এসএসসি প্র্যাকটিক্যাল (SSC Practical Answers) / ব্যবহারিক প্রশ্নের উত্তর / সমাধান পিডিএফ। Covid-19 চলাকালীন দীর্ঘ 17 মাস স্কুল বন্ধ ছিল। স্কুল বন্ধ থাকলেও চলছিল অনলাইন ক্লাস। এবং এরই পাশাপাশি অব্যাহত ছিল সংক্ষিপ্ত সিলেবাসে অনলাইন ক্লাস। সংক্ষিপ্ত সিলেবাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত এর পাশাপাশি প্রণয়ন করা হয়েছিল ব্যবহারিক পরীক্ষার বিষয়বস্তু। প্রত্যেক শিক্ষার্থীর সকল শিক্ষার বিষয়ে পরিবর্তে নৈর্বাচনিক বিষয় পরীক্ষা সম্পন্ন হবে। তাই নৈর্বাচনিক বিষয় এসএসসি ব্যবহারিক খাতা সম্পন্ন করতে হবে।
[Adsense]এসএসসি ব্যবহারিক ২০২১
শিক্ষার্থীদের কে বিগত সালের পরীক্ষার মতো গতানুগতিক প্র্যাক্টিক্যাল / ব্যবহারিক খাতা প্রণয়ন করতে হবে না। সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে যে বিষয়গুলোতে ব্যবহারিক পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। সেই সকল বিষয়ে ব্যবহারিক সম্পন্ন করতে হবে। সংক্ষিপ্ত সিলেবাসের প্রতি বিষয় এর শেষের দিকে ব্যবহারিক এর বিষয়বস্তু উল্লেখ রয়েছে।
বিজ্ঞান বিভাগ/গ্রুপ এসএসসি ব্যবহারিক ২০২১
বিজ্ঞান বিভাগ বা গ্রুপের নৈর্বাচনিক বিষয় হলো রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, এবং উচ্চতর গণিত। এই সকল বিষয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এসএসসি ব্যবহারিক ২০২১ সম্পন্ন করবে। এসএসসি শিক্ষার্থীদের জন্য প্রতি বিষয় থেকে দুইটি করে ব্যবহারিক প্রণয়ন করতে হবে। এবং শ্রেণি শিক্ষক অথবা বিদ্যালয় নির্দেশিত যে কোন শিক্ষকের কাছে জমা দিতে হবে। প্রতিটি বিষয় থেকে নির্ধারিত দুইটি ব্যবহারিক শিক্ষকদের কাছ থেকে জেনে নিতে হবে।
[Adsense]মানবিক গ্রুপ এসএসসি ব্যবহারিক ২০২১
মানবিক শিক্ষা বিভাগে নৈর্বাচনিক বিষয় হলো ভূগোল, ইতিহাস, অর্থনীতি ইত্যাদি। কিন্তু এখানে কোন ব্যবহারিক অংশ না থাকায় মানবিক বিভাগ থেকে ব্যবহারিক প্রণয়নের প্রয়োজন নেই।
ব্যবসায় শিক্ষা গ্রুপ এসএসসি ব্যবহারিক ২০২১
ব্যবসায় শিক্ষা বা কমার্সের নৈর্বাচনিক বিষয় হলো হিসাববিজ্ঞান, ফিনান্স ব্যাংক, এবং ব্যবসায় উদ্যোগ ইত্যাদি। কিন্তু এখানে কোন ব্যবহারিক অংশ না থাকায় মানবিক বিভাগ থেকে ব্যবহারিক প্রণয়নের প্রয়োজন নেই।
[Adsense]এসএসসি ব্যবহারিক ২০২১ প্রশ্ন
জীববিজ্ঞান
রসায়ন
পদার্থবিজ্ঞান
উচ্চতর গণিত
এসএসসি ব্যবহারিক ২০২১ উত্তর পিডিএফ ডাউনলোড
নিচের দেওয়া লিংকসমূহ তে আপনারা ব্যবহারিক পরীক্ষার বইসমূহ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ব্যবহারিক বই থেকে প্রয়োজনীয় অংশ ব্যবহারিক খাতা অন্তর্ভুক্ত করুন।
জীব বিজ্ঞান |
|
রসায়ন |
[Adsense] |
পদার্থবিজ্ঞান |
|
উচ্চতর গণিত |
এসএসসি ব্যবহারিক নির্দেশনা
ব্যবহারিক একটি বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যম। তাই এসএসসি ব্যবহারিক সম্পন্ন করার সময় শিক্ষার্থীদের কে অবশ্যই তা উপলব্ধি করা প্রয়োজন। কোনভাবেই হুবহু লিখে জমা দেওয়া উচিত নয়।