Dhaka University A Unit Question Answer 2021

Dhaka University (DU) A or Ka Unit Question Solution 2021. DU Ka unit admission exam MCQ and Written answer 2020-21. The examination of this A unit of Dhaka University has been completed. Now we will discuss the question Solution or Answer Sheet of A unit of Dhaka University. So all the students who were the examinees of A unit of Dhaka University should follow our article. Almost all the examinee’s search question solutions at the end of the examination. Because they all want to check how the test went. That’s why they want to see the questions and answers of the test. Thinking about all those students, today we will provide the question solution of A unit of Dhaka University. So students who are interested in seeing the question Solution or Answer Sheet of A unit of Dhaka University should read the whole article.

[Adsense]

Dhaka University A Unit Exam Details

The date of the A unit examination of Dhaka University is 1st October 2021. The test will be taken in both written and multiple-choice question methods. The time allotted for the test is 1 hour 30 minutes. This means that the test will start at 11.00 am and end at 12:30 pm. Follow the next steps to know the A unit exam details of Dhaka University.

[Adsense]

KA Unit Subjects of Dhaka University

A total of four subjects have been fixed for the examination of Ka unit of Dhaka University. Ka unit of Dhaka University is reserved for students of the Science Department. The examination subjects of Ka unit of Dhaka University are- Physics, Chemistry, Biology, and Higher Mathematics. So if you review the Question Solution or Answer Sheet of Ka unit of Dhaka University, you will get an idea of ​​who can get how many marks in any subject.

[Adsense]

Dhaka University A Unit Question Marks Distribution

A total of 100 marks have been taken for this unit of Dhaka University. Out of 100 marks, 60 marks will be taken on the basis of MCQ questions, and the remaining 40 marks have been taken in the written test. The time allotted for the Huawei test was 45 + 45 = 1.30 minutes. For the written test, a total of 40 marks have been taken with 10 marks in each subject. A total of 60 marks from all subjects were also provided for the MCQ examination. So from our Dhaka University A Unit question Solution & Answer you can determine who can get how many marks.

[Adsense]

Dhaka University A Unit Question Solution / Answer 2021

We have created questions Solution thinking about the examinees of this unit of Dhaka University. So use our website to test the A unit questions solution accurately at Dhaka University. Because first of all, we will provide all the questions & answers of the A unit of Dhaka University with the correct answers. So read our article in full to get the DU A Unit Question Answer 2021 very first and correct answer.

[Adsense]

DU A / Ka Unit MCQ Solve

Dhaka University, DU a or Ka unit Science subject’s 60 marks all MCQ question solve will be hereafter exam finished.

দ্রুত প্রশ্নের সমাধান পেতে এখানে ক্লিক করে পোষ্টটি শেয়ার করুন।

Join Our Group & Page For Getting Solutions Very Quickly

DU A Unit Bangla MCQ Question Answer

01. ‘চিত্রময় বর্ণনার বাণী’ – কবি কোথা থেকে কুড়িয়ে আনেন? 

ক. প্রকৃতির ঐকতান স্রোত থেকে

খ. ভ্রমন বৃত্তান্ত থেকে

গ. মানষের কীর্তি থেকে

ঘ. কবিতা থেকে

02. সালামের হাত থেকে কিসের মত অবিনাশী বর্ণমালা ঝরে?

ক. কৃষ্ঞচূড়ার মত

খ. রক্তের বুদবুদের মত

খ. বিপ্লবের মত

ঘ. নক্ষত্রের মত

03. স্থির শব্দের বিপরীত শব্দ হলো-

ক. জঙ্গম

খ. কোলাহল

গ. উচ্চরব

ঘ. নিশ্চল

04. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সভ্যতার সঙ্গে দারিদ্র্য বৃদ্ধির কী কারণ নির্দেশ করেছেন?

ক. অলসতা

খ. বিলাসিতা

গ. অসততা

ঘ. অজ্ঞতা

[Adsense]

05. কাজী নজরুল ইসলামের মতে, কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়?

