DGFP Family Welfare Visitor (FWV) Exam MCQ Questions and all Answers and Solution 2023 has been published. The Directorate General of Family Planning (DGFP) recently conducted the Family Welfare Visitor (FWV) exam on February 18, 2023. This exam is a significant event for aspiring candidates who wish to join the DGFP as Family Welfare Visitors. Here are some of the key details and information about the exam, including the FWV Exam Question Solution 2023.
DGFP FWV Exam Massive Candidates
The FWV exam saw a massive turnout, with 331778 candidates appearing for the exam. This demonstrates the high level of interest among the youth in pursuing a career in family planning and welfare. The FWV post is a crucial position in the DGFP, and it requires individuals to have a strong understanding of the challenges faced by families and communities in accessing family planning services.
DGFP FWV Exam MCQ Exam
The FWV exam was of the multiple-choice question (MCQ) type, and the duration of the exam was 1 hour and 30 minutes. The exam paper consisted of 70 questions, with a total score of 70 marks. The questions covered various aspects of family planning, including reproductive health, maternal and child health, and family planning methods.
FWV Exam Question Solution 2023
Now that the exam is over, candidates are eagerly waiting for the release of the FWV Exam Question Solution 2023. The question solution is an essential document that will help candidates understand their performance in the exam and assess their chances of getting selected for the FWV post. The DGFP is expected to release the question solution soon, and candidates are advised to keep a lookout for updates on the official website.
১. ‘খাতক’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. মহাজন
খ. পাইকারি
গ. প্রতিঘাত
ঘ. গ্রহীতা
২. ‘পৃথিবী’র প্রতিশব্দ কোনটি?
ক. বসুমতি
খ. পতি
গ. মনোহর
ঘ. জলধি
৩. ছা-পোষা’ বাগধারাটির অর্থ কী?
ক. অত্যন্ত গরিব
খ. সামান্য ব্যক্তি
গ. খুব অলস
ঘ. চাটুকার
৪. তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। ‘তখনকার’ শব্দটি কোন কারক?
ক. অপাদান কারক
খ. করণ কারক
গ. কর্তা কারক
ঘ. সমন্ধ কারক
৫. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
ক. সরল
খ. যৌগিক
গ. জটিল
ঘ. অধীন
৬. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে?
ক. বাক্য
খ. বাক্যাংশ
গ. উদ্দেশ্য
ঘ. বিধেয়
৭. নিত্য অতীতকালের উদাহরণ কোনটি?
ক. তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
খ. তারা মাঠে খেলছিল
গ. আমরা রংপুর যাব
ঘ. ভালোভাবে পৌঁছে যেও
৮. নিচের কোনটি একবচন?
ক. আমি
খ. বইগুলি
গ. মাঝিরা
ঘ. কলমগুলো
৯. কোনটি নির্দেশক নয়?
ক. টা
খ. তম
গ. খানা
ঘ. জন
১০. যোজক কাকে যুক্ত করে?
ক. পদ
খ. বর্গ
গ. বাক্য
ঘ. সবগুলো
১১. অনুসর্গকে কতভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১২. কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন?
