Rajshahi University E Unit Question Solve 2018 Admission Test, RU E Unit Question Solution, রাজশাহী বিশ্ববিদ্যালয় ই ইউনিটের প্রশ্নপত্র সমাধান ২০১৮, RU E1 & E2 Exam Question Solution Rajshahi University admission test has started. This year total 5 units exam will be completed on October 22 and 23. All units test of RU is held in two sifts. Today, on October 23, from 10am to 11am D1 and 23 October 12pm to 1pm D2 unit will be tested. We will try to solve the question of Rajshahi University questions as well as Dhaka University.
Rajshahi University Admission Test 2018-19 E Unit Question Solve
Today the admission examination of the University of Rajshahi was held. We have collected the question papers of E unit group 1 & group 2 and collected solutions also. রাজশাহী বিশ্ববিদ্যাল ই ইউনিট প্রশ্নপত্র সমাধান। If there is a mistake, please correct it through comments. We will try to solve the question paper in the next examination. So stay with us. Remember our site URL [ newresultbd.com ] . Rajshahi University Admission Test 2018-19 E Unit Question Solution Below. [LinkAds]
RU A Unit Question Solve RU B Unit Question Solve RU C Unit Question Solve RU D Unit Question Solve RU E Unit Question Solve
Rajshahi University E Unit Exam
Exam: E Unit
Date: 23 October 2018 Time: E1 Exam 10 AM & E2 Exam 12 PM. Total MCQ: 100 MCQ: Bangla 35, English 45, GK 20 = 100 MCQ. এই পোষ্টটি ফেসবুকে শেয়ার করুন। নিচে শেয়ারের অপশান দেয়া আছে।
[সমাধানে কিছু ভুল থাকতে পারে। সমাধানে যদি ভুল পেয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন https://facebook.com/Asif.Afy ]
RU E1 Unit Question Solution
E Group 1 Bangla Question Solution
- ‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের পথ প্রদর্শক কে? সত্য
- ‘তোমার হৃদয় বিশ্ব- দেউল সকলের দেবতার’ কোন কবিতার অংশ? সাম্যবাদী
- মহাজাগতিক কিউরেটর গল্পে মহাজাগতিক কিউরেটররা কোন প্রাণীকে সৌরজগতের তৃতীয় গ্রহ থেকে তুলে নেয়? পিঁপড়া
- একুশের কৃষ্ণচুড়া কিসের রং? আমাদের চেতনার
- ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কাব্যনাট্যাংশের জ্যোৎস্নার সাথে কি ঝরে পড়ে? স্মৃতির দুধ
- ‘সে ডাহা নিমকহারাম’ উক্তিটি কোন রচনায় আছে? চাষার দুক্ষু
- ‘নাফরমানি করিও না। খোদার উপর তোয়াক্কল রাখ।’ এ কথা কে বলে? মজিদ
- সিরাজউদ্দৌলা নাটকে কোথাকার মহারাণীর কথা উল্লেখ আছে? মুর্শিদাবাদের
- কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয়না? ৎ
- ষত্ব বিধান অনুসারে কোন বানান শুদ্ধ নহে? নিষ্কাম
- জিহ্বা শব্দের উচ্চারণ কোনটি? জিবহা
- নিচের কোনটি আকাশ শব্দের সমার্থক নয়? অম্বু (অম্বু মানে জল)
- কোনটি বিশেষ্য পদ? দরিদ্রতা ( এক, সমর্থ ও দরিদ্র- বিশেষণ )
- নিচের কোনটি চন্দ্র শব্দের সমার্থক নয়- সবিতা (সবিতা অর্থ- সূর্য)
- উ কোন ধরনের স্বরধ্বনি? কোনটিই নয় ( সঠিক উত্তর উ মৌলিক স্বরধ্বনি)
- বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি- ৭টি
- ভ্রাতুষ্পুত্র শব্দের ব্যাসবাক্য- ভ্রাতার পুত্র (নিপাতনে সিদ্ধ তৎপুরুষ সমাস)
- নৌকাতে নদী পার হওয়া যায়’- এ বাক্যে নৌকাতে’ পদটির কারক ও বিভক্তি কি? করণে ৭মী
- উক্তি শব্দের প্রকৃতি প্রত্যয়- বচ্ + তি
- সব ক’টা জানালা খুলে দাও না- এখানে না শব্দের ব্যবহার- অলঙ্কারসূচক
- কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। বাক্যটি – যৌগিক
- টসটসে ফল যে ধরনের বিশেষণ – অনুকার অব্যয়জাত
- শুদ্ধ শব্দ – সৌজন্য
- আইনজীবী শব্দের যোগফল শব্দ – আরবি + তৎসম
- তুমি বা তোমরা যে পুরুষের উদাহরণ – মধ্যম
- একাক্ষর শব্দ – জল
- যে নারীর স্বামী ও পুত্র নেই – অবীরা
- কোনো ভাবেই যা নিবারন করা যায় না – অনিবার্য
- ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় – ধাতু
- লিঙ্গান্তর হয় না যে শব্দ – ঘরজামাই
- প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ – প্রতি + উষ
- আমজনতা শব্দে উপসর্গটি – আরবি
- কুম্ভিলক বৃত্তি কথার অর্থ – চুরি করা
- Migration শব্দের বাংলা পরিভাষা – পব্রাজন
- Fallow Land শব্দের অর্থ – পতিত জমি
E Group 1 English Question Solution
- Which spelling is correct? Rebellious
- Which word is wrongly spelt? Dinosaur
- This is rather —- different question. Ans: a (Rule: ‘rather a/an+adjective+noun‘)
- Whom were you calling ( make it passive voice)- Who was being called by you?
