সাম্প্রতিক ক্যাপসুল ১
সাম্প্রতিক ক্যাপসুল ২
সাম্প্রতিক ক্যাপসুল ৩
সাম্প্রতিক ক্যাপসুল 3 (Samprotik Capsul 3) বাংলাদেশ ও আন্তর্জাতিক সাধারণ জ্ঞান
সাম্প্রতিক ক্যাপসুল প্রকাশকাল 25 জুন 2018
জোবায়ের আহমেদ (Lecturer, UCC)
নির্ধারিত মূল্য 30 টাকা
১ অক্টোবরে সংগ্রহ করুন সাম্প্রতিক ক্যাপসুল ৪
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
ব্যাংক পরীক্ষা
বিভিন্ন চাকরি সহ যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ও ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক বিষয়ে প্রস্তুতির জন্য
Samprotik Capsul 3
[Adsense]চলে গেলেন কফি আনান
- জন্ম- ৮ এপ্রিল ১৯৩৮ ( কুমাসি, ঘানা)।
- মৃত্যু- ১৮ আগস্ট ২০১৮ (বার্ন, সুইজারল্যান্ড)
- কফি আনান ছিলেন জাতিসংঘের- সপ্তম মহাসচিব
- ধর্ম- প্রোটেস্টান্ট-খ্রিস্টান
- কফি আনান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন- ২০০৭ সালে।
- কফি আনান বাংলাদেশ সফর করেন- ২০০১ সালে।
- আত্মজীবনীমূলক গ্রন্থ ”ইন্টারভেনশন এ লাইফ ওয়ার এন্ড পিস ” “Interventions: a life War and Peace”
- নোবেল পুরস্কার লাভ- নোবেল পুরস্কারের শতবর্ষে কফি আনান ও জাতিসংঘ যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান- ২০০১ সালে।
- রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য গঠিত কমিশন ”আনান কমিশন” বা রাখাইন কমিশনের প্রধান নিযুক্ত হন- ২০১৬ সালে।
- আনান কমিশন রিপোর্ট প্রদান করে- ২০১৭ সালে।
আরো জানতে হবে-
- আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব- কফি আনান।
- আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব এর নাম- ড: বুট্রোস ঘালি ( মিশর)।
- ঘানা স্বাধীনতা লাভ করে যুক্তরাজ্যের কাছ থেকে- ১৯৫৭ সালে।
- ঘানা প্রজাতন্ত্রে পরিণত হয়- ১৯৬০ সালে।
- ঘানা শব্দের অর্থ- যুদ্ধরাজা।
- কফি আনানের নিজের দেশ ঘানা যার পূর্ব নাম ছিল গোল্ড কোস্ট। রাজধানী আক্র, মুদ্রার নাম ঘানাইয়ান সেডি।
সংবিধানের ১৭তম সংশোধনী
- সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়- ৮ জুলাই ২০১৮।
- সপ্তদশ সংশোধনী বিলটি উত্থাপন করেন- বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক।
- বিষয়বস্তু- জাতীয় আসন ২৫ বছর বছরের জন্য সংরক্ষিত।
- বর্তমান জাতীয় সংসদের সভাপতি- স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
- মহিলা সদস্যদের আসন সংখ্যা ও সময়সীমার কথা উল্লেখ রয়েছে সংবিধানের ৬৫(৩) নং অনুচ্ছেদে।
আরো জানতে হবে-
- জাতীয় সংসদের প্রথম সংশোধনী আনা হয়- ১৯৭৩ সালে।
- এ পর্যন্ত সংবিধানের মোট সংশোধনী হয়েছে – ১৭ বার।
- সংবিধান সংশোধনের কথা উল্লেখ রয়েছে- সংবিধানের ১৪২নং অনুচ্ছেদে।
- সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ থেকে ৫০ টি করা হয় ১৫ তম সংশোধনীতে (২০১১)।
- সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা হয়েছে- ৪টি সংশোধনী।
- সর্বশেষ সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়- ১৬তম সংশোধনী।
ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা
- সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়- ২০১৪ সালে।
- ষোড়শ সংশোধনীর বিষয়বস্তু ছিল- বিচারপতিদের অভিশংসন ক্ষমতা জাতীয় সংসদের হাতে প্রদান।
- ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ- ১ আগস্ট ২০১৭।
- বিচারপতিদের অপসারণ ক্ষমতা জতীয় সংসদকে ফিরিয়ে দেওয়া হয়- সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী।
আসলে ঘটনা কী ছিল?
