Taxes Zone-12 Dhaka Exam Question Solution 22 & 23 February 2019

Taxes Zone-12 Dhaka Exam Question Solution 22 & 23 February 2019, Kor Commission Karjaloy Recruitment Exam Question Paper Solution To The Exam Was Held On 22-02-2019 & 23-02-2019. কর কমিশনার কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সমাধান ২২ এবং ২৩ ফেব্রুয়ারী ২০১৯, http://taxeszone12dhaka.gov.bd

Taxes Zone-12, Dhaka Exam Result

[LinkAds]

Exam Post Name:

  • Upper Division Assistant (UDA)
  • Steno Typist Com Computer Operator
  • Office Assistant Cum Computer Typist
  • Driver
  • Machine Operator
  • Notice Server
  • Office Shoyahok
  • Security Gaurd

Exam Type: MCQ

Organization Name: Taxes Zone-12, Dhaka

Exam Date: 22 February 2019 & 23 February

Exam Time:

Taxes Zone-12, Dhaka Exam Question Solution

It was tried to give a correct solution to the question paper. But people are just wrong. We may have unknowingly some wrong solutions. If you have found any false, then please tell us through comments.

Taxes Zone-12, Dhaka : Shrimp Cumulative Cum Computer Operator / Office Assistant Cum Computer Printer

২। এক কথায় প্রকাশঃ

ক.ঘাম ঝরে পড়ছে এমন- গলদঘর্ম

খ. ইচ্ছামত কাজ বা আচরণ যে করে-স্বেচ্ছাচারী

গ. ইতি পূর্বে দণ্ডিত ব্যক্তি-দাগী

ঘ. লাফিয়ে চলে যা- প্লবগ

ঙ. তীর নিক্ষেপে ওস্তাদ-তীরন্দাজ

৩। কারক ও বিভক্তিঃ

ক. লোকটা জাতিতে বৈষ্ণব-করণে ৭মী

খ.বোটা আলগা ফল গাছে থাকে না-অপাদান কারকে শূন্য বিভক্তি

গ. তিলে তৈল আছে – অধিকরন কারকে ৭মী

ঘ. দীন দেখিয়া দান করিও -সম্প্রদান কারক

ঙ .গায়ে মানে না আপনি মোড়ল-কর্তায় ৭মী

৪। সন্ধি বিচ্ছেদঃ

ক. দ্যুলোক-দিব্+লোক

খ.তরুচ্ছায়া-তরু + ছায়া

গ. নিঃশব্দঃ নিঃ + শব্দ

ঘ. ধাত্রী -ধাতৃ + ঈ

ঙ. কিংবদন্তি -কিম্ + বদন্তী

7. Fill in the blank:

a) with b) of c) at d) to e) in

8. Transformation of sentence:

a) Let the door be shut

b) Has he done it?

c) You are requested to arrange.

d) Rice is cheap when it is sold.

e) You should keep a promise

9. Identify the parts of speech:

Obedience- Noun

True- Adjective

Very- Adverb

Admire- Verb

Or- Conjunction

[LinkAds]

১১. যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? উত্তরঃ ৬৯%

১২. ১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৪ঃ১। ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২ঃ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? উত্তরঃ ৫০ঃ ২০

১৩. প্রমাণ করুন…..

১৪. 1+b

১৫। সাধারণ জ্ঞানঃ

ক.বাংলাদেশের উচ্চতম স্থানের নাম

খ. মহামুনি বিহার কোথায় অবস্থিত-চট্টগ্রামের রাউজানে

গ. বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি-ভবেরপাড়

ঘ. ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি কি ছিল-বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা

ঙ. বঙ্গবন্ধু কবে দেশে প্রত্যাবর্তন করেন- ১০ জানুয়ারি

চ. বাংলাদেশের কোন নদীতে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু সংরক্ষণ করা হয়-হালদা

ছ. প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত-মহাস্থানগড়

জ. সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

ঝ. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে- হামিদুর রহমান

১৬. নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

ক) ইংলিশ চ্যানেল আলাদা করেছে কোন কোন শহরকে? লন্ডন ও প্যারিস

খ) মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেন? ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্রের রাজধানী স্কোপিয়ে