- Synonym of sticky- glutinous
- Correct synonym of the word ‘ignite’- to set fire
- Antonym of plaintiff – defendant
- Antonym of rigorous- Dynamic
- ‘হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা’ ইংরেজী অনুবাদ- The ruins of a great is always great
- How do people endanger their own life? By running wildlife
- Hunting of birds and animals is one of the main causes of their- extermination
- How are people destroying wildlife? harshly
- The plural form of wildlife- wildlife (“wildlife” is always plural)
- The antonym of the word extinction- detonation
- He was guilty —– contempt of court. of
- Toufiq is senior —- me —- three years. to, for
- ‘To count the chickens before they are hatched.’ – গাছে কাঁঠাল গোঁফে তেল
- I have finished (to read) the book. Correct form of verb is- read
- Choose the correct sentence. I presented her with a flower.
- Choose the plural number. agenda
- ‘Are you happy in your new job.’ The correct speech is- He asked me if I was happy in my new job.
- Which one is a singular number? Phenomenon
- Which one is incorrect? He insisted upon his innocence.
- Fill in the gaps. ___ salt testes salty, and ___ pepper tastes hot. no article
- Passive voice of ‘Whom were you calling?’ is- who was being called by you?
- Complete the sentence. He gave up ___ football when he married. playing
- The driver jumped ___ the car. (Fill in the blank) into
- ‘Excuse me, gentlemen!’ – ‘Excuse me’ is used to- beg pardon
- He is blind ___ his son’s fault. (Fill in the blank) to
- Verb from of the word ‘woman’? womanize
- Man cannot live alone. The word ‘alone’ is used here as- adverb
- ‘Bird’s eye view’ means- A rough idea
- Which one is the proper tag question in ‘He always lags behind ___’ does not he?
- Here ___ note book and the report I promised you last week. is the
- ‘Take the chair’ means- Preside
- The word ‘apparent’ is a/an- adjective
- Which is not the superlative degree? last
- What is the masculine gender of ‘Mare’? Stallion
- The correct translation of “আমি অল্পকাল সেখানে ছিলাম।” – I hardly stayed there.
- Identify the part of speech of ‘seldom’ – an advarb
- He has lost the book which I gave him. is a – Complex sentence
- ‘That cannot be corrected or improved’ is- incorrigible
- The feminine gender of ‘Don’ – is Donna
- The word “fragrant” is a/an- Adjective
- He talks if he (to know) everything. Correct from of verb is- knew
- ‘ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না’- এর ইংরেজী- Riches do not last long.
- ‘শীত আরম্ভ হয়েছে’ – এর সঠিক অনুবাদ- The winter has set in.
E Group 1 GK Question Solution
- বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন গানের সুরে রচিত? বাঊল
- কোন দেশে সবচেয়ে বেশী গাছ আছে? রাশিয়া ( ৬৪২ বিলিয়ন গাছ আছে)
- কি বোর্ড হলো একটি- ইনপুট ডিভাইস
- ২০১৮ সালের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান- ১১৫
- সুন্দরবনের অপর নাম কি? বাদাবন
- পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? দ্বিতীয়
- লাদেশের প্রথম জাদুঘর – বরেন্দ্র জাদুঘর
- CBA এর পুর্ণরূপ- Collective Bargaining Agreement
- ষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক পান কে? অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম
- ’জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া’ – গানটি কার রচনা? কাজী নজরুল ইসলাম
- বাংলাদেশের কোন জেলায় সবথেকে বেশি বজ্রপাত হয়? সুনামগঞ্জ
- বরেন্দ্র যাদুঘর পরিচালনা কর্তৃপক্ষ কোন প্রতিষ্ঠান? রাজশাহী বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান
- রাজশাহী জেলার পূর্ব নাম কি? বরেন্দ্র
- UNDP-র উন্নয়ন পরিমাপক হিউম্যান ডেভেলপমেন্ট উনডেক্স (HDI)-এর অনুষঙ্গ নয় কোনটি?