১৯৭২ সালের সংবিধানে বিচারপতিদের অপসারণ ক্ষমতা ছিল সংসদের হাতে। তাবে সেটা দুই-তৃতীয়াংশের ভোটের প্রেক্ষিত। কিন্তু ১৯৭৯ সালে ৫ম সংশোধনীতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেয়া হয় “সুপ্রিম জুডিশিয়াল কমিশনের” নিকট। রাষ্ট্রপতির নির্দেশে প্রধান বিচারপতি ও অন্য দুজন বিচারপতিকে নিয়ে গঠিত হয় সুপ্রিম জুডিশিয়াল কমিশন।
২০১০ সালে ৫ম সংশোধনী বাতিল করলে এ ক্ষেত্রে সংকট দেখা দেয়। সংকট নিরসনে ২০১৪ সালে আনা হয় ১৬তম সংশোধনী। ১৬তম সংশোধনীতে সংবিধানের ৯৬তম অনুচ্ছেদ সংশোধন করে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেয়া হয় সংসদদের হাতে। কিন্তু সম্প্রতি ১৬তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ”সুপ্রিম জুডিশিয়াল কমিশনের” নিকট ফিরিয়ে দেয়া হয়।
দ্বন্দ্ব
- ষোড়শ সংশোধনী বাতিলের রায় কে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ।
- নির্বাহী বিভাগের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- বিচার বিভাগের বর্তমান প্রধান, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (২২তম)
বিদায় নিলেন বীরাঙ্গনা রমা চৌধুরী
- জন্ম- ১৪ অক্টোবর ১৯৪১।
- মৃত্যু- ৩ সেপ্টেম্বর ২০১৮।
- নিজ জেলা- চট্টগ্রাম।
- একাত্তরের জননী হিসেবে পরিচিত ছিলেন- বীরাঙ্গনা রমা চৌধুরী
- পড়াশোনা করেছেন- ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগে।
- গ্রন্থ- একাত্তরের জননী।
- ১৯৭১ সালে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হন।
- তিনি তার উপরে নির্যাতনের ঘটনা উল্লেখ করেন ”একাত্তরের জননী” নামক গ্রন্থে।
- স্বাধীনতার পর ১৯ বছর জুতা পড়েননি। কারণ, তিনি বিশ্বাস করতেন, যে মাটিতে আমার সন্তানেরা শুয়ে আছে সেই মাটিতে আমি কি করে জুতা পড়ে হাঁটি!
১৮তম এশিয়ান গেমস
- আয়োজন- ইন্দোনেশিয়া, জাকার্তা।
- মাসকট- বিন বিন (Bhin Bhin)।
- স্লোগান ভানিটি বাগ- এনার্জি অফ এশিয়া ( Energy of Asia )।
- ক্রীড়া সংখ্যা ৪০ টি এবং ইভেন্ট সংখ্যা ৪৬৫ টি।
- এশিয়ান গেমস ২০১৮তে পরীক্ষামূলক চালু করা হয়েছে- ২টি ক্রীড়া ( ইলেকট্রনিক্স স্পোর্টস ও ক্যানো পোলো)।
- পদক জয়ে শীর্ষ দেশ- চীন।
- পদক জয়ে দ্বিতীয় শীর্ষ দেশ- জাপান।
- ফুটবলে স্বর্ণপদক পায়- দক্ষিণ কোরিয়া।
- বাংলাদেশ অংশগ্রহণ করে- ১৪টি ক্রীড়ায় ( কোন পদক পায়নি)।
- কনিষ্ঠতম ক্রীড়াবিদ- কং তে ইয়ান ( ফিলিপাইন)।
- পৃথিবীর বৃহত্তম ক্রীড়া আসর- অলিম্পিক গেমস।
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া আসর- এশিয়ান গেমস।
- এশিয়ান গেমসের প্রথম আসর বসে- ১৯৫১ স ালে, ভারতে।
- সর্বশেষ ১৮তম আসর বসেছে- ১৮ আগস্ট ২০১৮ সালে ( ইন্দোনেশিয়ায়)।
- স্বাগতিক শহর- জাকার্তা ও পালেম্বাং।
- এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পর পর।
- এশিয়ান গেমস ২০১৮ সমাপ্তি হয় ২ সেপ্টেম্বর ২০১৮।
- বাংলাদেশের পক্ষে জাতীয় পতাকা বহন করেন- ভারোত্তোলন ক্রীড়াবিদ মাবিয়া আক্তার সীমান্ত।
এশিয়া কাপ ক্রিকেট ২০১৮
[Adsense]- আয়োজক দেশ- সংযুক্ত আরব আমিরাত।
- খেলা অনুষ্ঠিত হওয়ার সময়সীমা- ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর।
- অংশগ্রহণকারী দেশ- ৬ টি।
- উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে- ১৫ই সেপ্টেম্বর (বাংলাদেশ ও শ্রীলঙ্কা)।
- খেলার ধরণ- ওয়ানডে।
- খেলা অনুষ্ঠিত হবে- দুবাই ও আবুধাবি শহরে।
- বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন- মাশরাফি বিন মর্তুজা।
- এশিয়া কাপ ক্রিকেট ২০১৮ তে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিবেন- মাশরাফি বিন মর্তুজা।
সাফ ফুটবল ২০১৮
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফুটবল আসর- সাফ গেমস।
- আসর- ১২তম।
- সাফ ফুটবল ২০১৮-তে অংশগ্রহণকারী দেশ- ৭টি।
- ১২তম আসরের স্বাগতিক দেশ- বাংলাদেশ।
- সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়- ২০০৩ সালে।
- বাংলাদেশ ফুটবল দলের বর্তমান কোচ- জিমি ডে।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প
- ভূমিকম্প আঘাত হানে- ৫ আগস্ট ২০১৮।
- রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল- ৬.৯।
- ভূমিকম্পটি আঘাত হানে ইন্দোনেশিয়ার- লম্বক দ্বীপে।
- লম্বক দ্বীপকে বলা হয়- মসলার দ্বীপ।
- সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়- মাতরম শহর।
- ভূমিকম্প মাপার যন্ত্রের নাম- সিসমোগ্রাফ।
- রিখটার ম্যাগনিটিউড স্কেল আবিস্কার করেন- চার্লস ফ্রান্সিস রিখটার (১৯৩৫)।
- ভূ-অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূ-পৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এই রূপ আকস্মিক ও ক্ষনস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে।
রয়টার্সের দুই সাংবাদিকের কারাদণ্ড
- রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের খবর প্রকাশ করায় এবং রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষায় বাধা বা লংঘন করার কারণে মিয়ানমারের আদালত রয়টার্স (REUTERS)-এর ২ সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড প্রদান করে।
- অভিযুক্ত দুই সাংবাদিকের নাম- ওয়ালোন ও কিয়াও সোয়ে ওওর।
- সাজার পরিমাণ- ৭ বছর।
- বিচারক- ইয়ে লুইন।
রয়টার্স (REUTERS)
- রয়টার্স হল লন্ডন ভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
- প্রতিষ্ঠাতা- থমসন রয়টার্স।
- বর্তমান প্রধান সম্পাদক- স্টিফেন জে অ্যাডলার।
- রয়টার্স প্রতিষ্ঠিত হয়- ১৮৫১ সালে।
- সদর দপ্তর- লন্ডন, যুক্তরাজ্য।
চিরবিদায় বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল
- জন্ম- ১৯৩২ সালে (ত্রিনিদাদ ও টোবাগো)
- মৃত্যু- ১১ আগস্ট (লন্ডন, যুক্তরাজ্য)
- বয়স- ৮৫ বছর।
- পেশা- লেখক বা সাহিত্যিক।
- নাইপলকে বলা হয়- আধুনিক দার্শনিক।
- নাগরিকত্ব- ত্রিনিদাদ ও টোবাগো এবং যুক্তরাজ্যের।
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- ১০৯৬ সালে।
- ত্রিনিদাদ এর রাজধানী- পোর্ট অব স্পেন।
- বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল (ভি এস নাইপল) ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের সাহিত্যিক।
- স্যার ভি এস নাইপল কে নোবেল কমিটি তুলনা করেছেন- জোসেফ কনরাডের উত্তরসূরি হিসেবে।
- ভি এস নাইপল বাংলাদেশ আসেন ‘ঢাকা লিট ফেস্ট’ অনুষ্ঠান উদ্বোধন উপলক্ষে- ২০১৬ সালে।
পুরস্কার
- বুকার পুরস্কার পান- ১৯৭১ সালে।
- সাহিত্যে নোবেল পুরস্কার পান- ২০০১ সালে।
গ্রন্থ তালিকা
- ইন আ ফ্রী স্টেট (১৯৭১)
- আ হাউস ফর মিস্টার বিশ্বাস (১৯৬১)
- হাফ আ লাইফ (২০০১)
- ম্যাজিক কিডস (২০০৪)
- গেরিলাস (১৯৭৫)
চলে গেলেন সাংবাদিকতার বাতিঘর গোলাম সারওয়ার
- জন্ম- ১৯৪৩ সালে।
- মৃত্যু- ১৩ই আগস্ট ২০১৮ সালে।
- নিজ জেলা- বরিশাল।
- তিনি ছিলেন দৈনিক যুগান্তর ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
- সাংবাদিকতায় অবদানের জন্য গোলাম সারোয়ার একুশে পদক পান- ২০১৪ সালে।
- শিক্ষা প্রতিষ্ঠান- ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা বিভাগ)।
- তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।
- দৈনিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন গোলাম সারোয়ার আর সমকাল সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর।
গ্রন্থ তালিকা
- রঙ্গিন বেলুন (ছড়ার গ্রন্থ)
- সম্পাদকের জবানবন্দি (প্রবন্ধ সংকলন)
- আমার যত কথা
- অমিয় গরল
- স্বপ্ন বেঁচে থাক
সমকাল পত্রিকা
- প্রতিষ্ঠা- ২০০৫ সালে। গোলাম সারোয়ার এর সম্পাদনায় সমকাল প্রথম প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে।
- প্রতিষ্ঠাতা সম্পাদক- গোলাম সারোয়ার।
- দৈনিক সমকালের সাপ্তাহিক আয়োজন ও ম্যাগাজিন- কালের খেয়া, ঘাসফড়িং, নন্দন, শৈলী, পাঠশালা ও আলোর পথযাত্রী।
সাম্প্রতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়
৭ই মার্চ ভবনের উদ্বোধন
- নির্মাণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের রোকেয়া হলে।
- ভবনটি ১১তলা বিশিষ্ট।
- উদ্বোধন করেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- উদ্বোধন করা হয়- ১ সেপ্টেম্বর ২০১৮।
- ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়- ২০১২ সালে।
- ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য হিসেবে ঘোষণা করা হয়- ৩০ অক্টোবর ২০১৭।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫১ তম সমাবর্তন
- সমাবর্তন- ৫১ তম।
- সমাবর্তন অনুষ্ঠিত হবে- ৬ আক্টোবর।
- সমাবর্তনে প্রধান বক্তা- লেমাহ রবার্তা গাবায়েই, (লাইবেরিয়া)।
- লেমাহ রবার্তো গবায়েইকে দেওয়া হয়- ” ডক্টর অব লজ” ডিগ্রী।
আরো জানতে হবে
- ঢাবির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়- ১০২৩ সালে।
- স্বাধীনতার পর প্রথম সমাবর্তন হয়- ১৯৯৯ সালে।
- ৫০ তম সমাবর্তনে প্রধান বক্তা ছিলেন- ড. অমিত চাকমা, কানাডা।
- লেমাহ গুবায়েই শান্তিতে নোবেল পুরস্কার পান- ২০০১ সালে।
- লেমাহ গুবায়েই হচ্ছেন- একজন সমাজকর্মী ও শান্তি কর্মী।
জাতীয় পাট নীতি ২০১৮
- মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পার্টির নীতি ২০১৮ অনুমোদিত হয়- ২৮ মে ২০১৮।
- গেজেট আকারে প্রকাশ পায়- ১ আগষ্ট ২০১৮।
- ভিশন- দেশে-বিদেশে প্রতিযোগিতা সক্ষম শক্তিশালী পাট খাত প্রতিষ্ঠা।
- মিশন উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে পরিবেশ বান্ধব বহুমুখী পাটজাত পণ্য সৃজন ও বাজারজাতকরণ।
- দেশের রপ্তানি আয়ের পাট থেকে অর্জিত হয়- ৩.৮৬%।
- পাট থেকে পলিমার ব্যাগ তৈরি করেন- ড. মোবারক আহমেদ খান।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা- ফরিদপুর।
- পাটের জিনোম আবিষ্কার করেন- ড. মাকসুদুল আলম।
- পাটের জিনোম আবিষ্কারের ঘোষণা দেয়া হয়- জাতীয় সংসদে ২০১০ সালে।
- জিনতত্ত্ববিদ ড. মোবারক আহমেদ খান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
- পাট উৎপাদনে শীর্ষ দেশ- ভারত (দ্বিতীয় বাংলাদেশ)।
সড়ক পরিবহন আইন ২০১৮
- সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদন পায়- ৬ আগস্ট ২০১৮।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২২শে অক্টোবর।
- নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ও প্রতিষ্ঠাতা- নায়ক ইলিয়াস কাঞ্চন।
শাস্তি সমূহ
- বেপরোয়া ভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে দন্ডবিধিরে ৩০৪ (খ) ধারায় মামলা দায়ের হবে।
- সর্বোচ্চ শাস্তি- বেপরোয়া গাড়ি চালানো, দুই গাড়িতে পাল্লা দেয়ার কারণে কোন দুর্ঘটনা ঘটলে তিন বছরের কারাদণ্ড বা ২৫ লাখ টাকা জরিমানা হবে।
- বেপরোয়া গাড়ি চালানো এবং এতে দুর্ঘটনা না ঘটলেও দুই বছরের কারাদণ্ড বা ২ লাখ টাকা জরিমানা হবে।
নির্দেশনা সমূহ
- চালককে কমপক্ষে অষ্টম শ্রেণী বা সমমানের পাস হতে হবে।
- লাইসেন্সের যোগ্যতার জন্য অপেশাদারদের জন্য ১৮ বছর এবং পেশাদারদের জন্য ২১ বছর হতে হবে।
- চালকদের ভুলের জন্য পয়েন্ট রাখা হয়েছে- ১২ টি।
- দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার জন্য থাকবে ট্রাস্টি বোর্ড।
- শ্রম আইন ২০০৬ এর সাথে মিল রেখে যানবাহনের চালক, হেলপারসহ পরিবহন সংশ্লিষ্ট শ্রমিকদের কর্মঘন্টা নির্ধারণ করবে সরকার।
- মানসিক বা শারীরিক অসুস্থ, মদ্যপ, অপরাধী, অপ্রাপ্তবয়স্ক, ড্রাইভিং লাইসেন্স পাবে না।
উল্লেখ্য যে, সম্প্রতি ২৯ জুলাই রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ২ শিক্ষার্থী জাবালে নূর বাসের চাপায় নিহত হলে সারাদেশে ছাত্র ছাত্রীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের চাপের মুখে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ করতে বাধ্য হয়।
