15th NTRCA School Level Exam Question Solution 2019

15th NTRCA Question Solution 2019 For School Level Exam, NTRCA School Exam MCQ Question Solve, Todays NTRCA Exam Solution, ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯

School Level Question Solution Of 15th NTRCA Exam

Exam: 15th NTRCA

Syllabus: School Level

Exam Type: MCQ

Exam Date: 19-04-2019

Set Code: 4

Subject Code: 300

Solution Courtesy: JobsTestBD

15th NTRCA Exam College Level Question Solution

সকল ধরনের প্রশ্ন সমাধান পেতে, Join Our FB Group & Page.

English Solution

  • His behavior surprised me.(passive)
    – I was surprised at his behavior.
  • The word ‘Camouflage’ means–
    – disguise
  • It burns the prettiest of any wood.(positive)
    – No other wood burns as pretty as it.
  • Anybody can apply for the post. Here ‘anybody’ is –
    – Indefinite pronoun
  • ‘once in a blue moon’ means–
    – very rarely.
  • I opened the door as soon as I — the bell.
    – heard
  • He talks as if —
    – he were mad.

[Adsense]

  • He parted —- his friends in tears.
    – from
  • Choose the correct sentence—-
    – It rained last night.
  • ‘Get rid of’ means–
    – to be free from.
  • The teacher made the children — the book.
    – read
  • The word ‘homogeneous’ means—
    – of the same kind.
  • আমরা বিষয়টি আলোচনা করবো।
    – We shall discuss the matter.
  • এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
    – Nowhere will you find such a country.
  • Who is calling me ?(passive)
    – By whom am I being called?
  • The roads of Rajshahi are wider —
    – than those of Dhaka.
  • A speech full of too many word is–
    – A verbose speech.
  • Credit Tk. 5,000 — my account.
    – to.
  • All love flower? (Interrogative)
    – Who do not love flower?
  • The adjective form of the word ‘study’ is–
    – studious
  • He said,”I went to Tangail.”(Indirect)
    – He said that he had gone to Tangail.
  • The verb of the word ‘economy’ is —
    – economize
  • A person whose head is in the clouds is–
    – a day dreamer.
  • শব্দটি কেটে দাও।
    – Pen through the word.
  • While living in poverty , the poet had to — a great deal of sufferings.
    – put up with.

Bangla Solution

  • নিচের কোন শব্দটি প্রাতিপাদিক-লাঙ্গল
  • কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়- কবি
  • আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়?- আবাহন
  • মন না মতি? বাগধারাটির অর্থ কি——– অস্থির মানব মন
  • বীর সন্তান প্রসব করে যে নারী- এক কথা তাকে কি বলে?- বীরপ্রসূ
  • অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি- পানি
  • দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়-√দীপ+শানচ
  • নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ-ড
  • শুদ্ধ বানান কোনটি-রুগন
  • মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে- আরবি
  • পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে- কোন কারকে কোন বিভক্তি- কর্ম কারকে শূন্য
  • কোনটি নিপাতনে সিদ্ধ যুক্ত শব্দ- সৌর
[LinkAds]
  • অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ- যোগরূঢ় শব্দ
  • বাংলা বর্ণমালা, পূর্ণমাত্রা,অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে- ৩২,৮,১০
  • নিচের কোন শব্দটির সাধু ভাষার ব্যাপারে উপযোগী- জুতা
  • উদ্ধরণ চিহ্নের পূর্বে বসাতে হবে-কমা
  • ‘খাতক’ এর বিপরীত শব্দ- মহাজন
  • `Phoneme’-শব্দের অর্থ- ধ্বনিমূল
  • ‘ অরুণ রাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ- উপমান কর্মধারয়
  • ‘হ্ম ‘ এর সঠিক বিশ্লেষণ কোনটি- হ +ম
  • Apenthesis -এর অর্থ- অপিনিহিতি
  • ভাস্বর – এর সন্ধি বিচ্ছেদ কি-ভাস্ +বর
  • আদেশ অর্থ অনুদান কোনটি- আমটা খাও
  • চক্ষুদান করা- বাগধারার?- চুরি করা
  • গুণ ও বৃদ্ধি বলা হয়- কৃৎ প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে

GK Solution

  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান- স্পিকার
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে- ফ্রান্স
  • বাংলাদেশের প্রথম ফিস ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম কোথায় অবস্থিত-কক্সবাজার শহরের ঝাউতলায়
  • শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত-পটুয়াখালীর লেবুখালীতে
  • ই- 8 পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে-৮টি পরিবেশ দুষণকারী দেশ
  • কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়- ROM
  • ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথ এর সদস্য দেশ- মোজাম্বিক ও রুয়ান্ডা
  • টেকসই উন্নয়ন মাত্রা অর্জুন এর সময়কাল নিম্নের কোনটি-২০১৬ থেকে ২০৩০ সাল
  • দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি- ময়মনসিংহ সিটি কর্পোরেশন
  • বিশ্ব অটিজম দিবস পালন করা হয়- এপ্রিল ০২
  • বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি- বাংলাদেশ-ভারত সীমান্ত
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশে প্রকাশ করেছে-যুক্তরাষ্ট্র
  • ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য হয়
[LinkAds]
  • বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে-১৯৯৮
  • 2018 সালের ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভ করেন কোন দেশের নাগরিক-ক্রোয়েশিয়ার
  • বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি-পুণ্ড্র
  • আকাশ নীল দেখায় কারণ নীল রঙের
  • 2018 সালের অর্থনীতির নোবেল পুরস্কার পেয়েছে কে-উইলিয়াম ডি. নরডাস ও পল এম. রোমার
  • কোন সময় কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে-২০২০ ও ২০২১
  • জাপান পাল হারবার আক্রমণ করে কবে-৭ ডিসেম্বর, ১৯৪১
  • বায়ুমন্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়- নাইট্রোজেন
  • ইউয়ান কোন দেশের মুদ্রা-চীনের
  • ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত- ইতালি
  • কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে-ক্যালসিয়াম অক্সালেট
  • জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ- চীন

Math Solution

[Adsense]
  • ১. ৩৩০০ টাকা
  • ২. ৫০%
  • ৩. ১৭
  • ৪. ৪৫০
  • ৫. ২৪
  • ৬. (x2-y2) (x2+xy+y2)
  • ৭. ৩০
  • ৮. 3√3
  • ৯. 4√3
  • ১০. 8√3
  • ১১. 194
  • ১২. 3
  • ১৩. 0
  • ১৪. 13/5
  • ১৫. 5/7
  • ১৬. 90 ডিগ্রী
  • ১৭. n(n+1)/2
  • ১৮. 1<x<4
  • ১৯. ৪০%
  • ২০. ৫৪ ডিগ্রী
  • ২১. ৮৮
  • ২২. ১১,১২
  • ৯৮. ৬০
  • ৯৯. ২০০০ টাকা
  • ১০০. ৬

15th NTRCA Exam School Level Question

15th NTRCA Exam School Level Question
15th NTRCA Exam School Level Question
15th NTRCA Exam School Level Question

SSC Result 2019 | HSC Result 2019 | NTRCA

15th NTRCA Exam School Level 2 Question Solution

15th NTRCA School Level-2 English Part Solution

১. without doing you will die

২. scholastic

৩. noteworthy

৪. nipped in the bud

৫. day by day

6. It is a very excellent idea

7. guiltiness

8. detail

9. verb

10. I did not laugh at him

11. work hard or you will not succeeded.

15th NTRCA School Level-2 General Knowledge Part Solution

৩৭। বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কী? উত্তরঃ মুসক (মূল্য সংযোজন কর)।

৩৮। শীতকালে বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? উত্তরঃ দিনাজপুর

৩৯। ২০১৮ সালে বাংলাদেশের গড় আয়ু কত? উত্তরঃ ৭২ বছর

৪০। স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরঃ শেখ মুজিবুর রহমান

৪১। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে? উত্তরঃ ১৯৭৪ সালে

৪২। ২০১৮ সালে ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন সূচক কত? উত্তরঃ ১৩৬তম

৪৩। আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায়? উত্তরঃ ওয়াশিংটন

৪৪। রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল কে? উত্তরঃ মুং মই

৪৫। বিখ্যাত যুদ্ধক্ষেত্র “ওয়াটারলু” কোন দেশে অবস্থিত? উত্তরঃ বেলজিয়াম

৪৬। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? উত্তরঃ হালদা

৪৭। ২০১৯ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরঃ ইংল্যান্ড

৪৮। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মনোগ্রাম-এ কয়টি তারকা চিহ্ন রয়েছে? উত্তরঃ ৪ট

