পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা – বসন্তের এসএমএস, ছবি, ইমেজ, ছন্দ, উক্তি, কবিতা, দেখতে দেখতে শেষ হয়ে গেলো আরো একটি বছর । সকল হতাসা দুঃখ দূর্দশাকে পাশ কাটিয়ে আমাদের মাঝে আবারো চলে এলো পহেলা ফাল্গুন বা বসন্তের প্রথম দিন। পহেলা ফাল্গুন বাঙ্গালীর নিজেস্ব ঐতিহ্য তাই দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় এই দিনকে। যেহেতু পহেলা ফাল্গুন ও বসন্ত বরন একই তারিখে তাই এই দিন কে কেন্দ্র করে বাঙ্গালী দের মাঝে জল্পনা কল্পনার কোন শেষ থাকেনা। আমাদের দেশের মানুষও নানা আয়োজনের মাধ্যমে এই দিনটি পালন করে থাকে। তাই পহেলা ফাল্গুন ও বসন্ত বরন উদযাপন কে সুন্দর ও সুশৃংখল করার উপায় গুলো নিয়ে আজকের এই আর্টিকেলে আলোচনা করবো ।
এক সময়ের গ্রাম বাংলার উৎসব এখন প্রতিটি বাঙ্গালীর এখন চেতনার অংশ। বর্তমান সময়ে এই বসন্ত উৎসব এখন আর অল্প মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলার শহর ও গ্রাম গুলোতে এখন ঘটা করে পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব পালন করা হয় । একে অন্যের মাঝে বাঙ্গালী খাবার বিতরন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় এই দিন কে। পহেলা ফাল্গুনে সোশ্যল মিডিয়া প্লাটফর্ম গুলোতে সকলে বিভিন্ন শুভেচ্ছা র্বাতা থেকে শুরু করে পিকচার, কবিতা, এসএমএস আদান প্রদান করে থাকে।
তাই আপনিও যদি আপনার প্রিয়জন, বন্ধু-বান্ধবী, কলিগ কে ফাল্গুনের ও বসন্তের শুভেচ্ছা বার্তা পিকচার, SMS, ছন্দ পাঠাতে চান তাহলে তাহলে এই আর্টিকেল টি আপনার জন্যে। কারন আমরা এই পোষ্টটির মাঝে রেখেছি বেশ কিছু বাছাই করা পহেলা ফাল্গুন/ বসন্তের কালেকশন ও আরো থাকছে পহেলা ফাল্গুন এর এসএমএস, কবিতা, ইমেজ, ছবি, কবিতা, ছন্দ, বানী ইত্যাদি। আপনি আমাদের সংগ্রহ থেকে নিয়ে আপনার প্রিয়জন কে এস,এম,এস করতে পারেন।
পহেলা ফাল্গুন বা বসন্ত বরনের এর ইতিহাস
বাংলার এই অঞ্চলে, প্রাচীন আমল থেকেই বসন্ত উৎসব পালিত হচ্ছে। হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলোতে এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। হিন্দু বৈষ্ণবরা এটি বেশ আয়োজনের সাথে পালন করে থাকেন।
মোগল সম্রাট আকবর প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন ১৫৮৫ সালে। নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। তখন অবশ্য ঋতুর নাম ও উৎসবের ধরনটা এখনকার মতো ছিল না। তাই বসন্ত উৎসব শুধু একটা উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবময় ঐতিহ্য। পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি চলে আসছে। বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে বাংলাদেশে প্রথম ‘বসন্ত উৎসব’ উদ্যাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ বসন্ত উৎসব নিয়মিত আয়োজন করে আসছে।
পহেলা ফাল্গুন/ বসন্ত উৎসব কেন পালন করা হয়- পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা
বাংলার গ্রামের মানুষের ধান কাটা, ধান বানা উৎসব দিনে দিনে বাংজ্ঞালী পয়লা ফাল্গুন বা পহেলা ফাল্গুন বাংলা পঞ্জিকার একাদশতম মাস ফাল্গুনের প্রথম দিন ও বসন্তের প্রথম দিন। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন পালিত হয়। বসন্তকে বরণ করে নেয়ার জন্য বাংলাদেশে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা ।
