আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রডাক্ট আমরা ব্যাবহার করে থাকি। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁতের যত্ন নেওয়ার জন্য ব্রাশ করি। তবে আমরা হয়ত জানি না যে টুথ পেস্ট দাঁতের জন্য কী ভূমিকা পালন করে। বিভিন্ন ধরণের টুথ পেস্ট আমরা বাজারে দেখে থাকি। দাঁত ব্রাশের সময় টুথ পেস্ট ব্যাবহার করলে দাঁতের হলদে দাগ, দাঁতের পোকা এবং মুখের দুর্গন্ধ দুর হয়। প্রতিদিন ব্রাশ করার সময় টুথ পেস্ট ব্যাবহার করা উত্তম। তাই পেস্ট সম্পর্কে আমাদের বিস্তারিত জানা অন্যন্ত জরুরি।
টুথ পেস্ট কী এবং এর কাজ কী
https://ibb.co/vHrTzgd
টুথপেস্টে বলতে আমরা সাধরণত এক ধরণের জেল বলে মনে করি। টুথপেস্ট দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে ব্যবহৃত হয়ে। টুথ পেস্ট দাঁতের পোকা ও দুর্গন্ধ দূর করতে সহায়তা করে। দাঁতের ক্ষয় হয় না এবং দাঁতের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। টুথপেস্ট দাঁতের গোড়া ও মজবুত করে। বিভিন্ন ধরণের খাদ্য খাওয়ার ফলে বা অন্য কোন কারণে আমাদের মুখে গন্ধ হতে পারে। টুথ পেস্ট ব্যবহার করলে আমারা এই দুর্গন্ধ দূর করতে পারি। আমারা জানি যে, স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের অবশ্যই উচিৎ একটি ভালো মানের টুথ পেস্ট ব্যবহার করা।
বাজারে কী কী ব্রান্ডের টুথ পেস্ট পাওয়া যায় এবং এর দাম
বাজারে বর্তমানে বিভিন্ন ব্রান্ডের টুথ পেস্ট পাওয়া যায়। টুথপেস্ট কিনার আগে আমাদের একিটা বিষয় মাথায় রাখতে হবে যে কোন টুথপেস্ট টা আপনার জন্য ভালো হবে। প্রতিটি টুথ পেস্ট আলাদা আলাদা ট্রিটমেন্ট দিয়ে থাকে। টুথপেস্টের ব্রান্ডগুলো হলো-
Colgate Toothpaste:
আমরা যেসকল ব্রান্ডের টুথপেস্ট ব্যাবহার করি এর মধ্যে কোলগেট অতি পরিচিত একটি ব্রান্ড। কোলগেট অনেক দক্ষতা ও সফলাতার সাথে দির্ঘদীন থেকে আমাদের চাহিদা পূরণ করে আসছে। এই ব্রান্ডের টুথ পেস্ট দাঁতের জন্য অনেক উপকারী। এটি দাঁতের সকল দাগ ও মাড়ি মজবুত করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। এই ব্রান্ডের অনেক গুলো টুথপেস্ট আমরা দেখে থাকি। এগুলোর মূল্য হলো-
COLGATE Dental Cream – 100 gram | ৭৬ টাকা |
Colgate Cibaca 175 gm Anticavity Toothpaste | 12৫ টাকা |
Colgate Pain Out Dental Gel 10gm | ৩৬০ টাকা |
Colgate Total Toothpaste 120gm | ২১৪ টাকা |
Colgate Visible White Toothpaste 100gm | ২৫০ টাকা |
Colgate Active Salt Toothpaste 200gm | ১৬০ টাকা |
Closup toothpaste:
ক্লোজ-আপ টুথ-পেস্ট ব্রান্ড টি আমাদের অতি পরিচিত একটি ব্রান্ড। দাতের সুস্থ্যতা ও মজবুত মাড়ির জন্য এই টুথ-পেস্ট খুবই সহায়ক। এদের ব্রান্ডের টুথ-পেস্ট অনেক ভালো মাণের হয়ে থাকে। বর্তমান বাজারে এটি একটি বিশ্বস্ত ব্রান্ড হিসেবে সবার কাছে পরিচিত। এর কয়েকটি পণ্যের নাম ও মূল্য হলো-
Closeup Toothpaste White Attraction Natural Smile 140g | ১১৬ টাকা |
Closeup Toothpaste Fresh Freeze 145G | ১১০ টাকা |
Closeup Toothpaste Menthol Fresh 160g | ১১১ টাকা |
Dabur Red Toothpaste:
আমরা বিভিন্ন ব্রান্ডের টুথ-পেস্ট সম্পর্কে জানি বা আমাদের চাহিদা মেটাতে বাজার থেকে কিনে থাকি। তবে এদের মধ্যে ডাবর-রেড পেস্ট খুবই ভালো মাণের একটি টুথ-পেস্ট ব্রান্ড। এই ব্রান্ডটি খুবই দক্ষতার সাথে আমাদের জন্য অনেক উন্নত মাণের টুথপেস্ট তৈরি করে আসছে। এই ব্রান্ডের টুথ পেস্ট দোঁতের জন্য অনেক উপকারী। এই ব্রান্ডের কয়েকটি পণ্যের নাম এবং মূল্য হলো-
Dabur Red Toothpaste 50 gm | ৩১ টাকা |
Dabur Red Toothpaste Super Saver Pack 300 gm | ১৬২ টাকা |
Dabur Meswak Toothpaste 200 gm Toothbrush Free | ১১৯ টাকা |
Dabur Herbl Gel Toothpaste Intense Fresh 160 gm | ১১০ টাকা |
এ ছাড়াও বাজারে আরো অনেক ব্রান্ডের টুথ-পেস্ট পাওয়া যায়। সেগুলো হলো-
Pepsodent | 120 টাকা |
Dr.C.Tuna | 600 টাকা |
Sensodyne |
160 টাকা |
Darlie Double Action | 284 টাকা |
Mediplus Ds | 125 টাকা |
Mushroom | 140 টাকা |
Signal | 250 টাকা |
Kodomo |
115 টাকা |
Little teeth | 260 টাকা |
Patanjali Dent | 129 টাকা |
টুথপেস্টের উপকরণ সমূহ
টুথপেস্ট প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি করা হয়। প্রকৃতিক উপাদানের সাথে রাসায়নিক কিছু পদার্থ ও যুক্ত থাকে। তবে এতোগুলো উপাদানের মধ্যে দাঁতের জন্য কোন উপাদানটা বেশি গুরুত্বপূর্ণ এটা জানা অত্যন্ত জরুরী। একটি টুথপেস্টে অনেক গুলো উপাদান থাকে তবে দাঁতের সুস্থ্যতার শুধু মাত্র দুইটি উপাদাই যথেষ্ট। উপাদান দুইটি হলো অ্যাব্রেসিভস ও ফ্লুরাইড। এই দুইটি উপাদান যে কোন পেস্টে থাকা অত্যন্ত জরুরী। বাকি আরও অনেক উপাদান যেমন, বিভিন্ন ধরণের রং, লবন, চিনি। বিভিন্ন ধরণের রাসায়নিক পদার্থ যেমন, ক্যালসিয়াম, কার্বোনেট, সিলিকা, ম্যাগনেশিয়াম ইত্যাদি। জিহবার ওপরের প্লাক পরিষ্কার করতে এসকল রাসায়নিক পদার্থগুলো সাহায্য করে।
শেষ উক্তি
পরিশেষে বলা যায় যে, দৈনন্দিন জীবনে আমাদের টুথপেস্ট এর ব্যবহার অনেক বেশি। এবং এই টুথপেস্ট সম্পর্কে আমাদের বিস্তারিত সকল কিছু জেনে রাখা অত্যন্ত জরুরি। আসুন সবাই প্রতিদিন সকালে এবং রাতে টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করি এবং সুস্থ্য সবল দেশ গড়ি।