এয়ারটেল মিনিট চেক করার উপায় ২০২২।
আপনাদের মাঝে অনেকেই আছে যারা এয়ারটেল সিম ব্যবহার করে। কিন্তু বর্তমান প্রজন্মের প্রায় সবাই একাধিক সিম ব্যাবহারের ফলে মিনিট দেখার কোড অনেকে ভূলে যায়। তাই আপনারদের এই সমস্যা সমাধানে, আজ আমি আপনাদের কে দেখাবো এয়ারটেল সিমে মিনিট দেখার উপায় ২০২২। কিভাবে এয়ারটেল সিমের মিনিট দেখতে হয় । এয়ারটেল সিমের মিনিট দেখার উপায় কি? এই বিষয়ে অনেকেই জানতে চান, অনেকেই জানেন না কিভাবে এয়ারটেল মিনিট দেখতে হয়।
আপনাদের মধ্যে অনেকেই এয়ারটেল সিমের মিনিট দেখার নিয়ম যানেন না। আপনাদের যেন মিনিট দেখতে না পারার জন্যে মূল্যবান টাকার অপচয় না হয়,তাই সেই সমস্যার সমাধান নিয়েই আজকের এই আর্টিকেল। Airtel Minute Check Code 2022 বা এয়ারটেল সিমের মিনিট দেখার কোড আজকের পোস্টের মাধ্যমে আপনারা যানতে পারবেন।
এয়ারটেল সিমের মিনিট দেখার উপায় অনেক রয়েছে একটা উপায় যদি কাজ না করে অন্য উপায়ে আপনি এয়ারটেল সিমের মিনিট দেখতে পারবেন তাই এয়ারটেল সিমের মিনিট দেখার সমস্ত উপায় জানতে এই আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ুন।
এয়ারটেল সিমের মিনিট দেখার কোড ২০২২। এয়ারটেল মিনিট অফার ২০২২
বর্তমান সময়ে অধিকাংশ মানুষ একাধিক সিম ব্যাবহার করে। যার কারনে, মানুষ বিভিন্ন মোবাইল অপারেটর মিনিট দেখার কোড মনে রাখতে পারেনা। এয়ারটেল মিনিট দেখার উপায় পোস্টে আজ আমরা আপনাকে দেখাব কিভাবে আপনার এয়ারটেল সিমে মিনিট চেক করবেন। তাই এয়ারটেল সিমের মিনিট দেখার কোড সমূহ নিয়ে এখানে আলোচনা করব।
Airtel minute balance check। এয়ারটেল এপস দিয়ে মিনিট চেক করার নিয়ম
এয়ারটেল সিমের মিনিট দেখার ঊপায় তুলে ধরা হলোঃ
এয়ারটেল মিনিট চেক কোড হচ্ছে *৭৭৮*০# । এয়ারটেল সিমের নাম্বার জানার জন্য মোবাইল থেকে উক্ত কোডটি ডায়াল করতে হবে।
Airtel সিমের মিনিট দেখার নিয়ম ২০২২
এটি হচ্ছে বাংলাদেশে রবি আজিয়াটা লিমিটেড পরিচালিত একটি পণ্য ব্র্যান্ড, যেটি রবি আজিয়াটা লিমিটেডের লাইসেন্সের অধীনে পরিচালিত। মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ এবং ভারতি এন্টারপ্রাইজ অফ ইন্ডিয়া ২8 শে জানুয়ারী, ২০১২ সালে বাংলাদেশে তাদের নিজ নিজ কার্যক্রম একীভূত করার জন্য সম্মত হয়। ১৬ নভেম্বর ২০১৬ সালে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড একত্রিত হয়। এই একীভূতকরণের ফলে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড আইনগত বিলুপ্ত হয় এবং এয়ারটেল গ্রাহকরা রবি আজিয়াটা লিমিটেডের অধীনে পরিচালিত হতে শুরু করে। বাংলাদেশে এয়ারটেল গ্রাহকরা রবি আজিয়াটা লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে থাকে।
২০০৫ সালের ডিসেম্বরে ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল এলএলসি ৫ কোটি ডলার এর বিনিময়ে বিটিআরসি থেকে বাংলাদেশের ৬ষ্ঠ জিএসএম মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা হিসাবে অনুমতিপত্র পায়। ১০ মে, ২০০৭ সালে ৬১টি জেলায় মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রদানের মাধ্যমে এবং ৭০% জনসমষ্টিকে ঘিরে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১০ সালের জানুয়ারিতে ওয়ারিদ ১ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে ভারতের ভারতী এয়ারটেল নিকট কোম্পানির ৭০% অংশীদারিত্ব বিক্রি করে। পরবর্তীতে যা এয়ারটেল বাংলাদেশ লিমিটেড নাম ধারণ করে। ভারতী প্রস্তাবের মধ্যে ছিল কোম্পানির নতুন শেয়ার তৈরির জন্য ৩০ কোটি মার্কিন ডলারের প্রাথমিক বিনিয়োগ করার। বিটিআরসি ৪ জানুয়ারি ২০১০ তারিখে এই চুক্তিকে অনুমোদন করে। একই বছরের ২০ ডিসেম্বর তা এয়ারটেল নামে সেবা প্রদান শুরু করে।
মার্চ ২০১৩ সালে, ওয়ারিদ তার বাকী ৩০% শেয়ার ভারতী এয়ারটেলের মালিকানাধীন সিঙ্গাপুর ভিত্তিক ভারতি এয়ারটেল হোল্ডিংস পিটি লিমিটেডের কাছে ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে। ২০১৬-এর জানুয়ারিতে রবি এবং এয়ারটেল বাংলাদেশ ঘোষণা করে যে তারা তাদের অপারেটরকে এওত্রিত করতে চায় , এবং যৌথ সত্তাটি রবি নামে পরিচিত হবে। ১৬ নভেম্বর ২০১৬ সালে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা রবি যাত্রা শুরু করে।
আশা করি আপনি এয়ারটেল সিমে মিনিট দেখার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। এর পরেও এয়ারটেল সিমের নাম্বার দেখতে আপনার কোন সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান।