ঈদ মোবারক ২০২৩ ঈদের শুভেচ্ছা মেসেজ, স্ট্যাটাস, এসএমএস, পোস্ট, ছবি, গান

ঈদ মোবারক ২০২৩ – ঈদের স্ট্যাটাস, ম্যাসেজ, এসএমএস, পোস্ট, ব্যানার, অগ্রিম শুভেচ্ছা ছন্দ, বাণী, গান , দেখতে দেখতে শেষ হয়ে গেলো আরো একটি বছর । সকল হতাসা দুঃখ দূর্দশাকে পাশ কাটিয়ে আমাদের মাঝে আবারো চলে এলো ইদুল ফিতর । ইদুল ফিতর বা রোযার ঈদ মুসলমান দের বড় ধর্মীয় উৎসব । তাই নানা আয়োজনের মধ্য দিয়ে মুসলিম ধর্মাবলম্বীরা পালন করা হয় এই দিনকে। আমাদের দেশের মানুষও নানা আয়োজনের মাধ্যমে ইদের দিনটি পালন করে থাকে। তাই ঈদ উদযাপন কে সুন্দর ও সুশৃংখল করার উপায় গুলো নিয়ে আজকের এই আর্টিকেলে আলোচনা করবো । 

মূলত ঈদ মুসলমানদের ধর্মীয় উৎসব হলে বর্তমান সময়ে এই ইদ উৎসব শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ থাকেনা। সম্পৃতির বন্ধনে আবদ্ধ হয়ে সকল ধর্মের মানুষ কে সাথে নিয়ে এখন ঈদ উদযাপন করা হয়। ঈদের দিনে একে অন্যের মাঝে খাবার বিতরন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় এই দিন কে।  ঈদুল ফিতর বা রোজার ঈদে সোশ্যল মিডিয়া প্লাটফর্ম গুলোতে সকলে বিভিন্ন শুভেচ্ছা র্বাতা থেকে শুরু করে পিকচার, কবিতা, এসএমএস আদান প্রদান করে থাকে। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেনা কিভাবে বা কি লিখে বন্ধুদের শুবেচ্ছা পাঠাতে হয় । 

ঈদ মোবারক শুভেচ্ছাবাণী, স্টেটাস, ক্যাপশন, Photos ~ Bengali Happy Eid Wishes, Pictures, Quotes 

তাই আপনিও যদি আপনার প্রিয়জন, বন্ধু-বান্ধবী, কলিগ কে ঈদুল ফিতর এর শুভেচ্ছা বার্তা পিকচার, SMS, ছন্দ পাঠাতে চান তাহলে তাহলে এই আর্টিকেল টি আপনার জন্যে। 

 কারন আমরা এই পোষ্টটির মাঝে রেখেছি বেশ কিছু বাছাই করা ঈদুল ফিতর এর কালেকশন ও আরো থাকছে পহেলা ঈদুল ফিতর এর এসএমএস, কবিতা, ইমেজ, ছবি, কবিতা, ছন্দ, বানী ইত্যাদি। আপনি আমাদের সংগ্রহ থেকে নিয়ে আপনার প্রিয়জন কে এস,এম,এস করতে পারেন। 

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা- ঈদ মোবারক ২০২৩

ঈদুল ফিতর  অর্থ “রোজা ভাঙার দিবস” ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি। দ্বিতীয়টি হলো ঈদুল আযহা। ধর্মীয় পরিভাষায় একে ‍ইয়াওমুল জায়েজ‍ (অর্থ: পুরস্কারের দিবস) হিসেবেও বর্ণনা করা হয়েছে। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে থাকে। 

