Department of Disaster Management (DDM) Exam Question Solution 2019
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন- ২০১৯
পরীক্ষাঃ 26/04/2019
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
Bangla Solution
১. কোনটি জসীমউদ্দীনের লেখা নাটক? – বেদের মেয়ে
২. কাব্য নাটক নয়- দণ্ডকারণ্য
৩. শব্দের আগে বসে- উপসর্গ
৪. এক কথায় প্রকাশ: ‘যা ভাষায় প্রকাশ করা যায় না’- অব্যক্ত
৫. কোনটি বাগধারা বোঝায়? – শিরে সংক্রান্তি
৬. ‘নিরাকার’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? – নিঃ + আকার
৭. পর্বতের সমার্থক শব্দ নয়- শিলা
৮. Turn down – এর বাংলা পরিভাষা কোনটি? – প্রত্যাখ্যান করা
৯. সমাসের সাহায্যে শব্দ গঠন হয়েছে- প্রতিদিন
১০. নিচের কোন বানানটি ভুল? – দারিদ্র
১১. ‘হরিৎ’ শব্দটির অর্থ কোনটি? – সবুজ
১২. ‘মেনিমুখো’ বলতে বোঝায়- লাজুক
১৩. ‘আভরণ’ শব্দটির অর্থ কী? – অলংকার
১৪. ‘যিনি সৎ পথে চলেন, তিনি সুখী হন।’ এটি কোন ধরনের বাক্য? – মিশ্র বাক্য
১৫. বাংলা ভাষায় স্বর বর্ণের সংখ্যা মোট কতটি? – ১১ টি
১৬. ‘বুদ্ধি’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয়- √বুধ্ + ক্তি
১৭. ‘ভোররাত’ কোন সমাসের উদাহরণ? – কর্মধারয়
১৮. ‘নক্ষত্র’ কী ধরনের শব্দ? – তৎসম
১৯. ‘ছাগলে কি-না খায়।’ এখানে ‘ছাগলে’- কর্তৃকারকে সপ্তমী
২০. ‘Semantics’ এর বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব
[Adsense1]
English Solution
21. Choose the correct interrogative:
a. Where you come from?
b. Where you come from?
c. Where do you come from?
d. Where from you come?
22. The idiom ‘a hot potato’ means —
a. a current issue
b. a potato just baked
c. a burnt potato
d. an old issue
23. The word ‘analogous’ means —
a. similar
b. difficult
c. dissimilar
d. different
24. No spelling error occurs in —
a. interogate
b. Intarrogate
c. lnteroget
d. interrogate
25. The correct synonym of ‘demise’ is —
a. promise
b. organize
c. death
d. expiration
26. Use the right form of verb: He has just ___ out.
a. gone
b. went
c. been going
d. getting
27. Use the right preposition: He goes to school ___ foot.
a. with
b. by
c. on
d. of
28. Choose the appropriate tag: For the boys the task was very easy, ___?
a. weren’t they
b. didn’t they
c. wasn’t it
d. isn’t it
29. The best translation of ‘আমি আম পছন্দ করি’ is
a. I like mango.
b. I would like a mango.
c. I like mangoes.
d. I like the mango.
30. A group of lions is called a –
a. pack of lions
b. pride of lions
c. flock of lions
d. colony of lions
31. The noun form of ‘migratory’ Is- migrant
32. ‘worst’ is the superlative degree of – bad
33. The antonym of ‘arrogant’ is – meek
34. Which word Is In singular form? phenomenon
35. The passive form of ‘Open the door.’ Is-
a. Let the door open.
b. Let the door be opened.
c. Let the door be open.
d. let the door opened
36. Which of the followings the correct spelling”? – maintenance
37. The word ‘largely’ can be replaced by all except- generously
38. “Oncology” relates to – medicine
39. The planting and care of woody plants, especially trees, is known as- arboriculture
40. The girl is trying hard to ___ weight. – lose
[Adsense]
Math Solution
GK Solution
61. মুনীর চৌধুরীর ‘মুখবা রমণী বশীকরণ’ একটি- অনুবাদ নাটক
62. সার্ক-এর সদর দপ্তর কোথায়? – কাঠমান্ডু
63. কোথায় 2022 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? – কাতার
64. কোন বাংলাদেশী সর্বপ্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন- ব্রজেন দাস
65. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? – সমুদ্রের ঢেউ
66. 2020 সালের 26 এপ্রিল কী বার হবে? – শনি
67. বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষমতা- জাতীয় সংসদের
68. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান- মিথেন
69. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় — সালে। – ২০০০
70. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? – মেঘনা
71. কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? – অক্সিজেন
72. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রবর্তিত হয় 1972 সালের – ১৬ ডিসেম্বর
73 বাংলাদেশের White Gold কোনটি? – চিংড়ি
74. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? – সোনারগাঁও
75. বিশ্বে জনসংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান কত? – অষ্টম
76. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 1971 সালের- ১৭ এপ্রিল
77. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’-এর বর্তমান নাম কী? – বরিশাল
78. সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল? – গৌড়
79. নির্মীয়মান পদ্মা সেতুর দৈর্ঘ্য ___ কিলোমিটার। – ৬.১৫
80. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? – হামিদুর রহমান
– Md Arifur Rahman