NSI Exam Question Solution 2019

NSI Exam Question Solution 2019 for all posts category. There are total 17 job categories in NSI recruitment under Prime Minister’s Office. So each posts has different exams with different dates. In this case we give solutions of all NSI exams question. While we get the question, we will share here the solutions or correct answers. So if you are a candidate of NSI exam and looking for NSI exam question solve then you are in right webpage. Here you can get all NSI job exam question solution 2019.

[Adsense]

NSI Category Wise Exam

National Security Intelligence (NSI) exam date and sit plan published. Further, examination starts for different posts. This exam is MCQ based. So the solution will get fast. Basically the question has 4 parts such as Bangla, English, Math and General Knowledge.

NSI Exam Result 2019

Exam Dates & Seat Plan

NSI Job Circular

[LinkAds]

NSI Exam Question Solution 2019

National Security Intelligence job exam question solves is most wanted things right now. In the first test, the question has been withdrawn after the examination. So it is too late to resolve the question. After getting the question, we tried to solve it and found a solution to the problem. If we will get next exams question, then we hope we will give those exam question solutions here. So share & bookmark this page.

[Adsense]

NSI Junior Field Officer Exam Question Solution

Junior Field Bangla Part Question Solution

[Adsense]

1. মহৌষধি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? – মহা + ওষধি

2. অনেক অভিজ্ঞতা আছে যার এক কথায় প্রকাশ। – অভিজ্ঞ

3. চোখ পাকানাে বাগধারাটির অর্থ? – ক্রোধ দেখানাে

4. Code এর পারিভাষিক শব্দ? – সংকেত (Code এর পারিভাষিক শব্দ সংকেত ও বিধি কিন্তু সংকেত আগে আছে তাই উত্তর সংকেত হবে)

5. সুলতানার স্বপ্ন গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা? – রােকেয়া সাখাওয়াত হােসেন

6. কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? – সত্যেন্দ্রনাথ দত্ত

7. নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরামের প্রয়ােজন নাই? – বন্ধনী চিহ্ন

8. তুরুপ শব্দটি কোন ভাষা থেকে আগত? – ওলন্দাজ শব্দ

9. দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি? – দেখে

10. হা- ঘরে বাগধারাটির অর্থ? – গৃহহীন

11. পরাভব শব্দের পরা উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? – বিপরীত

12. এক কথায় প্রকাশ কর৪ ‘যে নারীর হাসি সুন্দর’- সুচিস্মিতা

13. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? – ধূমকেতু

14. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলােচিত হয়? – ধ্বনিতত্ত্বে

15. ভাষার কোন রীতি নাটক ও বক্তৃতায় অনুপযােগী? – সাধু রীতি

16. নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কি? – শব্দ

17. বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কয়র্টি? – ৩ টি

18. কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থার্টির জন্য কারাভােগ করেন? – আনন্দময়ীর আগমনে (১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় আনন্দময়ীর আগমনে প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক বৎসর কারাবণ করতে হয়)

19. নিচের কোনগুলাে কণ্ঠধ্বনি? – ক খ গ ঘ ঙ

20. নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা? এ পঙিক্তটি কার রচনা? – রামনিধি গুপ্ত

Junior Field GK Part Question Solution

[Adsense]

61. সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? – ভারত ও পাকিস্তান

62. দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে আদালত সম্প্রতি কোন নদীকে জীবন্ত সত্তা ঘােষণা করে রায় দিয়েছে? – তুরাগ

63. পদ্মা সেতুর নিচের কোন দুটি জেলাকে যুক্ত করেছে? – মুন্সিগঞ্জের সাথে মাদারীপুর

64. নিচের কোন গােষ্ঠী পুর্বে মগ নামে পরিচিত ছিল? – রাখাইন

65. নিচের কোন প্রতিষ্ঠান ভৌগলিক নির্দেশক পণ্য এর স্বীকৃতি দেয়? – আন্তর্জাতিক মেধাস্বত্ব প্রতিষ্ঠান

66. নিচের কোন দেশটি থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে? – সৌদি আরব

67. নিচের কোন দেশটি কফি উৎপাদনে ও রপ্তানিতে বিশ্বে শীর্ষ আছে? – ব্রাজিল

68. ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত? – মরক্কো

69. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোন দেশের নাগরিক? – দক্ষিণ আফ্রিকা

