কিস ডে ২০২৩ শুভেচ্ছা, এসএমএস, পিকচার, ছবি, ফটো, ইমেজ স্ট্যাটাস, মেসেজ

কিস ডে ২০২৩ শুভেচ্ছা, এসএমএস, পিকচার, ছবি, ফটো, ইমেজ স্ট্যাটাস, মেসেজ, আপনারা জানেন যে ফেব্রুয়ারী মাসে বিশেষ একটি সপ্তাহ আছে। এই সপ্তাহের প্রতিটি দিনের আলাদা আলাদা নামকরণ করা আছে তেমনি একটি দিন হচ্ছে কিস ডে। বিশ্বজুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় কিস ডে। কিস ডে কে কেন্দ্র করে অন্যান্য সবার মত আমাদের মাঝেও জল্পনা কল্পনার কোন শেষ থাকেনা। আমাদের দেশের মানুষও নানা আয়োজনের মাধ্যমে এই দিনটি পালন করে থাকে। কিন্তু যেহেতু আমাদের দেশে এটিকে একটু অন্য চোখে দেখা হয়। তাই বেশির ভাগ মানুষ এই দিন পালন কে এড়িয়ে চলে।

এই দিনে প্রেমিক-প্রেমিকা, বা প্রিয় মানুষ এর মধ্যে কিস বিনিময় করে ও একে অন্যের ভালোবাসার উপহার বিনিময় করে। যেহেতু কিস ডে কে মানুষ বিশেষ দিন হিসেবে পালন করে থাকে। তাই কিস ডে তে আরো বিশেষ কিছু করা উচিৎ। তাই আপনাদের এই কিস ডে উ্দযাপন কে সুন্দর ও সুশৃংখল করার উপায় গুলো নিয়ে আজকের এই ব্লগে আলোচনা করবো।

আপনারা ভাবতে পারেন কিস ডে শুধুমাত্র প্রেমিক-প্রেমিকারা পালন করে। কিন্তু তা না, আপনার ধারনা ভূল। কিস ডে প্রিয়জন সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়া যেতে পারে কিস ডে তে বিনিময় করে ও একে অন্যের ভালোবাসার উপহার বিনিময় করে। এই দিনে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতেও সকলে কিস ডে এর শুভেচ্ছা র্বাতা থেকে শুরু করে পিকচার, কবিতা, এসএমএস পাঠিয়ে করে থাকে।

তাই আপনিও যদি আপনার প্রিয়জনকে কিস ডে এর শুভেচ্ছা বার্তা পিকচার, SMS, ছন্দ পাঠাতে চান তাহলে তাহলে এই আর্টিকেল আপনার জন্যে। কারন আমরা এই পোষ্টটির মাঝে রেখেছি বেশ কিছু বাছাই করা কিস ডে এর ছবির কালেকশন ও আরো থাকছে কিস ডে এসএমএস, কবিতা, ইমেজ, ছবি, কবিতা, ছন্দ, বানী ইত্যাদি। আপনি আমাদের সংগ্রহ থেকে নিয়ে আপনার প্রিয়জন কে এস,এম,এস করতে পারেন।

কিস ডে ইতিহাস

কিস ডে ভালোবাসা সপ্তাহ বা ভ্যালেনটাইন সপ্তাহ শুরুর় ৭ম দিন যা ফেব্রুয়ারি ৭-১৪ তারিখে হয়। উপমহাদেশের বাংলাদেশ এবং ভারতে দিবসটি প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি তারিখে পালিত হয়। এই দিবসে তরুণ বয়স্ক , প্রেমিক-প্রেমিকা, বন্ধু এবং পরিচিতদের মধ্য কিস বিনিময় করে থাকে।

৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হয় ভালবাসা সপ্তাহ।এই কিস ডে এর আভির্ভাব ভালোবাসা দিবস কে কেন্দ্র করে। মূলত একটি ভালোবাসার পরিপূর্নতা দেওয়ার মাধ্যম হিসেবে পরিচিত। একটি প্রেমের পূর্নতা দেওয়ার ধাপ হিসেবে ভালবাসা দিবসের আগের পুরো সপ্তাহ প্রতিটি দিনকে আলাদা নাম দেওয়া হয়েছে।

কিস ডে কত তারিখ পালন করা হয়?