বাংলাদেশে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ এই দিনকে বরণ করতে চারুকলার বকুলতলায় এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে প্রতিবছর জাতীয় বসন্ত উৎসব আয়োজন করে। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এ দিন বসন্ত উৎসব পালন করা হয়। উপরের ঐতিহাসিক কারনের জন্যেই মূলত ভালোবাসা দিবস পালন করা হয়।
বাংলা ফাল্গুন/ বসন্তের হোয়াটস্যাপ স্টেটাস
ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ ফাল্গুন/ বসন্তের উৎসব কে একটু স্বরনীয় করে রাখতে আমরা একে অন্যকে নানা রকম শুভেচ্ছা বার্তা, ছন্দ, কবিতা, ছবি ইত্যাদি পাঠিয়ে থাকি । কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেনা কিভাবে সুন্দর শুভেচ্ছা বার্তা, ছন্দ, কবিতা লেখা যায় । তাই এই সমস্যার সমাধান পাবেন আজকের আর্টিকেল টিতে। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন।
বসন্ত নিয়ে ছোট ক্যাপশন- ভাল্গুনের বাংলা ফেসবুক স্ট্যাটাস
ফুল ফুটুক আর নাই ফুটুক তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
সকালের কোকিলের ডাকে বুঝে গেলাম
এসে গেছে বসন্ত
তাই তোমায় জানালাম পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
এ বসন্ত তোমার হোক চির মধুর
তোমার বসন্ত ভালো কাটুক এই আশায় তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি?
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ আমার আপনহারা প্রাণ; আমার বাঁধন ছেঁড়া প্রাণ
– রবীন্দ্রনাথ ঠাকুর
কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্তসমীরণে সেই ত্রিভুবনজয়ী, অপাররহস্যময়ী আনন্দ-মুরতিখানি জেগে ওঠে মনে
– রবীন্দ্রনাথ ঠাকুর
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে।
– রবীন্দ্রনাথ ঠাকুর
কখনো বাগান, কখনো দিগন্ত কখনো শ্রাবণ, কখনো বসন্ত আমি সেই তোমাকেই খুঁজি
ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল । চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায়
– রবীন্দ্রনাথ ঠাকুর
ফাল্গুন নিয়ে পোস্ট-
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয় গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক।
গাছে গাছে নতুন পাতা..
ফুল ফুটছে বেস।
সব পাখির মন খারাপ..
শীতের হলো শেষ।
নতুন রুপে,নতুন সাজে..
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।।
বসন্তের ফাগুন।
গাছের পাতা ঝরে
নতুন করে গজিয়েছে পাতা
এইতো এসে গেছে বসন্ত
তাইতো তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
গাছে গাছে ফুলের সমারোহ কোকিলের কন্ঠে চারপাশ মন মুগ্ধ
তাই তোমায় জানাই বসন্তের শুভেচ্ছা
কোকিলের মিষ্টি মধুর ডাক
গাছের ফুলের সুন্দর সমাহার
সবকিছুতেই লেগে আছে বসন্ত
তাই সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা
আজি আসিয়াছে বসন্ত, গাছে গাছে ফুটিয়াছে ফুল;
গজিয়াছে নব পল্লব, পাখিরা করিছে কলরোল।
প্রকৃতি সাজিয়াছে অপরূপ সাজে,
জনমনে প্রফুল্লতা সর্ব কাজে।
মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ ;
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ।
ফাগুন নিয়ে উক্তি- ফাল্গুন নিয়ে ক্যাপশন
গাছে গাছে নতুন পাতা..
ফুল ফুটছে বেস।
সব পাখির মন খারাপ..
শীতের হলো শেষ।
নতুন রুপে,নতুন সাজে..
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।।
বসন্তের ফাগুন।
বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাশফুল
এই দুপুরে তোমাকে দেখতে মন হল ব্যাকুল
হে বসন্ত ক্ষণিকের মায়ায় যাসনে তুই চলে
যদিও যাবি যাস তুই আমায় একটু বলে
যাবার সময় দিস আমায় তোর রংয়ের একটুখানি ছোঁয়া
দিবি কি আমায় ? আমি এই অল্প খানি চাই
সারাজীবন থাকবো আমি তোরই অপেক্ষায়
আজ আমি বৃষ্টিতে ভিজেছি
আর মন খুলে কেঁদেছি
কেউ বুঝতেই পারিনি যে আমার
চোখ থেকে গড়িয়ে পড়ছে বৃষ্টির জল
নাকি চোখের জল
তাইতো বৃষ্টি এলেই আমি
নিজেকে ভাসিয়ে দেই বৃষ্টির জলে
ফাল্গুনের কবিতা / বসন্ত নিয়ে প্রেমের কবিতা/ ফাল্গুন মাসের কবিতা
প্রেম ফাগুনের হাওয়া যখন লাগে আমার গায়
উদাস হয়ে যায়রে বন্ধু, মন যে তোমার নায়।
তোমায় ভালবাসতে চায়রে বন্ধু কাছে পেতে চায় ।
তোমার পায়ের ধূলো পরে যখন আমার আঙ্গিনায়
ধন্য আমার ভালবাসা ফুল ফোঁটা মন বাগিচায়,
আমার বাকি জীবন চায়রে বন্ধু তোমার থাকতে চায়।
প্রথম ফাগুন দিনে
একগুচ্ছ গোলাপ দিলেম কিনে।
সেই সে গোলাপ
ফুটেছিল সাহারার প্রান্তরে
একটি একটি করে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
শান বাধানো ফুটপাতে
পাথরে ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।
মেঘ কে দূত বানিয়ে যে চিঠি পাঠালে অজানার ঠিকানায়
তাতে লাগুক দখিনা হাওয়া
সমীরণ ছেড়ে নিমজ্জিত হোক পৃথিবীর রুক্ষ বুকে
কমলতাই উদ্ভাসিত হোক বশুমতি
বসন্তের ফুলের সৌরভে মুখরিত পৃথিবীর অপার মহিমা
দোলা দিক লোকের মনে মনে
কামনাই বাধি বুক আর তোমাকে পাঠাই
ফাল্গুনের পরিস্ফুট প্রথম ফুলকলি স্পর্শের অসীম সুখ।
ফাগুনের প্রথম সকালে
মেঘের কাছে পাঠালাম চিঠি
সে চিঠি হারিয়ে যাবে কিনা আছলের আচমকা বাতাসে
তবুও প্রতি ফাগুনে পাথাবো চিঠি
আকাশের খোলা খামে
সবাইকে ফাল্গুনের অনেক শুভেচ্ছা।
মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ ;
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ।
বসন্ত নিয়ে উক্তি – বসন্তের শুভেচ্ছা ছন্দ ২০২৩
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে। – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।- রবীন্দ্রনাথ ঠাকুর
যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। – হুমায়ূন আহমেদ
আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু – একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় । – জীবনানন্দ দাশ
কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে ঝরাবে না শিশির। – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিতবেদন বুঝিতে পারে। কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে কভূ আশীবিষে দংশেনি যারে। – কৃষ্ণচন্দ্র মজুমদার
পহেলা ফাল্গুন শুভেচ্ছা ছবি, পিকচার, ইমেজ – বসন্তের শুভেচ্ছা ছবি
এখানে পাবেন আপনি বেশ কিছু সেরা পিকচার ও ওয়ালপেপার ফটো কালেকশন যা আপনি আপনার প্রিয়জনদের শেয়ার করতে পারবেন খুবে সহজে। তাই এখনি ডউনলোড করুন এবং সেন্ড করুন আপনার প্রিয়মানুষটিকে।
পহেলা ফাল্গুন বা বসন্তের শুভেচ্ছা বার্তা , এসএমএস , ছবি সংগ্রহ করতে আশাকরি এই ব্লগ টি আপনাদের সাহায্য করেছে। শেষ পর্যন্ত সাথে থাকার জনে ধন্যবাদ ।