Department of Disaster Management (DDM) Exam Question Solution 2019

Department of Disaster Management (DDM) Exam Question Solution 2019

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন- ২০১৯

পরীক্ষাঃ 26/04/2019

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

Bangla Solution

১. কোনটি জসীমউদ্দীনের লেখা নাটক? – বেদের মেয়ে

২. কাব্য নাটক নয়- দণ্ডকারণ্য

৩. শব্দের আগে বসে- উপসর্গ

৪. এক কথায় প্রকাশ: ‘যা ভাষায় প্রকাশ করা যায় না’- অব্যক্ত

৫. কোনটি বাগধারা বোঝায়? – শিরে সংক্রান্তি

৬. ‘নিরাকার’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? – নিঃ + আকার

৭. পর্বতের সমার্থক শব্দ নয়- শিলা

৮. Turn down – এর বাংলা পরিভাষা কোনটি? – প্রত্যাখ্যান করা

৯. সমাসের সাহায্যে শব্দ গঠন হয়েছে- প্রতিদিন

১০. নিচের কোন বানানটি ভুল? – দারিদ্র

১১. ‘হরিৎ’ শব্দটির অর্থ কোনটি? – সবুজ

১২. ‘মেনিমুখো’ বলতে বোঝায়- লাজুক

১৩. ‘আভরণ’ শব্দটির অর্থ কী? – অলংকার

১৪. ‘যিনি সৎ পথে চলেন, তিনি সুখী হন।’ এটি কোন ধরনের বাক্য? – মিশ্র বাক্য

১৫. বাংলা ভাষায় স্বর বর্ণের সংখ্যা মোট কতটি? – ১১ টি

১৬. ‘বুদ্ধি’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয়- √বুধ্ + ক্তি

১৭. ‘ভোররাত’ কোন সমাসের উদাহরণ? – কর্মধারয়

১৮. ‘নক্ষত্র’ কী ধরনের শব্দ? – তৎসম

১৯. ‘ছাগলে কি-না খায়।’ এখানে ‘ছাগলে’- কর্তৃকারকে সপ্তমী

২০. ‘Semantics’ এর বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব

[Adsense1]

English Solution

21. Choose the correct interrogative:
a. Where you come from?
b. Where you come from?
c. Where do you come from?
d. Where from you come?

22. The idiom ‘a hot potato’ means —
a. a current issue
b. a potato just baked
c. a burnt potato
d. an old issue

23. The word ‘analogous’ means —
a. similar
b. difficult
c. dissimilar
d. different

24. No spelling error occurs in —
a. interogate
b. Intarrogate
c. lnteroget
d. interrogate

25. The correct synonym of ‘demise’ is —
a. promise
b. organize
c. death
d. expiration

26. Use the right form of verb: He has just ___ out.
a. gone
b. went
c. been going
d. getting

27. Use the right preposition: He goes to school ___ foot.
a. with
b. by
c. on
d. of

28. Choose the appropriate tag: For the boys the task was very easy, ___?
a. weren’t they
b. didn’t they
c. wasn’t it
d. isn’t it

29. The best translation of ‘আমি আম পছন্দ করি’ is
a. I like mango.
b. I would like a mango.
c. I like mangoes.
d. I like the mango.

30. A group of lions is called a –
a. pack of lions
b. pride of lions
c. flock of lions
d. colony of lions

31. The noun form of ‘migratory’ Is- migrant

32. ‘worst’ is the superlative degree of – bad

33. The antonym of ‘arrogant’ is – meek

34. Which word Is In singular form? phenomenon

35. The passive form of ‘Open the door.’ Is-

a. Let the door open.
b. Let the door be opened.
c. Let the door be open.
d. let the door opened

