠ থেকে ৩৫ হাজার ৮০০ কিলোমিটার উচ্চতায়।
  • ১১৯.১° ডিগ্রী পূর্ব দ্রাঘিমায় ক্লার্ক অরবিটে।

স্পেস এক্স

  • Space X- এর মহাকাশযান Falcon- 09 এ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১ মহাকাশে প্রেরণ করা হয়।
  • প্রতিষ্ঠা- ২০০২ (প্রতিষ্ঠাতা- ইলান মাস্ক)।
  • সদরদপ্তর- হথর্ন (Hawthorne), ক্যালিফোর্নিয়া।
  • প্রস্তুতকারী পণ্য- ফ্যালকন ও ড্রাগন মহাকাশ যান।

বিভিন্ন দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ

  • মহাকাশে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে- সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া), ১৯৫৭ সালে।
  • রাশিয়ায় উৎক্ষেপিত প্রথম স্যাটেলাইট এর নাম ছিল স্পুটনিক-১।
  • দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করে- যুক্তরাষ্ট্র, ১৯৫৮ সালে।
  • সার্কভুক্ত দেশের মধ্যে সর্বপ্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে- ভারত ১৯৭৫ সালে।
  • মুসলিম দেশের মধ্যে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইন্দোনেশিয়ার ১৯৭৬ সালে।
  • আফ্রিকার দেশগুলোর মধ্যে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে- মিশর, ১৯৯৮ সালে।

Basic Information

  • লাইকা নামক একটি রাশিয়ান কুকুর প্রথম স্পুটনিক ০২- এ চড়ে মহাকাশ প্রদক্ষিণ করেন ১৯৫৭ সালে।
  • বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট- ব্র্যাক অন্বেষা।
  • ব্র্যাক অন্বেষা উৎক্ষেপণ কারি ও অর্থদাতা- ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
  • বিশ্বে স্যাটেলাইট লঞ্চ করার ক্ষমতা রয়েছে ১০টি দেশের।
  • মহাকাশে গমনকারী প্রথম মানুষ- ইউরি গ্যাগারিন (১৯৬১ সালে ভস্টক- ১ এ চড়ে মহাকাশে গমন করেন)।
  • মহাকাশে গমনকারী প্রথম নারী- ভ্যালেন্তিনা তেরেসকোভা।
  • ভ্যালেন্তিনা তেরেসকোভা ১৯৬৩ সালে ভস্তক- ০৬ এ চড়ে মহাকাশ গমন করেন।
  • নীল আর্মস্ট্রং প্রথম মানব হিসেবে চাঁদে অবতরণ করেন ১৯৬৯ সালে।
  • নীল আর্মস্ট্রং চাঁদে গমন করেন- অ্যাপোলো ১১ এর মাধ্যমে।

স্যাটেলাইটের কাজ

 

  • আবহাওয়ার পূর্বাভাস প্রদান।
  • বাতাসের নিখুঁত বেগ নির্ণয়।
  • বিভিন্ন গ্রহের ছবি সংগ্রহ।
  • বায়ু দূষণের পরিমাণ নির্ণয়।
  • টিভি সিগনাল ও ফোন কলের সংযোগ স্থাপন।
  • আর্থিক লাভবান হতে পারে।
  • কৃষকের মাটির গুণাগুণ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ।
  • আমদানি-রপ্তানিতে ধারণা লাভ।
  • সড়ক দুর্ঘটনার নিখুঁত ধারণা লাভ।
  • দ্রুত তথ্য আদান প্রদান।

চলে গেলেন কাকন বিবি

মুক্তিযুদ্ধের সাহসী নারী বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা কাকন বিবি ১৯১৫ সালে সুনামগঞ্জ জেলার ঝিরাগাও গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি পাকিস্তানী বাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর হয়ে গুপ্তচরের কাজ করেন। কাকন বিবির মূল বাড়ি ভারতের খাসিয়া পাহাড়ের পাদদেশের এক খাসিয়া গ্রামে। কাকন দেবের আসল নাম ছিল কাকাত হেনিনচিতা। ১৯৭১ সালের জুন মাসে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়লে তাকে অমানুষিকভাবে নির্যাতন করা হয়। ৫নং সেক্টরের সেক্টর কমান্ডার মীর শওকত আলীর নেতৃত্বে তিনি যুদ্ধ করেন। সংবাদ মাধ্যমে ১৯৯৬ সালে তাঁর কৃতিত্বের কথা আলোচিত হতে থাকলে তৎকালীন সময়ে তাকে বীর প্রতীক হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু দুঃখের বিষয় ঘোষণাটি পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হয়নি। ২০১৮ সালের ২১ মার্চ তিনি ১০৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

 

আরো ২ জন আলোচিত মহিলা মুক্তিযোদ্ধা

ডা. ক্যাপ্টেন সেতারা বেগম
  • জন্ম- কিশোরগঞ্জ।
  • যুদ্ধ করেন- ৪নং সেক্টরে।
  • বীরপ্রতীক খেতাবে ভূষিত হন।
তারামন বিবি
  • জন্ম- কুড়িগ্রাম জেলায়।
  • যুদ্ধ করেন- ১১নং সেক্টরে।
  • প্রতীক খেতাবে ভূষিত হন।

জানা থাকতে হবে– কাকন বিবি আলোচিত মহিলা মুক্তিযোদ্ধা হলেও তিনি খেতাবপ্রাপ্ত নন।

 

বাংলাদেশ ভবনের উদ্বোধন

  • সম্প্রতি বাংলাদেশ ভবন উদ্বোধন করা হয়- পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।
  • ভবনটি উদ্বোধন করা হয়- ২৫ মে ২০১৮।
  • উদ্বোধন করেন- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • বাংলাদেশ ভবনের প্রবেশদ্বারে রয়েছে- শেখ মুজিবুর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরাল প্রতিকৃতি।
  • এ বছর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়- ৪৯তম সমাবর্তন।
  • বাংলাদেশ ভবনে রয়েছে- বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত নানা ইতিহাস, গ্রন্থাগার, মিলনায়তন, বাংলাদেশ সম্পর্কে গবেষণার নানা তথ্য, চিত্রশালা সহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নানা স্মারক।

শেখ হাসিনার সম্মানসূচক ডি-লিট উপাধি

  • শেখ হাসিনাকে সম্মানসূচক ডি-লিট উপাধি প্রদান করে- পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
  • ডিলিট উপাধিটি প্রদান করা হয়- ২৬ মে, ২০১৮।
  • প্রধানমন্ত্রীর এই ভারত সফর ছিল দুই দিনের (২৫ ও ২৬ মে)। দ্বিতীয় দিনে ২৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট উপাধি প্রদান করে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
  • একই সাথে ডিলিট উপাধি প্রদান করা হয়- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য প্রখ্যাত বলিউড তারকা শর্মিলা ঠাকুরকে।
  • এর আগে এই সম্মাননা লাভ করেন বাংলাদেশের প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আনিসুজ্জামান এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

 

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

  • প্রতিষ্ঠা- ২০১২ সালে।
  • অবস্থান- পশ্চিমবঙ্গের আসানসোলে।
  • আচার্য- রাজ্যপাল পশ্চিমবঙ্গ।

কবির নামে আরও একটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে ময়মনসিংহের ত্রিশালে। কাজী রফিক উল্লাহ দারোগা ১৯১৪ সালে আসানসোলের রুটির দোকান থেকে কিশোর কবি নজরুলকে ত্রিশালে কাজীর শিমলায় নিজ গ্রামে নিয়ে আসেন। কবির এই স্মৃতিবিজড়িত জায়গাতেই প্রতিষ্ঠা করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

  • অবস্থান- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন।
  • প্রতিষ্ঠা- ১৯২১ সালে।
  • প্রতিষ্ঠাতা- রবীন্দ্রনাথ ঠাকুর।
  • চ্যান্সেলর- ভারতের প্রধানমন্ত্রী (বর্তমানে নরেন্দ্র মোদি)।

 

২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮

  • উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৪ই জুন ২০১৮।
  • উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়- মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে (রাশিয়া ও সৌদি আরবের মধ্যে, জয়ী হয় রাশিয়া)।
  • আসর- ২১তম।
  • মোট অংশগ্রহণকারী দেশ- ৩২টি।
  • অংশগ্রহণকারী এশিয়ার দেশ- ৪টি (সৌদি আরব, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া)।
  • অংশগ্রহণকারী মুসলিম দেশ- ৭টি (সৌদি আরব, ইরান, মিশর, নাইজেরিয়া, মরক্কো, সেনেগাল, তিউনেশিয়া)।
  • অংশগ্রহণকারী স্ক্যান্ডেনেভিয়ান / নার্ডিক দেশ- ৩টি (সুইডেন, ডেনমার্ক ও আইসল্যান্ড)।
  • প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে- উত্তর আমেরিকার দেশ পানামা ইউরোপিয়ান দেশ আইসল্যান্ড।
  • মোট খেলা অনুষ্ঠিত হবে- ৬৪টি (১২টি স্টেডিয়ামে)।
  • থিম সং- live it up.
  • বিশ্বকাপ জয়ী একমাত্র দেশ যে এ বিশ্বকাপ ফুটবলে স্থান পায়নি- ইতালি।
  • এবারের বিশ্বকাপে নতুন সংযোজন করা হয়েছে- VAR (Video Assistant Referee).
  • এ প্রযুক্তি প্রথম প্রয়োগ ঘটে- ফ্রান্স ও অস্ট্রেলিয়ার ম্যাচে।
  • ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে- ১৫জুলাই, ২০১৮ (মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে)।
  • রাশিয়া বিশ্বকাপ ২০১৮ এর মাস্কটির নাম- জাবিভাকা (ZABIVAKA)।
  • রাশিয়া বিশ্বকাপ ২০১৮ এর বলের নাম- টেলস্টার ১৮ (TELSTAR 18)।
  • এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লুঝনিকি স্টেডিয়ামে।
  • ইউরোপের উত্তরের শীতপ্রধান স্ক্যান্ডেনেভিয়ান পাঁচটি দেশের মধ্যে এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করেছে তিনটি দেশ (সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড)। অংশগ্রহণ করছে না নরওয়ে ও ফিনল্যান্ড।

আরো জানতে হবে

  • প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয়- ১৯৩০ সালে।
  • বিশ্বকাপ ফুটবল জয়ী প্রথম দেশ- উরুগুয়ে।
  • ফুটবল খেলার জন্ম- চিনে।
  • সর্বাধিক ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ- ব্রাজিল (৫ বার)।
  • ফিফা বিশ্বকাপ ফুটবল আরম্ভ হয়- ১৯৭৮ সাল থেকে।
  • ১৯৭৪ সালের পূর্বে ফুটবল আসরের নাম ছিল- জুলেরিমে কাপ ফুটবল।
  • রাশিয়ার জাতীয় স্টেডিয়ামের নাম Luzhniki Stadium, মস্কো।
  • এই আসরের প্রথম গোল করেন রাশিয়ার ইউরি গাজিনস্কি।
  • ১৯৮০ সালে বিশ্ব অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়- লুঝনিকি স্টেডিয়ামে।
  • Luzhniki stadium অবস্থিত- মস্কোর মস্কোভা নদীর তীরে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়নি- ১৯৪২ ও ১৯৪৬ সালে।
  • মহিলা বিশ্বকাপ ফুটবল শুরু হয়- ১৯৯১ সালে।
  • ফুটবলের জীবন্ত কিংবদন্তি বলা হয়- ব্রাজিলের পেলেকে।
  • ফুটবলের রাজপুত্র বলা হয়- আর্জেন্টিনার ম্যারাডোনাকে।
  • ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা প্রতিষ্ঠিত হয়- ১৯০৪ সালে।
  • এশিয়া থেকে অংশগ্রহণকারী প্রথম দেশ- ইন্দোনেশিয়া।
  • পরবর্তী ২০২২ সালের ২২তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- কাতারে।
  • এই বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন ক্রিশ্চিয়ানো রোনালদো; স্পেনের বিপক্ষে।

 

মালয়শিয়ায় নির্বাচন ও পুনরায় মাহাথির যুগের সূচনা

মালয়শিয়ায় নির্বাচন

  • মালয়েশিয়াতে ১৪ তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৯ মে ২০১৮।
  • নির্বাচনে জয়লাভ করে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতান হারাপান (PH).
  • নির্বাচনে পরাজিত হয় টানা 62 বছর ক্ষমতায় থাকা রাজনৈতিক জোট বারিসান ন্যাশনাল (BN).
  • নির্বাচনে পরাজিত হন নাজিব রাজাক।
  • মালয়েশিয়ার পার্লামেন্টের মোট আসন ২২২ টি।
  • সরকার গঠনে প্রয়োজন 112 টি আসন।
  • Pakatan harapan পায়ে 126 টি আসন।
  • ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জোট বারিসান ন্যাশনাল প্রায় 88 টি আসন।

মাহাথির মোহাম্মদ

  • জন্ম 1925 সালে।
  • পূর্বপুরুষ মাহাথির মোহাম্মদ বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বংশোদ্ভূত মোঃ ইস্কান্দার এর সন্তান।
  • শাসনকাল- ১৯৮১-২০০৩ (টানা ২২ বছর)।
  • খ্যাত ছিলেন- আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে।
  • রাজনীতি থেকে অবসর নেন- ২০০৩ সালে।
  • অবসর ভেঙে আবার রাজনীতিতে এসে পুনরায় প্রধানমন্ত্রী হন- ২০১৮ সালে।
  • মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মদ শপথ নেন- ১০ মে, ২০১৮।
  • বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী- মাহাথির মোহাম্মদ (৯২ বছর, ১০ জুলাই ২০১৮ থেকে হবে ৯৩ বছর)।
  • পূর্বে রাজনৈতিক দল ছিল- ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন।
  • পূর্ব পেশা ছিল- ডাক্তার।
  • ডাক্তারি পড়াশোনা করেন- সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড কলেজ অফ মেডিসিন থেকে।
  • অত্যাধিক জনপ্রিয় ছিলেন- সংখ্যাগুরু মালাই সম্প্রদায়ের মধ্যে।
  • Pakatan harapan রাজনৈতিক জোটের অন্যতম গুরুত্বপূর্ণ দল- পিপলস জাস্টিস পার্টি।
  • পিপলস জাস্টিস পার্টির প্রধান- আনোয়ার ইব্রাহিম।

মাহাথির মোহাম্মদ টানা ২২ বছর বারিশান ন্যাশনাল জোটে থেকে প্রধানমন্ত্রীর শাসনকাল শেষে নিজের উত্তরসূরি হিসেবে রেখে যান নাজিব রাজাককে। তারই সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন নাজিব রাজাক। প্রায় এক দশকের নাজিব এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। আর এসব দুর্নীতির মূলোৎপাটন করতে নিজের রাজনৈতিক জোটের বিরোধী জোট Pakatan Harapan থেকে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হন মহাথির মুহাম্মদ।

মাহাথির মোহাম্মদের গ্রন্থ

  • The Malay Dilemma
  • A New Deal For Asia
  • A Doctor In The House

উক্তি

  • কোন দেশের রাষ্ট্রপ্রধান বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার অর্থ হলো সে দেশের চিকিৎসা ব্যবস্থা একেবারে ভাল না।
  • ইসলাম আমাদের জীবনের অংশ ইসলাম অবশ্যই সর্বকালের সেরা ধর্ম।

 

৫ জেলার পরিবর্তিত ইংরেজি নাম

  1. বরিশাল – Barisal > Barishal
  2. বগুড়া- Bogra > Bogura
  3. চট্টগ্রাম- Chittagong > Chattogram
  4. কুমিল্লা- Comilla > Cumilla
  5. যশোর- Jessore > Jashore.

