Taxes Zone-12 Dhaka Exam Question Solution 22 & 23 February 2019

Taxes Zone-12 Dhaka Exam Question Solution 22 & 23 February 2019, Kor Commission Karjaloy Recruitment Exam Question Paper Solution To The Exam Was Held On 22-02-2019 & 23-02-2019. কর কমিশনার কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সমাধান ২২ এবং ২৩ ফেব্রুয়ারী ২০১৯, http://taxeszone12dhaka.gov.bd

Taxes Zone-12, Dhaka Exam Result

[LinkAds]

Exam Post Name:

  • Upper Division Assistant (UDA)
  • Steno Typist Com Computer Operator
  • Office Assistant Cum Computer Typist
  • Driver
  • Machine Operator
  • Notice Server
  • Office Shoyahok
  • Security Gaurd

Exam Type: MCQ

Organization Name: Taxes Zone-12, Dhaka

Exam Date: 22 February 2019 & 23 February

Exam Time:

Taxes Zone-12, Dhaka Exam Question Solution

It was tried to give a correct solution to the question paper. But people are just wrong. We may have unknowingly some wrong solutions. If you have found any false, then please tell us through comments.

[Adsense]

Taxes Zone-12, Dhaka : Shrimp Cumulative Cum Computer Operator / Office Assistant Cum Computer Printer

২। এক কথায় প্রকাশঃ

ক.ঘাম ঝরে পড়ছে এমন- গলদঘর্ম

খ. ইচ্ছামত কাজ বা আচরণ যে করে-স্বেচ্ছাচারী

গ. ইতি পূর্বে দণ্ডিত ব্যক্তি-দাগী

ঘ. লাফিয়ে চলে যা- প্লবগ

ঙ. তীর নিক্ষেপে ওস্তাদ-তীরন্দাজ

৩। কারক ও বিভক্তিঃ

ক. লোকটা জাতিতে বৈষ্ণব-করণে ৭মী

খ.বোটা আলগা ফল গাছে থাকে না-অপাদান কারকে শূন্য বিভক্তি

গ. তিলে তৈল আছে – অধিকরন কারকে ৭মী

ঘ. দীন দেখিয়া দান করিও -সম্প্রদান কারক

ঙ .গায়ে মানে না আপনি মোড়ল-কর্তায় ৭মী

৪। সন্ধি বিচ্ছেদঃ

ক. দ্যুলোক-দিব্+লোক

খ.তরুচ্ছায়া-তরু + ছায়া

গ. নিঃশব্দঃ নিঃ + শব্দ

ঘ. ধাত্রী -ধাতৃ + ঈ

ঙ. কিংবদন্তি -কিম্ + বদন্তী

7. Fill in the blank:

a) with b) of c) at d) to e) in

8. Transformation of sentence:

a) Let the door be shut

b) Has he done it?

c) You are requested to arrange.

d) Rice is cheap when it is sold.

e) You should keep a promise

9. Identify the parts of speech:

Obedience- Noun

True- Adjective

Very- Adverb

Admire- Verb

Or- Conjunction

[LinkAds]

১১. যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? উত্তরঃ ৬৯%

১২. ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৪ঃ১। ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২ঃ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? উত্তরঃ ৫০ঃ ২০

১৩. প্রমাণ করুন…..

১৪. 1+b

১৫। সাধারণ জ্ঞানঃ

ক.বাংলাদেশের উচ্চতম স্থানের নাম

খ. মহামুনি বিহার কোথায় অবস্থিত-চট্টগ্রামের রাউজানে

গ. বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি-ভবেরপাড়

ঘ. ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি কি ছিল-বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা

ঙ. বঙ্গবন্ধু কবে দেশে প্রত্যাবর্তন করেন- ১০ জানুয়ারি

চ. বাংলাদেশের কোন নদীতে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু সংরক্ষণ করা হয়-হালদা

ছ. প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত-মহাস্থানগড়

জ. সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

ঝ. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে- হামিদুর রহমান

১৬. নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

ক) ইংলিশ চ্যানেল আলাদা করেছে কোন কোন শহরকে? লন্ডন ও প্যারিস

খ) মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেন? ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্রের রাজধানী স্কোপিয়ে