- বাংলাদেশের সংবিধােন রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বানু
- ’ট্রিম্যান সিনড্রম’ বা ‘বৃক্ষ মানব সিনড্রম’ ঘটে- কারণ সনাক্ত হয়নি
- বি.বি.এস. -এর সাম্প্রতিক তথ্য অনুসারে ২০১৮ সালের বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত ইউ.এস ডলার? ১৭৫১
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) -এর মেয়াদকাল কোনটি? ২০১৫-২০৩০ সাল
- সড়ক পরিবহন বিল ২০১৮-তে সংঘটিত দুর্ঘটনার ক্ষেত্রে সবোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে- ৫ বছর
RU E2 Unit Question Solution
E Group 2 Bangla Question Solution
- নোনতা- শব্দে ‘তা’ প্রত্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ঈষৎ
- কোনটি স্বরসন্ধির উদাহরণ? বিদ্যালয়
- সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্বে
- ‘মানুষ’ শব্দটিতে কয়টি ধ্বনি আছে? – ৫
- ’জীবন ও বৃক্ষ’ প্রবন্ধ বৃক্ষ কিসের বাণী প্রচার করে? নতি, শান্তি ও সেবার
- ’বিড়াল’ রচনায় কোন চরিত্রের মাধ্যমে দরিদ্র ও শোষিতের অধিকার সংগ্রামের কথা বলা হয়েছে? বিড়াল
- জিহবামূলীয় ধ্বনি কোনটি? – খ
- কোন যতি চিহ্নে থামার প্রয়োজন নেই- ইলেক
- ’তস্কর’- এর বিপরীত শব্দ- সাধু
- ’ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণমালাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? নক্ষত্র
- ”জাগো, বাহে, কোনঠে সবায়?” নূবলদীনের এই ডাক কোন সালের? ১৭৮২
- ’সাম্যবাদী’ কবিতায় কাজী নজরুল ইসলাম কয়টি ধর্মসম্প্রদায়ের নাম বলেছেন? পাঁচটি
- ’লালসালু’ উপন্যাসে ‘বাহে মুলুকে’ বলতে কোঝানো হয়েছে – উত্তরবঙ্গকে
- ’পরিশিষ্ট’ শব্দটির পরিভাষা- Addendum
- ’বাতুল’ শব্দের অর্থ কোনটি? উন্মাদ
- ’শ্বশুর’ শব্দের স্ত্রীবাচক শব্দ- শ্বশ্রু
- ’যা বলা হয়েছে’- এক কথায় কি? উক্ত
- ’আমরা না হেসে পরলাম না।’ – বাক্যটির ইংরেজী অনুবাদ – We could not but laugh.
- ’বাপে খেদানো মায়ে তাড়ানো’ – কথাটি সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্র সম্পর্কে প্রযোজ্য? মীরজাফর
- গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি? শবদাহ
- কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন নির্দেশ করে? পাকা পাকা আম
- ’খন্ড প্রলয়’ বাগধারাটির অর্থ কী? প্রচন্ড ঝড়
- ’প্রায়শ্চিত্ত’ শব্দের সঠিক উচ্চারণ- প্রায়োশচিত্ তো
- কোনটি ‘বিটবী’ শব্দের সমার্থক নয়? দ্রুম
- আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি কার? মন্টুর
- কোনটি একাক্ষর শব্দ? ভাই
- শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ কোনটি? সমীচীন, হরিতকি, বালমীকি
- নিম্নের কোনটি যোগরূঢ় শব্দ? মহাযাত্রা
- ’ঞ্জ’ যুক্ত বর্ণটি কোন বর্ণদ্বয়ের সমষ্টি? ঞ+জ
- ’মেধাবী’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মেধা+বিন
- ’মনগড়া’ কোন সমাস? তৎপুরুষ
- ’ছাত্ররা ক্লাসে আছে’- এখানে ক্লাসে কোন কারক? অধিকরণ
- ’পঙ্কজ’ কোন সমাস? উপপদ তৎপুরুষ
- একইসঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কী বলা হয়? যৌগিক স্বর
- ইংরেজি ‘dash’ – এর বাংলা অর্থ- ছেদবাক্যসঙ্গতি চিন্হ
E Group 2 English Question Solution
- It is time to stop the work. (Choose the passive from) It is time for the work to be stoped.