70. মেক্সিকো কোন মহাদেশে অন্তর্ভুক্ত? – উত্তর আমেরিকা

71. এশিয়া ও ইউরােপকে কোন প্রণালী পৃথক করেছে? – কোনটিও নয় (সঠিক বসফরাস)

72. আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র কবে জারি করা হয় কবে? – ১০ এপ্রিল, ১৯৭১

73. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? – ভুটান

74. বাংলাদেশের সংবিধান কখন কার্যকর হয়? – ১৬ ডিসেম্বর ১৯৭২

75. বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধান রূপে আছে? – বাংলার প্রকৃতি কথা

76. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? – রাঙ্গামাটি

77. নিচের কোন ভৌগােলিক রেখার্টি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? – কর্কটক্রান্তি

78. বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত? – মৌলভীবাজার

79. মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে? – ৩ টি

80. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী? – তাজউদ্দীন আহমদ

[Adsense]

NSI Watcher Constable Exam Question Solution

Post Name: Watcher Constable

Organization: National Security Intelligence

Exam Date: 18 October 2019

Exam Time: 10:30 AM to 11:30 AM

NSI Watcher Constable exam question solution 2019 is given below.

Watcher Constable Math Question Solution

01. একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৫০% কত হবে? – ৬৫৭

02. রাশেদ 120 টাকায় কয়েকটি মার্বেল কিনল। সে যদি ঐ টাকায় ২টি মার্বেল বেশি পেত, তবে প্রতিটি মার্বেলের দাম গড়ে ২ টাকা কম পড়ত সে আসলে কতটি মার্বেল কিনেছিল? – ১০

03. এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে ___ বলা হয়। – স্থূলকোণ

04. একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ৩ গুণ হলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? –

05. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ঃ৬ঃ৭ হলে, বৃহত্তম কোণের পরিমাপ কত ডিগ্রী? – ৭০

06. রায়হান সাহেবের বর্তমান বয়স তার পুত্রের বয়সের ৬ গুণ। ৮ বছরপূর্বে রায়হান সাহেবের বয়স ছিল ২৮। ৭ বছর পর তার পুত্রের বয়স কত হবে? – ১৩ বছর

07. একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৫০। মাথাপিছু কেবিনের ভাড়া ভাড়া দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ১৫ টাকা এবং মোট ভাড়া ১২০০ টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত? – ৩০

08. দুটি সংখ্যার অনুপাত ৩ঃ৪। তাদের লসাগু ১০৮। সংখ্যা দুটির যোগফল কত? – ৬৩

09. একটি ক্রিকেট দলে ১১ জন খেলোয়াড়ের বয়সের গড় ২৫ বছর। তাদের মধ্যে একজনের বয়স ৩৫ বছর হলে বাকি ১০ জনের বয়সের গড় কত বছর হবে? – ২৪

10. ১৫ জন চাষের একটি জমির ফসল কাটতে ২১ দিন লাগলো। ৪৫ জুম চাষের ওই জমির ফসল করতে কতদিন লাগবে? – ৭ দিন

11. একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ১০ মিটার। দুইটি কোনাকুনি আইল দ্বারা একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার? – ২৫

12. কোন ব্যাংকে টাকা জমা রাখলে তা ৫ বছর পর দ্বিগুণ হয়ে যায়। সরল সুদের হার কত? – ২০%

13. একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? – ২০০

14. রহিম তার বেতনের টাকার ১/৫ অংশ খরচ করে একটি শার্ট এবং ৫০০ টাকা খরচ করে একটি প্যান্ট কিনলো। এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের ৪০ শতাংশ টাকা রয়ে গেল। রহিম কত টাকা বেতন পেয়েছিল? – ১২৫০

15. ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে কঃখ কত? – ১ঃ২

16. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মিটার এবং অতিভুজ ১৩ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার? – কোনটিই নয় (উত্তরঃ ৫৪)

17. ২১, ২৮, ৮৪, এবং ৫৬ এর ল.সা.গু. কত? – ৩৩৬

18. ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব ১২০ কিলোমিটার। একটি ঘন্টায়বাস কত ঘন্টায় ঢাকা থেকে ময়মনসিং হে পৌছাবে যদি বাসটির গড় গতিবেগ ১৫ কি.মি. / ঘন্টা হয়? –