হিজরি বর্ষপঞ্জী অনুসারে রমজান মাসের শেষে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উৎসব পালন করা হয়। তবে এই পঞ্জিকা অনুসারে কোনও অবস্থাতে রমজান মাস ৩০ দিনের বেশি দীর্ঘ হবে না। চাঁদ দেখা সাপেক্ষে রমজানের সমাপ্তিতে শাওয়ালের প্রারম্ভ গণনা করা হয়। ঈদের আগের রাতটিকে ইসলামী পরিভাষায় ‍‍লাইলাতুল জায়জা‌ (অর্থ: পুরস্কার রজনী) এবং চলতি ভাষায় “চাঁদ রাত” বলা হয়। শাওয়াল মাসের চাঁদ অর্থাৎ সূর্যাস্তে একফালি নতুন চাঁদ দেখা গেলে পরদিন ঈদ হয়, এই কথা থেকেই চাঁদ রাত কথাটির উদ্ভব। 

ঈদের অগ্রিম শুভেচ্ছা ২০২৩ 

ঈদের দিন টিকে খুশির সাথে কাটাতে সবাই ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস পেতে চায়। বিশ্বের সকল মুসলমানের জন্য ঈদের দিনটি বিশেষ একটি দিন। দীর্ঘ এক মাস রোজা রাখার পর। ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। তাই সকল মুসলমান এই দিনটিতে ঈদ সম্পর্কিত উক্তি, শুভেচ্ছা এসএমএস সবার সাথে শেয়ার করে থাকে। তাই এখান থেকে দেখে নিন জনপ্রিয় ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস। এবং অবশ্যই সবার সাথে ঈদ নিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস গুলো শেয়ার করবেন। 

ঈদের স্ট্যাটাস ম্যাসেজ এসএমএস পোস্ট

আল্লাহ আমাদের উপর থেকে মহামারী তুলে নিক এই দোয়াই করি। সবার ঈদ ভালো কাটুক এ আশায় সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই। 

সকল মুসলিম ভাই ও বোনের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। দীর্ঘ একমাস রোজার পর এলো খুশির ঈদ। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। 

হাঁসের ডিম মুরগির ডিম। দেখা হবে ঈদের দিন। ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’। ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি! ঈদ মোবারক

ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি। তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক। 

নতুন চাঁদের আগমনে, সাড়া জাগলো এ মনে, ঈদ এলো পবিত্র দিনে, দুঃখ বেদনা ভুলে গিয়ে, এনজয় করো ইদের দিনে , দাওয়াত দিলাম তোমার তরে, পারলে এসো আমার ঘরে, ঈদ মোবারাক। 

ঈদের ফেসবুক স্ট্যাটাস ২০২৩

রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে। খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক

“ঈদ মোবারক” – 

সারা দেশে চলছে ঈদের উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।  ঈদ মোবারক। 

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি, বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি। কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে, আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে। 

ঈদ মোবারক। 

কষ্টের আড়ালে সুখের রাশি, প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি। তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক। সবাইকে জানাই ঈদ মোবারক।  

বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে, “ঈদ মোবারক” 

কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ” ঈদ মোবারক 

শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি? টিক্কা না ঝালফ্রাই? এনটিভি না চ্যানেল-আই? রিলাক্স না বিজি? শাড়ি না শার্ট? 

Wishing from heart … EID MUBARAK 

ইংরেজি হরফে ঈদের শুভেচ্ছাবাণী – Eid Wishes in English 

‘’Sonali SHOKAL, Rodela DUPUR,Poronto BIKEL, Godhuli SONDHA,Chandni RAAT,SOB rong-a Rangiyeathak apnar sarata bochor, sarata jibon.Ai kamonay-’’ 

“EID MUBARAK 

‘’Magla akesh magla din. Eider bake kicho din. Sobar mukhe futbe hase ful futbe rashe rashe. Notun surjo notun dine. Eid katuk hase mone.’’ 

‘’Ful chay futte, Nodi chay chutte.Agun chay jolte, R ami chai jara EIDerdowat diye, thikana dey na, tader pitate.2mi o jodi pitate chao, tahole sms postkoro…!’’ 

