বড়দিনের শুভেচ্ছা বার্তা, মেসেজ, কবিতা (SMS)

আজকে আমরা বড়দিনের শুভেচ্ছা বার্তা, এসএমএস, মেসেজ, কবিতা, স্ট্যাটাস, উক্তি বিনিময়ের বিষয়ে আলোচনা করব। আজ ডিসেম্বরের ২৫ তারিখ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। আজকের এই দিনে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। যীশু খ্রীষ্ট পৃথিবীতে এসে সকল মানুষের পাপ মুছে দিয়ে গেছিলেন। সে কারণে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিনে বিভিন্ন মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা বার্তা, মেসেজ, কবিতা (SMS)আদান প্রদান করে থাকেন।

আজকে আমরা যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের শুভেচ্ছা বার্তা, মেসেজ, কবিতা (SMS) বিনিময়কে সহজ করার জন্য বেশ কিছু তথ্য প্রদান করব। বড়দিনের বিভিন্ন বার্তা মেসেজ কবিতা ইত্যাদি তুলে ধরবো। আপনারা চাইলে এসকল বার্তা মেসেজ কবিতা ব্যবহার করে প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন। সুতরাং যে সকল ব্যক্তিরা বড়দিন উপলক্ষে প্রিয়জনকে শুভেচ্ছাবার্তা মেসেজ বা কবিতা পাঠাতে চান তারা আমাদের অনুসরণ করুন।

বড়দিন কত তারিখে?

২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এইদিন যিশুখ্রিস্টের জন্মদিন।

বড়দিন কবে?

২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এইদিন যিশুখ্রিস্টের জন্মদিন।

২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন কে বড়দিন কেন বলা হয়?

আমরা জানি এই দিন যিশুখ্রিস্টের জন্মদিন। পৃথিবীতে বিশাল অংশের মানুষ যিশুখ্রিস্টের ধর্ম ও দর্শন অনুসরণ করে। যিনি এত বড় ধর্ম এবং দর্শন দিয়েছেন ২৫ ডিসেম্বর তার জন্মদিন। তাই এই দিনটিকে মর্যাদার দিক থেকে বিবেচনা করে বড়দিন হিসেবে গণ্য করে খ্রিস্টান ধর্মের মানুষ।

বড়দিন ২০২১ শুভেচ্ছা বার্তা, মেসেজ, কবিতা (SMS)

বড়দিনে প্রিয়জনের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা বিভিন্ন বার্তা মেসেজ এবং কবিতা প্রদান করব। বড়দিনের বার্তা মেসেজ এবং কবিতা আমরা আলাদা ভাবে উপস্থাপন করব। কেননা সকল ব্যক্তি একাধারে সবগুলো মাধ্যম দ্বারা শুভেচ্ছা বিনিময় করবেন। কেউ এসএমএস এর মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করবে। কেউ আবার মেসেজের মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা জানাবে। কেউ আবার বড়দিনের বিভিন্ন কবিতা বিনিময় করে প্রিয়জনের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করবেন। সুতরাং আমরা এখন আলাদা আলাদাভাবে বড়দিনের শুভেচ্ছা মেসেজ এবং কবিতা তুলে ধরব।

শুভ বড়দিনের শুভেচ্ছা মেসেজ (Wishes)

শুভ বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের অন্যতম একটি মাধ্যম হচ্ছে মেসেজ। মেসেজের মাধ্যমে আপনি যেকোন ব্যক্তির সাথে বড়দিনের শুভেচ্ছা বার্তা বিনিময় করতে পারবেন। সুতরাং আপনারা যদি প্রিয়জনের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের জন্য মেসেজ কে বেছে নেন তাহলে নিচের বিভিন্ন বার্তাগুলো থেকে আপনার পছন্দের শুভেচ্ছাবার্তা নির্বাচন করুন। এবং নির্বাচিত বার্তাটি কপি করে আপনার প্রিয়জনের মোবাইল নাম্বারে অথবা মেসেঞ্জার ব্যবহার করে মেসেজটি পাঠিয়ে দিন। পরবর্তী ধাপে আমরা বড়দিনের শুভেচ্ছা বার্তা এবং কবিতা তুলে ধরব। যে সকল ব্যক্তি বড়দিনের কবিতা এবং শুভেচ্ছা বার্তা করছেন তারা পরবর্তী ধাপ অনুসারন করুন।