- Choose the wrong sentence- I went to my home
- Identify the correct spelling- Embarrassment
- This is ___ better of ___ two. (Choose the correct article) the, the
- Identify the masculine gender- The Sun
- What kind of parts of speech ‘timid’ is? a verb
- The word ‘bicameral’ is related to- politics
- The word not synonym of “competent” is- amateur
- Correct preposition of ‘deprive’ is- of
- Cohesion and choerence is essential in – paragraph
- Which one is odd? lady’s finger
- In the passage, progressing pressure indicates- demand of advancement
- The objective of E-learning is to- enhance easy to pedagogical process thereby developing students academic level
- The reason of growing importance of education in developing countries is- to cope with global competitveness of developed countries
- Students who attend traditional learning approach generally- get lower CGPA than e-learning approach
- E-learning refers to the use of- information and communication technology
- Which of the following is a common gender? spouse
- Chose the correct sentence- What are you doing for the last four hours?
- Taking exercise is a good habit. Here ‘taking’ is – Present Participle
- None (to show) me respect there. Right form of verb is- shows
- Fill in the gap. Could you no think ___ a better excuse? of
- One day Ahmed was walking ___ a wood ___ the rain. (Fill in the blanks) through, in
- The boy reads a book. what kind of verb ‘reads’ is? transitive verb
- Which word can be used as both verb and noun? master
- Find the misspelled word- Etiquete
- The correct translation of ‘আর কে কে ওখানে উপস্থিত ছিল? ‘ – Who else were present there?
- ‘Diaspora’ is people who are – migrated permanently
- A piece of writing done by hand is called a ___. manuscript
- It is time ___ review the protocol ___ testing nuclear weapons. (Fill in the blanks) to, on
- Coffee and tea ___ served in the evening. (Fill in the blank) ware
- Which is not the comparative degree? beautifier
- Which one is not the meaning of ‘viz’? namely
- The word ‘on account of’ is a – phrasal preposition
- He thinks he is ___ Rabindranath. (Choose the correct article) the
- My watch was lost. (Choose the correct one) My watch was being lost.
- The plural from of ‘dogma’ is- dogmata
- Which of the following is singular? index
- Pedagogy – এর পারিভাষিক অর্থ- শিক্ষা সম্পর্কিত বিদ্যা
- The opposite word of ‘release’ is- endure
- What will you call the people who are trying to settle in foreign countries by leaving their own? immigrant
- The correct translation of ‘সে কিংকর্তব্যবিমূড় হয়ে গেল।’ – He found himself at his wit’s end
- Antonym of the word ‘dignity’ is- debase
- Which is the idiomatic Bengali meaning of ‘Berking dogs seldom bite.’? যত গর্জে তত বর্ষে না।
- ‘Waifs and strays’ means- disbursement
- The meaning of ‘Euphemism’ is- inoffensive expression
E Group 2 GK Question Solution
- সূক্ষ সময় পরিমাপক যন্ত্র কোনটি – ক্রোনোমিটার
- বাংলাদেশে বর্তমানে সরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা- ৪২টি
- বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত? – টঙ্গী
- পরিবেশগত দূষনের কারণে বাংরাদেশে মৃত্যুর হার বর্তমানে-
- বাংলাদেশের প্রচলিত আইনের কোন ধারায় কোন ব্যক্তির জবানবন্দি নেয়া হয়? ১৬৪ ধারা
- বাংলাদেশের বিমান বহরে সম্প্রতি সংযোযিত ‘Aircraft’ এর নাম কি? আকাশ বীণা
- সার্চ ইঞ্জিনের জনক কে? এলান এমটাজ
- Sustainable Development Goals (SDGs) এর Goal সংখ্যা কয়টি? ১৭টি
- বাংলাদেশের কোন শিল্পী ’পটুয়া’ নামে পরিচিত? কামরুল হাসান
- পানির ছোট ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়- পৃষ্ঠটান
- বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? ড. শামসুজ্জোহা
- ‘Justice delayed is justice denied’ বলেছেন- ডব্লিউ ডি গ্লাডস্টোন
- বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে? মহেশখালী
- করতোয়া নদীর উৎপত্তিস্থল-
- বাংলাদেশের তরুন বিজ্ঞানীদের মধ্যে কে নাসায় ইটা কারিনা নামে পাঁচজোড়া নক্ষত্র আবিস্কার করে জ্যোতির্বিদ্যার জগৎ কাঁপিয়ে দিয়েছেন? ড. রুবাব খান
- বিশ্বের প্রথম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা
- কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ঢাকায় অবস্থিত? CIRDAP
- প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কী বলা হতো? পুন্ড্র
- বাংলাদেশের ৪৫ টি ক্ষুদ্র জাতিসত্তার মাঝে নিজস্ব ভাষা আছে- ৩৫টির
সাথে থাকার জন্য ধন্যবাদ। পোষ্টটি ফেসবুকে শেয়ার করুন। আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন।