JSC ICT Suggestion 2018 (আইসিটি সাজেশন ২০১৮)

JSC ICT Suggestion 2018, জেএসসি আইসিটি সাজেশন ২০১৮, JSC ICT Exam Suggestion, ICT Question For JSC Exam 2018, ICT Question Solve, ICT Examination Preparation.

JSC ICT Suggestion 2018

Junior School Certificate exam is knoking at the door. We created JSC ICT suggestions based on all board and popular school’s question. JSC candidates can easily preparation ICT and all subject for exam with our JSC suggestion. You can get here JSC all subject suggestions.

অধ্যায় ০১

JSC ICT Suggestion তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব

অধিক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

  • আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায় খরচ কমানোর উপায়গুলো বর্ণনা কর। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
  • “তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী তার কর্মে অনেক দক্ষ হয়ে ওঠে”- উক্তিটি বুঝিয়ে লেখ। [সকল বোর্ড ২০১৬, ২০১৪]
  • ICT প্রয়োগের ফলে ব্যবসায় কি কি সুবিধা অর্জিত হয়? [সকল বোর্ড ২০১৫]
  • যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা কর। [সকল বোর্ড ২০১৪]
  • ইন্টারনেটের বিকাশের ফলে কিভাবে বেকারদের আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে ব্যাখ্যা কর। [মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর]
  • সরকারি কর্মকান্ডে আইসিটির পাঁচটি প্রয়োগ ক্ষেত্রের পরিচয় দাও। [Rajuk Uttara Model College, Dhaka; Dhaka Residential Model College; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা; বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ; বরিশাল জিলা স্কুল, বরিশাল]
  • আমাদের দেশে বর্তমানে অনেক নাগরিক সেবা পাওয়া যায়। উল্লেখযোগ্য সেবাগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
  • কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বর্ণনা কর। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা; পাবনা জেলা স্কুল, পাবনা]
  • আইসিটির কারণে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে- উক্তিটি ব্যাখ্যা কর। [গভমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ঢাকা]
  • টেলিমেডিসিন কী? চিকিৎসা ক্ষেত্রে আইসিটি কিভাবে ভূমিকা রাখছে লিখ। [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা; বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম; বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা; বগুড়া জিলা স্কুল, বগুড়া]

তুলনামূলক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

[Adsense1]
  • তথ্য প্রযুক্তি কী? দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কয়েকটি ব্যবহার লিখ।
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এক নতুন দিগন্তের সূচনা করেছে- উক্তিটি ব্যাখ্যা কর।
  • E-book / ই-বুক বলতে কী বুঝ?
  • ই-পুর্জি কী?
  • ব্রডকাস্ট পদ্ধতি বলতে কী বুঝ? দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি কী? [পাবনা জেলা স্কুল, পাবনা]
  • ব্যবসা ক্ষেত্রে উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ গুলো বর্ণনা কর।

অধ্যায় ০২

JSC ICT Suggestion কম্পিউটার নেটওয়ার্ক

অধিক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

  • কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি লিংক থাকে? সেই টপোলজির সংক্ষিপ্ত বর্ণনা দাও। [সকল বোর্ড 2016]
  • নেটওয়ার্কিং এর ক্ষেত্রে মডেম ও ল্যান কার্ড এর কার্যকারিতা সংক্ষেপে বর্ণনা কর। [সকল বোর্ড 2016]
  • Topology কী? চিত্রসহ বাস টপোলজি বর্ণনা কর। [সকল বোর্ড 2015]
  • টপোলজি কী? রিং চিত্রসহ রিং টপোলজি বর্ণনা কর। [সকল বোর্ড 2014]
  • যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের ভূমিকা ব্যাখ্যা কর। [সকল বোর্ড 2014]
  • রাউটার কাকে বলে? অপটিক্যাল ফাইবার এর সুবিধা কি কি? [মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর]
  • টপোলজি কী? বাস ও স্টার টপোলজির বৈশিষ্ট্যগুলো লিখ। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
  • বাস্তব উদাহরন সহ একটি বাস টপোলজির বিবরণ দাও। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
  • স্টার এবং মেস টপোলজির মধ্যে পার্থক্য গুলো লিখ। [ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
  • চিত্রসহ স্টার টপোলজির ব্যাখ্যা কর। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; মাইলস্টোন কলেজ, ঢাকা; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
  • ট্রি টপোলজির সুবিধা ও অসুবিধা বর্ণনা কর। [আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল, ঢাকা]
  • হাব কী? হাব এবং সুইচ এর মধ্যে অমিল গুলো লিখ। [মাইলস্টোন কলেজ, ঢাকা; সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা]

তুলনামূলক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

  • সার্ভার ও ক্লাইন্ট বলতে কী বোঝায়? এদের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান ব্যাখ্যা কর।
  • নেটওয়ার্ক এডাপ্টার কী? কম্পিউটারে এর ব্যবহার কী কী সুবিধা পাওয়া যায়।
  • রিং টপোলজির বৈশিষ্ট্যগুলো লিখ।
  • ক্লায়েন্ট এবং রিসার্স এর মধ্যে পার্থক্য লিখ।
  • সামাজিক নেটওয়ার্ক কী? সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুফল এবং কুফল গুলো কী কী?
  • সুইচ এবং রাউটার এর মধ্যে পার্থক্য গুলো কী কী লিখ।
  • Mesh topology কী? Mesh topology ব্যবহারে প্রাপ্ত সুবিধা এবং অসুবিধা গুলি কী কী? [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা]
  • Modem কী? এটি কিভাবে সংকেত বা সিগন্যাল আদান-প্রদান করে? [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা; ক্যান্ট পাবলিক স্কুল, জাহানাবাদ, খুলনা; বগুড়া জিলা স্কুল, বগুড়া]
  • বাস এবং রিং টপোলজির মধ্যে পার্থক্য গুলো লিখ।

অধ্যায় ০৩

JSC ICT Suggestion তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার

অধিক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

  • দুর্নীতি নিরসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর|
  • পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয় ? শক্তিশালী পাসওয়ার্ড তৈরির কৌশল আলোচনা কর|
  • Captcha কি? পাসওয়ার্ড এর গোপনীয়তা রক্ষা করার জন্য কি কি করা উচিত?
  • কম্পিউটার ভাইরাস কি ? এর প্রকারভেদ আলোচনা কর |
  • ম্যালওয়ার কেমন করে কাজ করে?
  • ম্যালওয়ার থেকে নিষ্কৃতি পাওয়ার পাঁচটি উপায় লিখ |
  • তথ্য অধিকার আইন কি? দুর্নীতি নিরসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বর্ণনা কর|
  • কম্পিউটার ভাইরাস কি? এর বৈশিষ্ট্যগুলো লিখ |
  • কম্পিউটার ভাইরাস কি ? কাজের ধরনের ভিত্তিতে ভাইরাস কে কত ভাগে ভাগ করা হয়? সংক্ষেপে এর বিবরণ দাও|

তুলনামূলক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

  • সফটওয়্যার কি? ক্ষতিকারক সফটওয়্যার কিভাবে কম্পিউটারের ক্ষতিসাধন করে ?
  • ভাইরাস শব্দটির পুরো অর্থ কি ? সাধারণ প্রোগ্রাম ও ভাইরাস প্রোগ্রাম সম্পর্কে বর্ণনা কর |
  • কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কি কি ?
  • কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষায় করণীয় পদক্ষেপ গুলো কি কি ?
  • হ্যাকিং এবং হ্যাকার এর মধ্যে পার্থক্য লিখ|
  • নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থায় পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার পাঁচটি উপায় লিখ |
  • অনলাইন পরিচয় নিরাপত্তা রক্ষার্থে কি পদক্ষেপসমূহ নেওয়া যেতে পারে?
  • E commerce এর পূর্ণরূপ কি ? এ ব্যবস্থায় ব্যবসা ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন সাধিত হয়েছে?
  • কম্পিউটার ভাইরাস কি? trojan horse এর কার্যপদ্ধতি লেখ|

অধ্যায় ৪

JSC ICT Suggestion স্প্রেডশিটের ব্যবহার

অধিক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

  • Microsoft excel 2007 window এর পরিচিতি বর্ণনা কর |
  • পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে স্প্রেডশিটের ব্যবহার ব্যাখ্যা কর |
  • স্প্রেডশিট প্রোগ্রাম কি ? স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে কি কি সুবিধা পাওয়া যায় লেখ |
  • স্প্রেডশিটে ব্যবহৃত ফর্মুলা ও ফাংশন এর পার্থক্য লেখ|
  • স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য গুলো কি কি?
  • স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট ব্যবহারের কৌশল লিখ|
  • মাইক্রোসফট এক্সেল কি? এর ব্যবহারিক ক্ষেত্র গুলো লিখ|

তুলনামূলক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

  • নতুন একটি worksheet খোলার পদ্ধতি লিখ |
  • Worksheet শেভ করার প্রক্রিয়াটি কিরূপ?
  • স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের যোগ করার পদ্ধতি লিখ |
  • ফর্মুলা বলতে কি বোঝো ?উদাহরণ লেখো|
  • স্প্রেডশিট ওপেন করার কৌশল সংক্ষেপে লিখ |
  • মাইক্রোসফট এক্সেল ব্যবহারে বার ডায়াগ্রাম অংকন পদ্ধতি লিখ |
  • স্প্রেডশিট এবং Microsoft word এর মধ্যে পার্থক্য লিখ|
  • বার ডায়াগ্রাম অঙ্কনের পদ্ধতি বর্ণনা কর |

অধ্যায় ৫

JSC ICT Suggestion শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার

অধিক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

  • একজন শিক্ষার্থী হিসেবে ইন্টারনেট থেকে তুমি কি কি সুবিধা ভোগ কর বর্ণনা কর|
  • দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা ব্যাখ্যা কর |
  • তোমার ছবিও পিতামাতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি করে একটি ইমেইল ঠিকানায় ইমেইল করার নিয়ম ধারাবাহিকভাবে লিখ|
  • শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে কি ধরনের সুবিধা পাওয়া যাবে ?
  • eBook reader সম্পর্কে লিখ|
  • সার্চ ইঞ্জিন কি ? সার্চ ইঞ্জিন ব্যবহারে কিভাবে ইন্টারনেট থেকে তথ্য খোঁজা যায়?
  • ইমেইল পাঠাতে হলে কি পদ্ধতি অনুসরণ করতে হবে?
  • দৈনন্দিন জীবনে ইন্টারনেটের পাঁচটি ব্যবহার লিখ |
  • ইমেইল কি এর সাহায্যে কি কি করা যায় ?

তুলনামূলক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

[LinkAds]
  • ভুল ভাবে ইন্টারনেট ব্যবহারে কি ধরনের সমস্যা হতে পারে?
  • ইন্টারনেট এবং তথ্য একে অপরের সাথে সম্পৃক্ত উক্তিটি ব্যাখ্যা কর |
  • ইমেইলে কিভাবে ছবি সংযুক্ত করা যায় ?
  • ইয়াহু মেইল এ একাউন্ট খোলার প্রক্রিয়া বর্ণনা কর|

সকল ধরনের পরীক্ষার প্রিপারেশন নিতে “Exam Preparation BD” গ্রুপে যোগ দিন।

Leave a Comment