ক. শর্ত
খ. ভুত
গ. ভাবী
ঘ. সবগুলো
১৩. ‘ষষ্ঠ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ষষ+থ
খ. ষঠ +থ
গ. ষস + থ
ঘ.স্ব +থ
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি চরিত্র-
ক. বিনোদিনী
খ. হৈমন্তী
গ. আশালতা
ঘ. চারুলতা
১৫. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
ক. জগন্নাথ
খ. বিষ্ণু
গ. প্রজাপতি
ঘ. শিব
১৬. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
ক. কবর
খ. বহিপীর
গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ. ওরা কদম আলী
১৭. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. জন ক্লার্ক মার্শম্যান
খ. জর্জ আব্রাহাম গিয়ার্সন
গ. উইলিয়াম কেরী
ঘ. ডেভিড হেয়ার
১৮. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক. লুইপা
খ. সবরপা
গ. ভুসুকুপা
ঘ. কাহ্নপা
১৯. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
ক. কৃষ্ণকুমারী
খ. শর্মিষ্ঠা
গ. সধবার একাদশী
ঘ. নীল দর্পণ
২০. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
খ. কৈবর্ত খণ্ড
খ. ফুল বউ
ক. রাহু চণ্ডালের হাড়
ঘ. অলীক মানুষ
২১. ‘Pediatrics’ relates to the treatment of
ক. Adults
খ. Children
গ. Women
ঘ. Old People
২২. One should be careful about … duty.
ক. his
খ. her
গ. one’s
ঘ. the
২৩. ‘Lady Chatterley’s Lover’ was written by the author of-
ক. Lord Jim
খ. A Passage to India
গ. Ulysses
ঘ. The Rainbow
24. Which is the noun of the word ‘beautiful”?
ক. Beauty
খ. Beautify
গ. Beauteous
ঘ. Beautifully
২৫. SHIELD : SOLDIER
ক. Helmet : Rider
খ. Book: Author
গ. Advocate: Court
ঘ. Stethoscope: Doctor
২৬. The word ‘least’ is the superlative degree of-
ক. Little
খ. Less
গ. None
ঘ. Lesser
27. Which one is the exact synonym for the word ‘extempore?
ক. improvised
খ. impromptu
গ. Immediate
ঘ. planned
২৮. ‘We read novels – passive voice form:
ক. Novel is read by us.
খ. Novels are read by us.
গ. Novels are read by we.
ঘ. Novels are being read by us.
২৯. Shakespeare is known mostly for his-
ক. Poetry
খ. Plays
গ. Novels
ঘ. Autobiography
৩০. ‘Few and far between’ means-
ক. Distant things
খ. In frequent
গ. Very few
ঘ. In between
31. Which is the plural form of mouse?
ক. mouses
খ. mice
গ. mouse
ঘ. mices
32. ‘Rule of thumb’ means-
ক. a rule based on Science
খ. a bad rule
গ. a rule the must be obeyed
ঘ. a rule based on past experience rather than on theory
33. We sat … the teacher.
ক. besides
খ. beside
গ. to
ঘ. for
34. I had a talk with him. Here ‘talk’ is a/an-
ক. verb
খ. noun
গ. pronoun
ঘ. adverb
৩৫. Five miles … a long distance.
ক. are
খ. were
গ. is
ঘ. have
৩৬. ‘Maiden speech’ means-
ক. farewell speech
খ. late speech
গ. last speech
ঘ. first speech
৩৭. Select the right compound structure of the sentence ‘Though he is poor, he is honest’
ক. He is poor and honest.
খ. As he is poor, he is honest.
গ. He is poor but honest.
ঘ. Since he is poor, he is honest
৩৮. If you work hard you will succeed in life.
ক. simple
খ. Complex
গ. Compound
ঘ. Negative
৩৯. ‘Slow and steady … the race.’
ক. win
খ. won
গ. has won
ঘ. wins
80. ‘Pros and cons’ means-
4. Advantages
খ. Merits and demerits
গ. Gladstone
ঘ. All
৪১. পেনিসিলিনের আবিষ্কারক কে?
ক. আলেকজেন্ডার ফ্লেমিং
খ. লুই পাস্তর
গ. নিয়েন হুক
ঘ. রবার্ট হুক
৪২. ‘এইচআইভি’ কি?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. রোগের নাম
ঘ. ফসলের জাত
৪৩. কোন গাছের বাকল হতে কুইনাইন আবিষ্কৃত হয়?
ক. ইউক্যালিপ্টাস
খ. সিনকোনা
গ. সিডার
ঘ. নিম
৪৪. বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে উদযাপিত হয়?
ক. ৭ এপ্রিল
গ. মে
ঘ. ৭ জুন
৪৫. এডিস মশা কিসের জীবাণু বহন করে?
ক. ডায়রিয়া
খ. কলেরা
গ. ম্যালেরিয়া
ঘ. ডেঙ্গুজ্বর
৪৬. কোন ভিটামিনের অভাবে ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়?
ক. ভিটামিন বি-২
খ. ভিটামিন বি-৬
গ. ভিটামিন বি-১২
ঘ. ভিটামিন বি-১
সঠিক উত্তর: ভিটামিন বি-৯
৪৭. কোনটি শিশুর জন্মগত ত্রুটিজনিত রোগ?
ক. হাম
খ. পোলিও
গ. হেপাটাইটিস
ঘ. রুবেলা
৪৮. কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
ক. বসন্ত
খ. জন্ডিস
গ. হাম
ঘ. বসন্ত
সবগুলোই ভাইরাসজনিত রোগ।
৪৯. অগ্নাশয় হতে কোনটি নিঃসৃত হয়?
