ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল খেলা অনলাইনে দেখুন

কোপা আমেরিকার ফাইনালের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে করোনার কারণে স্থগিত হয়ে থাকা কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব আবারো শুরু হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকা ফুটবল বলতেই বুঝি ব্রাজিল অথবা আর্জেন্টিনা। আর্জেন্টিনা ব্রাজিল খেলা মানেই আবেগ। আর আর্জেন্টিনা এবং ব্রাজিল একত্রে খেলা হলে তো কথাই নেই । উৎসবে মেতে থাকে দেশবাসী। সরব থাকি দুই পক্ষের ফেসবুক গ্রুপ সহ সোশ্যাল মিডিয়া। 

[Adsense]

২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ক পর্বে (2022 FIFA World Cup Qualifiers) প্রথমবারের মতো মুখোমুখি হবেন চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। তাই উভয়পক্ষের প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই থাকবে এটাই স্বাভাবিক। ব্রাজিল বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ ০৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার রাত ১ টায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে ০৫ সেপ্টেম্বর দিবাগত রাতে খেলাটি উপভোগ করা যাবে ।

[Adsense]

এই ম্যাচটি PSG ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লিওনেল মেসি এবং নেইমার এই মাসের প্রথম দিকে প্যারিস-সেন্ট জার্মেইয়ে যােগ দেওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে একে অপরের মুখােমুখি হবে। মেসি-নেইমারের শত্রুতা বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে বহুদিনের। আর্জেন্টিনার কোচ (Lionel Scaloni) বাছাই পর্বের জন্য একটি শক্তিশালী দলের ঘোষণা দেন। 

[Adsense]

অন্যদিকে ব্রাজিল দলে ফিরেছেন Daniel Alves (ড্যানিয়েল আলভেস) । নেইমারের নেতৃত্বাধীন দলটির কাছে আর্জেন্টিনার ডিফেন্সে সমস্যা হতে পারে । 

ব্রাজিল এবং আর্জেন্টিনা বর্তমানে CONMEBOL এর ফিফা বিশ্বকাপ ২০২২ বাছাইপর্বে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে । প্রতিটি দল বাছাইপর্বে মাঠে ১ matches টি ম্যাচ খেলবে। সুতরাং, যোগ্যতা অর্জনের জন্য এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। ৬ টি ম্যাচ জিতে, ১৮ পয়েন্ট নিয়ে তালিকার সর্বোচ্চ স্থানে ব্রাজিল। অন্যদিকে তিনটি ম্যাচ জিতে এবং তিনটি ম্যাচ ড্র করে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন ১২ হাজার দর্শক।

[Adsense]

আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে যারা খেলবেন 

আর্জেন্টিনা

ব্রাজিল

  • Emiliano Martinez (Goalkeeper)
  • Cristian Romero
  • Nicolas Otamendi
  • Marcos Acuna
  • Nicolas Tagliafico
  • Rodrigo De Paul
  • Leandro Paredes
  • Exequiel Palacios
  • Angel Di Maria
  • Lautaro Martinez
  • Lionel Messi (Captain)
  • Alisson (Goalkeeper)
  • Thiago Silva (Captain)
  • Marquinhos
  • Danilo
  • Dani Alves
  • Casemiro
  • Fabinho
  • Paqueta
  • Richarlison
  • Firmino
  • Neymar

যেসকল চ্যানেলে দেখা যাবে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফিফা বাছাইপর্ব ২০২২

বাংলাদেশের কোন চ্যানেলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা বাছাইপর্বের খেলাটি সম্প্রচারিত হবে না। কিন্তু আন্তর্জাতিক অনেক চ্যানেলে দেখা যাবে এই অনুষ্ঠান । এর মধ্যে কিছু চ্যানেল রয়েছে পেইড এবং কৃষি চ্যানেল রয়েছে ফ্রী ।

[Adsense]

দেশ

ফ্রী

পেইড

মোবাইল অ্যাপ 

Mexico

TV Azteca

Televisa

N/A

Indian

N/A

Sony Network

Sony app

Brazil

N/A

Rede Globo, SporTV

N/A

Russia

VGTRK

Match TV

N/A

Austria

ORF

N/A

DAZN app

ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল খেলা দেখুন অনলাইনে

[Adsense] Watch Online

Leave a Comment