  • শুভ বড়দিন
    এই শীতের সকালে তোমার
    ব​ড়দিনটা ভালো কাটুক
  • বড়দিন মানে একরাশ খুশি।
    উপহার এবং আনন্দের সাথে এই উৎসবটি উপভোগ করুন।
    আপনাকে এবং আপনার পরিবারকে শুভ বড়দিনের শুভেচ্ছা ২০২১
  • আমার তরফ থেকে তোমাকে এবং তোমার পরিবারকে শুভ বড়দিনের এবং নতুন বছরের জন্য সুখী এবং শান্তিপূর্ণ শুভকামনা রইল
  • আমার তরফ থেকে
    তােমাকে ও তােমার পরিবারের
    সকলকে ২৫শে ডিসেম্বর
    শুভ বড়দিনের শুভেচ্ছা রইলো।
  • আশা করি এই উৎসবের মরসুমটি আপনার এবং আপনার পরিবারের জন্য সৌভাগ্য এবং সুস্বাস্থ্য নিয়ে আসবে।
    হ্যাপি ক্রিসমাস ডে
  • বড়দিনের আলোয় তোমার
    জীবনে হয়ে উঠুক আলোকোজ্জ্বল
    শুভ বড়দিন
  • বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।
    এই বড়দিনে সবার মন ভরে
    উঠুক সুখে, সম্প্রীতিতে ও সততায়
  • আমার হৃদয় থেকে তোমাকে শুভেচ্ছা জানাই।
    সামনে একটি আনন্দময় বছর কাটুক।
    শুভ বড়দিনের শুভেচ্ছা ২০২১
  • বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা
    তোমায় ও তোমার পরিবারকে
  • Merry Christmas
    বিশ্বপিতা তুমি হে প্রভু
    আমাদের প্রার্থনা এই শুধু
    তােমারি করুণা হতে বঞ্চিত না হই কভু
  • তাড়াতাড়ি চোখদুটো বন্ধ করে চেয়ে ফেলো যা চাইবে
    ঈশ্বর সান্তার মাধ্যমে তোমার সকল ইচ্ছা পূরণ করবেন
    শুভ বড়দিন
  • আমার তরফ থেকে সকলকে
    বড়দিন এর অনেক অনেক শুভেচ্ছা
    ভালাে কাটুক সকলের এই শুভ দিনটি

বড়দিনের শুভেচ্ছা বার্তা

আপনি যদি বড়দিনের শুভেচ্ছা বার্তা বিনিময় করতে চান তাহলে বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন। কেননা এখন আমরা বড়দিনের বেশকিছু শুভেচ্ছা বার্তা তুলে ধরবো। এই শুভেচ্ছা বার্তা গুলো আপনারা বড়দিনে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে পারবেন। এছাড়াও ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন বন্ধুকে বড়দিনের শুভেচ্ছা জানাতে পারবেন। সুতরাং দেরীনা করে এখনি নিচ থেকে বড়দিনের শুভেচ্ছা বার্তার যেকোনো একটি কপি করুন এবং পাঠিয়ে দিন আপনার প্রিয় বন্ধুকে।

  • বিপদ তোমাকে এড়িয়ে যাক,
    বিধাতা তোমায় রক্ষা করুক
    সর্গ তোমার অপেক্ষায় থাকুক,
    ভালোবাসা তোমায় ছুয়ে যাক
    এই বড়দিনে।
  • ক্রিসমাস হলো এমন
    একটা যাদুর কাঠি
    যার পরশে পৃথিবীর সকল
    মানুষকে ছুয়ে যায়
    আর দেখায় সুখ,
    সান্তি ও সমৃদ্ধির পথ।
  • বড়দিনের তাৎপর্য তার সাথে আনা বিশ্বাস,আশা এবং ভালবাসায়
    কামনা করি এই তিনটি অমূল্য অনুভূতি তোমায় ও তোমার পরিবারকে খুশীর জোয়ারে ভাসিয়ে দেয়
    শুভ বড়দিন.
  • আমার বড়দের কাছ থেকে উপহার না পাওয়া পর্যন্ত আমার ক্রিসমাস কখনই সম্পূর্ণ হয় না।
    তোমাদের কাছ থেকে উপহারের অপেক্ষায় রইলাম।
  • আগত নতুন বছর তোমার
    জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসুক।
    শুভ বড়দিনের শুভেচ্ছা ও
    নতুন বছরের আগাম শুভেচ্ছা
    রইলো তোমার জন্য।
  • সাদা দাড়িওয়ালা বৃদ্ধ লোকটির আবার আসার সময় হয়ে গেছে
    যার ঝোলাতে আছে সবার জন্যে অনেক অনেক উপহার
    কারণ বড়দিন এসে গেছে
    শুভ বড়দিন
  • সুন্দর একটা মাসের নাম ডিসেম্বর
    সব মুহূর্ত কাটুক তোমার অনাড়ম্বর
    বড়ো দিনের আনন্দে ধুয়ে যাক সব কষ্ট
    মধুর হোক তোমার প্রতিটি মুহূর্ত
    Happy Merry Christmas
  • ভালোবাসা, আনন্দ এবং
    সুন্দর মুহূর্ত গুলির মধ্যে দিয়ে
    দিয়ে বড়দিন হয়ে উঠুক রঙিন।
    বড়দিনের শুভেচ্ছা
  • এই পরিবারের সদস্য হওয়াই আমার কাছে সেরা ক্রিসমাস উপহার।
    আশাকরি এই বড়দিন উৎসবটি আমাদের পরিবারের জন্য সেরা উৎসব হবে।
    শুভ বড়দিন পরিবারের সকলকে।
  • তুমি আমার বন্ধু যীশু,
    তুমি মম সাথী,
    অন্ধকারে তুমি যে মোর
    পথ দেখানো বাতি।
    শুভ বড়দিন
  • তুমি যতটা কল্পনা করতে পার তার চেয়েও বেশি আমি তোমাকে ভালোবাসি
    এবং এই উৎসবে ঈশ্বর বিশ্বের সমস্ত সুখ আশীর্বাদ করুক
  • এই ক্রিসমাস আমাদের ভালোবাসার বন্ধন এবং একে অপরকে সুখী ও ইতিবাচক ভাবনা আশীর্বাদ করুক। আশাকরি ২০২১ বড়দিনের উৎসব আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। হ্যাপি ক্রিসমাস ডে

শুভ বড়দিনের শুভেচ্ছা কবিতা

অনেকেই বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের জন্য কবিতা ব্যবহার করে থাকেন। বড়দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কবিতা এসএমএস বা ম্যাসেঞ্জারের মাধ্যমে বন্ধুদের মাঝে শেয়ার করে সুখ বড়দিনের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। তাদের জন্য আমরা নতুন কিছু বড়দিনের শুভেচ্ছা কবিতা তুলে ধরলাম। যে সকল ব্যক্তিরা কবিতার মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা প্রিয়জনের সাথে বিনিময় করতে চান তারা নিচের অনুসরণ করুন। নিচের কবিতাগুলো থেকে যে কোন একটি কবিতার অংশ কপি করে আপনার প্রিয়জনের মোবাইলে এসএমএসের মাধ্যমে অথবা ম্যাসেঞ্জারের মাধ্যমে মেসেজ করে পাঠিয়ে দিন।

বড়দিন : প্রবীর রায়

নিত্য বছরে চলছে এগিয়ে বড়দিন, সাজছে শহর, নগর,গ্রাম,

সভ্যরা আলোর আকাশ কিনছে “বলে”, সূর্য, চন্দ্র, কৃত্রিম ট্রাম,

তারা কভু কি ভাগ করেছে নিজ অন্ন, বস্ত্র, বুকে টেনে ভেবেছে পথসঙ্গী,

কখনো কি থেকেছে একঘরে নিকষ আঁধারে, মিশিয়েছে ব্যথায় প্রেম ভঙ্গী,

বিশ্ব মানব যখন মেতেছে বহূদামী বেশে, মিষ্টতার একডালি পণ্যে,

কাঁদে দল বেঁধে তখন হারাধন পথ,মাঠ,জঙ্গল কোলে,কাতরাই মাটিতে বিনান্নে,

কেউ মাতে ভ্রমণ, পিকনিক, আসরে বিদেশী মদ, ডিস্কো, সামনে নতুন জগৎ,

শীতের বাতাসে উলঙ্গ দেহ কাঁপে, শরীরে চাপে জঞ্জাল পাটি পথ,

রাতের বিভীষিকা ব্যস্ত আগাম ক্ষণে, মানুষ দেয় সভ্যতা নিজ হাতে বলি,

পৃথক, অহংকার ভুলে এক হই, তবেই সাজবে পৃথিবী ফুটবে নবনব কলি।।

বড়দিন : মৌলি দাস

রাত পোহালেই বড় দিন

যিশুখ্রীষ্টের জন্মদিন

সাজবে চার্চ,সাজবে শহর

কাটবে কেক হরেক রকম

স্যান্টা দাদু ঝোলা কাঁধে

আসবে অনেক উপহার নিয়ে

মাথার কাছে রুমাল রেখে

ঘুমোয় শিশু সেই আশাতে

 

আর এক শিশু থাকে আশায়

অনেক কষ্টে রাত সে কাটায়

গরম পোশাক নেই যে তেমন

শীতের জেরে হয় সে কাতর

শুকনো রুটি অল্প খেয়ে

কোনমতে আধপেট ভরে

স্যান্টা দাদু জাদু করবে

দুঃখ সকল পালিয়ে যাবে।

Leave a Comment