Rajshahi University B Unit Question Solution 2019

Rajshahi University B Unit Question Solution 2019, RU B Unit Exam Question Solution, RU Admission Test B Unit Question Solve, RU B Unit, Rajshahi University B Unit Solutions, RU B IBA Unit Answers, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন সমাধান ২০১৯, RU Solve Commerce Question 2019. IBA Answers.

Rajshahi University B Unit exam 2019 has just finished. So as a candidates of B unit, are you looking for RU B unit question Solution 2019? Then Here you will get all correct answers of Rajshahai University Admission test B unit question. In this year B unit has 2 parts of the exam. One is MCQ and another is SAQ.

The MCQ in the B unit is 60 mark. These are English-12, Business Organization and Management-20, Accounting-20, ICT-8 for Commerce students and Bangla-15, English-15, GK-20, ICT-10 is for Non-Commerce students. Other hand, SAQ marks is 40 like English-8, Business Organization and Management-16, Accounting-16 for Commerce and Bangla-10, English-14, General Math-16 for Non-Commerce.

RU B Unit Exam

Exam Name: B Unit (Commerce and Non Commerce)

Faculty: Faculty of Business Study and Institute of Business Study (IBA).

Exam Date: 21-10-2019

Time: Group-1: Commerce (Roll: 10001-18637) & Group-2: Non-Commerce (Roll: 80001-87095). 3 PM to 4.45 PM.

Exam Type: MCQ & SAQ.

Read More About RU Admission.

Rajshahi University B Unit Question Solution 2019

Rajshahi University B Unit Question Solution 2019 is available here. We will give all correct solutions here after the exam finish. So keep waiting for the RU B Unit Solutions.

সমাধান চলছে… বানিজ্য ও অবানিজ্য উভয় প্রশ্নের সমাধান হয়ে গেলে এখানে সম্পূর্ণ সমাধান পাবেন।

RU B Unit Non-Commerce Question Solution 2019

ইউনিট- বি (বিজনেস স্টাডিজ অনুষদ ও আই বি এ)

বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৯-২০

অ-বাণিজ্য শাখা (সেট-1)

১. প্রণেতা-এর স্ত্রীবাচক রূপ কোনটি? 

(ক) প্রণয়িনী 

(খ) প্রণেত্রী

(গ) প্রণতি

(ঘ) প্রনিতা 

২. He refrained himself __ the meeting. 

(ক) from 

(খ) off 

(গ) of

(ঘ) on 

৩. Albert Einstein কোথায় জন্মগ্রহণ করেন? 

(ক) ইউ.কে. 

(খ) ইউ.এস.এ. 

(গ) জার্মানী

(ঘ) আলবেনিয়া 

৪. ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে রূপান্তরের ডিভাইস কোনটি? 

(ক) রাউটার 

(খ) হাব

(গ) মডেম

(ঘ) সুইচ 

৫. জাংশন ডেটা টেবিল’ কোন রিলেশনে গঠিত হয়? 

(ক) One to one

(খ) One to many 

(গ) Many to one

(ঘ) Many to many 

৬. ভাষা আন্দোলনের নাটক কোনটি? 

(ক) কবর

(খ) পায়ের আওয়াজ পাওয়া যায় 

(গ) জন্ডিস ও বিবিধ সেলুন

(ঘ) ওরা কদম আলী 

৭. কোনটি ফ্রান্সের সংবাদ সংস্থা? 

(ক) এপি 

(খ) সিএনএন

(গ) আনতারা 

(ঘ) এএফপি

৮. Are you hungry? No, not at all.

(Choose the correct answer to replace the underlined phrase)

(ক) surely 

(খ) in the least 

(গ) too much 

(ঘ) any way 

৯. প্রাস্টিকের বর্জ্য থেকে জ্বালানী তেল উদ্ভাবন করেন বাংলাদেশের কোন বিজ্ঞানী? 

(ক) এইচ.এম. জাহিদ

(খ) এইচ. এম. তৌহিদ 

(গ) জি.এম. তারেক

(ঘ) জি.এম. আনােয়ার

১০. He appeared at the examination but failed.

(Transform into complex sentence) 

(ক) Though he appeared at the examination but failed. 

(খ) He was appeared at the examination but failed. 

(গ) Having he appeared at the examination but failed.

(ঘ) Being he appeared at the examination but failed. 

১১. কোন সংস্থাটি পরিবেশ ইসর সাথে সম্পর্কযুক্ত? 

(ক) OIC 

(খ) MIGA 

(গ) IPCC

(ঘ) WMO 

১২. কোলে ও পিঠে = কোলেপিঠে’- এটি কোন ধরণের সমাসের উদাহরণ? 

(ক) সমার্থক দ্বন্দ্ব 

(খ) বহুপদী দ্বন্দ্ব 

(গ) বিপরীতার্থক দ্বন্দ্ব 

(ঘ) অলুক দ্বন্দ্ব 

১৩. বুড়িমারী স্থল বন্দর কোন জেলায় অবস্থিত?

