বাংলালিংক সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২২

বাংলালিংক সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২২, আমাদের সকলের কাছেই একটি অত্যান্ত বিরক্তিকর বিষয় হল মেসেজ এসে টাকা কেটে নেওয়া। সাধারন ভাবে আমরা লক্ষ করি কোন কারন ছাড়াই আমাদের ফোনের টাকা কেটে নিয়েছে। আর সেই কারনে আমরা সিম কোম্পানি বা মোবাইল অপারেটর কে দোষারপ করি , কিন্ত আসলে এই টাকা কেটে নেওয়ার বিষয়টি ঘটে আমাদের নিজেদের কারনেই।

আমরা মনের অজান্তেই কখনো কখনো বিভিন্ন সার্ভিস চালু করে ফেলি।আবার টাকা কেটে নেওয়ার এই সার্ভিস চালু করার পরে তা আর বন্ধ করতে পারিনা। তাই আপনাদের মোবাইলে বাংলালিংক সিমে মেসেজ এসে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ কারার উপায় নিয়েই আজকের আর্টিকেলটি সাজিয়েছি। এই পোষ্টে দেখাবো কিভাবে সকল সার্ভিস বন্ধ করতে হয় । বাংলালিংক সিমে টাকা কাটা বন্ধ করার উপায় । তাই আপনিও আপনার মোবাইলের টাকা অকারনে হারাতে না চাইলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত দেখুন।

[AdSense]

বাংলালিংক BL VAS সার্ভিস বন্ধ করার উপায় – বাংলালিংক টাকা কাটা বন্ধ করার কোড

মেসেজ এসে টাকা কেটে নেওয়ার এই সমস্ত সার্ভিস গুলাকে বলে VAS বা ভ্যালু এডেড সার্ভিস। কিন্তু আমরা মজা করে বা না জেনে বলে থাকি টাকা কাটার সার্ভিস। মেসেজ এসে টাকা কাটা বন্ধ করার উপায় এই বাক্যটি আমাদের প্রত্যেকের কাছেই পরিচিত। পরিচিত বলতে গেলে আমরা প্রায় জনি এই অসুবিধায় ভুগেছি। আমরা চাইলে সহজেই এই সকল ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করে দিতে পারি। তাই চলুন জেনে নেয়া যাক বাংলালিংক সিমের এসব ভ্যালু অ্যাডেড সার্ভিস টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম।

বাংলালিংক সিমে ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করার নিয়ম

কখনো কখনো আমাদের মোবাইলে/সিমে টাকা রিচার্জ করার কিছুক্ষণপর অথবা সিমে টাকা থাকা অবস্থায় একটি সার্ভিস চালু করে সার্ভিস চার্জ বাবদ আমাদের সিম একাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেয়া হয়।

আমরা জেনে অথবা না জেনে যে কোন ভাবেই সার্ভিসটি চালু করে ফেলি। ফলে এই বিড়ম্বনার সম্মুখীন হয়। আর এই সমস্যার সমাধান নিয়ে আজকের এই পোস্ট। এখান থেকে ভ্যাস সার্ভিস বন্ধ করার সকল তথ্য পেয়ে যাবেন।

বাংলালিংক ওয়েলকাম টিউন বন্ধ করার কোড

আপনি কি বাংলালিংক সার্ভিস বন্ধ করার কোড জানতে চান? তাহলে আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজেই জেনে নিন। বিরক্তিকর ভ্যাস সার্ভিস গুলার মধ্য অন্যতম ওয়েলকাম টিউন। আপনার বাংলালিংক সিমের ওয়েলকাম টিউন সার্ভিস ডি-অ্যাক্টিভ করতে ডায়াল করবেন *২২২২# অথবা সরাসরি ডায়াল করবেন ২২২২ নাম্বার এ।

টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড

বর্তমানে টেলিযোগাযোগ খাতে বিপ্লব ঘটেছে।নতুন নতুন অফার এবং সেই সাথে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন এক সীমকে আরেক সীম সমান তালে পাল্লা দিয়েছে। দূরবর্তী অঞ্চলে নেটওয়ার্ক পৌছে দেবার শপথ নিয়ে উদ্ভাবন হয়েছিলো বাংলালিংক এর।

সেই থেকে পথচলা শুরু বাংলালিংক এর।নতুন নতুন অফার এবং এদের ভালো সার্ভিস এর কারণে গত এক দশকে এদের গ্রাহকদের সংখ্যা বেড়েছে আগের তুলনায় প্রায় চারগুণ বেশি। তেমতি এর কিছু অসুবিধাও দেখা যায় । তেমনি একটি সমস্যা ভ্যাস সার্ভিস।

আপনি চাইলে ইউএসএসডি কোড দিয়ে বাংলালিংক এর সকল অপ্রোজনীয় সেবা বন্ধ করতে পারন। কিভাবে করবেন এটা আপনাকে এজন্য আপনাকে নিচের পদ্ধতিটি অনুসরণ করতে হবে।

বাংলালিংক সকল VAS সার্ভিস বন্ধ করার কোড

বাংলালিংক তাদের গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্যে নানা ধরনের সার্ভিস দিয়ে থাকে। কিন্তু আসলে এই সার্ভিস গুলো সকলের জন্যে সুবিধা নিয়ে আসেনা। কিছু মানুষের জন্যে বিরক্তের কারন হয়ে দাঁড়ায়। তবে নিচের কোড ব্যবহার করে আপনি সহজেই এই সার্ভিস গুলো বন্ধ করতে পারবেন।

বাংলালিংকের সকল ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করার জন্য আপনার মোবাইলের বাংলালিংক সীম থেকে ডায়াল করুন *121*5*1*2*1# নাম্বারে। এটি ডায়াল করার ফলে আপনার মোবাইলে মাই বিএল অফার, মাই টিউন সকল ভ্যালু এডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে।তবে আপনি যদি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করতে চান সেইজন্য আপনাকে বাংলালিংক কাষ্টমার কেয়ার 121 এ ডায়াল করতে পারেন। তখন সার্ভিস বন্ধ করতে চাইলে ৭২ ঘন্টা লাগতে পারে।

আসা করি এই আর্টিকেল থেকে আপনার সমস্যার সমাধান পেয়েছেন । শেষ পর্যন্ত সাথে থ্যাকার জন্যে ধন্যবাদ।

Leave a Comment