এয়ারটেল সকল সার্ভিস বন্ধ করার কোড ২০২২,আমাদের সকলের কাছেই একটি অত্যান্ত বিরক্তিকর বিষয় হল মেসেজ এসে টাকা কেটে নেওয়া। সাধারন ভাবে আমরা লক্ষ করি কোন কারন ছাড়াই আমাদের ফোনের টাকা কেটে নিয়েছে। আর সেই কারনে আমরা সিম কোম্পানি বা মোবাইল অপারেটর কে দোষারপ করি , কিন্ত আসলে এই টাকা কেটে নেওয়ার বিষয়টি ঘটে আমাদের নিজেদের কারনেই।
আমরা মনের অজান্তেই কখনো কখনো বিভিন্ন সার্ভিস চালু করে ফেলি।আবার টাকা কেটে নেওয়ার এই সার্ভিস চালু করার পরে তা আর বন্ধ করতে পারিনা। তাই আপনাদের মোবাইলে এয়ারটেল সিমে মেসেজ এসে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ কারার উপায় নিয়েই আজকের আর্টিকেলটি সাজিয়েছি। এই পোষ্টে দেখাবো কিভাবে সকল সার্ভিস বন্ধ করতে হয় । এয়ারটেল সিমে টাকা কাটা বন্ধ করার উপায় । তাই আপনিও আপনার মোবাইলের টাকা অকারনে হারাতে না চাইলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত দেখুন।
[Adsense]
এয়ারটেল VAS সার্ভিস বন্ধ করার উপায় – এয়ারটেল টাকা কাটা বন্ধ করার কোড
মেসেজ এসে টাকা কেটে নেওয়ার এই সমস্ত সার্ভিস গুলাকে বলে VAS বা ভ্যালু এডেড সার্ভিস। কিন্তু আমরা মজা করে বা না জেনে বলে থাকি টাকা কাটার সার্ভিস। মেসেজ এসে টাকা কাটা বন্ধ করার উপায় এই বাক্যটি আমাদের প্রত্যেকের কাছেই পরিচিত।
পরিচিত বলতে গেলে আমরা প্রায় জনি এই অসুবিধায় ভুগেছি। আমরা চাইলে সহজেই এই সকল ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করে দিতে পারি। তাই চলুন জেনে নেয়া যাক রবি সিমের এসব ভ্যালু অ্যাডেড সার্ভিস টাকা কাটার সার্ভিস বন্ধ করার নিয়ম।
[Adsense]
এয়ারটেল সিমে ভ্যালু এডেড সার্ভিস বন্ধ করার নিয়ম
কখনো কখনো আমাদের মোবাইলে/সিমে টাকা রিচার্জ করার কিছুক্ষণপর অথবা সিমে টাকা থাকা অবস্থায় একটি সার্ভিস চালু করে সার্ভিস চার্জ বাবদ আমাদের সিম একাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেয়া হয়।
আমরা জেনে অথবা না জেনে যে কোন ভাবেই সার্ভিসটি চালু করে ফেলি। ফলে এই বিড়ম্বনার সম্মুখীন হয়। আর এই সমস্যার সমাধান নিয়ে আজকের এই পোস্ট। এখান থেকে ভ্যাস সার্ভিস বন্ধ করার সকল তথ্য পেয়ে যাবেন।
[Adsense]
এয়ারটেল ওয়েলকাম টিউন বন্ধ করার কোড
আপনি কি এয়ারটেল সার্ভিস বন্ধ করার কোড জানতে চান? তাহলে আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজেই জেনে নিন। বিরক্তিকর ভ্যাস সার্ভিস গুলার মধ্য অন্যতম ওয়েলকাম টিউন।
এয়ারেটল কলার টিউন বন্ধ করতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন CT DEACT লিখে ৩১২৩ নম্বরে পাঠিয়ে দিন।
[Adsense]
এয়ারটেল টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড
বর্তমানে টেলিযোগাযোগ খাতে বিপ্লব ঘটেছে।নতুন নতুন অফার এবং সেই সাথে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন এক সীমকে আরেক সীম সমান তালে পাল্লা দিয়েছে। দূরবর্তী অঞ্চলে নেটওয়ার্ক পৌছে দেবার শপথ নিয়ে উদ্ভাবন হয়েছিলো বাংলালিংক এর।
সেই থেকে পথচলা শুরু এয়ারটেল নতুন নতুন অফার এবং এদের ভালো সার্ভিস এর কারণে গত এক দশকে এদের গ্রাহকদের সংখ্যা বেড়েছে আগের তুলনায় প্রায় চারগুণ বেশি। তেমতি এর কিছু অসুবিধাও দেখা যায় । তেমনি একটি সমস্যা ভ্যাস সার্ভিস।
আপনি চাইলে ইউএসএসডি কোড দিয়ে এয়ারটেল সকল অপ্রোজনীয় সেবা বন্ধ করতে পারন। কিভাবে করবেন এটা আপনাকে এজন্য আপনাকে নিচের পদ্ধতিটি অনুসরণ করতে হবে।
[Adsense]
এয়ারটেল সকল VAS সার্ভিস বন্ধ করার কোড
আপনি মাত্র একটি নাম্ব্র ড্যাল করে এয়ারটেলের সকল ভ্যাস সার্ভিস বন্ধ করতে পারেন। এয়ারটেল সিমের সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন : *9#
এছাড়াও আপনাদের সিমে যদি কোন ফেসবুক আপডেট সার্ভিস চালু থাকে থাকে তাহলে সেটি বন্ধ করার জন্য টাইপ করুন *325*22#.
যদি আপনাদের ফোনে মিউজিক এন্ড ইন্টারটেইনমেন্ট সার্ভিসটি চালু থাকে তাহলে এটি বন্ধ করার জন্য টাইপ করুন *121*3*2#
এয়ারটেল সিমে মোবাইল বেকাপ সার্ভিস অন থাকে তাহলে এটি বন্ধ করতে হলেএটি বন্ধ করার জন্য টাইপ করুন *121*3*3#
আপনাদের ফোনে যদি এয়ারটেল এর ক্লাসিফাইড সার্ভিসটি চালু থাকে তাহলে এটি বন্ধ করার জন্য টাইপ করুন *121*3*5##
আপনাদের সিমে যদি ক্রিকেট নিউজ সার্ভিসটি চালু থাকে তাহলে সেটিবন্ধ করার জন্য টাইপ করুন *121*3*6# বা একসাথে এয়ারটেল সিমের সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন : *9#
আসা করি এই আর্টিকেল থেকে আপনার সমস্যার সমাধান পেয়েছেন । আজকে আমরা আলচনা করলাম এয়ারটেল সিমের সকল কোড সমূহ, এয়ারটেল এমবি চেক কোড, এয়ারটেল মিনিট চেক কোড ,এয়ারটেল নাম্বার দেখার কোড, এয়ারটেল ব্যালেন্স চেক কোড, এয়ারটেল এস এম এস চেক কোড, এয়ারটেল ব্যালেন্স চেক কোড, এয়ারটেল সিমের সব কোড সমূহ প্রভূতি নিয়ে শেষ পর্যন্ত সাথে থাকার জন্যে ধন্যবাদ।