Class 6 Agriculture 14th, 6th Week Assignment Answer 2021. ক্লাস ৬ এর কৃষিশিক্ষা এসাইনমেন্ট সমাধান। Krishi Sikkha 14th, 6th Soptaher Assignment Er Uttor ba Somadhan. Agriculture Assignment Solve 2021.
[Adsense]Agriculture is one of the most important assignments for sixth graders. Agricultural education is a very important subject for the sixth grade. Because our country is dependent on agriculture, our economy is still dependent on agriculture. So if we want to take our country forward, we have to focus on agriculture. We know that the more developed a country is in agriculture, the more prosperous it is. [Adsense] The population of our country is much larger than the size. Due to the large population, we need a lot of food. But due to the small size of the country and the backwardness in agricultural technology, we are not able to reach the desired goal. As a result, our country still has food shortages, we have to import food from different countries. [Adsense] As a result, the import cost is increasing every year. But we can become self-sufficient in food by using our agricultural sector if we want. The soil of our country is very fertile and any crop grows very easily here. If we can be properly educated in agriculture, if we can use all the fields of agriculture properly, then we will be able to be self-sufficient in food and export the surplus food we need.
Class 6 14th Week Agricultural Assignment 2021
[Adsense]Class 6 14th Week Agricultural Assignment Answer
[Adsense] [Join]Question Type Of 6th Week Agriculture Assignment of Class 6
There are basically two questions for solving the sixth week agricultural education assignment of the sixth grade. The first question has a few short questions and the second question is a creative question that needs to be answered creatively. This can be called a practical question. The first question requires answering a few short questions or writing a few. And the creative question that has been asked in the second has to be answered creatively. If necessary, a farmer should be consulted.
[Adsense]How To Solve Class 6 Agriculture Sixth Week Assignment?
To solve the 6th week class 6 agriculture assignment, first of all you have to download the guideline of the assignment published by DSHE from the website of the board of education. Or, you can get it from your school. The guidelines are given in this week’s question of sixth class agriculture assignment. The guide is given in PDF file and picture format. If someone’s PDF file is not open, then you need to install PDF reader software. When the PDF file is opened, you can see the directory of different topics in different categories. [Adsense] From there, you have to read and understand the guidelines of the 6th class’s 6th week agriculture assignment. If necessary, the guidelines for the sixth week of sixth grade agricultural education should be taken up in the book. Now after reading the book, the short answers to the first question should be given well. And in order to answer the second question, one has to read the book, become aware of the answer and answer using one’s own creativity and intelligence. If necessary, take the advice of an experienced teacher.
How To Submit 6th Class 6th week Krishi Assignment
After completing the solution of the sixth week agricultural education assignment of the sixth grade, you have to re-read it carefully so that there is no mistake anywhere. If something goes wrong, it needs to be fixed. Then you have to submit the assignment to the school authority or to the teacher in that regard. One thing to keep in mind is that since this is the last assignment, you need to make sure that the previous assignments are well submitted. If any assignment has been submitted before, it has to be re-submitted.
Class 6 Agriculture 6th Week Assignment Question & Solution
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: প্রথম অধ্যায়: আমাদের জীবনে কৃষি
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু
- পাঠ-২: ফসল, মৎস, পশু পাখি ও বনায়ন
- পাঠ- ৩: কৃষি বিষয়ক প্রয়ােজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস
- পাঠ- ৪: কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান
ষষ্ঠ শ্রেণীর কৃষিশিক্ষা এসাইনমেন্ট ২০২১
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা বেগম ২০২০ সালে নিকলী উপজেলায় অনুষ্ঠিত কৃষি মেলা’ দেখতে যান। তিনি মেলায় প্রদর্শিত কৃষি জাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষি কাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈত্রিক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন। কৃষি কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক, কৃষি মেলা, কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলাে কীভাবে কাজে লাগাবেন?
নিচের প্রশ্নগুলাের উত্তরের মাধ্যমে তােমার মতামত উপস্থাপন কর: প্রতিটা প্রশ্নের ওপর ক্লিক করলে উত্তরের পেজে চলে যাবেন।
১। রীনা বেগম কৃষি মেলায় কী কী কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন?
২। তার কৃষিকার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়ােজনীয় তথ্য ও সেবা পেতে পারে।
৩। কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে?
৪। একজন অভিজ্ঞ কৃষক কীভাবে রীনা বেগমকে সহায়তা করতে পারে?
৫। একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কীভাবে আলাদা করবে?
নির্দেশনা
- শিক্ষার্থীরা ১ম অধ্যায়ের পাঠ ২, ৩ ও ৪ এর আলােকে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিবে।
- শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে প্রয়ােজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করবে।
- নিজ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করতে পারবে।
- তথ্য প্রযুক্তি যেমন- Facebook, Email, Skype, Mobile Contu ব্যবহার করে অভিজ্ঞ কৃষক, কৃষি বিষয়ক শিক্ষক, কৃষি বিজ্ঞানী, কৃষি বিষয়ক কর্মকর্তা, কৃষি মেলার আয়ােজক প্রভৃতি ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করতে পারে।
- কোনাে তথ্য উৎস থেকে অবিকল (হু বহু) কোনাে তথ্য লিখে এ্যাসাইনমেন্ট জমা দেয়া যাবে না।
- নির্ধারিত সময়ের মধ্যে এ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।
- শিক্ষার্থীদের নিজ হাতে এ্যাসাইনমেন্ট লিখতে হবে।
- শিক্ষার্থীদেরকে তাদের পিতামাতা, ভাইবােন, আত্মীয়স্বজন, শিক্ষকগণ লিখে দিলে তা বাতিল হবে।
- যে কোনাে কাগজ ব্যবহার করা যাবে।
- ১ম পৃষ্ঠায় নাম, শ্রেণি, রােল, বিষয়, এ্যাসাইনমেন্টের শিরােনাম স্পস্টভাবে লিখতে হবে।
মূল্যায়ন
অতি উত্তম: ১. সঠিকভাবে ৫টি প্রশ্নের উত্তর লিখতে পারলে, ২. প্রশ্নগুলাের উত্তর পাঠ্যপুস্তকের সাথে সংগতিপূর্ণ থাকলে, ৩. লেখায় লক্ষ্যণীয়মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে;
উত্তম: ১. অধিকাংশ (৩/৪ টি) প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারলে, ২. প্রশ্নগুলাের উত্তর অধিকাংশ ক্ষেত্রেই পাঠ্যপুস্তকের সাথে সংগতিপূর্ণ থাকলে, ৩. লেখায় আংশিকমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে;
ভালাে: ১. কমপক্ষে ২টি প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারলে, ২. প্রশ্নগুলাের উত্তর পাঠ্যপুস্তকের সাথে আংশিক সংগতিপূর্ণ থাকলে, ৩. লেখায় সামান্যমাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে;
অগ্রগতি প্রয়ােজন: ১. কোনাে প্রশ্নের উত্তরই সঠিকভাবে লিখতে না পারলে, ২. প্রশ্নগুলাের উত্তরে পাঠ্যপুস্তকের সাথে সংগতির অভাব থাকলে, ৩. লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা অনুপস্থিত থাকলে;
Class 6 Agriculture 6th Week Assignment Answer 2021
প্রশ্নের ওপর ক্লিক করে উত্তর দেখুন:
Get: Class 6 Assignment