19. একটি সংখ্যাকে ৪৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ওই সংখ্যাটি কে ৯ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? –

20. একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৪.৫। ১১তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫০ হবে। – ১০৫ রান

Watcher Constable GK Question Solution

21.বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃতি
দেয়? – ইউনেস্কো

22. বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? – স্বাধীনতা পুরস্কার

23. বর্তমানে বাংলাদেশে মােট কতগুলাে সিটি কপোক্লেশনু রয়েছে? – ১২টি

24. নীলগিরি নামক পর্যটন স্থান টি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? – বান্দরবান

25.’SDG’এর পূর্ণরূপ কি? – Sustainable Development Goal

26. মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? – ২ নং

27. ২০১৯ সালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ প্রতিযােগিতায় রানার্স আপ হয় কোন দেশ? – নিউজিল্যান্ড

28. নিচের কোন সালটি অধিবর্ষ? – ২০৩৬ সাল

29. ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলে প্রচলিত পল্লীগীতি? – রংপুর

30. বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখে? – ১৬ই ডিসেম্বর

31. নিচের কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয়? – ফিনল্যান্ড

32. বিভিন্ন দেশের শিশুদের উন্নতি, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘের কোন প্রতিষ্ঠানে কাজ করে? – ইউনিসেফ

33. থাইল্যান্ডের মুদ্রার নাম কি? – বাথ

34. সীতাকোট বিহার কোথায় অবস্থিত? – দিনাজপুর

35. জিম্বাবুয়ের দেশটি কোন মহাদেশে অবস্থিত? – আফ্রিকা

36. বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গােয়েন্দা সংস্থার সদর দপ্তর কোন এলাকায় অবস্থিত? – সেগুনবাগিচা

37.বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? – কর্ণফুলী

38.বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে কোন সালে? – ২০২১ সালে

39.নিচের কোন স্থানের ভৌগলিক উপনাম ১২ আউলিয়ার দেশ? – চট্টগ্রাম

40. আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? – রাঙ্গামাটি

Watcher Constable English Question Solution

Questions 41 to 45: In each of the following sentences, fill in the gap using appropriate word(s)!

41. The train had left before Jashim reached the station.

42. Alam always speaks the truth.

43. I am looking forward to receiving a reply from you.

44. Manisha did the job without having interest any In it.

45. Life is too short to worry about.

Questions 46 to 50: In each of the following sentences, there may be one word missing. Identify the missing word from the given choices. If not, Choose (E)

46. He could not succeed despite working hard. – (D)

A) to
B) by
C) of
D) in
E) No word is missing

47. You can ask help by dialing the hotline number. (B)

A) of
B) for
C) what
D) in
E) No word is missing

48. Runa is tallest girl in the class. – (C)

B) at
C) the
D) of
E) No word is missing

49. He was born a rich family. – (B)

A) on
B) in
C0 at
D) of
E) No word is missing

50. Vision 2021 aims making Bangladesh a middle
income country. – (C)

A) on
B) in
C) at
D) of
E) No word is missing

Questions 51 to 55: Select the appropriate meaning of the word.

51. Confidential = গোপনীয়

52. Inefficient = অদক্ষ

53. Imaginary = কাল্পনিক

54. Opponent = প্রতিপক্ষ

55. Hospitable = অতিথিপরায়ণ

Questions 56 to 60: Choose the correctly spelled word

56. Excessive

57. President

58. Treason

59. Shoulder

60. Intelligence

Watcher Constable Bangla Question Solution

61.নিচের কোনটি পর্বত শব্দের প্রতিশব্দ নয়? – মেদিনী

62. নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে? – আগাছা

63.নিচের কোনটি ফারসি শব্দ হতে আগত শব্দ? – বেহেশত

64.যে শুনেই মনে রাখতে পারে, তাকে এক কথায় কি বলে? – শ্রুতিধর

65.’ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কি? – পার্থক

66.’ অপচয় শব্দটির বিপরীত শব্দ কোনটি? – উপচয়, সঞ্চয়

67.’ কল্লোল’ শব্দটির অর্থ কি? – ঢেউ

68. নিচের কোনটি’ অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ? – অনু+ এষণ

69.প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল? – বীরবল

70.‘হাজার বছর ধরে’ কোন ধরনের রচনা? – উপন্যাস

71. অনিন্দ্য’ শব্দের অর্থ কোনটি ? – নিন্দার অযােগ্য

72.’উপযুক্ত মিলন’ বােঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়? – মনিকাঞ্চন যােগ

