এইচএসসি প্র্যাকটিক্যাল ২০২১ সমাধান পিডিএফ

এইচএসসি প্র্যাকটিক্যাল / ব্যবহারিক প্রশ্নের উত্তর / সমাধান পিডিএফ। কোভিড ১৯ অতিমারির কারণে ২০২১ সালের এইচএসসি/ সমমানের পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। যে সব বিষয়ে ব্যাবহারিক আছে সে সব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কি কি ব্যাবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে। যেহেতু কোভিড পরিস্থিতির কারণে ২০২১ সালের এইচএসসি/ সমমান পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু নৈর্বাচনিক বিষয়ের ব্যাবহারিকের খাতা (নােট বুক) জমা নেওয়া প্রয়ােজন

এইচএসসি ব্যবহারিক ২০২১

যেহেতু প্রত্যেক শিক্ষার্থী সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেবে। অর্থাৎ নৈর্বাচনিক পরীক্ষা দেবে। তাই তাদেরকে সকল বিষয়ে এইচএসসি ব্যবহারিক সম্পন্ন করতে হবে না। শুধুমাত্র নৈর্বাচনিক বিষয় সমূহে ব্যবহারিক খাতা সম্পন্ন করতে হবে। নৈর্বাচনিক বিষয় বলতে আমরা সাধারণত বুঝি গ্রুপ এর বিষয় সমূহ।

বিজ্ঞান বিভাগ/গ্রুপ এইচএসসি ব্যবহারিক ২০২১

বিজ্ঞান বিভাগ বা গ্রুপের নৈর্বাচনিক বিষয় হলো রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, এবং উচ্চতর গণিত। এই সকল বিষয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এইচএসসি ব্যবহারিক ২০২১ সম্পন্ন করবে। এইচএসসি শিক্ষার্থীদের জন্য প্রতি বিষয়ে প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে। তবে একজন শিক্ষার্থী 2 করে মোট 4 টির বেশি এইচএসসি ব্যবহারিক করবে না।

মানবিক গ্রুপ এইচএসসি ব্যবহারিক ২০২১

মানবিক শিক্ষা বিভাগে নৈর্বাচনিক বিষয় হলো ভূগোল, ইতিহাস, অর্থনীতি ইত্যাদি। কিন্তু এসএসসি ব্যবহারিক ২০২১ এ যেহেতু শুধুমাত্র নৈর্বাচনিক বিষয় ব্যবহারিক সম্পন্ন করতে হবে। তাই ভূগোল, ইতিহাস এবং অর্থনীতিতে এইচ এস সি ব্যবহারিক করার প্রয়োজন হবে না। কারণ উক্ত বিষয় সমূহ কোন ব্যবহারিক অংশ নেই।

ব্যবসায় শিক্ষা গ্রুপ এইচএসসি ব্যবহারিক ২০২১

ব্যবসায় শিক্ষা বিভাগের বা কমার্সের নৈর্বাচনিক বিষয় হলো হিসাববিজ্ঞান, ফিন্যান্স , ব্যাংকিং ও বীমা এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ইত্যাদি। মানবিক শিক্ষা বিভাগের মত কমার্সের কোন ব্যবহারিক নেই। কারণ সকল শিক্ষার্থীকে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয় ব্যবহার সম্পন্ন করতে হবে। 

এইচএসসি প্র্যাকটিক্যাল ২০২১ উত্তর পিডিএফ ডাউনলোড

নিচের দেওয়া লিংকসমূহ তে আপনারা ব্যবহারিক পরীক্ষার বইসমূহ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ব্যবহারিক বই থেকে প্রয়োজনীয় অংশ ব্যবহারিক খাতা অন্তর্ভুক্ত করুন। HSC Practical Answer

Biology 1st and 2nd Practical Book by Gazi Azmol

Download 

Biology 1st and 2nd Practical Book

Download 

Chemistry 1st and 2nd Practical Book

Download

Physics 1st and 2nd Practical Book

Download

Higher Math 2nd Practical Book

Download

এইচএসসি ব্যবহারিক নির্দেশনা

পরিশেষে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা বা পরামর্শ দিয়ে আজকের এইচএসসি ব্যবহারিক টপিক শেষ করতে চাই। এইচএসসি ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে নাকি কলেজে সংগঠিত হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। সম্ভবত এটি কলেজে সংঘটিত হবে। এবং কোন কোন বিষয়ে কি কি ব্যবহারিক সম্পন্ন করতে হবে। তা কলেজের শিক্ষকদের কাছ থেকে জেনে নিতে হবে।

Leave a Comment