সাধারণ জ্ঞান খ ইউনিট মডেল টেস্ট ১ | GK For Dhaka University

সাধারণ জ্ঞান খ ইউনিট মডেল টেস্ট ১ | GK For Dhaka University Admission Test Model Question For Kha Unit / B Unit. Rajshahi University Admission Preparation A Unit, Dhaka University Admission Preparation, All Public University Model Question. Zubair’s GK Model Test.

Dhaka University B Unit Model Test For GK

বই:সাধারণ জ্ঞান মডেল টেষ্ট BOSS

সিরিজ: জোবায়ের’স

মূল্য: ৭০ টাকা

সাধারণ জ্ঞান খ ইউনিট মডেল টেস্ট ১

প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো। আপনারা উত্তর না দেখে নিচে কমেন্ট বক্সে পরীক্ষার মত করে উত্তর লিখুন এবং যাচাই করুন আপনার প্রস্তুতি।

 

01. কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়?

A. সিঙ্গাপুর
B. ভারত
C. দক্ষিণ কোরিয়া
D. সুইজারল্যান্ড

02. দেশের প্রথম কোরআন ভাস্কর্য নির্মাণ করা হয়েছে কোন জেলায়?

A. ব্রাহ্মণবাড়িয়া
B. ভোলা
C. ময়মনসিংহ
D. চাঁদপুর

03. দেশের “কমিউনিটি ব্যাংক বাংলাদেশ” চালু হচ্ছে কাদের জন্য?

A. সরকারি কর্মকর্তাদের জন্য
B. সেনাবাহিনীদের জন্য
C. সশস্ত্র বাহিনীর জন্য
D. পুলিশ বাহিনীর জন্য

04. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকাশিতব্য তৃতীয় গ্রন্থ-

A. চীনের ভ্রমণ কাহিনী
B. নয়াচীন
C. গণচীন
D. চীন সফর

05. ফ্যালকন-৯ কী?

A. স্যাটেলাইট
B. রকেট
C. পারমানবিক বোমা
D. প্রতিরক্ষা

06. ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
A. বাংলাদেশ
B. ভারত
C. চীন
D. নেপাল

07. জনসংখ্যায় সর্বনিম্ন দেশ কোনটি?

A. ভ্যাটিকান সিটি
B. নাউরু
C. মোনাকো
D. পালাউ

08. বর্তমানে দেশে নদী বন্দর আছে কয়টি?

A. ২৮টি
B. ২৯টি
C. ৩০টি
D. ৩২টি

09. নিচের কোন তথ্যটি সঠিক নয়?

A. “ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাব”- রচনা করেন রফিক আজাদ
B. বেগম পত্রিকার সম্পাদক ছিলেন- নূরজাহান বেগম
C. “black is best” উক্তিটি করেন- বক্সার মোহাম্মদ আলী
D. জে. এফ. আর জ্যাকব ছিলেন- মার্কিন সাংবাদিক

10. ভারতের মোট রাজ্য কতটি?

A. ২১টি
B. ২৪টি
C. ২৮টি
D. ২৯টি

11. WHO- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

A. টোকিও
B. নিউইয়র্ক
C. জেনেভা

D. লন্ডনন

12. দক্ষিণ সুদানের স্বাধীনতা আন্দোলনের নেতার নাম কী?

A. সালভা কির
B. ওমর আল বশির
C. হুসেন সালেম
D. জন গরাং

13. তুরস্কের মুদ্রার নাম-

A. তুর্কীস ডলার
B. লিরাতি
C. লিরা
D. পেসো

14. মালয়েশিয়া ছাড়া যে দেশের ভাষা ‘মালয়’ –

A. ব্রুনাইয়ের
B. ইন্দোনেশিয়ার
C. লাওসের
D. সিঙ্গাপুরের

15. রেনেসাঁ হয়-

A. চতুর্দশ শতকে
B. এয়োদশ শতকে
C. পঞ্চদশ শতকে
D. দ্বাদশ শতকে

16. বেনিটো মুসোলিলো প্রধানমন্ত্রী ছিলেন-

A. ফ্রান্সের
B. জার্মানির
C. ইতালির
D. রাশিয়ার

17. ২০১৫ সাল থেকে জাতিসংঘ কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে-

A. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা
B. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
C. সবুজ অর্থনীতি লক্ষ্যমাত্রা
D. পরিবেশ উন্নয়ন লক্ষ্যমাত্রা

18. নাথান কমিশন প্রতিষ্ঠায় মূল উদ্যোক্তা ছিলেন না-

A. শহীদ সোহরাওয়ার্দী
B. এ.কে ফজলুল হক
C. সৈয়দ নওয়াব আলী চৌধুরী
D. স্যার সলিমুল্লাহ

19. জ্যামাইকা কোন অঞ্চলের দেশ ?

A. মধ্য আমেরিকা অঞ্চলের
B. ক্যারিবিয়ান অঞ্চলের

C. ওশেনিয়া অঞ্চলের
D. ককেশাস অঞ্চলের

20. এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসেসে পুরস্কার জয়ী প্রথম বাংলাদেশী-

A. সৈয়দা রিজওয়ানা হাসান
B. অ্যাঞ্জেলা গোমেজ
C. তাহেরুন্নেসা আব্দুল্লাহ
D. ডঃ মুহাম্মদ ইউনুস

21. দৈনিক সংবাদ- এর সম্পাদক ছিলেন-

A. ফজলুর রহমান
B. বজলুর রহমান
C. ফয়েজ আহমেদ
D. কবীর চোধুরী

22. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

A. শুক্র
B. বুধ
C. মঙ্গল
D. বৃহস্পতি

23. বাংলা চ্যানেল অতিক্রমকারী প্রথম ব্যক্তি-

A. মুসা ইব্রাহীম
B. ভ্যানগুল মিলাকো
C. লিপটন সরকার
D. সিদ্দিকুর রহমান

24. সোনারগাঁওয়ে প্রথম রাজধানী স্থাপন করেন-
A. ফখরুদ্দিন মোবারক শাহ
B. ঈশা খান
C. মুসা খান
D. শেরশাহ

25 ‘ভিডিও শেয়ারিং সাইট’ নিচের কোনটি?

A. ইউটিউব
B. ফেসবুক
C. অর্কুট
D. টুইটার

26. অলিম্পিকের কিংবদন্তি মাইকেল ফিলিপস একজন-

A. অ্যাথলেট
B. সাঁতারু
C. ভারোত্তোলক
D. বক্সার

27. নিচের কোন স্থাপনাটির স্থপতি মাজহারুল ইসলাম নয়?

A. চারুকলা ইনস্টিটিউট
B. নজরুল স্মৃতি কমপ্লেক্স
C. কলা ভবন
D. ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগার

28. দক্ষিণ এশিয়ার প্রথম জ্ঞানকোষ ‘বাংলা পিডিয়া’র সম্পাদক ছিলেন-

A. ড. শাহজাহান মিয়া
B. ড. সিরাজুল ইসলাম
C. ড. নজরুল ইসলাম
D. ড. কবীর চোধুরী

29. সংবিধানের কোন সংশোধনীটি এখনো বৈধ আছে?

A. পঞ্চম
B. দ্বাদশ
C. এয়োদশ
D. সপ্তম

30. সরকারি চাকরিজীবীদের বয়সসীমা (সর্বনিম্ন ও সর্বোচ্চ)-

A. ৩০-৫৯ বছর
B. ২১-৫৯ বছর
C. ৩০-৫৭ বছর
D. ২১-৫৭ বছর

31. নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?

A. জাতীয় সংসদ
B. সচিবালয়
C. মানবাধিকার প্রতিষ্ঠান
D. দুর্নীতি দমন কমিশন

32. জাতীয় জাদুঘর কোন মন্ত্রণালয়ের অধীনে?

A. মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়
B. সংস্কৃতি মন্ত্রণালয়
C. তথ্য মন্ত্রণালয়
D. আইসিটি মন্ত্রণালয়

33. APEC- এর সদস্য নয়-

A. চিলি
B. মায়ানমার
C. যুক্তরাষ্ট্র
D. অস্ট্রেলিয়া

34. শ্রীকাইল গ্যাসক্ষেত্র-

A. মৌলভীবাজার
B. খুলনায়
C. গাজীপুরে
D. কুমিল্লায়

35. কোনটি দ্বীপরাষ্ট্র-

A. দক্ষিণ কোরিয়া
B. লেসোথো
C. ব্রিটেন
D. ভ্যাটিকান

36. জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-

A. ৬ আগস্ট
B. ৯ আগস্ট
C. ১০ আগস্ট
D. ১১ আগস্ট

37. ‘সভ্যতার সংকট’ বইটি কার লেখা?

A. জর্জ বুশের
B. কাল মার্কস এর
C. স্যামুয়েল হান্টিংটনের
D. নেলসন ম্যান্ডেলার

38. কোনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়?

A. সোমপুর বিহার
B. উয়ারী বটেশ্বর
C. স্বর্ণ মন্দির
D. আনন্দ আশ্রম

39. ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী’ উক্তিটি কার?

A. তিতুমীরের
B. ফকির মজনুশাহ’র
C. হাজী শরীয়ত উল্লাহ’র
D. দুদুমিয়ার

40. মাস্টারদা সূর্যসেনের ফাঁসি হয় কত সালে?

A. ১৯৩০ সালে
B. ১৯৩৪ সালে
C. ১৯৩২ সালে
D. ১৯৩৫ সালে

41. বাংলায় ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ আগমন করে?

A. ফরাসিরা
B. ইংরেজরা
C. ভেনিসরা
D. ডাচরা

42. ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’- মামলাটি হয়-

A. ১৯৭১ সালে
B. ১৯৫২ সালে
C. ১৯৬৮ সালে
D. ১৯৬৯ সালে

43. ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় পরিণত হয়-

A. ১৯২১ সালে
B. ১৯৫৪ সালে
C. ১৯৭৩ সালে
D. ১৯৭২ সালে

44. উৎপাদনের চারটি উপকরণের মধ্যে সংগঠক কী লাভ করে?

A. মজুরি
B. মুনাফা
C. খাজনা
D. সুদ

45. কোনটি প্রত্যক্ষ কর?

A. আয়কর
B. মূল্য সংযোজন কর
C. আবগারি শুল্ক
D. বাণিজ্য শুল্ক

46. ব্যাটলশিপ পটেমকিন-

A. রুশ চলচ্চিত্র
B. চেক চলচ্চিত্র
C. জার্মান চলচ্চিত্র
D. ব্রিটিশ চলচ্চিত্র

47. ভাষা আন্দোলনের সূত্রপাত মূলত-

A. ১৯৪৭ থেকে
B. ১৯৪৮ থেকে
C. ১৯৪৬ থেকে
D. ১৯৪৯ থেকে

48. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তান প্রধানমন্ত্রী থাকা খাজা নাজিমুদ্দিন বাংলার কোন অঞ্চল থেকে নির্বাচিত হয়?

A. পটুয়াখালী থেকে
B. বরিশাল থেকে
C. কুমিল্লা থেকে
D. ঢাকা থেকে

49. মার্কিন প্রেসিডেন্ট হতে হলে কতটি ইলেক্টোরাল ভোট পেতে হবে?

A. ২০৭ টি
B. ২৭৮ টি
C. ৫৩৮ টি
D. ২৭০ টি

50. স্নায়ুযুদ্ধকালীন আলোড়ন সৃষ্টিকারী গোয়েন্দা সংস্থা-

A. মোসদ
B. সাভাক
C. সিবিআইন
D. কেজিবি

সাধারণ জ্ঞান খ ইউনিট মডেল টেস্ট ১ : উত্তর

উত্তর গুলো ১ দিন পরে দেোয়া হবে। আপনি নিচে মন্তব্যে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন এবং বন্ধুদের শেয়ার করুন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আরো মডেল টেস্ট পেতে এবং সকল ধরনের পরীক্ষার প্রস্তুতি বিষয়ক আলোচনার জন্য Exam Preparation BD গ্রুপে Join করুন।

1 thought on “সাধারণ জ্ঞান খ ইউনিট মডেল টেস্ট ১ | GK For Dhaka University”

Leave a Comment