৪৯। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় কবে? উত্তরঃ ১১ মে ২০১৮

৫০। সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কি? উত্তরঃ “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন”

৫১। প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নকামকী? উত্তরঃ বরিশাল

৫২। WIMAX এর পূর্ণরূপ কী? উত্তরঃ Worldwide Interoperability for Microwave Access

৫৩। ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (CHOGM) কবে অনুষ্ঠিত হবে? উত্তরঃ ২০২০ সালে।

৫৪। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? উত্তরঃ রাষ্ট্রপতি

৫৫। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? উত্তরঃ জুলিও কুরিও পদক

৫৬। মনপুরা ‘৭০’ কি? উত্তরঃ একটি চিত্রকর্ম

৫৭। কার্টাগোনা প্রটোকল হচ্ছে- উত্তরঃ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

৫৮। জাতিসংঘ দিবস কত তারিখে পালিত হয়? উত্তরঃ ২৪ অক্টোবর

৫৯। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমারেখা নির্ধারণ করে? উত্তরঃ (খ) চীন ও ভারত

৬০। বাংলাদেশের জাতীয় খেলা কি? উত্তরঃ কাবাডি

৬১। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? উত্তরঃ ডায়নামো।

15th NTRCA School Level-2 Bangla Part Solution

৬২। ভাষার মূল উপাদান কোনটি- ধ্বনি

৬৩। কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য- তৎসম শব্দবহুল

৬৪। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?- সেমিকোলন

৬৫। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়- বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য

৬৬। তামার বিষ বাগধারাটির অর্থ কোনটি- অর্থের কুপ্রভাব

৬৭। হাড় হাভাতে- বাগধারাটির অর্থ কোনটি- হতভাগ্য

৬৮। নিচের কোন বানানটি সঠিক- ভাগীরথী

৬৯। নিচের কোন বাক্যটি সঠিক-

৭০। Man is the architect of his own life-এর সঠিক অনুবাদ কোনটি–মানুষ তার নিজ জীবনের স্থপতি

৭১। In the good luck- অর্থ কি–শুভকামনা

৭২। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়- ধ্বনিতত্ত্বে

৭৩। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে-

৭৪। খিলি পান (এর ভেতর) দিয়ে ওষুধ খাবে-কোন কারক–

৭৫। অপ্রাণিবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি হবে-কে

৭৬। বিভক্তিযুক্ত শব্দকে কি বলে- পদ

৭৭। কানে কানে যে কথা= কানাকানি-এখানে কানাকানি কোন ধরনের বহুব্রীহি সমাস- ব্যতিহার বহুব্রীহি সমাস

৭৮। কোনটি প্রাদি সমাসের উদাহরণ -প্রগতি

৭৯। কোনটি চাঁদের সমার্থক শব্দ- হিমাংশু

৮০। অহি শব্দের সমার্থক শব্দ কোনটি -সাপ

৮১। খাতক শব্দটির বিপরীত শব্দ কোনটি- মহাজন’

৮২। হনন করার ইচ্ছা- এর বাক্য সংকোচন কোনটি– জিঘাংসা

৮৩। যে মেয়ের বিয়ে হয়নি- এর বাক্য সংকোচন- অনূঢ়া

৮৪। নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে- সারী

৮৫। ঠাকুর শব্দের লিঙ্গান্তর কোনটি-ঠাকুরানী

৮৬। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?- মস্যাধার

ইংরেজি বাকি অংশঃ

৮৭। knew

৮৮। circumstance favor us

৮৯। put off the land

৯০। the miser spends time collecting money

৯১। inclusive

৯২। adjective

৯৩। would miss

৯৪। gave up

৯৫। down

৯৬। drive

৯৭। in, with

৯৮। Honesty is not as much as it.

৯৯। Feed the unfed

১০০। Very few man in the world were as bad as he.

15th NTRCA Exam School Level 2 Question Solution
15th NTRCA Exam School Level 2 Question Solution
15th NTRCA Exam School Level 2 Question Solution

Leave a Comment