 

নেপালের ত্রিভুবনে এ বিধ্বস্ত বিমান

  • নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়- ১২ মার্চ, ২০১৮।
  • বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল- বাংলাদেশের ইউ এস বাংলা এয়ারলাইন্সের।
  • বিধ্বস্ত বিমানটির মডেল- DASH-8 & Q-400।
  • বিমানটিতে মোট যাত্রী ছিল- ৬৭ জন (একজন পাইলট ও ৪ জন ক্রু ছি)।
    নিহত হয়- ৫১ জন।
  • ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত- নেপালের কাঠমান্ডুতে।
  • বিমানবন্দরটির নামকরণ করা হয় রাজা মাহেন্দ্রের পিতা ত্রিভুবনের নামানুসারে।
  • বিশ্বের বিপজ্জনক বা মৃত্যুকূপ বিমানবন্দর হিসেবে পরিচিত- ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।
  • ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসার প্রীথুলা রশিদ নিজের জীবনের বিনিময়ে ১০ জন নেপালি যাত্রীরদের বাচানোর জন্য নেপালী গণমাধ্যম তাকে ‘ডটার অব বাংলাদেশ’ উপাধিতে ভূষিত করে।

 

শান্তির বাতাস কোরিয়া উপদ্বীপে

সম্প্রতি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধে জড়িয়ে পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি ও পাল্টা হুমকির মধ্যে দুই কোরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই কোরিয়ার শীর্ষ নেতারা বৈঠক করেন।

২০১৮ সালের ২৭ এপ্রিল দুই কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চল, শান্তি পল্লী হিসেবে খ্যাত ‘পানমুনজম’ গ্রামের দক্ষিণ কোরিয়া অংশে অবস্থিত ‘পিস হাউসে’ অনুষ্ঠিত হয় দুই কোরিয়ার শীর্ষ নেতাদের বৈঠক। এ বৈঠক শেষে কোরিয়া উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনার ঘোষণা দেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। এই বৈঠক থেকেই উঠে আসে শান্তি ও ঐক্যের নতুন সম্ভাবনা এবং পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ এর অঙ্গীকার।

এই বৈঠকের উল্লেখযোগ্য সিদ্ধান্ত-

  • উত্তর কোরিয়া শান্তির উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার সাথে মিল রেখে ঘড়ির কাটা আধা ঘন্টা সময় এগিয়ে নিয়ে আসে।
  • শান্তি প্রতিষ্ঠার জন্য পানমুনজম গ্রামটির মাঝখানে রোপণ করা হয় পাইন গাছের চারা।
  • ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়া অভিন্ন পতাকায় অংশগ্রহণ করবে।
  • উত্তর কোরিয়া আলোচিত পরমাণু কেন্দ্র ‘পুঙ্গে-রি’ বন্ধে কার্যক্রম শুরু করে।
  • কোরীয় উপদ্বীপে সৃষ্ট সামরিক উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করবেন তারা।
  • কোরীয় উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্ত রাখা।

১৯১০ সালের পূর্বে করিয়া ছিল রাশিয়ার উপনিবেশ। ১৯১০ সাল থেকে ১৯৪৫ পর্যন্ত কোরিয়া জাপানের উপনিবেশ ছিল। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হলে কোরিয়াকে দুইটি অংশে ভাগ করে দেয়া হয়। উত্তর কোরিয়ার দায়িত্বে থাকে সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়ার দায়িত্বে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তরে সমাজতন্ত্র এবং দক্ষিণে পুঁজিবাদ প্রতিষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হয় ১৯৫০ সালে। ১৯৫৩ সালে জাতিসংঘের সহযোগিতায় দুই কোরিয়ার মধ্যস্থিত শান্তি পল্লী হিসেবে খ্যাত পানমুনজম গ্রামে যুদ্ধবিরতি হয়।

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ অবসানের ৬৫ বছর পরে এবারই প্রথম কোনো উত্তর কোরীয় রাষ্ট্রনায়ক আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। এর আগে দুই কোরিয়ার নেতারা দুবার আলোচনায় বসলে ও দুবার ইস এই আয়োজন হয়েছিল পিয়ংইয়ংয়ে।
পূর্বে ১৯৯৮-২০০৭ পযন্ত দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নে সানশাইন পলিসি গ্রহণ করেছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং। এই পদক্ষেপের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।

 

সাম্প্রতিক ক্যাপসুল ২, সাম্প্রতিক ক্যাপসুল ৩ & সাম্প্রতিক ক্যাপসুল ৪ পেতে ভিজিট করুন newresultbd.com

 

৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি

২০১৭ সালের ৩০ অক্টোবরে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করেন। ডকুমেন্টারি হেরিটেজ নামে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ দলিল গুলো কে সংরক্ষণ করে থাকে। ১৯৯২ সাল থেকে ইউনেস্কো এই গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে আসছে। এই পর্যন্ত তারা ৭ই মার্চের ভাষণ সহ পুরো বিশ্বের গুরুত্বপূর্ণ ৪২৭ টি নথি বা দলিল “মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” নামে সংরক্ষণ করেছে। ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন ইউনেস্কোর প্রধান ইরিনা বোকোভা। বুলগেরীয় নাগরিক ইউনেস্কোর প্রথম নারী মহাপরিচালক ইরিনা বোকোভা ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেন।

৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ

১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ মিনিট স্থায়ী শেখ মুজিবুর রহমান কর্তৃক এক ঐতিহাসিক ভাষণই ৭ই মার্চের ভাষণ। উক্ত ভাষণটি ছিল বাঙালির স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তাবিত আহ্বান। উল্লেখ্য যে, ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে বিলম্বও অসমর্থ জানায়। অন্যদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ৩ মার্চ জাতীয় পরিষদ আহ্বান করলেও ১ মার্চ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করে। ফলে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারাদেশে হরতাল পালিত হয়। ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে বিশাল জনসভার মাধ্যমে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি চালু হয়। এই পটভূমিতেই ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বিপুলসংখ্যক মুক্তিকামী বাঙালির সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ টি প্রদান করেন।

৭ই মার্চের ভাষণের বিষয়বস্তু ছিল ৪টি

১. চলমান সামরিক আইন প্রত্যাহার।

২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া।

৩. গণহত্যা’র তদন্ত করা।

৪. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

৭ই মার্চ ভাষণ সম্পর্কে আরো জানতে হবে

  • বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি দেন- ৭ই মার্চ, ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে।
  • ৭ই মার্চের ভাষণের মূল বক্তব্য ছিল- পুনরায় নির্বাচন।
  • ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশ করেন- ৪ দফা দাবি।

ভাষণের গুরুত্বপূর্ণ দুটি উক্তি:

১. এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

২. রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।

 

চিরবিদায় স্টিফেন হকিং

বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী গণিতবিদ স্টিফেন হকিং জন্মগ্রহণ করেন যুক্তরাজ্যের অক্সফোর্ডে ৪ জানুয়ারি ১৯৪২ সালে। সম্প্রতি তিনি ৭৬ বছর বয়সে ১৪ মার্চ ২০১৮ সালে মৃত্যুবরণ করেন যুক্তরাজ্যের ক্যামব্রিজে। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর থিওরিটিক্যাল কসমোলজির প্রধান গবেষক ছিলেন। ১৯৭৯ থেকে ২০০৯ পর্যন্ত তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লোকাসিয় অধ্যাপক ছিলেন। লোকাসিয় অধ্যাপক পদটি হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের একটি অধ্যাপকের পদ যা সারা বিশ্বের অন্যতম সম্মানজনক পদ হিসেবে স্বীকৃত। ১৬৬৩ সালে হেনরি লোকাস এই পদ্ধতি প্রবর্তন করেন।

আরো জানতে হবে

তিনি মহাবিশ্বের সৃষ্টির রহস্য ‘বিগ ব্যাং’ থিওরী’র প্রবক্তা।

কোয়ান্টাম মধ্যাকর্ষ, ‘Black Holes / ব্লাক হোলস’ বা কৃষ্ণগহ্বর, এর প্রবক্তা।

হকিং কে নিয়ে নির্মিত চলচ্চিত্র- The Theory Of Everything / দ্যা থিওরি অব এভরিথিং।

তিনি ২১ বছর বয়সে ‘Motor Neuron Disease / মোটর নিউরন ডিজিজ’ – এ আক্রান্ত হন।

তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ

  • A brief history of time (কালের সংক্ষিপ্ত ইতিহাস)
  • Grand design
  • The universe in a nutshell
  • কৃষ্ণগহ্বর, শিশু মহাবিশ্ব ও অন্যান্য রচনা black holes and baby universes and other essays.
  • মাই ব্রিফ হিস্ট্রি (my brief history).

পুরস্কার ও সম্মাননা

  • যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ লাভ করেন ২০০৯ সালে।
  • ‘ Fundamental Physics’ ‘ফান্ডামেন্টাল ফিজিক্স’ পুরস্কার লাভ করেন ২০১২ সালে।
  • তিনি রয়েল সোসাইটি অব আর্টস এর সম্মানিত ফেলো ছিলেন।

উল্লেখযোগ্য উক্তি

  • বিজ্ঞান শুধু অনুসন্ধানের বা কার্যকরণের শিষ্যই নয় বরং তা এক ধরনের ভালবাসা ও অনুরাগ বটে।
  • বুদ্ধিমত্তা হচ্ছে পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেবার ক্ষমতা।
  • আপনার শারীরিক বাধা কখনো ভালো কাজে বাধা দিতে পারে না।
  • ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু, সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ।

চলে গেলেন মুস্তাফা নুরুল ইসলাম

৯ মে, ২০১৮ মারা যান বিশিষ্ট লেখক, গবেষক, ভাষাসৈনিক ও জাতীয় অধ্যাপক ড. মুস্তাফা নুরুল ইসলাম। বগুড়ার মহাস্থানগড় সংলগ্ন চিঙ্গাশপুর গ্রামে। পাঁচ বছর বয়সে ১৯৩২-৩৩ সালে কলকাতায় কবি কাজী নজরুল ইসলামের হাতে তার লেখাপড়ায় হাতেখড়ি। ১৯৫১ সালে সাংবাদিকতা দিয়ে তার কর্ম জীবনের সূত্রপাত। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। তাঁর সম্পাদিত পত্রিকা সুন্দরম, পূর্বমেঘ, অগ্যতা সাহিত্যিক।

দায়িত্ব পালন করেছেন

  • বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে।
  • জাতীয় জাদুঘরের চেয়ারম্যান হিসেবে।
  • শিল্পকলা একাডেমীর মহাপরিচালক হিসেবে।

শিক্ষকতা করেছেন

  • পাবনা এডওয়ার্ড কলেজে।
  • করাচি বিশ্ববিদ্যালয়।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ

  • সময়কালে নজরুল ইসলাম।
  • আবহমান বাংলা।
  • বাঙালির আত্মপরিচয়।
  • সময়ের মুখ তাহাদের কথা।
  • সামরিক পত্রে জীবন ও জনমত।
  • বাঙালি আত্ম পরিচয়ের সন্ধানে।
  • আমাদের বাঙালিত্বের চেতনা উদ্বোধন ও বিকাশ।
  • Bengalee Muslim Public Opinion.

উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা

  • স্বাধীনতা পুরস্কার (২০১০)
  • একুশে পদক (১৯৮১)
  • জাতীয় অধ্যাপক (২০১১)

 

ফিরে আসবেনা বারী সিদ্দিকী

  • নিজ জেলা- নেত্রকোনা।
  • জন্ম- ১৯৫৪ সালের ১৫ নভেম্বর।
  • মৃত্যু- ২০১৭ সালের ২৪ নভেম্বর।
  • তিনি ছিলেন- বিখ্যাত বংশীবাদক ও সংগীতশিল্পী।
  • সাবেক ছাত্র ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
  • শায়িত আছেন- নেত্রকোনার বাউল বাড়িতে।

উল্লেখযোগ্য জনপ্রিয় গান

  • সোয়া চান পাখি
  • আমার গায়ে যত দুঃখ সয়
  • পুবালী বাতাসে
  • মনের দুঃখ মনে রইলো রে

 

চিরবিদায় কবি বেলাল চৌধুরী

  • নিজ জেলা- ফেনী।
  • জন্ম- ১৯৩৮ সালের ১২ নভেম্বর।
  • মৃত্যু- ২০১৮ সালের ২৪ এপ্রিল।
  • সম্পাদিত পত্রিকা- ভারত বিচিত্রা।
  • আজন্ম বাউল স্বভাবের কবি- বেলাল চৌধুরী।
  • একুশে পদক পান- ২০১৪ সালে।
  • বাংলা একাডেমি পুরস্কার পান- ১৯৮৪ সালে।
  • পরিচিতি- আধুনিক বাঙালি কবি হিসেবে।
  • ছদ্মনাম- সবুক্তগীন, ময়ূর বাহন ও বল্লাল সেন।
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যোগ দেওয়ার কারনে কবি বেলাল চৌধুরীকে পাকিস্তানি পুলিশ বাহিনী কারাগারে প্রেরণ করে।

উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ

  • নিশাত প্রদেশ
  • কবিতার কমল বনে
  • বিদায়ী চুমুক
  • আত্ম প্রতিকৃতি
  • বত্রিশ নম্বর
  • স্ফুলিঙ্গ থেকে দাবানল

বাংলাদেশের বন্ধু লুসি হল্ট

  • পূর্ণ নাম- লুসি হেলেন ফাসিস হল্ট
  • জন্ম- ১৯৩০ সালে যুক্তরাজ্যে
  • বাংলাদেশে আসেন ১৯৬০ সালে
  • কাজ করেন বরিশাল অক্সফোর্ড মিশনে
  • বাংলাদেশে অবস্থান করেছেন- ৫৭ বছর যাবৎ
  • বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন- ১২ ফেব্রুয়ারি ২০১৮।
  • লুসি হল্ট এর শেষ ইচ্ছা- বাংলাদেশে চিরনিদ্রায় শায়িত হওয়া।
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধাহতদের সেবা প্রদান করেন লুসি হল্ট।

 

রোবট সোফিয়ার বাংলাদেশ ভ্রমণ

  • সোফিয়া হচ্ছে মানবাকৃতির সামাজিক যোগাযোগে সক্ষম রোবট।
  • রোবট সোফিয়া তৈরি করে- হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস।
  • নকশা করা হয়- অভিনেত্রী হেপবার্ন এর সাথে মিল রেখে।
  • প্রস্তুতকারী- ডেভিড হ্যানসন।
  • সোফিয়াকে সৌদি আরব নাগরিকত্ব প্রদান করেন- ২৫ আগস্ট ২০১৭।
  • উচ্চতা- ৫ ফুট ৪ ইঞ্চি।
  • বাংলাদেশে আনা হয়- ৫ ডিসেম্বর ২০১৭ সালে।
  • বাংলাদেশের “Digital World” অনুষ্ঠানের ” Tech Talk With Sophia” পর্বে অংশগ্রহণ করে রোবট সোফিয়া।
  • রোবট সোফিয়া ছাড়াও সোফিয়া বুলগেরিয়ার রাজধানীর নাম।

 