ক. লাইকোজেন
খ. লাইগেজ
গ. ইনসুলিন
ঘ. এমিনো এসিড
৫০. বাংলা নববর্ষ হলো ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন কে?
ক. সম্রাট বাবর
খ. ইলিয়াস শাহ
গ. সম্রাট আকবর
ঘ. ফকরুদ্দিন মোবারক শাহ
৫১. কম্পিউটারের ভাষাকে কি বলা হয়?
ক. সাধু ভাষা
খ. লেখ্য ভাষা
গ. প্রমিত ভাষা
ঘ. যান্ত্রিক ভাষা
৫২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
ক. ১৭ মার্চ
খ. ১৭ জানুয়ারি
গ. ১৭ জুলাই
ঘ. ১৭ নভেম্বর
৫৩. স্বাধীনতা যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
ক. ৭ জন
খ. ৬৮ জন
গ. ১৭৬ জন
ঘ. ৬৭৬ জন
৫৪. বাংলাদেশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?
ক. যশোর
খ. ঢাকা
গ. বরিশাল
ঘ. বগুড়া
৫৫. স্বাধীনতার ঘোষণা পত্র প্রথম কে প্রচার করেন?
ক. এম এ হান্নান
খ. আবুল কাশেম
গ. ফজলুল হক
ঘ. হায়দার আলী
৫৬. শতকরা বার্ষিক ৮.৫০ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?
ক. ৫০০০
খ. ৭৫০০
গ. ৬০০০
ঘ. ৬৫০০
৫৭. ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?
ক. ৮০
খ. ৮২
গ. ৮৪
ঘ. ৮৬
৫৮. ১ মিটার সমান কত ইঞ্চি?
ক. ৩৯.৩৭ (প্রায়)
খ. 80.8৩ (প্রায়)
গ. ৪১.৬৩ (প্রায়)
ঘ. ৪২.৬৫ (প্রায়)
৫৯. একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?
ক. ৯.৬ কি.মি.
খ. ৯.৯ কি.মি.
গ. ৯.৭ কি.মি.
ঘ. ৯.৮ কি.মি.
৬০. একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
ক. ৩ ঘন মিটার
খ. ৬ ঘন মিটার
গ. ৯ ঘন মিটার
ঘ. ১২ ঘন মিটার
৬১. ab এর সূত্র কোনটি?
অপশনে সঠিক উত্তর নাই
৬২. x -1/x =5 হলে (x+1/x)2 এর মান কত?
ক. 29
খ. 30
গ. 31
ঘ. 32
৬৩. x – y = 10 এবং xy= 30 হলে x – y এর মান
কত?
ক. 1900
খ. 2000
গ. 2500
ঘ. 3000
৬৪. 9×2 – 9x 4 এর উৎপাদক কত?
ক. (3x + 1) (3x – 4 )
খ. (3x – 1 ) ( 3x – 4 )
গ. (3x – 1 ) ( 3x + 4 )
ঘ. (3x + 1) (3x + 4)
৬৫. x3 – 2×2, x2 – 4 এবং xy- 2y এর গ.সা.গু নির্ণয় কর?
ক. x -2
খ. x -3
গ. x -4
ঘ. x -5
৬৬. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্তত ৩ জন লোক নিয়োগ করলে কত দিনে কাজটি শেষ হবে?
ক. ৯
খ. ১২
গ. ১৮
ঘ. ২৪
৬৭. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ ১২ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
ক. ৩৬
খ. ৪৮
গ. ৫৬
ঘ. ৬০
উ. ক
৬৮. নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?
ক. ৭/৮
খ. ৫/৬
গ. ৩/৪
ঘ. ৩/৫
৬৯. ১, ২, ৩, ৪, ৫, ৬ অংকগুলো প্রতিটি একবার নিয়ে ৪ অংকের ক্ষুদ্রতম কতগুলো ভিন্ন সংখ্যা হবে?
ক. ১২০
খ. ২৪০
গ. ৩৬০
ঘ. ৫৪৯
৭০. কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ ২৪° হলে এর বাহুর সংখ্যা কত?
ক. ১২
খ. ১৩
গ. ১৪
ঘ. ১৫