কারও প্রতি মনে ভালোবাসা থাকলে, তা ব্যক্ত করার শ্রেষ্ঠ দিন আজ। ফেব্রুয়ারি মাসের ৭-১৪ তারিখ প্রতিদিনের আলাদা আলাদা নাম আছে। চলুন যেনে নেওয়া যাক কোন দিনের কি নাম।ভালোবাসা দিবসের সপ্তাহ জুড়ে দিবসের নাম গুলো হলোঃ

  • ৭ ফেব্রুয়ারী রোজ ডের পর
  • ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে,
  • ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে,
  • ১০ ফেব্রুয়ারি টেডি ডে,
  • ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে,
  • ১২ ফেব্রুয়ারি কিস ডে,
  • ১৩ ফেব্রুয়ারি কিস ডে এবং
  • ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে।

কিস ডে কেন পালন করা হয়?

ভ্যালাটাইন ডে-এর গোটা সপ্তাহটিকে পালন করা হয় ভ্যালেন্টাইন উইক বা ভ্যালেন্টাইন সপ্তাহ হিসেবে। এ সপ্তাহের প্রতিটি দিন প্রেমের এক একটি প্রতীককে সামনে রেখে আদতে প্রেমের উদযাপন করা হয়।ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা।

তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়। বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না।

নানা দিক দিয়ে ১৩ ফেব্রুয়ারি দিনটি খুবই শুভ বলে মানা হয়। সে কারণেই বিশ্বব্যাপী এই দিনটিকে কিস ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আপনিও আপনার ভালোবাসার মানুষের সাথে এই দিনে উপহার বিনিময় করতে পারেন। এতে একে অন্যের প্রতি ভালোবাসার বন্ধন আরো শক্তিশালী হবে।

Bangla Romantic kiss Day Status – বাংলা কিস ডে হোয়াটস্যাপ স্ট্যাটাস

ফেব্রুয়ারি মাসের ১3 তারিখ কিস ডে কে একটু স্বরনীয় করে রাখতে আমরা একে অন্যকে নানা রকম শুভেচ্ছা বার্তা, ছন্দ, কবিতা, ছবি ইত্যাদি পাঠিয়ে থাকি। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেনা কিভাবে সুন্দর শুভেচ্ছা বার্তা, ছন্দ, কবিতা লেখা যায়। তাই এই সমস্যার সমাধান পাবেন আজকের আর্টিকেল টিতে।

আমি যখনই তোমাকে চুম্বন করি তখন মনে হয়
আমি তোমার ভিতরে আছি এবং আমি
তোমার আত্মাকে আমার ভিতরে অনুভব করতে পারি।
আমি তোমাকে ভালবাসি এবং
আমি তোমাকে অনেক মিস করি। শুভ দিন চুম্বন!

প্রেমের কোনও ভাষা নেই তবে আমরা আমাদের আলিঙ্গন
এবং চুম্বন দিয়ে সর্বদা তা প্রকাশ করতে পারি।
আমার প্রিয়তম তোমাকে একটা মিষ্টি কিস।
তোমাকে শুভ দিন চুম্বন, আমার প্রিয় প্রিয়!

কখনও কখনও আমি তোমার প্রতি
আমার ভালবাসা প্রকাশ করতে শব্দ খুঁজে পেতে ব্যর্থ
এই কারণেই আমি শব্দের চেয়ে চুম্বন পছন্দ করি।
এই দিনটিতে তোমাকে খুব খারাপভাবে মিস করছি।

আজ, আমি তোমাকে তোমার ঠোঁট,
গাল এবং কপালে কিস দিতে চাই।
আমি নিশ্চিত করতে চাই যে এই
দিনটি সবচেয়ে রোমান্টিকভাবে কেটেছে!