সাম্প্রতিক Key Words

  • দারা- সিরিয়ার একটি শহর।
  • Smileing Children Special School- অটিস্টিক শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুল।
  • শেয়ার দ্য ড্রিম- ২০১৮ সালের অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গোল্ড কোস্ট কমনওয়েলথ গেইমস এর স্লোগান।
  • সোনালী আঁশের ব্যাগ- ড: মুবারক হোসেন খান, কর্তৃক আবিষ্কৃত পাট জাত ব্যাগ।
  • ফ্যাশন উইক- সৌদি আরবের নারীর জন্য আয়োজিত অনুষ্ঠান।
  • বাইবেল অধ্যয়ন চক্র- হোয়াইট হাউজের বাইবেল পাঠ ও ধর্ম আলোচনার গোপন অধ্যায়ন চক্র।
  • আলমা হাতা সিত্তা- সুদানের নুবিয়ান মরুভূমিতে প্রাপ্ত মহাজাগতিক উল্কা।
  • মেডইন চায়না ২০২৫- চীনা পণ্য কে জনপ্রিয় করার জন্য সরকারি কর্মসূচি।
  • Tiangong- 01- চীনা মহাকাশ স্টেশন যা ২ এপ্রিল ২০১৮ সালে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে।
  • স্কাইল্যাব- মার্কিন যুক্তরাষ্ট্রের উৎক্ষেপিত প্রথম মহাকাশ কেন্দ্র।
  • Paypal- অর্থ হস্তান্তরের অনলাইন প্লাটফর্ম।
  • INS কিলতান- ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভারতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ।
  • Highway- বিশ্বের দীর্ঘতম সোজা সড়কের নাম যা সৌদি আরব নির্মাণ করে।
  • শয়তান ২- রাশিয়ার ক্ষেপণাস্ত্র।
  • Falcon 09- যুক্তরাষ্ট্রের মহাকাশ যান।
  • কুদরিয়াভকা- ১ম মহাকাশ প্রদক্ষিণ করা রাশিয়ান কুকুর লাইকার মূলনাম।
  • স্যাটেলাইট- বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ।
  • Falcon সিরিজের সর্বশেষ প্রযুক্তির version ৫ – রকেটে করে বঙ্গবন্ধু স্যাটেলাইট- ০১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়।
  • ৯৯৯- পুলিশ সেবা, অ্যাম্বুলেন্স সেবা এবং ফায়ার সার্ভিস সেবার কল নম্বর।
  • Polar Silk Road- চীনে প্রস্তাবিত একটি রাস্তা।
  • ওয়াখান করিডোর- আফগানিস্তানের একটি করিডোর বা রাস্তা।
  • Exam Warriors- ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির রচিত গ্রন্থের নাম।
  • আসাস্পশম আইসল্যান্ড- আফ্রিকার সিচেলিস এর এই দ্বীপে ভারত সামরিক ঘাঁটি নির্মাণ করবে।
  • Bitcoin- অবৈধ ভার্চুয়াল মুদ্রা।
  • অগ্নি ৫- ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।
  • তরুপল্লব- বাংলাদেশের পরিবেশবাদী সংস্থা।
  • গ্রুভজ জ্যাজ রকস- ২২-২৪ ফেব্রুয়ারি ২০১৮ সালে সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত একটি গানের কনসার্ট।
  • অগ্নি ০১- ভারতের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
  • State of the Nation- ভ্লাদিমির পুতিনের একটি ভাষণ।
  • Zan TV- আফগানিস্তানে নারীদের একটি টেলিভিশন। জান টিভির সকল কর্মকর্তা-কর্মচারী এবং উপস্থাপিকা সবাই নারী।
  • One planet summit- প্যারিস জলবায়ু বিষয়ক সম্মেলন।
  • Hwasong-15- উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
  • Ready For Tomorrow- বাংলাদেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ড এর স্লোগান।
  • মুক্তি ক্যাম্প- মুক্তিযুদ্ধ ভিত্তিক মোবাইল গেমস।

 

উন্নয়নের যত কথা

মেট্রোরেল প্রকল্প

  • রাজধানীর যানজট নিরসনে নির্মাণ করা হচ্ছে- মেট্রোরেল।
  • রুট- উত্তরা থেকে মতিঝিল।
  • প্রথম ধাপ চালু হবে- ২০১৯ সালে উত্তরা থেকে আগারগাঁও।
  • দ্বিতীয় ধাপ চালু হবে- ২০২০ সালে আগারগাঁও থেকে মতিঝিল।
  • প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়- ২৬ জুন, ২০১৬।
  • দৈর্ঘ্য- ২০.১ কিলোমিটার।
  • স্টেশন থাকবে- ১৬ টি।
  • যাত্রী ধারণ ক্ষমতা- ৬০ হাজার।
  • সর্বোচ্চ গতিসীমা- ঘন্টায় ১০০ কি.মি.
  • যাতায়াতের সময়- ৩৭ মিনিট (মতিঝিল থেকে উত্তরা)।
  • ট্রেন আসবে- ৪ মিনিট পরপর।
  • বাস্তবায়ন করবে- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
  • প্রকল্পটির পরামর্শক- দিল্লী মেট্রো রেল কর্পোরেশন।
  • অর্থায়নে- বাংলাদেশ সরকার ও জাইকা।

উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে)

  • নির্মিত হবে- বিমানবন্দর থেকে কুতুবখালী।
  • পরবর্তীতে সম্প্রসারণ করা হবে- উত্তরে গাজীপুর থেকে দক্ষিনে নারায়ণগঞ্জ পর্যন্ত।
  • প্রকল্পের বিল পাস হয়- ২০১১ সালে।
  • নির্মাণ কাজের উদ্বোধন করা হয়- ২০১১ সালে।
  • মূল সড়কের দৈর্ঘ্য হবে- ২২ কি.মি.
  • বিনিয়োগকারী সংস্থা- ইতালির থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি।

উন্নয়নের নতুন রূপকল্প SDG

  • ২০১৫ সালে এমডিজি’র স্থলে বৈশ্বিক উন্নয়নের নতুন রূপকল্প হিসেবে প্রতিস্থাপিত হয়- এসডিজী।
  • SDG- Sustainable Development Goal.
  • সময়কাল- ২০১৬-২০৩০ সাল।
  • গৃহীত হয়- ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
  • এসডিজি’র লক্ষ্যমাত্রা- ১৭ টি।
  • মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) এর মেয়াদ শেষ হয়- ২০১৫ সালে।
  • এমডিজির লক্ষ্যমাত্রা ছিল- ৮ টি।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র

  • অবস্থান- রামপাল, বাগেরহাট।
  • ভারতের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়- ১২ জুলাই, ২০১৬।
  • নির্মাতা প্রতিষ্ঠান- Heavy Electronics Limited (India).
  • কেন্দ্রটি পরিচালিত হবে- কয়লা দ্বারা।
  • উৎপাদন শুরু হবে- ১০১৯ সালে।

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র

  • অবস্থান- রুপপুর, পাবনা।
  • সহায়তাকারী দেশ- রাশিয়া।
  • চুক্তি স্বাক্ষরিত হয়- রাশিয়ার প্রতিষ্ঠান
  • ‘Atmostroy Export’ এর সাথে ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের’ ।
  • চূড়ান্ত ঋণচুক্তি স্বাক্ষরিত হয়- ২৬ জুলাই, ২০১৫।
  • উৎপাদন ক্ষমতা- ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
  • কেন্দ্রটির আয়ুষ্কাল- ৫০ বছর।

পায়রা সমুদ্র বন্দর

  • আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে- ১৩ আগস্ট, ২০১৬।
  • তম- তৃতীয়।
  • অবস্থান- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলে।
  • আকার- দৈর্ঘ্য ৩০ কি.মি. এবং প্রস্থ ১ কি.মি.
  • আয়তন- ১৬ একর জায়গা জুড়ে।

নির্মাণাধীন কর্ণফুলী টানেল

  • নির্মিত হবে- চট্টগ্রামে।
  • সহযোগিতা করবে- চীন।
  • দৈর্ঘ্য- কর্ণফুলী নদীর ১৫০ ফুট নিচ দিয়ে ৩.৪ কিলোমিটার।
  • প্রস্থ- ১০ মিটার।
  • সংযোগ ঘটবে- পতেঙ্গা নেভাল একাডেমি থেকে আনোয়ারা পর্যন্ত।
  • অপর নাম- টু টাউনস-ওয়ান সিটি।
  • চালু হবে- ২০২০ সালে।

দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর

  • নির্মিত হবে- মাতারবাড়ি, মহেশখালীতে।
  • নির্মাণকাজ শেষ হবে- ২০২০ সালে।
  • বন্দর জেটির দৈর্ঘ্য হবে- ২২০ মিটার।

সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

  • মেয়াদ- ২০১৬ থেকে জুন ২০২০ পর্যন্ত।

প্রধান লক্ষ্য-

  1. জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীতকরণ
  2. দারিদ্র দূরীকরণ
  3. মানবসম্পদ উন্নয়ন
  4. বিদ্যুৎ’জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ
  5. বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীতকরণ
  • পঞ্চবার্ষিকী এর মেয়াদকাল- ৫ বছর।
  • বেশি প্রাধান্য পাবে- স্বাস্থ্য খাত।
  • প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল- ১৯৭৩-১৯৭৮।
  • পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম প্রবর্তন করেন রাশিয়ার জোসেফ স্ট্যালিন ১৯২৮ সালে।
  • বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল ১৯৭৩-১৯৭৮।