36. Which of the followings the correct spelling”? – maintenance

37. The word ‘largely’ can be replaced by all except- generously

38. “Oncology” relates to – medicine

39. The planting and care of woody plants, especially trees, is known as- arboriculture

40. The girl is trying hard to ___ weight. – lose

Math Solution

৪১. Cos A= Sin A হলে A=? 45 Degree
৪২. কোন বৃত্তের ব্যাসার্ধ যদি ৪০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে? ৬৪%  কমবে
৪৩. 11, 18, 27, 38…..? Ans: 51
৪৪. 5, 12 ও 13 বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত? ৩০ বর্গসেমি
৪৫. তিন অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা ৩০ দ্বারা বিভাজ্য- ৩০ টি
৪৬. N-5 বিজোড় সংখ্যা হলে পরবর্তী বিজোড় সংখ্যা কত? N-3
৪৭. একটি ঘড়ি ১৩৬ টাকায় বিক্রি করার ১৫% ক্ষতি হলে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে ১৫% লাভ হবে? ১৮৪ টাকা
৪৮. কোন বর্গের কর্ণের দৈর্ঘ্য ১৬ সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ১২৮ বর্গসেমি
৪৯. ত্রিভুজের তিন কোণের অনুপাত ২ঃ৫ঃ৩ হলে ছোট কোণ? ৩৬ ডিগ্রী
৫০. নিচের কোনটি একটি ত্রিভুজের বাহুর অনুপাত হতে পারেনা-3:4:7 
৫১. পৃথিবীর ব্যাসার্ধ  চাঁদের  ব্যাসার্ধের ৪ গুণ হলে পৃথিবীর আয়তন চাঁদের আয়তনের কত গুণ? ১৬ গুণ
৫২. তিনটি সংখ্যা 5, 9 ও K এর গড় ১২ হলে K এর মান কত? উত্তরঃ 22
৫৩. x+y=4, x-y=3 হলে x+2y কত? উত্তরঃ 4.5 
৫৪. ৬ টি কমলার বিক্রয়মূল্য ৫ টি কমলার ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? উত্তরঃ ১৬.৬৭%
৫৪. ৬ টি কমলার বিক্রয়মূল্য ৫ টি কমলার ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? উত্তরঃ ১৬.৬৭%
৫৫. 2×2=3x-2=0 হলে x এর মান কত? উত্তরঃ -2,1/2
৫৬. প্রথম ৬ টি মৌলিক সংখ্যার যোগফল কত? ৪১  (২+৩+৫+৭+১১+১৩=৪১)
৫৭. ১ থেকে ১০০০ হাজারের মধ্যে কতগুলো সংখ্যা ১৬ দিয়ে বিভাজ্য নয় কিন্তু ৩০ দিয়ে বিভাজ্য? উত্তরঃ ২৯
৫৮. ১ বর্গমাইল সমান কত একর- ৬৪০ একর 
৫৯. ৫০ থেকে বড় দুটি পুর্ণবর্গ সংখ্যার যোগফল ২০০ হলে সংখ্যা দুটির সম্ভাব্য অনুপাত কত? ৩ঃ২
৬০. w, x অপেক্ষা ১০% কম  এবং y, x অপেক্ষা ১০% কম হলে wy, xz অপেক্ষা শতকরা কত কম?
উত্তরঃ সঠিক উত্তর নাই- সঠিক উত্তর হবে ১৯%

GK Solution

61. মুনীর চৌধুরীর ‘মুখবা রমণী বশীকরণ’ একটি- অনুবাদ নাটক

62. সার্ক-এর সদর দপ্তর কোথায়? – কাঠমান্ডু

63. কোথায় 2022 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? – কাতার

64. কোন বাংলাদেশী সর্বপ্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন- ব্রজেন দাস

65. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? – সমুদ্রের ঢেউ

66. 2020 সালের 26 এপ্রিল কী বার হবে? – শনি

67. বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষমতা- জাতীয় সংসদের

68. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান- মিথেন

69. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় — সালে। – ২০০০

70. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? – মেঘনা

71. কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? – অক্সিজেন

72. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রবর্তিত হয় 1972 সালের – ১৬ ডিসেম্বর

73 বাংলাদেশের White Gold কোনটি? – চিংড়ি

74. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? – সোনারগাঁও

75. বিশ্বে জনসংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান কত? – অষ্টম

76. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 1971 সালের- ১৭ এপ্রিল

77. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’-এর বর্তমান নাম কী? – বরিশাল

78. সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল? – গৌড়

79. নির্মীয়মান পদ্মা সেতুর দৈর্ঘ্য ___ কিলোমিটার। – ৬.১৫

80. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? – হামিদুর রহমান

– Md Arifur Rahman

Department of Disaster Management (DDM) Exam Question

Department of Disaster Management (DDM) Exam Question Solution 2019, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন- ২০১৯
[LinkAds] Department of Disaster Management (DDM) Exam Question Solution 2019, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন- ২০১৯

2 thoughts on “Department of Disaster Management (DDM) Exam Question Solution 2019”

Leave a Comment