73. ‘হস্তি’ শব্দটির বহুবচন কোনটি? – হস্তিযূথ

74. বাংলা ব্যাকরণে পদ রয়েছে — প্রকার। –

75. ‘লিখিয়েছিলেন’ শব্দটির চলিত রূপ কোনটি?- লিখছিলেন

76. ‘ কাছা ঢিলা ‘বাগধারাটির অর্থ কি?- অসাবধান

77. বন্ধন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?- মুক্তি

78.’পােকা-মাকড় কোন সমাস যােগে গঠিত শব্দ? – দ্বন্দ্ব

79.সচেষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?- নিচষ্ট

80. নিচের কোনটি ‘ষড়ানন’ শব্দের সন্ধিবিচ্ছেদ? – ষড়+ আনন

NSI Assistant Director Exam Question Solution

Exam: Assistant Director

Date: 28 September 2019

Time: 3.30 to 4.30 PM

Type: MCQ

Marks: 80

NSI Assistant Director Question Page 1  NSI Assistant Director Question Page 2  NSI Assistant Director Question Page 3

Assistant Director Exam Bangla Question Solution

1. নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক? – উন্মীলন- নিমীলন ( উন্মীলন অর্থ প্রকাশিত আর নিমীলন অপ্রকাশিত)

2. নিচের কোনটি ফারসি উপসর্গ? – কম

3. রাতে তারা দেখা যায়-এ বাক্যে “রাতে কোন কারকে কোন বিভক্তি? – অধিকরণে ৭মী ( এটি কালাধিকরণের উদাহরণ। যেমন প্রভাতে সুর্য ওঠে)

4. নাতিশীতােষ্ণ কোন সমাসের উদাহরণ? – নঞ তৎপুরুষ (ব্যাসবাক্যঃ নয় শীত নয় উষ্ণ)

5. নিচের কোনটির তৎপুরুষ সমাসের উদাহরণ? – সােনার তরী

6. কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি? – তরবারি

7. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে- তুর্কি

8. মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি? – মুখর

9. “Defendant”শব্দের বিপরীত শব্দ কোনটি? – বিবাদি (defendant এর অর্থ – সমর্থক, রক্ষক, প্রতিবাদী, আসামী, আসামি, বিবাদী, অভিযুক্ত ব্যক্তি)

10. হাড়ে বাতাস লাগা বাগধারাটির অর্থ কী? – কোনোটিই নয় (সঠিক অর্থ স্বস্তি পাওয়া)

11. উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? – উৎ+স্থাপন

12. কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? – কুহকিনী ( এটি নী, ঈনী-প্রত্যয় যােগে গঠিত ; যেমনঃ মায়াবীমায়াবিনী, কুহক-কুহকিনী, যােগী-যােগিনী, মেধাবী-মেধাবিনী, দুঃখী-দুঃখিনী)

13. নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য হয়? – বাণ

14. কাঁদনা> কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? – সমীভবন (দুটি ব্যঞ্জনধ্বনির একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে সমীভবন বলে)

15. নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে? – আমরা (এটি একশেষ দ্বন্দ্বের উদাহরণ)

16. যুব সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? – ঈশ্বরচন্দ্র গুপ্ত

17. বার্ধক্য তাহাই যাহা- পুরাতনকে ,মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে-অতিথি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশ বিশেষ? – যৌবনের গান

18. নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত? – অতসী মামী

19. কবি জসীম উদ্দীন রচিত বিখ্যাত রুপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? – নকশী কাঁথার মাঠ

20. ঐতিহাসিক ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? – চন্দ্রকুমার দে

Assistant Director Exam English Solution

Find Odd word:

Ans: Raucous (Dulcet=Mellifluous=Melodious=Harmonious)
Ans: Average (Magnificent=Glorious=Splendid=Outstanding)
Ans: Limpid (Obscure=Ambiguous=Wispy=Vague)
Ans: Significant (Paltry=Negligible=Immaterial= Trivial)
Ans: Consent (Discord=Conflict=Friction=Dispute)

Fill in the gap in the text (6-10)

Geological deposits of salt were formed millions of years ago, when what is now land, lay under the sea. It is hard to believe that salt is now such a cheap …….. (commodity), because centuries ago it was the commercial ……..(equivalent) of today’s oil. The men who mined salt became wealthy and, despite the risk, a job in a salt mine was highly ……..(coveted) . Nowadays, the specific micro climates in disused mines have been ……..(exploited) for the treatment of respiratory illnesses such as asthma, and the silent, dark surroundings in a mine are considered …….. in encouraging patients to relax.