‘’NotuN cHater agomoNe sara jagLo a moNe.eid alo pobitro diNe.dukho-bedoNa vuLe giae Enjoy koro Eid-er diNe.Jodi boNdhu moNe pore,aso boNdHu amar taNe.Invite korLam a suvoggoNe.Asai asi asbe boLe Eid-mubarak’’ 

‘’Shuvo rat, shuvo din. Agami kal eid er din. Enjoy korbo simahin. Eid pabona protidin. Tomar dawat roilo eid er din.’’ 

‘’Kichu Kotha Obekto Roye Jay, Kichu Onuvuti Moner Maje Theke Jay, Kichu Valobashar Srithi Nirobe Kade, Sudhu Ai Din Sob Vulie dai, “Eid Mobarok” 

‘’Shopno Gulo Sotti Hok, Sokol Asha Purno Hok, Dukkho Dure Jak, Sukhe Jibon Vore Jak, Jibonta Hok Dhonno, Eid Mubarak Tumar Jonno.!!’’ 

রোজার ঈদের শুভেচ্ছা এসএমএস 

‘’সোনালি সকাল, রোদেলা দুপুর, 

পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত। 

সব রঙ্গে রাঙ্গিয়ে থাক 

আপনার সারাটি বছর, সারাটি জীবন। 

এই কামনায় “ঈদ মোবারাক” 

 

‘’এই এসএমএস, যার কাছে যাবি,  

যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি, 

লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি, 

আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক’’ 

 

‘’তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে, 
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। 
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, 
এই কামনায় ঈদ মোবারক।’’ 

‘’ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, 
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ। 
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়, 
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।’’ 

ঈদ মোবারক বাংলা এস এম এস – ঈদ মোবারক গান 

‘’কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেষে। ঈদের দিন বেশ রঙিন তোমাকে শুভেচ্ছা জানাই অগ্রিম।’’ 

‘’ফুল ফুটেছে বনে বনে,,,,,,, ভাবছি তোমায় মনে মনে,,,,,, বলছি তোমায় কানে কানে,,,, ঈদের অনাবিল শুভেচ্ছা। ‘’ 

‘’ঐ দেখা যায় ঈদের চাঁদ বাড়ীয়ে দিলাম দুটি হাত মিস্টি মিস্টি হাসিতে  দাওয়াত দিলাম আসিতে  ঈদ মোবারক।’’ 

‘’নতুন চাঁদের আগমনে, সাড়া জাগলো এ মনে, ঈদ এলো পবিত্র দিনে, দুঃখ বেদনা ভুলে গিয়ে, এনজয় করো ইদের দিনে , দাওয়াত দিলাম তোমার তরে, পারলে এসো আমার ঘরে, ঈদ মোবারাক।’’ 

’’ভালবাসার তালে .তালে চলব দুজন এক সাথে। কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে। শপ্ন দেখ্ব দুজন মিলে, ঘর কর ছি এক সাথে। আর কি লাগে পৃথিবীতে। ঈদ মোবারক’’ 

অগ্রিম ঈদের শুভেচ্ছা ছবি ২০২৩ – ঈদুল ফিতর ২০২৩ ছবি 

অগ্রিম ঈদের শুভেচ্ছা ছবি ২০২২ - ঈদুল ফিতর ২০২২ ছবি 

 

 

অগ্রিম ঈদের শুভেচ্ছা ছবি ২০২২ - ঈদুল ফিতর ২০২২ ছবি 

ঈদের শুভেচ্ছা ছবি, পিকচার, ইমেজ  

 

অগ্রিম ঈদের শুভেচ্ছা ছবি ২০২২ - ঈদুল ফিতর ২০২২ ছবি 

অগ্রিম ঈদের শুভেচ্ছা ছবি ২০২২ - ঈদুল ফিতর ২০২২ ছবি 

 

ঈদের শুভেচ্ছা বার্তা , এসএমএস , ছবি সংগ্রহ করতে আশাকরি এই ব্লগ টি আপনাদের সাহায্য করেছে। শেষ পর্যন্ত সাথে থাকার জনে ধন্যবাদ ।