ঐতিহাসিক রোজ গার্ডেন
- ঐতিহাসিক রোজ গার্ডেন ক্রয়ের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পায়- ৮ আগষ্ট ২০১৮।
- রোজ গার্ডেন এর অবস্থান- পুরান ঢাকার টিকাটুলিতে।
- অন্য নাম- বাগান বাড়ি বা হুমায়ুন সাহেবের বাড়ি।
- নির্মাতা- ঋষিকেশ দাস।
- রোজ গার্ডেন নির্মাণ করা হয়- ১৯৩০-৩১ সালের মধ্যে।
- মোট জমির পরিমাণ- ২২ বিঘা।
- সরকারি ক্রয় মূল্য- তিনশত একত্রিশ কোটি সত্তর লক্ষ দুই হাজার নয়শত টাকা।
- উল্লেখ্য যে, ১৯৪৯ সালের ২৩শে জুন রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়। ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে অসম্প্রদায়িক দলে পরিণত হয় যার বর্তমান নাম আওয়ামী লীগ।
- গোলাপ ফুলের আধিক্যের কারণে জন্ম পেয়ে ভবনের নাম রোজ গার্ডেন নামে প্রচলিত রয়েছে।
চতুর্থ BIMSTEC সম্মেলন
- অনুষ্ঠিত হয় নেপালের রাজধানী- কাঠমন্ডুতে।
- সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময়- ৩০-৩১ আগষ্ট ২০১৮।
- প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ২০০৪ সালে।
- BIMSTEC প্রতিষ্ঠিত হয়- ১৯৯৭ সালে।
- BIMSTEC এর সদর দপ্তর- ঢাকায়।
- BIMSTEC এর বাংলাদেশ সভাপতিত্বের দায়িত্ব করে- ২০০৫-২০০৬ সালে।
- BIMSTEC এর সাথে সহযোগিতা মূলক সম্পর্ক রয়েছে- ADB (এশীয় উন্নয়ন ব্যাংক)।
- BIMSTEC এর সদস্য দেশ ৭টি- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল মায়ানমার, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা।
সম্মান সূচক বাংলাদেশের নাগরিকত্ব
- জুলিয়ান ফ্রান্সিস: সম্প্রতি 23 জুলাই 2018 সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় ব্রিটিশ নাগরিক জুলিয়ান ফ্রান্সিসকে।
- লুসি হেলেন হন্ট: সম্প্রতি 12 ফেব্রুয়ারি 2018 সালে নাগরিকত্ব দেয়া হয়েছে বরিশালের বসবাস করা যুক্তরাজ্যের নাগরিক লুসি হেলেন হন্টকে।
- মোহাম্মদ আলী: ১৯৭৮ সালে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয় যুক্তরাষ্ট্রের নাগরিক বিখ্যাত বক্সার মোহাম্মদ আলীকে।
- গর্ডন গ্রিনিজ: ১৯৯৭ সালে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার বাংলাদেশের প্রথম ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজ।
OHCHR’র প্রথম নারী হাইকমিশনার
- OHCHR’র প্রথম নারী হাইকমিশনার- মিশেল বাশেলেট।
- OHCHR হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।
- নিয়োগপ্রাপ্ত হন- ১ সেপ্টেম্বর ২০১৮।
- মিশেল বাশেলেট এর নিজ দেশ- চিলি।
- মিশেল বাশেলেট ছিলেন- চিলির সাবেক প্রেসিডেন্ট।
- OHCHR প্রতিষ্ঠিত হয়- ১৯৯৩ সালে।
- OHCHR’র পূর্ণরূপ- (Office of the United Nations High Commissioner for Human Rights) অফিস অফ দ্য ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস।
নতুন প্রধানমন্ত্রী / রাষ্ট্রপতি
- লাইবেরিয়ার বর্তমান রাষ্ট্রপতি- জর্জ উইয়াহ
- দ: আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট- সিরিল রামাফোসা
- মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট- উইন্ট মিন্ট
- নেপালের বর্তমান প্রধানমন্ত্রী- কেপি আলি শর্মা
- রোমানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী- ভিওরিকা ভ্যানসিনা
- আন্তর্জাতিক আদালতের (ICJ) বর্তমান প্রেসিডেন্ট- আব্দুল কাজী আহমেদ ইউসুফ (সোমালিয়া)
- সার্কের বর্তমান চেয়ারম্যান- কে. পি. আলি শর্মা (নেপাল)
- আফ্রিকান ইউনিয়ন (AU) এর বর্তমান চেয়ারম্যান- পল কাগামে (রুয়ান্ডা)
- চতুর্থ মেয়াদে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন- অ্যাঞ্জেলা মার্কেল
- চতুর্থ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন- ভ্লাদিমির পুতিন
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প
- ভারতের বর্তমান প্রধানমন্ত্রী- নরেন্দ্র মোদি
- ভারতের বর্তমান রাষ্ট্রপতি- রাম নাথ কোবিন্দ