Sentence Correction

There is no mother but loves her child- No error
I need to buy some equipment- No error
I would rather die than bribe- No error
The picture has hung on the wall- (Incorrect: has)
I prefer tea than coffee in the morning- (Incorrect- than)

Closest Meaning

Cats and dogs- heavily
looked into- investigate
deny- refuse
for good- forever
out of order- None

Assistant Director Exam Math Solution

41. ২ক2-১৬+৮=০ হলে ক এর সম্ভাব্য মানফলের যােগফল কত ? –

42. একটি ঝুড়িতে রাখা আম কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 2:3:2. ঝুড়ি থেকে কিছু আম সরানাে হলাে এবং নতুন কিছু কমলা ও লিচু রাখা হলাে। এতে করে ঝুড়িতে আম কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 9:54. ঝুড়িতে পরবর্তীতে যােগ করা লিচুর সংখ্যা সর্বনিম্ন কত? –

43. আবুলের সাপ্তাহিক বেতন 16% বৃদ্ধি পেলে তিনি প্রতি মাসে ৪12 টাকা উপার্জন করতে পারেন যদি তার সাপ্তাহিক বেতন 10% বৃদ্ধি পেত, | তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতেন? – ৭৭০

44. একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ঘনকের সমতলের ক্ষেত্রফল কত বর্গমিটার? – ৫৪

45. একটি ঘড়িতে যখন সকাল 10:12 তখন ঘন্টা 5 মিনিটের কাটার মধ্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? – ১২৬

46. একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের 50% বাংলা বিষয়ে পাস করেছে , অন্য একটি ক্লাসের 100 জন ছাত্রের 60% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মােট 55% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে, দুই ক্লাসের মােট ছাত্র সংখ্যা কত ? – ২০০

47. X এর সকল মানের জন্য (nx+2) (bx+7) = 15×2+CX+14 এবং a+b=4 হলে, c এর মান কত হতে পারে? – ৩১, ৪১

48. একটি খাবারের দোকানে দুই ধরনের খাবার পাওয়া যায় যার মূল্য 35 টাকা ও 20 টাকা, একদিনে দুই ধরনের মােট 209 টি খাবার বিক্রি করে ৪365 টাকা পাওয়া গেলে, 65 টাকা মূল্যের খাবার কয়টি বিক্রি হয়েছিল? – ৯৩

49. আশা 300 টাকা কেজি দরে খেজুর বিক্রি করে আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা 900 গ্রামকে এক কেজি দেখায় । রমজান মাসে 10% মূল্য হ্রাসে | খেজুর বিক্রি করে কোন লাভ বা লােকসান না করলে খেজুর এর ক্রয় মূল্য কত টাকা? – কোনটিও নয়

50. সজিব তার বাসা থেকে 4 কিলােমিটার দূরে লােকালয়ে গিয়ে ফেরত আসলাে যাবার পথে তার 50 মিনিট সময় লাগলেও ফেরত আসার | সময় তার গতি 10% কমে গেলে দোকানে আসা যাওয়াতে সজীবের মত কত মিনিট লাগলাে? – ১০৬

51. 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 কিলােমিটার ঘন্টা বেগে 720 মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে টানেলটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? – ৬০ সেকেন্ড

52. উত্তরঃ ১৪

53. দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যােগ করলে, যােগফল 10 হবার সম্ভাবনা কত? – কোনটিও নয়

54. যদি একটি সংখ্যা ক এর 120% অপর একটি সংখ্যা খ এর 80% হয় তাহলে (ক+খ) এর মান কত? – কোনটিও নয়

55. 5 লােক ও ৪ জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। যদি ঐ কাজ 26 জন লােক ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে তাহলে 15 জন লােক ও 20 জন বালক ঐ কাজ কতদিনে শেষ করবে? – ৪ দিন

56. সেলিম 6% সরল সুদে 10000 টাকা বিনিয়ােগ করে আর কত টাকা 9% সরল সুদে বিনিয়ােগ করলে সে মােটের ওপর 7% হারে সুদ পাবে? – কোনটিও নয়

57. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, ৪ ও 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? –

58. আবুর মাসিক আয় বাবুর মাসিক আয় থেকে 40 শতাংশ বেশি এবং বদির মাসিক আই এর 7/8 অংশ। বাবুর মাসিক 5000 টাকা হলে তাদের তিনজনের মােট মাসিক আয় কত? – ২০০০০ টাকা

59. একটি কুরিয়ার সার্ভিস প্রথম 10 কেজি পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে 5 টাকা এবং 10 কেজির উপরে প্রতি কেজিতে 3 টাকা ফি | নেয়, 27 কেজি পণ্য পরিবহনে ফি কত হবে ? – কোনটিও নয়

60. Q এর মান কত হলে 4Y2-2y+16 একটি পূর্ণবর্গ হবে? – ১৬

Assistant Director Exam GK Solution

61. আদরেল জ্ঞরম্ভিরন্থপতি কে? – আজিজুল জলিল পাশা

62. স্বাধীনতার ঘােষণাপত্র সংবিধানের কততম সংশােধনীতে সংযােজিত হয়? – ১৫ তম

৬৩. বাংলাদেশে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে? – IDA ( International Development Association)

৬৪. ‘বার্ডি’ ও ‘বগি’ শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? – গলফ

৬৫. বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মােচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠান এর কাছ থেকে? – WIPO ( World Intellectual Property Organization)

৬৬. দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে? – মহেশখালী

৬৭. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? – ঢাকা

৬৮. “জাতীয় মূল্য সংযােজন কর দিবস” কত তারিখে উদযাপিত হয়? – ১০ ডিসেম্বর

৬৯, আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি? – গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল

৭০. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? – ৪১ নং

৭১. নিচের কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? – ফিজি (মিলেনেশিয়া : পুর্ব তিমুর • ফিজি • পাপুয়া নিউগিনি • সলােমন দ্বীপমালা • ভানুয়াতু)

৭২. শিল্পোন্নত দেশগুলাের সংগঠন জি-7 এ কোন দেশটি একবার যােগদান করে পরে আবার বের হয়ে গেছে? – রাশিয়া

৭৩. এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশ সমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন CIRDAP নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়? – Food and Agriculture Organization (FAO)

৭৪.ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়? – কিয়ােটো প্রটোকল

৭৫, প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্বপ্রান্ত কোথায় এসে শেষ হয়েছে? – চীন

৭৬. সাবেক সােভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি? – তাজিকিস্তান

৭৭. ঐতিহাসিক ”ফ্রিডম স্কয়ার” কোন শহরে অবস্থিত? – কোনটিও নয় (সঠিক হবে তিবলিশ, জর্জিয়া)

৭৮. নিচের কোনটি ওপেন সাের্স অপারেটিং সিস্টেম – Ubuntu

৭৯, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান করেছেন কোন দেশ? – কোনটিও নয় (সঠিক উত্তর কানাডা, রানঃ ৩৬)

৮০. নিচের কোন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছেন? – কোনটিও নয়

[Adsense]

NSI Field Officer Exam Question Solution

NSI-Field-Officer-Exam-Question-Solution-2019-English-Part-PDF-1 NSI-Field-Officer-Exam-Question-Solution-2019-English-Part-PDF-2 NSI-Field-Officer-Exam-Question-Solution-2019-Bangla-Part-PDF-1 NSI-Field-Officer-Exam-Question-Solution-2019-Bangla-Part-PDF-2 NSI-Field-Officer-Exam-Question-Solution-2019-Math-Part-PDF-1 NSI-Field-Officer-Exam-Question-Solution-2019-Math-Part-PDF-2 NSI-Field-Officer-Exam-Question-Solution-2019-Math-Part-PDF-3 NSI-Field-Officer-Exam-Question-Solution-2019-GK-Part-PDF-1 NSI-Field-Officer-Exam-Question-Solution-2019-GK-Part-PDF-2

NSI Wireless Operator Exam Question Solution

NSI Wireless Operator exam question solution will be here after 04 October 2019 (5 PM). প্রশ্ন পাওয়া যায়নি সেজন্য সমাধান দেওয়া সম্ভব হচ্ছে না।

