একজন মানুষের কোন গুণগুলো আপনাকে মুগ্ধ করে? জেনে নিন

একজন মানুষের কোন গুণগুলো আপনাকে মুগ্ধ করে?

শুভেন্দু পুরকায়স্থ এর মতে একজন মানুষের যেসকল গুণগুলো আপনাকে মুগ্ধ করে:

মুগ্ধ হই,

১। যখন দেখি, খুব উচ্চশিক্ষিত হয়েও কেউ, নিজের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করতে লজ্জিত বোধ করেন। একদমই অশিক্ষিত কারোর সাথেও, খুবই বিনয়ের সাথে আচরণ করেন।

২। যখন দেখি, প্রচুর অর্থ, বিত্তের অধিকারী হয়েও কেউ, বাড়ীতে কাজ করার লোকেদের, “আপনি” বলে সম্বোধন করেন।

৩। যখন দেখি, অন্যকে সমালোচনা করা হচ্ছে দেখে, চলতে থাকা কথার মাঝেই কেউ, অন্য কাজের বাহানা দেখিয়ে, কেটে পড়েন।

৪। যখন দেখি, স্বল্প বেতনে চাকরী করেও কেউ, স্ত্রী, সন্তান নিয়ে, মেলায় গিয়ে জিলিবি কিনে খেয়ে, সমস্ত দু:খ যাতনা ভুলে, মুখে, পরম প্রাপ্তির হাসিটি ছড়িয়ে দিতে জানেন।

৫। যখন দেখি, বিদেশ ঘুরে এসেও কেউ গর্বের সাথেই বলে ফেলেন, ” না, না, আমার গ্রামের মতো শান্তি, এই পৃথিবীর কোথাও নেই”।

৬। যখন দেখি, “বাঙালী অলস, একেবারেই ঘরমুখো” এসব কথার বিপরীতে, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, শরত্‍চন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দকে নিয়ে, বুক চিতিয়ে কথা বলতে, কেউ এগিয়ে আসেন।

৭। যখন দেখি, অন্যের মুখে অশ্লীল শব্দ শুনে, কেউ লজ্জায় মুখ লুকিয়ে, মরতেই থাকেন।

৮। যখন দেখি, “প্রতিশোধ” শব্দটি শুনেই কেউ, আঁতকে উঠেন, বলতে থাকেন, “না, না, দরকার নেই”।

৯। যখন দেখি, আত্মহত্যার উদ্দেশ্যে, আসতে থাকা ট্রেনের সামনে ঝাঁপ দেয়ার মূহুর্তে, একদমই অচেনা-অজানা কেউ, নিজের জীবন তুচ্ছ করেই, আত্মহত্যাকামীকে ফিরিয়ে আনেন, আত্মহত্যার পথ থেকে।

১০। যখন দেখি, আপভোট না পেলেও কেউ, দিনের পর দিন ক্লান্তিহীন ভাবে, কোরাবাংলায় লিখতেই থাকেন।

এসবই আমাকে মুগ্ধ করে, অন্তর থেকেই উঠে আসে, “সশ্রদ্ধ প্রণাম”।

স্বাধীন হক বিজয় এর মতে অন্য জনকে যেখাবে নিজের দিকে আকর্ষিত করা যায়:

নাজনীন নাহার এর মতে একজন মানুষের যেসকল গুণগুলো আপনাকে মুগ্ধ করে:

১) সুন্দর মুখাবয়।

২) সুন্দর করে কথা বলার ক্ষমতা।

৩) পোষাকের রূচি।

,৪) উদার মানসিক।

৫) খাদ্য অভ্যাস।

Mahfuz Biswass মতে একজন মানুষের যেসকল গুণগুলো আপনাকে মুগ্ধ করে:

নম্রতা, বিনয়, মহানুভবতা