- কিউবার বর্তমান রাষ্ট্রপতি- মগুয়েল ডিয়াজ-ক্যানেল
- ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম- ইমানুয়েল ম্যাখো
- পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী- ইমরান খান
- ক্রোয়েশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কলিন্দার গ্রাভার কিতারোভিচ
- রাম নাথ কোবিন্দ – ভারতের বর্তমান ১৪ তম রাষ্ট্রপতি
- রাজেন্দ্র প্রসাদ – ভারতের প্রথম রাষ্ট্রপতি
- ড. জাকির হোসেন – ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি
- প্রতিভা পাতিল – ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৮
- পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ- চীন
- পোশাক আমদানিতে বিশ্বে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
- পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- দ্বিতীয়
- লোহা ও ইস্পাত রপ্তানিতে শীর্ষ দেশ- চীন
- লোহা ও ইস্পাত আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
- বিশ্বে কৃষিপণ্য রপ্তানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
- বিশ্বে কৃষি পণ্য আমদানিতে শীর্ষ দেশ- চীন
- বিশ্বে সামগ্রী পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ- চীন
- বিশ্বে সামগ্রিক পণ্য আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
- বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
- বিশ্বে বস্ত্র আমদানি বাংলাদেশের অবস্থান- চতুর্থ
- বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ- চীন ( দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তৃতীয় জার্মানি)
- বিশ্বের শীর্ষ আমদানিকারক দেশ- যুক্তরাষ্ট্র ( দ্বিতীয় চীন, তৃতীয় জার্মানি)
- বিশ্বে রাসায়নিক দ্রব্য রপ্তানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
- বিশ্বে রাসায়নিক দ্রব্য আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
- বিশ্বে জ্বালানি ও খনিজ পদার্থ রপ্তানিতে শীর্ষ দেশ- রাশিয়া
- বিশ্বে জ্বালানি ও খনিজ পদার্থ আমদানিতে শীর্ষ দেশ- চীন
সাম্প্রতিক এ আলোচিত ব্যক্তিত্ব
ইমরান খান
পাকিস্তানের বর্তমান 22 তম প্রধানমন্ত্রী। তিনিই পৃথিবীর প্রথম ক্রিকেটার হিসেবে নিজ দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। ইমরান খান রাজনীতিতে প্রবেশ করে ১৯৯৬ সালে। ইমরান খানের রাজনৈতিক দলের নাম তেহরিক-ই-ইনসাফ। ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জয় লাভ করে ১৯৯২ সালে।
জর্জ উইয়াহ
লাইবেরিয়ার বর্তমান রাষ্ট্রপতি। তিনিই পৃথিবীর প্রথম ফুটবলার হিসেবে নিজ দেশের রাষ্ট্রপতি হলেন। জর্জ উইয়াহ ফুটবলের সেরা পুরস্কার ব্যালন ডি’অর লাভ করেন ১৯৯৫ সালে। জর্জ উইয়াহ আফ্রিকা মহাদেশের সেরা ফুটবল খেলোয়ার হিসেবে নির্বাচিত হন ১৯৯৬ সালে।
রদ্রিগো দুতার্তে
ফিলিপাইন এর বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি সাম্প্রতি আলোচিত ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানের জন্য ফিলিপাইনের মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সাথে “শান্তির স্বপ্ন আইন” এর মাধ্যমে মিন্দানাওকে স্বায়ত্তশাসন প্রদানের জন্য। রদ্রিগো দুতার্তে ছিলেন মুসলিম অধ্যুষিত প্রদেশ মিন্দানাওয়ের মেয়র।
দিয়াজ কানেল
কিউবার বর্তমান প্রেসিডেন্ট দিয়াজ কানের। ফিদেল কাস্ত্রোর ও তার ভাই রাউল কাস্ত্রোর পর কানেল হলেন তৃতীয় প্রেসিডেন্ট। তিনি ১৯৯৩ সালে কিউবার কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ১৯৫৯ সালে কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে কিউবা আত্মপ্রকাশ করে।
রিসেপ তায়েপ এরদোগান
