Fisheries and Livestock Information Department Job Circular 2018, Motsho o Pranisompod Tottho Doptor Chakri, flid Recruitment, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮, flid.gov.bd.
FLID stands for Fisheries and Livestock Information Department. Recently, FLID has published a job circular with lots of vacant posts under different job categories. This is a good news and opportunity for people looking for government jobs. The recruitment notice published on 06 August 2018 at FLID’s official website. We also post it on our website for all interested people. We post new job circulars in our website. So you all can visit our website regularly for getting updates about all job circulars. Bookmark our website (newresultbd.com). If this article is helpful for you, kindly share it on your Facebook profile and also with your friends.
Fisheries and Livestock Information Department Job Circular 2018 Summary
Organization Name: Fisheries and Livestock Information Department / মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
Job Posts Name: See on Circular.
Vacant Posts: 30 Available Posts
Recruitment Published Date: 10-09-2018
Application Start Date: 16-09-2018
Application Deadline: 18-10-2018.
Job Level: Entry / Mid / Top Level
Type: Government Job
Category: Full-Time Job
Educational Requirements: See Job Circular.
Experience Requirements: See Job Circular.
Age Limit For Jobs: 18-30 Years. Up to 32 years for Freedom Fighters children.
Application Fees: 100 Taka
Payment Method: Trazary Chalan
Salary: The salary for every job is given in the notice of the recruitment.
Job description: Basically this recruitment is about Govt. Job. All jobs are under “Fisheries and Livestock Information Department” organization. See the circular for details about this job description.
Additional Job Requirements: See the circular for each post requirements.
Job Location: See the circular.
Other Benefits: All benefits under Government policy.
Job Circular Source: Official Website
Email: N/A
Official Website Address: http://flid.gov.bd
Fisheries and Livestock Information Department Job Circular 2018
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, ঢাকা-এর নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্ত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ভবন, রমনা, ঢাকা।
নিয়োগ বিজ্ঞপ্তি
নং- ৩৩.০০.০০০০.১৭.০০২.১৮-৭৯২
তারিখঃ ১০/০৯/২০১৮ খ্রিঃ।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, ঢাকা-এর নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্ত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ-
ক্রঃ নং | পদের নাম, গ্রেড, বেতন স্কেল ও পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|
১ | অডিও ভিজ্যুয়াল ইকুইপমেন্ট মেকানিক,
গ্রেড-১১ স্কেল:১২৫০০-৩০২৩০/- পদ সংখ্যা-০১ |
(১) কোন স্বীকৃত পলিটেকনিক ইনষ্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে রেডিও ইলেক্ট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রী।
(২) প্রজেক্টর, টেপরেকর্ডার, জেনারেটর, পিএ সেট ইত্যাদি মেরামতের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা; এবং (৩) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। |
২ | গণযোগাযোগ কর্মকর্তা
গ্রেড-১২, স্কেল: ১১৩০০-২৭৩০০/- পদ সংখ্যা-০১ |
(১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ–তে স্নাতক বা সমমানের ডিগ্রী।
(২) সাংবাদিকতা ও প্রকাশনা বিষয়ের কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। (৩) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
৩ | অনুবাদক
গ্রেড–১২, স্কেল: ১১৩০০–২৭৩০০/- পদ সংখ্যা–০১ |
(১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ–তে স্নাতক বা সমমানের ডিগ্রী। (২) বাংলা হইতে ইংরোজী এবং ইংরেজী হইতে বাংলা অনুবাদকরণে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। (৩) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
৪ | চিত্রশিল্পী
গ্রেড–১২ স্কেল: ১১৩০০–২৭৩০০/- পদ সংখ্যা–০১ |
(১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফাইন আর্টস বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ–তে ¯স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রীসহ স্নাতকতকোত্তর বা সমমানের ডিগ্রী; অথবা কোন স্বীকৃত ইনষ্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফাইন আর্টস বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ–তে স্নাতক বা সমমানের ডিগ্রী বা ডিপ্লোমা বা সমমানের ডিগ্রী; এবং (২) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
৫ | সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা
গ্রেড–১২ স্কেল: ১১৩০০–২৭৩০০/- পদ সংখ্যা–০১ |
(১) কোন স্বীকৃত ইনষ্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন–লাইভস্টক বা ডিপ্লোমা ইন–ফিশারিজ বা সমমানের ডিগ্রী; (২) মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণ ও সম্প্রসারণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা; এবং (৩) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
৬ | সহকারী তথ্য কর্মকর্তা
গ্রেড–১২ স্কেল: ১১৩০০–২৭৩০০/- পদ সংখ্যা–০২ |
(১) কোন স্বীকৃত ইনষ্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন–লাইভস্টক বা ডিপ্লোমা ইন–ফিশারিজ বা সমমানের ডিগ্রী। (২) মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণ ও সম্প্রসারণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা; এবং (৩) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
৭ | সহকারী চিত্রশিল্পী
গ্রেড–১৩ স্কেল: ১১০০০–২৬৫৯০/- পদ সংখ্যা–০১ |
(১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনষ্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টস বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ–তে স্নাতক বা সমমানের ডিগ্রী বা ডিপ্লোমা বা সমমানের ডিগ্রী; এবং (২) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
৮ | কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
গ্রেড–১৪, স্কেল: ১০২০০–২৪৬৮০/- পদ সংখ্যা–০৯ |
(১) কোন স্বীকৃত ইনষ্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন–লাইভস্টক বা ডিপ্লোমা ইন–ফিশারিজ বা সমমানের ডিগ্রী; (২) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
৯ | ফটোগ্রাফার
গ্রেড–১৪ স্কেল: ১০২০০–২৪৬৮০/- পদ সংখ্যা–০১ |
(১) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ–তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (২) কোন স্বীকৃত ইনষ্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ষ্টীল ক্যামেরা পরিচালনায় ০২(দুই) বৎসরের অভিজ্ঞতাসহ ফিল্ম ডেভেলপিং, প্রিন্টিং, কালার প্রসেসিং, ফিল্ম স্ট্রিন্স ও স্ট্রিপস প্রস্তুতকরণে এবং স্লাইড তৈরীতে বাস্তব কর্ম অভিজ্ঞতা; এবং (৩) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
১০ | অডিও ভিজ্যুয়াল ইউনিট মেকানিক
গ্রেড–১৪ স্কেল: ১০২০০–২৪৬৮০/- পদ সংখ্যা–০২ |
(১) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ–তে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (২) কোন স্বীকৃত ইনষ্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল বা অটোমোাবাইলস বা ইলেক্ট্রনিক্স বিষয়ে অন্যূন ০২(দুই) বৎসর মেয়াদী ট্রেড কোর্স উত্তীর্ণসহ প্রজেক্টর, জেনারেটর পিএ সেট ইত্যাদি যন্ত্রপাতি মেরামত এবং রক্ষণাবেক্ষন কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা; এবং (৩) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
১১ | ক্যামেরাম্যান
গ্রেড–১৪ স্কেল: ১০২০০–২৪৬৮০/- পদ সংখ্যা–০১ |
(১) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ–তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (২) কোন স্বীকৃত সরকারি বা আধা–সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোন স্বনামধন্য ফিল্ম স্টুডিওতে ক্যামেরাম্যান হিসেবে অন্যূন ০২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা; (৩) ৩৫ ও ১৬ মি.মি. সাদা–কালো এবং রঙ্গীন সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফি ও মুভি ক্যামেরা পরিচালনা বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা; এবং (৪) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
১২ | ক্যাশিয়ার–কাম–একাউনট্যান্ট
গ্রেড–১৬ স্কেল: ৯৩০০–২২৪৯০/- পদ সংখ্যা–০১ |
(১) কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা শাখায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ–তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (২) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। (৩) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা; এবং (৪) প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনে নির্ধারিত নিরাপত্তা জামানত প্রদান করতে হইবে। |
১৩ | হিসাব সহকারী
গ্রেড–১৬ স্কেল: ৯৩০০–২২৪৯০/- পদ সংখ্যা–০১ |
(১) কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা শাখায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ–তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (২) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। (৩) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