স্বপ্নের পদ্মা সেতু

  • অবস্থান- মাওয়া (মুন্সিগঞ্জ) – জাজিরা (শরীয়তপুর)।
  • দৈর্ঘ্য- ৫.১৫ কিলোমিটার।
  • প্রস্থ- ১৮.১ মিটার।
  • লেন- ৪ টি।
    পিলার- ৪২ টি।
  • আয়ুকাল- ১০০ বছর।
  • ধরন- দ্বিতল (ওপরে সড়ক এবং নিচে রেল পথ)।
  • মোট নির্মাণ ব্যয়- ২৮, ৭৯৩.৩৯ কোটি টাকা।
  • ভূমিকম্প সহনশীলতা মাত্রা- রিখটার স্কেল ৯।
  • কর্মরত একমাত্র বাঙালি নারী প্রকৌশলী- ইশরাত জাহান ইশি।
  • প্রত্যক্ষভাবে জড়িত জেলা- ৩ টি (মুন্সিগঞ্জ, শরিয়তপুর ও মাদারীপুর)।
  • সেতু নির্মাতা কোম্পানি- China Major Bridge Engineering Company Limited.
  • পদ্মা সেতু সংযুক্ত করবে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা কে।
  • জড়িত সংস্থা-

বিশ্ব ব্যাংক

জাইকা

আইডিবি

এডিবি

  • দেশের দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হবে- পাটুরিয়া (মানিকগঞ্জ) – গোয়ালন্দ (রাজবাড়ী)।

প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু

  • নির্মাণ করা হবে- পাটুরিয়া – গোয়ালন্দ পয়েন্টে।
  • সংযোগ করবে- মানিকগঞ্জ (পাটুরিয়া) ও রাজবাড়ি (গোয়ালন্দ) জেলাকে।
  • প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর দৈর্ঘ্য- ৬.১০ কি.মি.
  • প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর প্রস্থ- ১৮.১০ মিটার।

সাম্প্রতিকে টুকিটাকি

ভৌগোলিক নির্দেশক পণ্য ৩ টি

  • বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য- ৩ টি।
  • প্রথম- জামদানি (২০১৬)
  • দ্বিতীয়- ইলিশ (২০১৭)
  • তৃতীয়- ক্ষীরসাপাতি আম (২০১৮)

নতুন জাতীয় দিবস ৩টি

  • ১ মার্চ- জাতীয় ভোটার দিবস
  • ৬ মার্চ- জাতীয় পাট দিবস
  • ২৫ মার্চ- জাতীয় গণহত্যা দিবস

নতুন ৩ জাতীয় অধ্যাপক

  • সম্প্রতি জাতীয় অধ্যাপক শিক্ষা নীতি অনুসারে দেশের তিন শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
  1. ড. রফিকুল ইসলাম
  2. ড. আনিসুজ্জামান
  3. ড. জামিলুর রেজা চৌধুরী
  • প্রথম জাতীয় অধ্যাপক নিয়োগ দেয়া হয়েছিল ১৯৭৫ সালে।
  • ১৯৯৪ সালে প্রথম নারী জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ সুফি আহমেদকে।
  • প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি জাতীয় অধ্যাপক নিয়োগ প্রদান করেন পাঁচ বছরের জন্য।

নতুন সেনাপ্রধান লে. জে. আজিজ আহমেদ

  • সেনাবাহিনীর ১৫ তম প্রধান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পান- লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ।
  • আবু বেলাল শফিউল হকের স্থলাভিষিক্ত হবেন আগামী ২৫ জুন।
  • নিয়োগ দেন- রাষ্ট্রপতি।
  • এর আগে তিনি ২০০৯ সালে বিজিবিতে ঢাকা সেক্টরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
  • তার সময়েই বিজিবি কল্যাণ ট্রাস্টের অধীনে সীমান্ত ব্যাংকের যাত্রা শুরু হয়।

সিঙ্গাপুরে ট্রাম্প-কিম এর ঐতিহাসিক বৈঠক

  • বৈঠক অনুষ্ঠিত হয়- ১২ জুন, ২০১৮।
  • বৈঠকটি হয়- সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের কেপেল্লা হোটেলে।
  • বৈঠকটির অন্যতম বিষয়বস্তু কোরীয় উপদ্বীপকে নিরস্ত্রীকরণ।

আশালতা সরকারের মৃত্যু

  • পরিচয়- চট্টগ্রাম অস্ত্রাগার দখল এ মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার-এর সহযোদ্ধা বিপ্লবী।
  • জন্ম- বাংলাদেশের গাইবান্ধা জেলায়।
  • মৃত্যু- ১২ মে, ২০১৮।

মাইকেল অ্যান্ডারসনের মৃত্যু

  • পরিচয়- ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক।
  • তার পরিচালিত বিখ্যাত ছবি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ। যার শুটিং হয়েছিল বাংলাদেশেও। শ্রীমঙ্গলের লাউয়াছড়া জঙ্গলে ট্রেনের দৃশ্যের শুটিং হয়েছিল।
  • মৃত্যু- ২৫ এপ্রিল, ২০১৮।

ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ ২০১৮

  • লাভ করেন- পোল্যান্ডের লেখক ওলগা টোকারচুক।
  • Flights উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।
  • পোল্যান্ডের কোন লেখক হিসেবে তিনি প্রথমে পুরস্কার লাভ করেন।

রবীন্দ্র পদক ২০১৮

  • লাভ করেন- রবীন্দ্র গবেষক আবুল মোমেন ও রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।
  • রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ৭ মে ২০১৮ তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি

  • বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের তালিকা প্রকাশ করে বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস।
  • ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি- চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
  • দ্বিতীয়- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
  • তৃতীয়- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নাম

  • পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
  • মন্ত্রণালয়টির নাম ইংরেজিতে হবে- Ministry of Environment, Forest and Climate Change.

যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী

  • যুক্তরাজ্যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হন- পাকিস্তানি বংশদুত সাজিদ জাভিদ।
  • তিনিই প্রথম দক্ষিণ এশীয় বংশদুত হিসেবে এই পদে অধিষ্ঠিত হন।

CIA’র প্রথম নারী পরিচালক

  • মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- CIA.
    CIA,র পূর্ণরূপ- Central Intelligence Agency.
  • সম্প্রতি CIA,র ৭ম ও ১ম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান- Gina Haspel / জিনা হাসপেল।

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর

  • যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একটি রাজ্যের গভর্নর পদে লড়তে যাচ্ছেন- এক কৃষ্ণাঙ্গ নারী।
  • এক কৃষ্ণাঙ্গ নারীর নাম- স্ট্যাসি আব্রাম।
    তিনি মনোনয়ন পান- জার্জিয়া রাজ্যের জন্য।

নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত

  • যৌন অসদাচরণের অভিযোগ তদন্ত নিয়ে বেকায়দায় থাকা সুইডিশ একাডেমি ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করবে না।
  • ২০১৮ সালের পুরস্কারটি তারা সংরক্ষিত পুরস্কার হিসেবে ২০১৯ সালের পুরস্কারের সঙ্গে ঘোষণা করবে।

চির নিদ্রায় আসমা জাহাঙ্গীর

  • পরিচয়- খ্যাতনামা মানবাধিকার কর্মী ও আইনজীবী। উল্লেখ্য যে, তিনি ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার কড়া সমালোচক ছিলেন।
  • ২০১০ সালে রাসোন ম্যাগসেসে পুরস্কার পান।
  • মৃত্যু- ১১ ফেব্রুয়ারি ২০১৮।

ইউরোপের দীর্ঘতম সেতু

  • সম্প্রতি নির্মাণ করা হয় ইউরোপের দীর্ঘতম সেতু- ক্রিমীয় সেতু বা কের্চ সেতু।
  • দৈর্ঘ্য- ১৮.১ কি.মি. (১১.২ মাইল)।
  • সেতুটি সংযোগ করবে- রাশিয়ার সাথে ক্রিমিয়া উপদ্বীপের।
  • সেতুটির দুটি অংশ যার প্রথম অংশের উদ্বোধন করা হয়- ১৬ মে, ২০১৮ (উদ্বোধন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন)।