তুরস্কের বর্তমান 12 তম রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগান। এরদোগানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম একে পার্টি বা জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি। এরদোগান তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত। ২০১৪ সাল থেকে বর্তমান সময়ে তিনি তুরস্কের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তিনি ছিলেন ইস্তাম্বুলের সাবেক মেয়র। সম্প্রতি তিনি মুসলিম নির্যাতিত জাতি ও দেশগুলোর পক্ষে কথা বলে মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রশংসিত হন।
মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বর্তমান বিশ্বের বয়স্কতম রাষ্ট্রপ্রধান। সম্প্রতি তিনি নিজ দলের বিপক্ষে নির্বাচন করে জয়লাভ করেন। প্রথম দফায় ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর ক্ষমতায় ছিলেন। মাহাথির মোহাম্মদকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার রূপকার বা স্থপতি। সম্প্রতি মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে নিজ শীষ্য নাজিব রাজাকে পরাজিত করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনীতি ছাড়া মাহাথির মোহাম্মদ পেশায় একজন ডাক্তার। মাহাথির মোহাম্মদের পূর্ব পুরুষগণ ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের অধিবাসী। মাহাথির মোহাম্মদ এর বিখ্যাত গ্রন্থ The Malay Bilemma এবং A New Deal for Asia.
অ্যাঞ্জেলা মার্কেল
টানা চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন অ্যাঞ্জেলা মার্কেল। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী নেতৃত্বের তালিকাতেও তিনি শীর্ষে। ১৯৫৪ সালে জার্মানির হামবুর্গে তিনি জন্মগ্রহণ করেন। তার রাজনৈতিক দল CDU ও CSD। শরণার্থীদের আশ্রয় প্রদান বিষয়ক “ওপেন ডোর পলিসি” বাস্তবায়ন করে ২০১৫ সালে। শরণার্থীদের আশ্রয় প্রদান করে বিশ্বে নন্দিত হন।
থেরেসা মে
১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। পূর্বে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ব্রেক্সিট ইস্যুতে ডেভিড ক্যামেরুন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলে, বৃটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন কনজারভেটিভ পার্টির থেরেসা মে। ৮ জুন ২০১৭ তারিখে যুক্তরাজ্যে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয় কনজারভেটিভ পার্টি (৩১৭টি আসন পায়) এবং প্রধানমন্ত্রী পদে বহাল থাকেন থেরেসা মে।
- বৃটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন- লৌহ মানবী নামে পরিচিত মার্গারেট থ্যাচার।
ভ্লাদিমির পুতিন
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট। বর্তমান বিশ্বের দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি। তিনি ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। প্রেসিডেন্ট হিসেবে প্রথম দায়িত্ব পালন করেন ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত। বর্তমানে দায়িত্ব পালন করছেন ২০১২ সাল থেকে। ১৯৯৬ সালে বরিস ইয়েলৎসিনের সরকারে যোগদান করেছিলেন।
- ভ্লাদিমির পুতিন বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি।
শি জিনপিং
১৯৫৩ সালে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। বর্তমানে কমিউনিস্ট পার্টি অফ চায়নার প্রধান এবং চীনের প্রেসিডেন্ট। তিনি ‘ ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পটির প্রবক্তা। চীনের সঙ্গে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অন্তত ৭০ টি দেশের সাথে জলে ও স্থলে সংযোগ স্থাপনের পরিকল্পনা এটি।
আন্তোনিও গুতেরেস
জাতিসংঘের বর্তমান মহাসচিব। ১ জানুয়ারি, ২০১৭ মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। পূর্বে পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। তার পূর্বে অষ্টম মহাসচিব বান কি মুন (২ মেয়াদে)। জাতিসংঘের মহাসচিবের মেয়াদ ৫ বছর। গুতেরেস জাতিসংঘের ৯ম মহাসচিব।
ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৫৮ তম নির্বাচনে ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টি হলো তার রাজনৈতিক দল। প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেটিক দলের প্রার্থী- হিলারি ক্লিনটন।
২০ জানুয়ারি ২০১৭ ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রথম বিদেশ সফর হিসেবে তিনি সফর করেন মুসলিম প্রধান দেশ সৌদি আরবে (২০ মে, ২০১৭)। ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প হলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি। ট্রাম্পের স্বাস্থ্য নীতি “ট্রাম্প কেয়ার” সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইন সভায় পাশ হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
ইমানুয়েল ম্যাক্রো
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট। ১৪ মে ২০১৭ ফ্রান্সের ২৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ইমানুয়েল ম্যাক্রো। বিপ্লোবোত্তর ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট (৩৯ বছর)। তাকে “ইতিহাসের বরপুত্র” বলা হচ্ছে।
তার পূর্বে প্রেসিডেন্ট ছিলেন- ফ্রাঁসোয়া ওঁলাদ। ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম এলিসি প্রাসাদ।
জেফ বেজোস
বিশ্বের সেরা ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে আমাজনের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় কয়েক ঘণ্টার জন্য বিশ্বের সবচেয়ে ধনী হন বেজোস। এর পরে পুনরায় শীর্ষ স্থানে ফিরে আসেন বিল গেটস।
ফোর্বস ম্যাগাজিন সর্বোচ্চ ধনীদের তালিকা প্রকাশ করে।
মুন জায়ে-ইন
দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই এর পদত্যাগ ঘটে অভিসংশন এর মাধ্যমে। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মুন জায়ে-ইন। দক্ষিণ কোরিয়ার ১৯তম প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত হন। মুন জায়ে-ইনের রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক অফ কোরিয়া।
আগাম বার্তা
- ২০১৯- ১২ তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।
- ২০২০- গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে জাপানের রাজধানী টোকিও শহরে।
- ২০২০- কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হবে।
- ২০২১- বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে।
- ২০২১- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পালিত হবে।
- ২০২২- ২২তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে।
- ২০২৩- ২২ তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।
- ২০২৬- গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে।
- ২০৩১- বিশ্বকে এইডস মুক্ত করার অঙ্গীকার।
- ২০৪৭- চীনের দ্বৈত নীতির মেয়াদ শেষ হবে।
- ২০৫০- বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ হবে ভারত।
- ২০৬২- হ্যালির ধূমকেতু দেখা যাবে।
- ২০৬৪- বাংলাদেশ হতে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
Key Words
- ‘Mendocino Complex Fire’ – ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সর্ববৃহৎ ভয়াবহ ”কার ফায়ার” ও ”হলি ফায়ারবলে” নামে দুটি দাবানলকে একত্রে ‘Mendocino Complex Fire’ বলে।
- ‘স্পুটনিক’- রাশিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
- ’নাসমাস-২’ –
অল্প অল্প করে লিখা হলে আমরা আপডেট করে দিব। নিয়মিত ভিজিট করতে থাকুন।
boi ta download korbo kivabe? pls link ta din
PDF Download Link Add Kore Dile Download Korte Parben, Tobe Amar Net Connection Nai Sei Jonnow Dite Parcina. Net Time Theke PDF Soho Download Er Option Dewar Chesta Korbo…. Thanks Montobbo Korar Jonnow.
Pdf kibhabe download korbo?? Amar khub dorkar.!!! Boiti kinteo pawa jacche nah
PDF Ta Amar Kacheu Nai… Hariye Gace…. Tai Dite Parcina… 🙁
Boi tar pdf download korte chai
link plz