২৬শে মার্চ স্বাধীনতা দিবসের স্ট্যাটাস, উক্তি, কবিতা, ছবি ২০২৪ 

২৬শে মার্চ স্বাধীনতা দিবসের স্ট্যাটাস, উক্তি, এসএমএস, রচনা, কবিতা, ছবি ২০২৪, বাংলাদেশের স্বাধীনতা দিবস যা ২৬শে মার্চ তারিখে পালিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৭ মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ডাক দেন। স্বাধীনতা দিবসের স্ট্যাটাস উক্তি ।

বছর ঘুরে আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের মানুষের জন্যে এই দিনটি অত্যান্ত গুরুত্বের। যেহেতু এই দিনে বাজ্ঞালী জাতির মুক্তির পথ উন্মোচিত হয়েছে। তাই এই মহান স্বাধীনত দিবস কে স্বরনীয় করে রাখার জন্য সরকারি ও ব্যাক্তি পর্যায়ে নানা আয়োজন করা হয়। তাই এই মহান স্বাধীনতা দিবস এর আয়োজন কে আপনাদের কাছে একটু সহজ করতে আজকের এই আর্টিকেল। এখানে আপনারা ২০২৪ সালের ২৬ শে মার্চ সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি, স্বাধীনতা দিবস সম্পর্কিত এসএমএস, স্ট্যাটাস, ছন্দ ও কবিতা সম্পর্কে জানতে পারবেন।  

এই দিনে সোশ্যল মিডিয়া প্লাটফর্মগুলোতেও সকলে বিভিন্ন শুভেচ্ছা র্বাতা থেকে শুরু করে পিকচার, কবিতা, এসএমএস আদান প্রদান করে থাকে। তাই আপনি যদি ২৬ শে মার্চ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা বন্ধু, কলিগ, প্রিয়জন কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর মত এসএমএস, উক্তি, কবিতা, ছবি, উক্তি খুজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যে । কারন আমরা এই পোষ্টটির মাঝে রেখেছি বেশ কিছু বাছাই করা স্বাধীনতা দিবসের কালেকশন ও আরো থাকছে স্বাধীনতা দিবস এর বা ২৬শে মার্চ এর এসএমএস,কবিতা, ইমেজ, ছবি, কবিতা, ছন্দ, বানী ইত্যাদি। আপনি আমাদের সংগ্রহ থেকে নিয়ে আপনার প্রিয়জন কে এস এম এস করতে পারেন। স্বাধীনতা দিবসের স্ট্যাটাস উক্তি ।

স্বাধীনতা দিবসের এর ইতিহাস 

১৯৭১ সালের ২৫ মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার গভীর রাতে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) নিরীহ জনগণের উপর হামলা চালায়। ঢাকার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করা হয়, অনেক স্থানে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং অনেক স্থানে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়। এমতাবস্থায় বাঙালিদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা সৃষ্টি হয় এবং অনেক স্থানেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করেই অনেকে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। পরবর্তিতে আনুষ্ঠানিক ঘোষণা পাবার পর আপামর বাঙালি জনতা পশ্চিম পাকিস্তানি জান্তার বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং ভারতের অবিস্মরণীয় সমর্থনের ফলস্বরূপ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন করে বাংলাদেশের অভ্যুদয় ঘটায়। 

২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস 

অপারেশন সার্চলাইট ১৯৭১ সালে ২৫ মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মধ্যমে তারা ১৯৭১ এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল। এই গণহত্যা ছিল পশ্চিম পাকিস্তানি শাষকদের আদেশে পরিচালিত,যা ১৯৭০ এর নভেম্বরে সংঘটিত অপারেশন ব্লিটজ্‌ এর পরবর্তি অনুষঙ্গ। অপারেশনটির আসল উদ্দেশ্য ছিল ২৬ মার্চ এর মধ্যে সব বড় বড় শহর দখল করে নেয়া এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের এক মাসের ভেতর নিশ্চিহ্ন করে দেয়া। 

স্বাধীনতা দিবস উৎযাপন -স্বাধীনতা দিবসের স্ট্যাটাস উক্তি 

বাংলাদেশের স্বাধীনতা দিবস বেশ বর্ণাঢ্য ভাবে উদ্‌যাপন করা হয়। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদ্‌যাপন শুরু হয়। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও বিভিন্ন রঙের পতাকা দিয়ে সজ্জিত করা হয়। জাতীয় স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। এই দিনটিতে সরকারি ছুটি থাকে। পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র বের করে। বেতার ও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করে। স্বাধীনতা দিবসের স্ট্যাটাস উক্তি ।

স্বাধীনতা দিবস স্ট্যাটাস ২০২৪ 

 

  • ” এই স্বাধীনতা দিবস আমাদের প্রত্যেকের জন্য ভাগ্য এবং সাফল্য বয়ে আনুক। আমাদের দেশ আগামী বছরগুলিতে আরও অগ্রগতির পথে এগিয়ে চলুক। শুভ স্বাধীনতা দিবস ২০২৪!  
  • ” আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ! আসুন আজকের এই দিনটি উদযাপন করি তাদের জন্য যারা আজ আমাদের স্বাধীনতার জন্য তাদের রক্ত ঝরিয়েছে। তারাই দেশের গৌরব অর্জনের যোগ্য। 
  • ” আজকের এই দিনটি এই মহান জাতির অংশ হয়ে গর্বিত বোধ করার একটি দিন। এই স্বাধীনতার চেতনা আমাদের সকলকে জীবনে সাফল্য এবং গৌরব অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাক। শুভ স্বাধীনতা দিবস ২০২৪! 
  • আমরা সবাই খুব আলাদা, কিন্তু একটি জিনিস আছে যা আমাদের এক করে এবং তা হল স্বাধীনতা। আমাদের এটিকে সম্মান করা উচিত। এই সুন্দর স্বাধীনতা দিবস উপভোগ করুন! 
  • স্বাধীনতা দিবস উপলক্ষে, আমার একমাত্র কামনা হল, বাংলাদেশ সর্বদা উন্নতির পথে চলুক এবং বাংলাদেশিরা সর্বদা  উন্নত দেশ তৈরির জন্য কাজ করুক। শুভ স্বাধীনতা দিবস ২০২৪! 

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের স্ট্যাটাস 

  • আমাদের স্বাধীন করার জন্য অকথ্য অত্যাচার, ত্যাগ স্বীকার করেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। ২৬শে মার্চ তাঁদের মনে করার ও সম্মান জানানোর দিন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 
  • আমরা প্রত্যেকেই পৃথক, তবে এমন একটি জিনিস আছে যা আমাদের একই সুতোয় বেঁধে দেয়, সেটি হল স্বাধীনতা। এই দিনটিকে সম্মান জানানো উচিত। কখনও ভুলে যেও না, এই স্বাধীনতা অর্জন করা কত কঠিন ছিল। এই সুন্দর স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। 
  • বহু বছরের স্বাধীনতা সত্ত্বেও এখনও অনেক সমস্যার সমাধান করা বাকি। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য সম্মিলিত ভাবে কাজ করে স্বাধীনতা দিবসের দিনটিকে আরও অর্থবহ করে তোলা যাক। 

২৬ শে মার্চ এর সংক্ষিপ্ত বক্তব্য 

  • স্বাধীন দেশে জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমাদের। এর জন্য আমাদের পূর্বপুরুষদের ধন্যবাদ জানানো উচিত। যাঁদের ত্যাগের কারণে এই দিনটি আমরা পালন করতে পারছি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 
  • প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের দেশকে উন্নত করার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করি এস। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। 
  • একটি রাষ্ট্র তার জনগণকে নিয়েই গড়ে ওঠে। তাঁদের কাজ ও অভিপ্রায় থেকে জানা যায় যে তাঁরা নিজের রাষ্ট্রের কেমন ভাবমূর্তি গড়ে তুলতে চাইছে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 

স্বাধীনতা দিবসের ফেসবুক স্ট্যাটাস 

””কি বলার কথা, কি বলছি। কি শোনার কথা কি শুনছি। কি দেখার কথা কথা কি দেখছি। … ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।”” ভাই অনেক বড় বড় কথা না বলে বরং দেশের জন্য আমরা কি করেছি এবং কি করতে পারি সেটাই ভাবি এবং আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করি। 

 
আমরা কি করলাম? আমাদের দেশের নেতারা কি করল? এই বিতর্ক দুরে রেখে বরং আমি দেশের জন্য কি করলাম? আজ কি করলাম? এবং আগামী কাল কি করব? সেটাই ভাবি এবং আমার পাশের ভাইকেও এ ব্যাপারে সহযোগীতা এবং উদ্বুদ্ধ করি। 

”স্বাধীনাতা তুমি ……” মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে….. সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন। 

২৬শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ। নও একটি স্মৃতি চিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতিক। তুমি চির বঞ্চিতের হুংকার,আবার তুমিই দিয়েছো চির শান্তি, ৩০ লক্ষ শহীদ আত্মার। 

২৬ মার্চ তুমি একটি উজ্জ্বল নক্ষত্র। বাংলা মায়ের আকাশ পাড়ে, তোমার জন্যই আজি বইছে আনন্দ, উল্লাস স্নেহ মাখা বাংলার হৃদয় জুড়ে। সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 

 

স্বাধীনতা দিবসের স্লোগান -স্বাধীনতা দিবসের স্ট্যাটাস উক্তি 

যেকোনো স্লোগান মানুষের মনের মধ্যে একটি উৎসাহ এবং উদ্দীপনা তৈরী করে। আর এই উৎসাহ-উদ্দীপনা ভবিষ্যতকে এগিয়ে যাওয়ার পথে অনেক উপকার বয়ে আনে।  

**খোলা আসমান রক্ত প্রমান স্বাধীনতা তুমি, বড় বেশি দামি, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে** 

**বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস আজ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা ** 

**বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। 30 লাখ শহীদের রক্তের ও দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা** 

স্বাধীনতা মানব মনের একটি খোলা জানালা, যেখান দিয়ে মানুষের আত্মা ও মানবিক মর্যাদার আলো প্রবেশ করে। _হারবার্ট হুভার 

“কিভাবে একটি দেশের নৈতিক অগ্রগতি এবং মহানুভবতা পরিমাপ করা যেতে পারে তারা পশুদের সাথে আচরণ করে।” – মহাত্মা গান্ধী 

 

২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উক্তি 

”স্বাধীনাতা তুমি ……” মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে….. সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন। 

”একটি বাংলাদেশ তুমি… জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।” সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটাই হোক আমাদের শপথ। 

২৬শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ। নও একটি স্মৃতি চিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতিক। তুমি চির বঞ্চিতের হুংকার,আবার তুমিই দিয়েছো চির শান্তি, ৩০ লক্ষ শহীদ আত্মার। 

 

 
স্বাধীনতা দিবসের কবিতা  

একটি পতাকা পেলে
– হেলাল হাফিজ 
 
 
কথা ছিলো একটি পতাকা পেলে 
 
আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা 
 
কথা ছিলো একটি পতাকা পেলে 
 
ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস 
 
ব্যর্থ চল্লিশে বসে বলবেন,–’পেয়েছি, পেয়েছি’। 
 
কথা ছিলো একটি পতাকা পেলে 
 
পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে 
 
ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে। 
 
কথা ছিলো একটি পতাকা পেলে 
 
ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে, 
 
বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুতে-ভাতে। 
 
কথা ছিলো একটি পতাকা পেলে 
 
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে, 
 
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ 
 
সকলেই নিয়ে যাবো নিজের সংসারে। 

 

ছোটদের স্বাধীনতা দিবসের কবিতা 

জয় বাংলা, বাংলার জয় 

জয় বাংলা, বাংলার জয়, 

হবে হবে হবে, হবে নিশ্চয় 

কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে 

নতুন সূর্য ওঠার এই তো সময়।। 

বাংলার প্রতি ঘরে ভরে দিতে চাই মোরা অন্নে 

আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দৃপ্ত তারুণ্যে 

নেই ভয়, হয় হোক রক্তের প্রচ্ছদ পট 

তবু করিনা করিনা করিনা ভয়।। 

অশোকের ছায়ে যেন রাখালের বাঁশরী 

হয়ে গেছে একেবারে স্তদ্ধ 

চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার 

আর ওই কান্নার শব্দ। 

শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র 

বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙ্গতে সংগ্রামী জনতা অতন্দ্র 

আর নয়, তিলে তিলে বাঙালীর এই পরাজয় 

আমি করিনা করিনা করিনা ভয়।। 

ভূখা আর বেকারের মিছিলটাকে যেন ওই 

দিন দিন শুধু বেড়ে যাচ্ছে 

রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ 

ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে। 

বারবার ঘুঘু এসে খেয়ে যেত দেবনা তো আর ধান 

বাংলার দুশমন তোষামুদী চাটুকার 

সাবধান, সাবধান, সাবধান 

এই দিন, সৃষ্টির উল্লাসে হবে রঙীন 

আর মানিনা, মানিনা কোন সংশয়।। 

মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই 

অনাহারে তাই শিশু কাঁদছে 

গরীবের পেটে আজ ভাত নেই ভাত নেই 

দ্বারে দ্বারে তাই ছুটে যাচ্ছে। 

মা-বোনেরা পরণে কাপড়ের লেশ নেই 

লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে 

ওষুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে, 

রোগে শোকে ধুকে ধুকে মরছে 

অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মত বাঁচতে চাই 

অত্যাচারী শোষকদের আজ 

মুক্তি নাই, মুক্তি নাই , মুক্তি নাই। 

 
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছবি- স্বাধীনতা দিবসের স্ট্যাটাস উক্তি 

২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস

 

২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস

 

স্বাধীনতা দিবসের ছবি বাংলাদেশ 

 

২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস

২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস

 

আশাকরি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্যে ধন্যবাদ ।