গ) নুন্যতম কত সময়ের মধ্যে শব্দ ফিরে আসলে প্রতিধ্বনি শোনা হয়? ০.১ সেকেন্ড

ঘ) ইনসুলিনের কাজ কি? কলা-কোষে গ্লুকোজ বিশেষণ বৃদ্ধি করে

ঙ) বর্তমানে স্বাধীন দেশের সংখ্যা কত? ১৯৫ টি

১৭. পুর্ণরুপ লিখুনঃ

IRD- Internal Resources Division

EPZ- Export Processing Zone

WWW: World Wide Web

ASEAN– Association of Southeast Asian Nations

IMF: International Monetary Fund

Taxes Zone-12, Dhaka : Upper Division Assistant (UDA)

২। সন্ধি বিচ্ছেদ করুন-

উত্থাপন- উৎ + স্থাপন

মনীষা- মনস্+ঈষা

ততোধিক- ততঃ + অধিক

ক্ষুৎপিপাসা- ক্ষুধ+পিপাসা

সুবন্ত- সুপ্‌ + অন্ত

৩। শুদ্ধকরণ-

স্বধর্মচ্যুত

সৌজন্য

গর্ভধারিণী

জ্যোৎস্না রাত

বিভীষিকা

৪। সমাস ও ব্যাসবাক্য নির্ণয়-

স্মৃতিসৌধ- স্মৃতি রক্ষার্থে সৌধ- মধ্যপদলোপী কর্মধারয়

শশব্যস্ত – শশকের (খরগোশ) ন্যায় ব্যস্ত- উপমান কর্মধারয়

খেয়াঘাট- খেয়ার ঘাট- ষষ্ঠী তৎপুরুষ

উদ্বেল- বেলাকে অতিক্রান্ত -অব্যয়ীভাব সমাস

৫। শব্দের অর্থ ও বাক্য রচনা-

গৌ-বৈদ্য- হাতুড়ে ( রফিক সাহেবের মেয়ে গৌ-বৈদ্য ডাক্তারের হাতে মরতে বসেছে)

চোখ টাটানো- ঈর্ষা করা (ভাল কাজ করলে সবাই চোখ টাটায়)

দড়ি কলসি- আত্মহত্যার উপকরণ বিশেষ ( প্রয়োজনে দড়ি-কলসিও জোটে না বটে)

ফেঁপে ওঠা- ধনী হওয়া ( দুর্নীতি করে আজাদ সাহেব ফেঁপে ওঠেছেন)

ধ্যাড়ানো- বোকা লোক ( সৎ মানুষকে সবাই এখন ধ্যাড়ানো ভাবে)

7. Fill in the blank:

a) into b) of c) with d) after e) to

8. Transformation:

a) If I had a friend to support me!!!

b) Everybody will except that I am right

C) No other metal is as useful as iron

d) I want a car which I can drive.

e) You must avoid fat but you can not lose weight.

[LinkAds]

১১. ৫ ঘণ্টা

১২. 33.33% লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে।
১৫। সাধারণ জ্ঞানঃ

ক. বাংলাদেশের জাতীয় পতাকার রং কি ও পরিমাপ কি?-লাল ও সবুজ , পরিমাপ-১০:৬

খ. স্বাধীনতার খেতাব কত প্রকার ও কি কি?৪ প্রকার এবং বীরশ্রেষ্ঠ , বীর উত্তম ,বীর বিক্রম এবং বীর প্রতীক

গ. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কে ও তার দাপ্তরিক পদবী কি

ঘ. সার্ক এর পূর্ণরূপ কি? সার্ক কত সালে ও কি উদ্দেশ্যে গঠিত হয়? -দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা , ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক,অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে গঠিত হয় ।

ঙ. পূর্ণরূপঃ

চ.বীরঙ্গনা কোন ছন্দে রচিত? চর্যাপদ কত সালে ও কোথায় আবিষ্কৃত হয়?- ১৯০৭ খ্রিস্টাব্দে নেপাল রাজদরবারের অভিলিপিশালায় আবিষ্কার হয়।

ছ. কবে ও কোথায় লাহোর প্রস্তাব গৃহীত হয়? উহার উপস্থাপক কে ছিলেন? ১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্থানের লাহোরে মুসলিম লীগেরসম্মেলনে শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক প্রস্তাবটিই উত্থাপিত হয় ।

জ. মনপুরা ৭০ কি?- একটি চিত্রশিল্প

ঝ. জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে? -গাজী মাযহারুল আনোয়ার

NB: Question Solution Courtesy & Thanks Goes To JobsTestBD

Leave a Comment