(ক) রংপুর 

(খ) লালমনিরহাট 

(গ) দিনাজপুর 

(ঘ) পঞ্চগড় 

১৪. সফটওয়্যারের ভুল সংশােধনের প্রক্রিয়াকে কি বলা হয়?

(ক) Encoding 

(খ) Debugging 

(গ) Decoding

(ঘ) Correction 

১৫. Their house is opposite the Red Crescent Hospital. Here ‘opposite is used as a/an

(ক) preposition 

(খ) adjective 

(গ) noun 

(ঘ) adverb 

১৬. যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে’- এটি কোন ধরণের বাক্য? 

(ক) যৌগিক 

(খ) জটিল

(গ) সরল

(ঘ) সাধারণ 

১৭. You will see on the map that the public auditorium ___ north of the lake. 

(ক) lies

(খ) lays 

(গ) lain 

(ঘ) laid. 

১৮. Please ___ your dog.

(ক) stop 

(খ) restrain 

(গ) prevent 

(ঘ) subdue 

১৯. ‘ঋতু বর্ণন’ কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা আছে? 

(ক) গ্রীষ্ম 

(খ) বর্ষা

(গ) শরৎ

(ঘ) বসন্ত 

২০. সাভাক কোন দেশের গােয়েন্দা সংস্থা? 

(ক) জাপান 

(খ) ইরান

(গ) ইসরাইল

(ঘ) মিশর 

২১. ‘এখন যেতে পার। এখানে যেতে পার’ কোন ক্রিয়ার উদাহরণ?

(ক) মিশ্র ক্রিয়া 

(খ) যৌগিক ক্রিয়া 

(গ) সমাপিকা ক্রিয়া 

(ঘ) প্রযােজক ক্রিয়া 

২২. তৎসম উপসর্গের উদাহরণ কোনটি? 

(ক) ইতি 

(খ) অনু 

(গ) রাম 

(ঘ) অনা 

২৩. DNS-এর পূর্ণরূপ কি?

(ক) Domain Name Server 

(খ) Domain Number System

(গ) Domain Name System 

(ঘ) Domain Number Server 

২৪. ‘অ্যাডাম পিক কোথায় অবস্থিত?

(ক) সিরিয়া 

(খ) মালদ্বীপ

(গ) সৌদি আরব 

(ঘ) শ্রীলংকা 

২৫. ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 

(ক) তুর্কি 

(খ) আরবি 

(গ) উর্দু 

(ঘ) হিন্দি 

২৬. He said that he (go) home the next day. (Use the right form of verb)

(ক) will go 

(খ) goes 

(গ) has go 

(ঘ) would go 

২৭. কোনটি পেন্সিল তৈরীতে ব্যবহৃত হয়? 

(ক) সীসা 

(খ) সিলিকন

(গ) গ্রানাইট 

(ঘ) সিলিকন ও গ্রানাইট 

২৮. We __ hire a rickshaw. It’s already too late.

(ক) mad to 

(খ) would rather 

(গ) had better 

(ঘ) had though 

২৯. বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভূক্ত? 

(ক) BCD 

(খ) ASCII

(গ) UNICODE 

(ঘ) EBCDIC 

৩০. ‘পার্থিব’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? 

(ক) পার্থিব 

(খ) পৃথি+ব

(গ) পৃথিবী+থ

(ঘ) পৃথিবী+ষ্ণ 

৩১. বাংলাদেশ বিমানের সর্বশেষ ড্রীমলাইনার কোনটি?

(ক) আকাশবীনা 

(খ) রাজহংস 

(গ) গাঙচিল

(ঘ) হংসবলাকা 

৩২. খাঁটি বাংলা উপসর্গ মােট কয়টি?

(ক) ১১ টি 

(খ) ২২ টি

(গ) ২১ টি 

(ঘ) ২০ টি

৩৩. বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই? 

(ক) ইংল্যান্ড 

(খ) ফ্রান্স

(গ) ইটালি

(ঘ) ফিনল্যান্ড 

৩৪. ‘অভিরাম’ শব্দের অর্থ কি?

(ক) চলমান 

(খ) সুন্দর

(গ) বর্তমান 

(ঘ) ইচ্ছা 

৩৫. কোন দেশের নারীরা প্রথম ভােটদানের অধিকার লাভ করে?

(ক) ইউ.কে. 

(খ) নরওয়ে 

(গ) নিউজিল্যান্ড 

(ঘ) সুইডেন 

৩৬. বৃষ্টি-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 

(ক) বৃস্+টি 

(খ) বৃশ+টি 

(গ) বৃষ+টি

(ঘ) বৃষ+তি 

৩৭. The antonym of the word ‘Destroy’ is 

(ক) Repair 

(খ) Construct 

(গ) Build 

(ঘ) Make 

৩৮. কোন বনাঞ্চল হতে পৃথিবীর অক্সিজেনের সর্বোচ্চ যােগান আসে?