ক. মনুষ্যত্ব

খ. ধর্ম

গ. সংগ্রাম

ঘ. ভুল

06. বৃক্ষ কেবল বৃদ্ধির ইশারা নয়, মোতাহের হোসেন চৌধুরী বলেছেন, তা আরো কিছু  ইঙ্গিত; সেটি কী?

ক. বিবেচনাবােধ

খ. প্রশান্তি

গ. ধৈর্যশীলতা

ঘ. গতিময়তাবাজি

07. কোনটি পর্তুগিজ শব্দ নয়?

ক. আলপিন

খ. আলবেলা

গ. আলমারি

ঘ. আনারস

08. বিচার করে কাজ করে না যে, তাকে এককথায় বলে-

ক. অনুদার

খ. অশিক্ষিতপটু

গ. অবিমৃষ্যকারী

ঘ.অকুতােভয়

09. নিচের কোনটি উত্তম পুরুষের ক্রিয়াপদের উদাহরণ?

ক. করেছ

খ. করেছি

গ. করেছিস

ঘ. করেছেন

10. ণত্ব বিধান অনুসারে ভুল বানান আছে কোন গুচ্ছে?

ক. ধরন, পুরােনাে

খ. নেত্রকোনা, গৃহকোণ

গ. ক্ষণকাল, বর্ষণ

ঘ. মূল্যায়ণ, নিরূপন

11. কোনটি অপপ্রয়োগ?

ক. একত্র

খ. একত্রিত

গ. একতাল

ঘ. একতা

[Adsense]

12. ‘ বারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এখানে কারো-বিভক্তি বিচারে ‘স্বাধীনতার’ হলো-

ক. নিমিত্তার্থে ৬ষ্ঠী

খ. অপাদানে ৭মী

গ. নিমিত্তার্থে ৭মী

ঘ. কর্মে ৬ষ্ঠী

13. ‘অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মত মেয়ের বিমর্ষ মুখ।’ – কোন রচনায় বাক্য?

ক. রেইন কোট

খ.মহাজাগতিক কিউরেটর

গ. চাষার দুক্ষু

ঘ. অপরিচিতা

14. নিচের কোন কবিতায় ট্রয় নগরীর প্রসঙ্গ আছে?

ক. সাম্যবাদী

খ. সেই অস্ত্র

গ. ঐকতান

ঘ. বিভীষণের প্রতি মেঘনাদ

15. ‘সাম্যবাদী’ কবিতায় উল্লেখকৃত ‘জেন্দাবেস্তা’ কী?

ক. একপ্রকারের খাদ্য

খ. ধর্ম বিশেষ

গ. পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ ও ভাষা

ঘ. উড়িষ্যার একটি স্থান

DU A Unit English MCQ Question Answer

Fill in the blank with the most appropriate option.

01. …… his alert and vigilant presence,  all predatory animals were said to have been Kept within bounds.

A. Hence

B. However

C. in addition to

D. Because of

02. Complete the following sentence using the most suitable options given below: “If I had a car, ...…”

A. I took you to a long drive.

B. I would have been taken you to a long drive.

C. I would have taken you to a long drive.

D. I would take you to a long drive.

03. Complete the sentence with the most appropriate option below. “ the organization helps ….. elderly.”

A. the

B. an

C. a

D. no article

[Adsense]

04. Do you get ….. well ….. Your sister?

A. by, to

B. on, with

C. into, with

D. in, to

05. Don’t make so much noise. Shibli ..... to Study for his admission test!

A. try

B. tries

C. tried

D. is trying

06. Would you mind ….. a Cup of coffee with me?

A. drink

B. having to drink

C. having

D. to drink

07. Bangladesh is ….. huge inland open water resources.

A. equipped with

B. submerged by

C. blessed by

D. blessed with

[Adsense]