ফেরদৌসী প্রিয়ভাষিণী

  • সম্প্রতি মৃত্যুবরণ করেন- ফেরদৌসী প্রিয়ভাষিণী (০৬ মার্চ ২০১৮ সালে)।
  • তিনি একই সাথে ভাস্কর ও মুক্তিযোদ্ধা ছিলেন।
    ১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী হন এবং নির্যাতিত হন।
  • ফেরদৌসী প্রিয়ভাষিণী সর্বপ্রথম পাকিস্তানি বাহিনীর নির্যাতনের কথা বা অভিজ্ঞতা প্রকাশ করেন।
    আত্মজীবনীমূলক গ্রন্থ- নিন্দিত নন্দন (২০১৪)।

ড. রফিকুল ইসলাম

  • পরিচয়- খাবার স্যালাইন আবিষ্কারক।
  • মৃত্যুবরণ করেন- ০৫ মার্চ ২০১৮ সালে।
  • কার্য প্রতিষ্ঠান- আইসিডিডিআরবি (ইন্টারন্যাশনাল সেন্টার ফর ভাইরিয়াল ডিজিজ রিসার্চ)।
  • খাবার স্যালাইন আবিষ্কার করেন- ১৯৬০ সালে।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা খাবার স্যালাইন কে স্বীকৃতি দেয়- ১৯৮০ সালে।
  • খাবার স্যালাইন কে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়- ব্রাক।

৪র্থ মেয়াদের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

  • ৪র্থ বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন- ভ্লাদিমির পুতিন।
  • পুতিনের এবারের মেয়াদ শেষ হবে- ২০২৪ সালে।
  • তিনি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে টানা ক্ষমতায় রয়েছেন- ১৮ বছর।

সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলন সমূহ

সম্মেলন তম দেশ
আসিয়ান শীর্ষ সম্মেলন – ২৫ এপ্রিল ২০১৮ ৩২ তম সিঙ্গাপুর
কমনওয়েলথ সম্মেলন – ১৬ এপ্রিল ২৫ তম যুক্তরাজ্য
শীতকালীন অলিম্পিক গেমস – ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩ তম পিয়ংচ্যাংয়ে, দক্ষিণ কোরিয়া
গ্লোবাল সামিট সম্মেলন – ২৬ এপ্রিল সিডনি, অস্ট্রেলিয়া
আরব লীগের বার্ষিক সম্মেলন – ১৫ এপ্রিল ২০১৮ ২৯ তম দাহরান, সৌদি আরব
G-7 শীর্ষ সম্মেলন – ৮-৯ জুন ২০১৮ ৪৪ তম কুইবেক, কানাডা
G-20 শীর্ষ সম্মেলন ২০১৮ ১৩ তম বুয়েন্স আয়ার্স, অস্ট্রেলিয়া
BRICS সম্মেলন ২০১৮ ১০ তম জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা

কয়েকটি জরিপ

  • বিশ্বের সামরিক ব্যায়ে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র (২য় চীন, ৩য় সৌদি আরব)।
  • বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় শীর্ষ- চীনের প্রেসিডেন্ট সি চিন পিং (২য় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ৩য় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প)।
  • এশিয়ার সবচেয়ে বর্ষীয়ান নেতাদের তালিকায় শীর্ষে রয়েছে- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৯২ বছর), ৪র্থ হিসেবে আছেন শেখ হাসিনা (৭০ বছর)।
  • বিশ্বে সবচেয়ে বেশি সম্পদের তালিকায় শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র (২য় চীন, ৩য় জাপান)।
  • WHO এর গাই বিশ্বে বায়ুদূষণে শীর্ষ নগরী- নয়াদিল্লি (দ্বিতীয় কায়রো, তৃতীয় ঢাকা)।
  • পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ- ১ম (উৎপাদনে প্রথম- ভারত)।
  • পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ- দ্বিতীয়।
  • চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ-৪র্থ।
  • জনশক্তি রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ- ৭ম।
  • প্রবাসী-আয় বিশ্বে বাংলাদেশ- ১০ম।
  • খাদ্য নিরাপত্তায় বিশ্বে বাংলাদেশ- ১০ম।

 

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

  • ইসরাইলি বর্বর সেনাবাহিনীর বিরুদ্ধে হুইল চেয়ারে বসে লড়াই করে শহীদ হন- ফিলিস্তিনি বীর যুবক ফাদি আবু সালাহ।
  • ২০১৮ সালের বর্ষপণ্য ঘোষণা করা হয়- ঔষধকে।
  • বাংলাদেশ সরকার নতুন যে ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছেন- জিন ব্যাংক।
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সাল পর্যন্ত দেশটির উন্নয়ন পরিকল্পনায় স্বাক্ষর করেন- মে ডিক্রি।
    সম্প্রতি কার্ল মার্কসের মূর্তি উন্মোচন করা হয়- জার্মানিতে।
  • ব্রিটিশ মন্ত্রিসভায় প্রথম মুসলিম নারী মন্ত্রী- ভারতীয় বংশোদ্ভূত নুস ঘানি।
  • অক্সফামের সূচক অনুযায়ী উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান- ৩৪ তম।
  • বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন- মোঃ জাবেদ পাটোয়ারী।
  • রাকা ও ইদলিব সিরিয়া দুটি প্রদেশ।
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান কে যে পদকে ভূষিত করেছেন- জগত্তারিণী।
  • দীর্ঘ ৩৭ বছর ক্ষমতায় থেকে জিম্বাবুয়ের পদত্যাগকারী প্রেসিডেন্ট- রবার্ট মুগাবে।
  • দেশের সর্বশেষ ৩১ তম সেনানিবাস এর নাম- শেখ হাসিনা সেনানিবাস।
  • বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে- মমিনুল হক।
  • বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ- সোমালিয়া।
  • বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশ- নিউজিল্যান্ড।
  • নিম্ন চক্র অনুযায়ী দুর্নীতি বাংলাদেশের অবস্থান- ১৪৩ তম।
  • বাংলাদেশে 4g চালু হয়- ১ ফেব্রুয়ারি ২০১৮।
  • বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র- নর্থ ভোলা।
  • ভোলা জেলার নর্থ গ্যাসক্ষেত্রটি দেশের- ২৭ তম গ্যাসক্ষেত্র।
  • সর্বশেষ ৩১তম সেনানিবাস শেখ হাসিনা সেনানিবাস এর অবস্থান- লেবুখালী, পটুয়াখালী।
  • ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পুনরায় কমনওয়েলথ এর সদস্য হিসেবে ফিরে আসে- গাম্বিয়া।
  • কমনওয়েলথ এর বর্তমান সদস্যদের সংখ্যা- ৫৩টি।
  • ২০১৮ সালে কমনওয়েলথ গেম দিতে হয়- অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে।
  • বাংলাদেশের চা বোর্ডের তথ্য অনুযায়ী চা বাগানের সংখ্যা- ১৬৪টি।
  • প্রস্তাবিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে- নেত্রকোনা জেলায়।
  • বাংলাদেশের ফুটবল দলের বর্তমান কোচ- জেমিডে (ইংল্যান্ড)।
  • প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হবে- মাদারীপুরে।
  • ১১তম দেশ হিসেবে টেস্ট খেলার গৌরব অর্জন করে- আয়ারল্যান্ড (বিপক্ষ পাকিস্তান)।
  • হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম অবস্থিত- যুক্তরাষ্ট্র।
  • দেশে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করেছে যে টিভি- নাগরিক টিভি।
  • বাংলাদেশের চাঁদপুরের বংশদুত ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী- বিপ্লব কুমার দেব।
  • তুলা আমদানিতে বর্তমানে শীর্ষ দেশ- বাংলাদেশ।
  • ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর করেন- নরেন্দ্র মোদি।
  • বাংলাদেশ পুলিশের জন্য প্রস্তাবিত ব্যাংক- Community Bank Bangladesh.
  • দেশের প্রথম পতাকা ভাস্কর্য ” পতাকা ৭১” নির্মাণ করা হয়েছে- মুন্সীগঞ্জে।
  • ” পতাকা ৭১” ভাস্কর্যের শিল্পী- ইমরান হোসেন ও রুপম রয়।
  • সম্প্রতি মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে- গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
  • হিজলভাঙার মুক্তিবাড়ি- মোস্তফা মাসুদ রচিত মুক্তিযুদ্ধের একটি কিশোর গল্পগ্রন্থ।
  • প্রথম কোন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করেন- Alaine Berset.
  • সম্প্রতি বাংলাদেশ ইউরোপীয় যে দেশকে স্বীকৃতি দিয়েছে- কসোভোকে।
  • দীর্ঘ ৩০ বছর ক্ষমতায় থাকা মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট- মামুন আব্দুল গাইয়ুম।
  • বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে থাইল্যান্ডের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান Asian Institute of Technology তে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে বঙ্গবন্ধু চেয়ার রয়েছে।
  • ওয়ানডের সর্বকনিষ্ঠ অধিনায়ক- আফগানিস্তানের রশিদ খান।
  • রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান- জনতা ব্যাংকের লুনা শামসুদ্দোহা।
  • সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী- তামাদুর চিনতে ইউসুফ আল রামা।
  • পাকিস্তানে প্রথম হিন্দু নারী সিনেটরের নাম- কৃষ্ণকুমারী কোহলি।
  • অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।
  • বাংলাদেশের চাকরিতে কোটা পদ্ধতি চালু হয়- ১৯৭২ সালের ৫ নভেম্বর।
  • বর্তমান চীনের প্রেসিডেন্টের মেয়াদ- অনির্দিষ্ট / আমৃত্যু।
  • পাট উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ- ভারত।
  • পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান- দ্বিতীয়।
  • বঙ্গবন্ধুর প্রকাশিতব্য তৃতীয় গ্রন্থের নাম- নয়াচীন।
  • Becoming গ্রন্থটির লেখক- মিশেল ওবামা।
  • ৯০তম অস্কার ২০১৮ এর সেরা চলচ্চিত্র- দ্য শেপ অফ ওয়াটার / The shape of water.
  • আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা The statistics এর তথ্য খাতে বিশ্বের সেরা তিন প্রধানমন্ত্রী হলেন- ১. নরেন্দ্র মোদি, ২. শেখ হাসিনা, ৩. জাস্টিন ট্রুডো।
  • ভিয়েতনামের যে প্রেসিডেন্ট প্রথম বাংলাদেশ সফর করেন- ত্রান দাই কুয়াং।
  • সম্প্রতি মুক্তিযুদ্ধের গণকবর খুঁজে পাওয়া গেছে ভারতের পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, আসাম ও মেঘালয়।
  • জনবহুল দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান- অষ্টম।
  • বিবিসি বাংলা সম্প্রতী যে দুইটি অনুষ্ঠান বন্ধ করে দেয়- “প্রভাতী” এবং “পরিক্রমা”।
  • সরকার মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স নির্ধারণ করেছে- সাড়ে বারো বছর।
  • এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের (APG) সভাপতি নির্বাচিত হয়েছে- বাংলাদেশের এম আবু জাফর।
  • ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি- রাহুল গান্ধী।
  • শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের বর্তমান অবস্থান- ২য়।
  • বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান- সোবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়া)।
  • দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন- মো আবদুল হামিদ।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “মডেল অফ ডিসটিংকশন” উপাধিতে ভূষিত করে- লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব।
  • নটরডেম এওয়ার্ড ২০১৮ লাভ করেন যে বাঙালি ডঃ মুহাম্মদ ইউনূস।
  • দেশের ১২ তম সিটি কর্পোরেশন- ময়মনসিংহ।
  • দেশের ২২ তম প্রধান বিচারপতি- সৈয়দ মাহমুদ হোসেন।
  • ইউনেস্কো বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে- শীতল পাটিকে।
  • ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ কে হত্যা করে- হুথি বিদ্রোহীরা।
  • পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসেন- ডিসেম্বর ২০১৭।
  • সাধারণ পরিষদে সম্প্রতি গৃহীত হয়েছে বাংলাদেশের প্রস্তাবিত- “শান্তি সংস্কৃতি”।
  • ইলিশ দিয়ে তৈরি ” স্যুপ ও নুডলস” তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেন- অধ্যাপক ড. নওশাদ আলম।
  • ক্রিকেটের সর্বশেষ ভাষণ- T.10 লীগ।
  • ক্রিকেটের সর্বশেষ ভার্সন T.10 লীগ অনুষ্ঠিত হয়- পাকিস্থানে।
  • শান্তি মিশনে শান্তিরক্ষী প্রেরণে বর্তমানে শীর্ষ দেশ- ইথিওপিয়া (দ্বিতীয় বাংলাদেশ)।
  • জাতিসংঘের শান্তি মিশনে নৌবাহিনীর ” বনৌজ বিজয় ” যোগ দেয় যে দেশে- লেবাননে।
  • দেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল অবস্থিত- মহেশখালী, কক্সবাজার।
  • প্রথম বাংলাদেশি বংশদুত নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটর পদে বিজয়ী হতে যাচ্ছেন- শেখ মোজাহিদুর রহমান।
  • যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৭০ তম পররাষ্ট্রমন্ত্রী- মাইক পম্পেও।
  • সম্প্রতি তেলআবিব থেকে জেরুজালেমের দূতাবাস উদ্বোধন করে- যুক্তরাষ্ট্র।
  • বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ- ভেনিজুয়েলা।
  • বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম- Academic Lomonosov (রাশিয়ায়)।
  • সম্প্রতি তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে- Dominican Republic.
  • ২৭তম এপেক (APEC) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- ১৮ নভেম্বর, ২০১৮।
  • ২৭তম এপেক (APEC) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- পোর্ট মোর্সবি, পাপুয়া নিউগিনিতে।
  • বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর বর্তমান ও একুশতম বিদেশি কোচ- জেমি ডে (যুক্তরাজ্য)।
  • সম্প্রতি টেস্টে অভিষেক ঘটে- আয়ারল্যান্ডের।
  • বর্তমানে টি-টোয়েন্টি মর্যাদাপ্রাপ্ত দেশ- ১০৪টি।
  • সম্প্রতি ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে- মরক্কো।
  • ‘ট্রিপল বিলিয়ন’ পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
  • বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে- ১০০টি।
  • ৪৫তম (OIC) পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়- ৫-৬ মে, ২০১৮ ঢাকায়।
  • পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নাম- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ( Ministry of Environment Forest and Climate Change )।
  • দেশের প্রথম তরল পেট্রোলিয়াম গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে- কুয়াকাটা, পটুয়াখালী।
  • দেশে শ্রম আদালত রয়েছে- ৭টি (তিনটি ঢাকায়, দুটি চট্টগ্রামে এবং একটি খুলনা ও একটি রাজশাহীতে)।
  • আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ফিলিপাইনের সদস্যপদ প্রত্যাহার কার্যকর হবে- ১৭ মার্চ, ২০১৯ সালে।
  • বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক ও মার্ক্সবাদের প্রবক্তা কার্ল মার্কসের ২০০ তম জন্মবার্ষিকী পালিত হয়- ৫ মে, ২০১৮।

 

কথা অল্প

জোবায়ের সিরিজের যেকোনো বই সম্পর্কে মতামত জানতে ফেসবুক আইডি – Zubair Ahmed.

এ কোন তথ্যের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ- Zubair’s GK.

যেকোন তথ্যের আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপ- জোবায়ের’স সিরিজ।

জোবায়ের স্যারের ইউটিউব ক্লাস দেখতে সার্চ করুন এবং সাবস্ক্রাইব করুন- Zubair Ahmed.

 

5 আগস্ট 2018 সংগ্রহ করুন সাম্প্রতিক ক্যাপসুল 2

B Unit ভর্তি পরীক্ষার 10 দিন আগে সংগ্রহ করুন সাম্প্রতিক ক্যাপসুল 3

D Unit ভর্তি পরীক্ষার 10 দিন আগে সংগ্রহ করুন সাম্প্রতিক ক্যাপসুল 4

Leave a Comment