বাংলায় পড়ুন
Class 9 Podartho Biggan Old Assignment
Instructions
To do the physics assignment well, you need to keep in mind that you need to write the definition of heat retention correctly, interpret it in the light of dormant heat, determine the dissipated heat of the object by writing the correct formula, give correct feedback Will. Also, according to the rules of creative questioning, one has to memorize cognitive, comprehension, application and higher words. Only then it is possible to get good marks.
নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পদার্থবিজ্ঞান। অনেকেই এই বিষয়টিকে জটিল মনে করে থাকলেও এটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের আবিষ্কার সম্পকে জানতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিলেবাস অনুযায়ী ষষ্ঠ সপ্তাহ বা শেষ সপ্তাহে পদার্থ বিজ্ঞান বিষয়টি রয়েছে। যার ফলে নবম শ্রেণির শিক্ষার্থীদের এই বিষয়টি অবশ্যই পাঠ করতে হবে এবং সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে অ্যাসাইমেন্টটি সম্পন্ন করতে হবে। আর এক্ষেত্রে তাদের সাহায্য করার জন্য আমি আমার অভিজ্ঞ টিম সর্বদা নিয়োজিত রয়েছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।
পদার্থবিজ্ঞান
সভ্যতার শুরু থেকেই প্রযুক্তি বিকাশের যে অধ্যায় শুরু হয়েছে তার সাথে পদার্থবিজ্ঞান ওতপ্রােতভাবে জড়িত। প্রকৌশলশাস্ত্র, চিকিৎসা-বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, জীববিজ্ঞান, মনােবিজ্ঞান সর্বত্র পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতির প্রভূত ব্যবহার রয়েছে। মূলত এ বিষয়গুলােকে সামনে রেখেই পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তকটি প্রণয়ন করা হয়েছে। বিষয়বস্তু বিন্যাস | ও গ্রন্থনার ক্ষেত্রে আমাদের চারপাশে সংগঠিত বিভিন্ন ঘটনার আলােকে পদার্থবিজ্ঞানের তাত্বিক ধারণাকে ব্যাখ্যা করা হয়েছে। অনুসন্ধানমূলক কার্যক্রমের মাধ্যমে বিষয়টির ব্যবহারিক গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিষয়টি শিক্ষার্থীদের কাছে সহজপাঠ্য, আকর্ষণীয় ও সহজবােধ্য করার জন্য ২০১৮ সালে পাঠ্যপুস্তকটিতে পরিমার্জন, সংযােজন ও পরিবর্ধন করা হয়েছে। পদার্থবিজ্ঞানের পাঠের বিষয়বস্তু গুলো হলো ভৌত রাশি এবং পরিমাপ, গতি, বল, কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর ওপর তাপের প্রভাব, তরঙ্গ ও শব্দ, আলাের প্রতিফলন, আলাের প্রতিসরণ, স্থির বিদ্যুৎ, চল বিদ্যুৎ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান ইত্যাদি।
নবম সপ্তাহের নবম শ্রেণির পদার্থবিজ্ঞান এর উত্তরপত্র
শেষ মানে সমাপ্তি নয়। হয়ত আবারও ফিরে আসতে পারে। যাই হোক পড়াশোনার কোন শেষ নেই। করোনায় সময় শিক্ষার্থীদের স্কুল বন্ধ থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই অ্যাসাইমেন্ট পদ্ধতি চালু করা হয়। যেদিকে ৬টি সপ্তাহে ভাগ করা হয়। যদিও এই সপ্তাহ গুলোর সাথে সাথে এই বছরটিও শেষ হয়ে যাবে। তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এটি খুবই ভাল একটি চিন্তা ধারা। তাই আমি চাই সবাই এটিকে স্বাগত জানান। এবং আপনার সন্তানটিকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ ও পুনরায় পড়াশোনার মাঝে ফিরিয়ে আনতে তাকে অ্যাসাইমেন্ট এর গুরুত্ব বোঝান। কারণ অ্যাসাইমেন্ট এর মাধ্যমেই আপনার সন্তানের মেধা যাচাই করা হবে।
যাই হোক যেহেতু এটি ষষ্ঠ বা শেষ সপ্তাহ তাই অ্যাসাইমেন্ট এর ভালোমন্দ দিক নিয়ে আলোচনা না করাই ভাল কারণ অ্যাসাইমেন্ট সম্পর্কে সকল শিক্ষার্থীদের ধারণাে হয়ে গেছে। তাই সে কথা না বাড়িয়ে নবম শ্রেণির সিলেবাস অনুযায়ী পদার্থবিজ্ঞানের যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্ন গুলোর উত্তর প্রদানের ব্যবস্থা গ্রহণ করি। যেমন এই সপ্তাহে পদার্থ বিজ্ঞান বই থেকে ষষ্ঠ অধ্যায়: বস্তুর উপর তাপের প্রভাব থেকে প্রশ্ন করা হয়েছে। এটি পদার্থ বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই অধ্যায়ের প্রশ্ন গুলোর উত্তর দিতে পেরে আমি খুবই আনন্দিত। নিম্নে ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণির পদার্থবিজ্ঞান বিষয়টির সমাধান দেওয়া হলো। আপনার সময় অনুযায়ী উত্তর গুলো যাচাই করুন।
নির্দেশনা
পদার্থবিজ্ঞান অ্যাসাইমেন্টটি ভাল করতে হলে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হলো তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা সঠিকভাবে লিখতে হবে, সু্প্ততাপের আলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে, সঠিক সূত্র লিখে বস্তুর বর্জিত তাপ নির্ণয় করতে হবে, উদ্দীপকের আলোকে গৃহিত তাপ ও বর্জিত তাপ নির্ণয়পূর্বক সঠিক মতামত প্রদান করতে হবে। এছাড়াও সৃজনশীল প্রশ্নের নিয়ম অনুযায়ী জ্ঞান মূলক, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর কথাগুলো মনে রাখতে হবে। তবেই ভাল নম্বর পাওয়া সম্ভব।
Please vocational er assignment gula dien.
Onno kono website e painai.
Apnader upore bhorosha.
page 1 need to be check .