08. By this time next year, I ..... all my exams.

A. will taken

B. have taken

C. will have taken

D. took

09. The synonym of ‘incompatible’ is-

A. disqualified

B. incomprehensible

C. unsuitable

D. incompetent

10. If you are skeptical you are-

A. credulous

B. villainous

C. philosophical

D. doubtful

11. Change the voice of the sentence: “He does not like people laughing at him”.

A. People laughing at him are not liked by him.

B. He does not like being laughed at.

C. To be laughed at by people are not like by him.

D. He does not like him being laughed at by People.

12. The noun of ‘bore’ is-

A.  boring

B. bores

C. bored

D. boredom

13. Whose book is that?

A. It’s of Mita’s.

B. It’s Mitas’.

C. It’s Mita’s.

D. Its Mita’s.

14. The antonym of ‘malign’ is-

A. hostile

B. bad 

C. benign

D. harmful

15. Choose the correctly spelled word.

A. Synonymus

B. Hippopotamous

C. Hypocrisy

D. Antonymus. 

DU A Unit Biology MCQ Question Answer

1. নিচের কোনটিতে কোরালয়েড মূল পাওয়া যায়- সাইকাস
2. দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস এর অনুপাত হলো- :
3. জলাভূমির উদ্ভিদ কোনটি- Barringtonia acutangula
4. নিচের কোন এন্টিবডি বুকের দুধের মাধ্যমে প্রবাহিত হয়- IgA
5. পতঙ্গের সম্পূর্ণ রূপান্তরের ধাপ হলো- ডিম-লার্ভা-পিউপা-পূর্ণাঙ্গ পতঙ্গ
6. মানবদেহে স্টেম কোষ কোথায় পাওয়া যায়- অস্থিমজ্জায়
7. মানবদেহে কটিদেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা- ৫টি
8. চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম- Faciola hepatica
9. ম্যান্টল কোন পর্বের বৈশিষ্ট- Mollusca
10. কোন ব্যাক্টেরিয়ায় একটি মাত্র ফ্লাজেলা থাকে- Vibrio cholerae
11. উদ্ভিদের রোম অথবা ট্রাইকোম কোনটির অংশ- ত্বক
12. কোনটিতে একটিনি এবং হেটোরেসিস্ট পাওয়া যায়- Nostoc
13. কোন কোডনটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না- UGA
14. প্রোফেজ-১ এর কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়- প্যাকাইটিন
15. মানবদেহে রক্তের প্লাজমার স্বাভাবিক pH কত- 7.4

DU A Unit Physics MCQ Question Answer

১. a ‍মান কত হলে ——— পরস্পর লম্ব হবে ? –1

২. কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? – √3/2 C

৩. একটি m ভরের বস্তু ঘর্ষণবিহীন একটি তলে বেগে চলার সময় একটি স্প্রিং-এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটিকে সংকচিত করল, স্প্রিংটির বল-ধ্রুবক k হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? – √m/k v

৪. একটি বস্তু 12 m ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলমান আছে, একটি মুহূর্তে বৃত্তাকার পথে এর দ্রুতি 6 m/s এবং এটি 4 m/s2 হারে বৃদ্ধি পাচ্ছে। ঐ মুহূর্তে বস্তুটির ত্বরণের মান কত? – 5 m/s2

৫. অভিকর্ষীয় ত্বরণ g বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা h এর লেখচিত্র কোনটি?

৬. ইয়ং এর দ্বি-চির পরীক্ষণের চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলাে d এবং চিরদ্বয় থেকে পর্দা D দূরত্বে অবস্থিত। পর্দার উপর প্রতি একক প্রস্থে ডােরার সংখ্যা হলাে – d/DA

৭. একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকর – 125%

৮. কোনাে আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে তার অণুগুলাের মূল গড় বর্গবেগ কতগুন – 2

৯. একটি সমান্তরাল পাতেকে ——————– তবে ধারকে সঞ্চিত শক্তি কত গুণ হবে – 2U0

১০. q আধান বিশিষ্ট একটি গােলককে একটি অপরিবাহী সূতার একপ্রান্ত বেঁধে w কৌণিক বেগে ঘােরানো
হচ্ছে। ঘূর্ণায়মান আধানটি কী পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? – qw/2π

১১. স্থিতিস্থাপক গুণাংকের মাত্রা কী? – ML–1 T–2

১২. কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়? – দূর দৃষ্টি (Long sightedness)