গ) নুন্যতম কত সময়ের মধ্যে শব্দ ফিরে আসলে প্রতিধ্বনি শোনা হয়? ০.১ সেকেন্ড

ঘ) ইনসুলিনের কাজ কি? কলা-কোষে গ্লুকোজ বিশেষণ বৃদ্ধি করে

ঙ) বর্তমানে স্বাধীন দেশের সংখ্যা কত? ১৯৫ টি

১৭. পুর্ণরুপ লিখুনঃ

IRD- Internal Resources Division

EPZ- Export Processing Zone

WWW: World Wide Web

ASEAN– Association of Southeast Asian Nations

IMF: International Monetary Fund

[Adsense]

Taxes Zone-12, Dhaka : Upper Division Assistant (UDA)

২। সন্ধি বিচ্ছেদ করুন-

উত্থাপন- উৎ + স্থাপন

মনীষা- মনস্+ঈষা

ততোধিক- ততঃ + অধিক

ক্ষুৎপিপাসা- ক্ষুধ+পিপাসা

সুবন্ত- সুপ্‌ + অন্ত

৩। শুদ্ধকরণ-

স্বধর্মচ্যুত

সৌজন্য

গর্ভধারিণী

জ্যোৎস্না রাত

বিভীষিকা

৪। সমাস ও ব্যাসবাক্য নির্ণয়-

স্মৃতিসৌধ- স্মৃতি রক্ষার্থে সৌধ- মধ্যপদলোপী কর্মধারয়

শশব্যস্ত – শশকের (খরগোশ) ন্যায় ব্যস্ত- উপমান কর্মধারয়

খেয়াঘাট- খেয়ার ঘাট- ষষ্ঠী তৎপুরুষ

উদ্বেল- বেলাকে অতিক্রান্ত -অব্যয়ীভাব সমাস

৫। শব্দের অর্থ ও বাক্য রচনা-

গৌ-বৈদ্য- হাতুড়ে ( রফিক সাহেবের মেয়ে গৌ-বৈদ্য ডাক্তারের হাতে মরতে বসেছে)

চোখ টাটানো- ঈর্ষা করা (ভাল কাজ করলে সবাই চোখ টাটায়)

দড়ি কলসি- আত্মহত্যার উপকরণ বিশেষ ( প্রয়োজনে দড়ি-কলসিও জোটে না বটে)

ফেঁপে ওঠা- ধনী হওয়া ( দুর্নীতি করে আজাদ সাহেব ফেঁপে ওঠেছেন)

ধ্যাড়ানো- বোকা লোক ( সৎ মানুষকে সবাই এখন ধ্যাড়ানো ভাবে)

7. Fill in the blank:

a) into b) of c) with d) after e) to

8. Transformation:

a) If I had a friend to support me!!!

b) Everybody will except that I am right

C) No other metal is as useful as iron

d) I want a car which I can drive.

e) You must avoid fat but you can not lose weight.

[LinkAds]

১১. ৫ ঘণ্টা

১২. 33.33% লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে।
১৫। সাধারণ জ্ঞানঃ

ক. বাংলাদেশের জাতীয় পতাকার রং কি ও পরিমাপ কি?-লাল ও সবুজ , পরিমাপ-১০:৬

খ. স্বাধীনতার খেতাব কত প্রকার ও কি কি?৪ প্রকার এবং বীরশ্রেষ্ঠ , বীর উত্তম ,বীর বিক্রম এবং বীর প্রতীক

গ. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কে ও তার দাপ্তরিক পদবী কি

ঘ. সার্ক এর পূর্ণরূপ কি? সার্ক কত সালে ও কি উদ্দেশ্যে গঠিত হয়? -দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা , ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক,অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে গঠিত হয় ।

ঙ. পূর্ণরূপঃ

চ.বীরঙ্গনা কোন ছন্দে রচিত? চর্যাপদ কত সালে ও কোথায় আবিষ্কৃত হয়?- ১৯০৭ খ্রিস্টাব্দে নেপাল রাজদরবারের অভিলিপিশালায় আবিষ্কার হয়।

ছ. কবে ও কোথায় লাহোর প্রস্তাব গৃহীত হয়? উহার উপস্থাপক কে ছিলেন? ১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্থানের লাহোরে মুসলিম লীগেরসম্মেলনে শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক প্রস্তাবটিই উত্থাপিত হয় ।

জ. মনপুরা ৭০ কি?- একটি চিত্রশিল্প

ঝ. জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে? -গাজী মাযহারুল আনোয়ার

NB: Question Solution Courtesy & Thanks Goes To JobsTestBD

Leave a Comment