NSI Office Assistant cum Computer Typist Exam Question Solution

Exam Date: 04 October 2019

Office Assistant cum Computer Typist Bangla Question Solution

সন্ধি বিচ্ছেদ করুন

১. নব + অন্ন = নবান্ন

২. ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত

৩. জন + এক = জনৈক

বানান শুদ্ধ করুন

১. পরোপকার

২. দুর্বিনীত

৩. তেজস্ক্রিয়তা

এক কথায় প্রকাশ করুন

উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন

বলিবার ইচ্ছা- বিবক্ষা

শব্দের অর্থ লিখুন

নিকেতন অর্থ কি? – গৃহ

কাক ভুশণ্ডী অর্থ কি? – দীর্ঘজীবী

Office Assistant cum Computer Typist GK Question Solution

মিয়ানমারের মুদ্রার নাম কি?- কিয়াট

ওমানের রাজধানীর নাম কি? – মাস্কট

শ্রীলংকার রাজধানীর নাম কি? – কলম্বো

UNDP এর সদর দপ্তর কোথায়? – নিউইয়র্ক

তিয়েনমেন স্কোয়ার কোথায়? – বেইজিংয়ে

বাংলাদেশ বিমানের ৪র্থ ড্রিমলাইন এর নাম? – রাজহংস

পর্যটন দিবস কবে? – ২৭ সেপ্টেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোথায়?- রংপুর

বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? – ক্যাপ্টেন মনসুর আলী

বিশ্বের ফুসফুস বলা হয় কোন বনকে? – আমাজান

যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? – বরিস জনসন

গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? – ময়মনসিংহ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন —–নং ডাইনিং স্ট্রিট। – ১০

বাংলাদেশের কোন নদীর নিচে দিয়ে রাস্তা তৈরি হচ্ছে? – কর্ণফুলী

ডেঙ্গু হলে রক্তে কোনটির অভাব হয়? – অনুচক্রিকা

মোবাইলে সিমে থাকে Subscriber Identity —– – Module

ঈশা খাঁর শাসন আমলে বাংলার রাজধানী ছিল? – সোনারগাঁও

NSI Office Shohayak Exam Question Solution

Exam Date: 04 October 2019

Office Soyahak Bangla Question Solution

সঠিক বানান চিহ্নিত করুন

১. অতিথি

২. সমীচীন

৩. নৃশংস

৪. শারীরিক

৫. প্রবীণ

সন্ধি বিচ্ছেদ করুন

৬. নব + অন্ন = নবান্ন

৭. ইতি + আদি = ইত্যাদি

শব্দের অর্থ নির্ণয় করুন

৮. নিঝুম= নীরব

৯. সংকল্প= প্রতিজ্ঞা

১০. বিহঙ্গ= পাখি

১১. অবলা= নিরীহ

১২. দামিনী= বিদ্যুৎ

১৩. সাদৃশ্য= মিল

বাগধারার অর্থ নির্ণয় করুন

১৪. ব্যাঙের আধুলি= সামান্য অর্থ

১৫. ননীর পুতুল= শ্রম বিমুখ

১৬. কাক ভুশণ্ডী= দীর্ঘজীবী

১৭. দুধে ভাতে থাকা= সুখে থাকা

১৮. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’- এখানে ‘মুখ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? – ক্ষমতা

১৯. কোন শব্দটির অর্থ ‘প্রবল আগ্রহী’? – উদগ্রীব

২০. এক কথায় প্রকাশঃ এক মায়ের সন্তান যারা= – সহোদর

Office Soyahak GK Question Solution

২১. বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত? – রাজশাহী

২২. কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশী? – চীন

২৩. মিয়ানমারের মুদ্রার নাম কি? – কিয়াট

২৪. আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির সুরকার কে? – আলতাফ মাহমুদ

২৫. রানীক্ষেত রোগ কোন প্রাণীর সাথে সম্পর্কিত? – মুরগী

২৬. আয়নাতে কাঁচের পেছনে কোন ধাতু ব্যবহৃত হয়? – পারদ

২৭. বাকিংহাম প্রাসাদ কোন দেশে অবস্থিত? – যুক্তরাজ্য

২৮. বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? – ১৪ ডিসেম্বর

২৯. আমার সোনার বাংলা’ কবিতার কয়টি চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে? – ১০ লাইন