১৩. —– নিউক্লীয় বিক্রিয়াতে অনুপস্থিত কণাটি হল – প্রোটন

১৪. 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে। এর অর্ধায়ু হবে – 7/2 min

১৫. কোনো দিক পরিবর্তী তড়িচ্চালক বলের গড়বর্গের বর্গমূল মান 10 volt ৷ তড়িচ্চালক বলের শীর্ষমান হলাে – 14.14 volt

DU A Unit Chemistry MCQ Question Answer

১. NaCI এর সাথে H2O যোগ করলে কোনটি ঘটবে ? – Na+(aq)+Cl−(aq) 

২. RH রিডবার্গ ধ্রুবক হলে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালিতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়? – 5/36 RH

৩. নিম্নের বিক্রিয়াগুলাে হতে কার্বনের গণনাকৃত দহনতাপ হলাে – -394 kJ/mol 

৪. As-এ কয়টি যােজন ইলেকট্রন আছে? – 5

৫.  অ্যালকাইল হ্যালাইডের E2 অপসারণ বিক্রিয়ায়, অ্যালকোহলিক KOH/NaOH এর ভূমিকা হলাে – ক্ষার (Base) 

৬.  হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান? – সমযােজী ও সন্নিবেশ বন্ধন

৭. নিচের কোনটি সত্য নয়? – Kw = 1 x 1014 m

৮. ক্রোমিক এসিড দ্বারা কাঁচপাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে? – জারণ

৯. বিশুদ্ধ পানিতে OH এবং H’ এর মেলার ঘনমাত্রা এর অনুপাত কত?- 1

১০. অষ্টক সম্প্রসারণ এর উদাহরণ কোনটি? – PCI5

১১. নিচের কোন তড়িৎদ্বারটির প্রমাণ বিজরণে বিভবের মান সবচেয়ে কম ? – Na+(aq)/ Na(s)

১২. aA ➜ bB ‍ক্রিয়াটির ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে? –  

১৩. দুধের প্রোটিন কোনটি? – ক্যাসিন (casein)

১৪. নিচের কোনটি যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয় – প্রপানল

১৫. বেনজিন বলয় সক্রিয়কারী মুলক কোনটি ? – – NH2

DU A / Ka Unit Written Answer

Dhaka University, DU a or Ka unit Science subject’s 40 marks all Written question solve will be hereafter exam finished.

DU A Unit Bangla Written Solution

১৭। সারমর্ম লেখ (অনধিক চার বাক্যে):

তাই আমি মেনে নিই সে নিন্দার কথা

আমার সুরের অপূর্ণতা।

আমার কবিতা, জানি আমি

গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।

কৃষাণের জীবনের শরিক যে জন,

কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন,

যে আছে মাটির কাছাকাছি,

সে কোভিদ বাণীলাগি কান পেতে আছি।

১৮। ভাব সম্প্রসারণ করো ( অনধিক পাঁচটি বাক্যে):

এ বয়সে তাই নেই কোনো সংশয়-

এদেশের বুকে আঠারো আসুক নেমে।

১৯। ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ নিয়ে পাঁচটি বাক্য লেখ।

২০। ‘নদী’ শব্দের পাঁচটি সমার্থক শব্দ লেখ।

Dhaka University A Unit Question 2021

DU KA Unit MCQ Question 2021

Dhaka University A Unit Question 2021
Dhaka University A Unit Question 2021
Dhaka University A Unit Question 2021
Dhaka University A Unit Question 2021
Dhaka University A Unit Question 2021

Dhaka University A Unit Question 2021
Dhaka University A Unit Question 2021
Dhaka University A Unit Question 2021

DU KA Unit Written Question 2021

Dhaka University A Unit Question 2021

Dhaka University A Unit Question 2021Dhaka University A Unit Question 2021

DU A Unit Previous Years Question Solutions:

Dhaka University A Unit Question Solution 2019

Dhaka University A Unit Question Solution 2018

Leave a Comment