১৪ | স্টোর কীপার
গ্রেড–১৬ স্কেল: ৯৩০০–২২৪৯০/- পদ সংখ্যা–০১ |
(১) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ–তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (২) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। (৩) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা; এবং (৪) প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনে নির্ধারিত নিরাপত্তা জামানত প্রদান করতে হইবে। |
১৫ | অফিস সহকারী–কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড–১৬ স্কেল: ৯৩০০–২২৪৯০/- পদ সংখ্যা–০৩ |
(১) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ–তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (২) কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনি¤œ গতি যথাঃ প্রতি মিনিটে বাংলা–২০ শব্দ এবং ইংরেজী–২০ শব্দ হইতে হবে। (৩) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
১৬ | লাইটম্যান
গ্রেড–১৬, স্কেল: ৯৩০০–২২৪৯০/- পদ সংখ্যা–০১ |
(১) কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ–তে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (২) কোন স্বীকৃত ফিল্ম প্রযোজনা প্রতিষ্ঠানে লাইটম্যান হিসাবে অন্যূন ০২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
১৭ | গায়ক
গ্রেড–১৬, স্কেল: ৯৩০০–২২৪৯০/- পদ সংখ্যা–০১ |
(১) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ–তে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (২) কোন স্বীকৃত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান হইতে লোকসঙ্গীতসহ সঙ্গীত বিষয়ে অন্যূন ০৪(চার) বৎসর মেয়াদী দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ–তে ব্যাচেলর–ইন–মিউজিক বা সমমানের ডিগ্রী। |
১৮ | গাড়ী চালক
গ্রেড–১৬ স্কেল: ৯৩০০–২২৪৯০/- পদ সংখ্যা–০১ |
৮ম শ্রেণি পাস। বৈধ লাইসেন্সধারী সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ হতে হবে। |
শর্তাবলীঃ-
১. চাকরির জন্য নির্ধারিত আবেদন ফরম প্রার্থী কর্তৃক স্বহস্তে/কম্পিউটার টাইপে পূরণ করে নিজ স্বাক্ষরে আবেদন করতে হবে। আবেদন ফরম এ দপ্তরের ওয়েবসাইটে (flid.gov.bd) পাওয়া যাবে।
২. আবেদন ফরমে ১৬/০৯/২০১৮ খ্রিঃ প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে এবং উক্ত তারিখে সাধারণ প্রার্থী, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের পুত্র-কন্যা ও এতিম প্রার্থীর ক্ষেত্রে বয়স ১৮ থেকে অনুর্ধ্ব ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে অনুর্ধ্ব ৩২ বছর।
৩. আবেদনপত্র আগামী ১৮/১০/২০১৮ খ্রিঃ তারিখের মধ্যে উপ-পরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, মৎস্য ভবন (১১ তলা), রমনা, ঢাকা-এর বরাবরে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে প্রেরণ করতে হবে। সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
৪. আবেদনপত্রের সাথে আবেদন ফরমে ব্যবহৃত ১কপি ছবি ছাড়াও প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৪(চার) কপি রঙ্গীন ছবি, আবেদনকারীর নাম ও পত্র যোগযোগের ঠিকানা (বর্তমান ঠিকানা) সম্বলিত ১০(দশ) টাকার ডাক টিকেট সংযুক্ত ১০” / ৪.৫” ইঞ্চি মাপের একটি ফেরত খাম এবং পরীক্ষার ফি-বাবদ প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে উপ-পরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা বরাবরে কোড নং-১৪২২৩২৬ তে ১০০/- (একশত) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে প্রদান করে ট্রেজারী চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৫. আবেদনপত্রের সাথে কোন প্রকার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। তবে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও সকল সনদপত্রের সত্যায়িত কপি ০১(সেট) সংগে আনতে হবে।
৬. আবেদনপত্র প্রেরণের খামের বাম পার্শ্বের উপরের অংশে অবশ্যই স্পস্ট অক্ষরে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
৭. সরকারি/আধা সরকারি/ স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
৮. অস্পস্ট/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত/একই খামের মধ্যে একাধিক আবেদনপত্র অথবা আবেদনপত্রের গায়ে কোন প্রকার সুপারিশ লিপিবদ্ধ থাকলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৯. আবেদনপত্রসমূহ প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণের জন্য ডাকা হবে।
১০. লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় যাতায়াতের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১১. এ নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন অংশ সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১২. কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৩. নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফরম >>> PDF File Download