৩০. বলধা গার্ডেন কোন জেলায় অবস্থিত? – ঢাকা

৩১. অলিম্পিক গেমস কত বছর পর পর হয়? – ৪ বছর

৩২. নিচের কোন উপাদান হাড় মজবুত করতে সাহায্য করে? – ক্যালসিয়াম

৩৩. সবচেয়ে বড় গ্রহ কোনটি? – বৃহস্পতি

৩৪. বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? – আম গাছ

৩৫. পহেলা বৈশাখ ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী কবে পালিত হয়? – ১৪ এপ্রিল

৩৬. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? – তাজউদ্দীন আহমেদ

৩৭. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? – শেরপুর ( এছাড়া ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলায় এর কিছু অংশ আছে)

৩৮. ভুটানের রাজধানীর নাম কী? – থিম্পু

৩৯. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? – ২ টি

৪০. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? – ৫ঃ৩

Office Soyahak English Question Solution

Find the meaning of the English word

৪১. Calm= শান্ত

৪২. Incredible= অবিশ্বাস্য

৪৩. Delight= আনন্দ

৪৪. Obvious= সুস্পষ্ট

৪৫. Relevant= প্রাসঙ্গিক

Identify the correctly spelt word

৪৬. Knives

৪৭. Pollution

৪৮. Separate

৪৯. Athlete

৫০. Gender

Fill in the gaps

৫১. Grandma is always —when she receives a letter. – happy

৫২. My father —-newspaper after getting up. – reads

৫৩. They—— to Sylhet next year. – are going

৫৪. They travelled to savar—foot. – on

৫৫. Be—–! The street is slippery. – careful

৫৬. I usually —–the Television in the evening. – watch

৫৭. The girl —wearing red dress is my sister. – who

৫৮. How —- rice is there? – much

৫৯. He —-before the party began. – had left

৬০. Your performance is—–than it was a month ago. – worse

Office Soyahak Math Question Solution

৬১. উত্তরঃ ৩০

৬২. উত্তরঃ ৭৫

৬৩. উত্তরঃ ০

৬৪. উত্তরঃ ৩২

৬৫. উত্তরঃ ৬৪ মিটার

৬৬. উত্তরঃ ২০%

৬৭. উত্তরঃ ২০০০০ টাকা

৬৮. উত্তরঃ ৪০%

৬৯. উত্তরঃ (১, ০)

৭০. উত্তরঃ কোনটিও নয় ( সঠিক ৩৭ হবে)

৭১. উত্তরঃ ২

৭২. উত্তরঃ ২২০ ডিগ্রী

৭৩. উত্তরঃ ৭০%

৭৪. উত্তরঃ ৫০

৭৫. উত্তরঃ ১৬

৭৬. উত্তরঃ ৪০০

৭৭. উত্তরঃ ৭/১৫

৭৮. উত্তরঃ ১৮

৭৯. উত্তরঃ ৮%

৮০. উত্তরঃ ২.৫ বছর

NSI Computer Technician Exam Question Solution

NSI Computer Technician exam question solution will be here after the exam.

NSI Radio Technician Exam Question Solution

NSI Radio Technician exam question solution will be here after the exam.

NSI Accountant cum Cashier Exam Question Solution

NSI Accountant cum Cashier exam question solution will be here after the exam.

NSI Stenographer cum Computer Operator Exam Question Solution

NSI Stenographer cum Computer Operator exam question solution will be here after the exam.

NSI Computer Operator Exam Question Solution

NSI Computer Operator Operator exam question solution will be here after the exam.

NSI Steno Typist cum Computer Operator Exam Question Solution

NSI Steno Typist cum Computer Operator exam question solution will be here after the exam.

NSI Assistant Librarian Exam Question Solution

NSI Assistant Librarian exam question solution will be here after the exam.

NSI Office Assistant Exam Question Solution

NSI Office Assistant exam question solution will be here after the exam.

NSI Laboratory Assistant Exam Question Solution

NSI Laboratory Assistant exam question solution will be here after the exam.

NSI Darkroom Assistant Exam Question Solution

NSI Darkroom Assistant exam question solution will be here after the exam.

Conclution

Prime Minister’s Office job circular NSI exam question solution available here with correct answer. So We think you got your desire things. If this post helpfull for you then share this post. If you feel any answer is incorrect then comment below with correct answer and refference. Thanks!

12 thoughts on “NSI Exam Question Solution 2019”

Leave a Comment