জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ২০২১ ভর্তির প্রথম মেধা তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গত ১ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় বিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি রেজাল্ট ২০২১

ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা ১ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হয়েছে। উক্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে বিকাল ৪টা পাওয়া গেলেও ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে রাত ৯ টায় থেকে।

উল্লেখ্য, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলেতাকে অবশ্যই ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার মেধা তালিকা রেজাল্ট

এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতিঃ-

nu roll no টাইপ করে সেন্ড করুন ১৬২২২ নম্বরে ।

ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতেঃ-

প্রথমে http://www.nu.ac.bd/admissions এই লিংকে প্রবেশ করে Applicant Login অপশনে ক্লিক করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি রেজাল্ট ২০২১

নতুন পেজ ওপেন হলে Application Roll No. এবং Pin Number বসিয়ে Login এ ক্লিক করুন। রোল নাম্বার ভুলে গেলে অথবা সংগ্রহে না থাকলে Forgot Your Admission Roll or Pin? ক্লিক করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি রেজাল্ট ২০২১

প্রথম স্থান পেলে তালিকায় স্থান পেলে এরকম একটি পেজ দেখতে পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি রেজাল্ট ২০২১

প্রথম মেধা তালিকা স্থান পাওয়ার পর শিক্ষার্থীদের পরবর্তী ভর্তি কার্যক্রমঃ-

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি নিতে হবে। এবং A4 (8.5”×11”) কাগজে প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ পরবর্তী ভর্তি কার্যক্রমের কোনো সময়সীমা এখনো প্রকাশিত হয়নি। পরবর্তী আপডেট পেতে ভিজিট করুন https://newresultbd.com/ ।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি

শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি = ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা

শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সংস্কৃতি ফি = ২০/- (বিশ) টাকা

শিক্ষার্থী প্রতি বিএনসিসি ফি = ৫/- (পাঁচ) টাকা

শিক্ষার্থী প্রতি রোভার স্কাউট ফি = ১০/- (দশ) টাকা

মোট = ৪৮৫ (চারশত পঁচাশি) টাকা

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ভর্তি বাতিল এবং ভর্তি পূর্ণবহাল ফিঃ-

শিক্ষার্থী প্রতি ভর্তি বাতিল ফি= ৭০০/- (সাতশত) টাকা

শিক্ষার্থী প্রতি ভর্তি পুন:বহাল ফি= ৭০০/- (সাতশত) টাকা

By Asif

I am Asif from Rajshahi, Bangladesh. Just been completed BFA from Rajshahi University. I write articles in this website along with study.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *