স্মার্টফোনের বাজার সর্বদাই গতিশীল। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার সমৃদ্ধ মোবাইল ফোন তৈরি করে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। আর মানের ভিত্তিতে মোবাইল ফোনের ব্র্যান্ড গুলোর মধ্যে সেরা ব্র্যান্ডগুলোর ফোনই সবাই বেশি পছন্দ করে। বাংলাদেশের সেরা মোবাইল ফোন এর দাম নির্ভর করে ব্র্যান্ডের উপরে। সকল ব্র্যান্ডের মোবাইল ফোন কম দামে কিনতে ও দাম জেনে নিতে পারবেন বিডিস্টল ডট কম থেকে। সেরা ১০ টি মোবাইল ফোন ব্র্যান্ড হিসেবে যেসব ব্র্যান্ডকে তালিকার শীর্ষে রাখা হয়েছে সেগুলো ধারাবাহিক ভাবে বর্ণণা করা হলো:
[Ads]১. অ্যাপেল আইফোন (Apple Iphone)
১৯৭৬ সালে স্টিভ জবস এবং রোনাল্ড ওয়েন এর হাত ধরে জন্ম হয় অ্যাপল ব্র্যান্ডের।এর ক্লাসিক ডিজাইনের জন্য অ্যাপেল আইফোন এতো জনপ্রিয়। এছাড়াও কোয়ালিটি,ফিচার, টেকনিক্যাল সাপোর্ট ইত্যাদির জন্য অ্যাপেল এর আইফোন সবার প্রিয়। প্রতিবছরই নতুন নতুন চমক নিয়ে বাজারে আসে অ্যাপল। আইফোন সিরিজের নতুন আইফোন ১৪ সম্প্রতি বাজারে এসেছে। এর বর্তমান মূল্য বাংলাদেশী টাকায় ৯৫ হাজার টাকা এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স এর মূলত প্রায় ১ লক্ষ ৫ হাজার টাকা।
২. স্যামসাং (Samsung)
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং কোম্পানি। এটি একটি কোরিয়ান কোম্পানি। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে স্যামসাং হলো মার্কেট লিডার, বিশেষ করে তাদের বিভিন্ন সেগমেন্টের মোবাইলের জন্য। স্যামসাং ইলেকট্রনিংক্স এখন স্মার্টফোনের পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে এবং দ্রুতই তা আরও বৃদ্ধি পাচ্ছে। স্যামসাং এর এ সিরিজ ও এম সিরিজের ফোনসমুহ বাজারে আনার পর থেকে ব্যবহারকারীদের মন জয় করে নেয় ফোনগুলো। দেশের বাজারে কম দামে ভালো ফিচার অফার করার মাধ্যমে শাওমি ও রিয়েলমির সাথে সমানে সমানে প্রতিযোগিতায় আছে স্যামসাং। স্যামসাং কোম্পানির সম্প্রতি নতুন মডেল হলো স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ৫জি। এর দাম পড়বে ১,৩৯,৯৯৯ টাকা। এছাড়াও আরো কম বাজেটের মধ্যেও পাওয়া যাবে এই ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো।
[Ads]৩. শাওমি (Xiaomi)
শাওমি হলো সবচেয়ে দ্রুততম গ্রো করা একটি স্মার্টফোন ব্র্যান্ড। ২০১০ সালে চীনের লেই জুন এর হাত ধরে শাওমি ব্র্যান্ড আত্ন্যপ্রকাশ পায়। ২০১১ সালে তারা তাদের প্রথম স্মার্টফোন বাজারজাত করেন। এর দারুন সব ফিচার ও ডিজাইন কোয়ালিটির কারণে এটি খুব দ্রুত সকলের জনপ্রিয়তা অর্জন করেছে। এজন্য একে “অ্যাপল অব চায়না” বলা হয়। সেবার মান ধরে রাখতে এই ব্র্যান্ডটি দিচ্ছে তাদের সকল স্মার্টফোনে ২ বছরের ওয়্যারেন্টি।
শাওমি রেডমি নোট সিরিজের লেটেস্ট এডিশন হলো রেডমি নোট ১১। এর দাম পড়বে মাত্র ২২ হাজার টাকা। শাওমির অন্যান্য মডেলের ফোন গুলো আরো কম বাজেটের মধ্যে পাওয়া যাবে। অন্য বাজেটের শাওমি ফোনগুলোর আপডেট পাবেন Tech News BD তে.
৪. অপ্পো (Oppo)
অপ্পো হলো চীন দেশের কোম্পানি বিবিকে ইলেকট্রনিকস এর মোবাইল ব্র্যান্ড। ২০১১ সালে অপ্পো ব্র্যান্ড প্রতিষ্ঠা লাভ করে। তারা তাদের লো সেগমেন্ট বাজেট স্মার্টফোন এবং ফোন ক্যামেরার কোয়ালিটির কারণে অধিক বেশি জনপ্রিয়।সম্প্রতি বাজারে আসা ওপ্পো রেনো ৬ এর দাম পড়বে ৩২,৯৯০ টাকা।
৫. ভিভো (Vivo)
অপ্পোর পাশাপাশি ভিভো ও চায়না কোম্পানি বিবিকে ইলেকট্রনিকস এর আরো একটি মোবাইল ব্র্যান্ড। ২০০৯ সালে ভিভোর যাত্রা শুরু হয়। তারা তাদের ফানটাচ এন্ড্রোয়েড সিস্টেমের কারণে খুবই জনপ্রিয়।এই ব্র্যান্ডটি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান স্মার্টফোন কোম্পানি। সম্প্রতি এর ভি২৩ ফোনটি বাজারে এসেছে। এর দাম মাত্র ৪০ হাজার টাকা।
৬. ওয়ানপ্লাস (OnePlus)
এটি চীনের শেনজেনে অবস্হিত একটি সুনামধন্য মোবাইল প্রতিষ্ঠাতা কোম্পানি।এই মোবাইল কোম্পানি ২০১৩ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছে।বাংলাদেশের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি হয় ওয়ানপ্লাস এর ফোন। এটি প্রাতিষ্ঠানিকভাবে বিশ্বের ৩৪টি দেশ বা অঞ্চলে মোবাইল সরবরাহ করে থাকে।এর জনপ্রিয় মডেলের মোবাইল ফোন হলো ওয়ানপ্লাস নর্ড ২ যার দাম পড়বে ৫০ হাজার টাকা।
৭. হুয়াওয়েই (Huawei)
চীনা ব্র্যান্ডের হলেও হুয়াওয়েই বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড, বিশ্বে ১৭০ টিরও বেশি দেশে এই ব্র্যান্ডটি তাদের স্মার্টফোন সেবা পৌছে দিচ্ছে।১৯৮৭ সালে এটি প্রতিষ্ঠা হয়।
এর দারুন সব ফিচার ও টেকনিক্যাল সাপোর্টের জন্য এটি সবার কাছে জনপ্রিয় একটি স্মার্টফোন ব্র্যান্ড। এর মোবাইল ফোন গুলো বর্তমান বাজারে ৭ হাজার থেকে ৭০ হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে।
৮. টেকনো/আইটেল (Tecno/Itel)
টেকনো মোবাইল শেনজেন ভিত্তিক একটি চীনা মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি। এটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ট্রান্সসিওন হোল্ডিংসের একটি সহায়ক।টেকনো, আইটেল ব্র্যান্ডগুলো বর্তমানে ফিচারের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি স্যামসাং কে চ্যালেন্জ করছে। এর মোবাইল ফোন গুলোর দাম ৬ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত রয়েছে।
[Ads]৯. মটোরোলা (Motorola)
আমাদের বাংলাদেশে এটি তেমন একটা পরিচিত ব্রান্ড না হলেও মটোরোলা ওয়াল্ড ওয়াইড অনেকটা জনপ্রিয়। ১৯২৮ সালে যাত্রা শুরু আমেরিকান এই মোবাইল ব্র্যান্ড।বর্তমান মটোরোলো ইনকর্পোরেটের প্রধান হলেন ড্যান মলনি।মটোরোলা হলো লেনোভো ব্র্যান্ডের একটি সাবব্র্যান্ড। শক্তিশালী মোবাইল ফোন তৈরিতে এর বেশ জনপ্রিয়তা রয়েছে।
১০. গুগল পিক্সেল (Google Pixel)
এটি যুক্তরাষ্ট্রের অবস্হিত একটি সুনামধন্য মোবাইল এবং ইলেকট্রনিকস সামগ্রী প্রতিষ্ঠাতা কোম্পানি।এই মোবাইল কোম্পানি ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত হয়েছে। “Google Pixel” মোবাইল কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন Alphabet Inc. ফটোগ্রাফি লাভারদের কাছে গুগল এর পিক্সেল ফোনগুলো বেশ পছন্দের। আমাদের দেশের স্মার্টফোন লাভারদের কাছেও পিক্সেল এক আস্থার নাম। মাত্র ১০ থেকে ৫০ হাজার টাকার বাজেটের মধ্যে পাওয়া যাবে গুগল পিক্সেল সিরিজের ফোনগুলো।