একটি চুম্বন সমস্ত বেদনা ভালবাসার ওষুধ।
তোমার প্রথম দিনটি হ’ল খুশি এবং
হাসি দিয়ে শুরু করা দরকার! শুভ চুম্বন দিবস!

তুমি একমাত্র ব্যক্তি আমি সারা
জীবন কিস করতে চাই। শুভ দিন কিস!

কিস ডে এসএমএস / মেসেজ / kiss Day SMS

আমরা অনেকেই হ্যাপি কিস ডে এর জন্যে মূঠোফনে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকি আর সবার কাছে একটু স্টাইলিস বার্তা পাঠানোর জন্যে নিচের এস এমএস গুলো ব্যবহার করতে পারেন।

তোমার সুরের বাঁশি,
আমার হৃদয়ের টান.
তোমার আমার অভিমান,
দু জনাতে কিস করে
শান্ত হবে মন প্রান.
Happy Kiss Day My Love !!

নতুন বছর পরে গেলো,
ওগো মোর প্রিয়…..
তোমাকে কিস করে ,
আমার মন প্রান জুড়ালো..
Happy Kiss Day My Love !!

ও দাদার শালী আমাকে কেনো কাছে ডাকলি,
কিস করতে দিয়ে আমার মনটা কেড়ে নিলি.
………… Happy Kiss Day My Love !!

কিস ডে ফেসবুক স্ট্যাটাস, ছন্দ

হ্যাপি কিস ডে
ইচ্ছে করছে তােমাকে
এই ভবে জরিয়ে ধরে
কিস করি।

তোমার জন্য একটা
মিষ্টি কিস পাঠালাম
হ্যাপি কিস ডে

হ্যাপি কিস ডে
বাসি ভতে কাঁচালঙ্কা,
গরম ভাতে ঘি,
তােমার সাথে কিস করবো
পারার লােকের কি?

ঠোঁটে ছিলাে আমার কলম কালি,
লিখতে চাইছি এক কবিতা,
তােমার ঠোঁটের পাতায় পাতায়
ভরিয়ে শব্দের সারি।
হ্যাপি কিস ডে

কিস হলাে একটি
প্রাকৃতিক উপায়
ভালোবাসা স্নেহ এবং
যত্ন প্রকাশ করার…
আমার সকল
প্রিয়জনকে জনাই
হ্যাপি কিস ডে

ঠোঁটে ছিলাে আমার কলম কালি,
লিখতে চাইছি এক কবিতা,
তােমার ঠোঁটের পাতায় পাতায়
ভরিয়ে শব্দের সারি।
হ্যাপি কিস ডে

ক্লান্তিকর দিনের পর
তােমার একটি কিস
আমার কাছে একটি
মিষ্টি স্বস্তি,
এবং তােমার ভালােবাসা
আমার কাছে শ্রেষ্ঠ উপহার…
হ্যাপি কিস ডে

হ্যাপি কিস ডে পিকচার [Happy Kiss Day 2023 images]

এখানে পাবেন আপনি বেশ কিছু সেরা পিকচার ও ওয়ালপেপার ফটো কালেকশন যা আপনি আপনার প্রিয়জনদের শেয়ার করতে পারবেন খুবে সহজে। তাই এখনি ডউনলোড করুন এবং সেন্ড করুন আপনার প্রিয়মানুষটিকে।

Kiss  day sms

হ্যাপি হাগ ডে পিকচার [ Happy Hug Day 2022 images]

কিস ডে শুভেচ্ছা বার্তা , এসএমএস , ছবি সংগ্রহ করতে আশাকরি এই ব্লগ টি আপনাদের সাহায্য করেছে। শেষ পর্যন্ত সাথে থাকার জনে ধন্যবাদ।