(ক) সুন্দরবন 

(খ) ডেনট্রি 

(গ) কঙ্গো বেসিন রেইনফরেস্ট 

(ঘ) আমাজন

৩৯. কোনটি RDBMS নয়?

(ক) Oracle 

(খ) MySQL 

(গ) Visual FoxPro 

(ঘ) Java 

৪০. He said to me, “Let me come in”. (Transform into indirect speech)

(ক) He told me that he may come in. 

(খ) He told me that he might be allowed to come in. 

(গ) He told me that he is allowed to come in.

(ঘ) He told me that he may be allowed to come in. 

৪১. পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?

(ক) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

(খ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 

(গ) আল আজহার বিশ্ববিদ্যালয় 

(ঘ) বােলগনা বিশ্ববিদ্যালয় 

৪২. Be seated please. (Transform into passive voice)

(ক) Let please be seated. 

(খ) Please be seated.

(গ) Let be seated please. 

(ঘ) You are told to be seating. 

৪৩. HTML-এর মৌলিক ট্যাগ কতটি? 

(ক) ৪টি 

(খ) ৮টি

(গ) ১২টি

(ঘ) ১৬টি 

৪৪. অ-কারের বা আ-কারের পর ঈ-কার থাকলে উভয় মিলে কি হয়?

(ক) এ-কার 

(খ) ও-কার 

(গ) উ-কার 

(ঘ) ঐ-কার 

৪৫. When I asked him ___ the keys, Bob said he had no idea where they were. 

(ক) if did he see

(খ) if he had seen 

(গ) could he see

(ঘ) that he had seen 

৪৬. ‘একাত্তরের দিনগুলি’ কার রচনা? 

(ক) বেগম সুফিয়া কামাল

(খ) জাহানারা ইমাম 

(গ) রিজিয়া রহমান

(ঘ) সুলতানা কামাল 

৪৭. Choose the correct sentence.

(ক) Rahim ate almost the whole fish. 

(খ) Rahim almost ate the whole fish. 

(গ) Almost Rahim ate the whole fish.

(ঘ) Rahim ate the whole fish almost. 

৪৮. পদ্মাসেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

(ক) ৬.১৫ কি.মি. ও ১৮.১০ মি. 

(খ) ৬.২৫ কি.মি. ও ১৮.২০ মি.

(গ) ৭.১৫ কি.মি. ও ২০.১০ মি. 

(ঘ) ৭.১৫ কি.মি. ও ১৮.২০ মি. 

৪৯. একসেস ডেটাবেজের প্রধান অবজেক্ট কোনটি? 

(ক) ফিল্ড 

(খ) রেকর্ড

(গ) টেবিল 

(ঘ) ফর্ম

  1. His patience is running out. Here ‘running out means

(ক) ignore 

(খ) falling down 

(গ) fall into 

(ঘ) becoming exhausted 

৫১. প্রথম আই.সি.সি বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয়? 

(ক) ১৯৭২ 

(খ) ১৯৭৫ 

(গ) ১৯৮৫

(ঘ) ১৯৭৯ 

৫২. কোন পত্রিকাকে ‘Leader of the Opinion’ বলা হয়?

(ক) The London Times 

(খ) The New York Times

(গ) The Herald Tribune 

(ঘ) The Times of India 

৫৩. ‘পলাশী থেকে ধানমন্ডি ৩২’ ছবিটির পরিচালক

(ক) জহির রায়হান

(খ) শামীমা আখতার 

(গ) আবদুল গাফফার চৌধুরী

(ঘ) আমজাদ হােসেন 

৫৪. কোনটি গ্রীণহাউজ গ্যাস?

(ক) নাইট্রাস অক্সাইড 

(খ) মিথেন 

(গ) কার্বন-ডাই-অক্সাইড 

(ঘ) সবগুলাে 

৫৫. উর্ণনাভ’-শব্দটি দিয়ে কোনটিকে বুঝায়?

(ক) কুকুর 

(খ) মাকড়সা

(গ) পাখি 

(ঘ) বিড়াল 

৫৬. Use appropriate relative pronoun to add the following sentences.

The man is a famous doctor. I met him in the bus.

(ক) which 

(খ) whom 

(গ) whose 

(ঘ) who 

৫৭. অস্ট্রিয়ার জাতীয় ভাষা কি? 

(ক) ফরাসি 

(খ) জার্মান 

(গ) পর্তুগীজ

(ঘ) ডাচ 

৫৮. কোনটি আলাের প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না?

(ক) সবুজ 

(খ) নীল

(গ) লাল

(ঘ) হলুদ 

৫৯. কোনটি সঠিক? 

(ক) ১ কেবি=১০২৪ বাইটস 

(খ) ১ এমবি=২০৪৮ বাইটস

(গ) ১ এমবি=১০০০ কিলােবাইটস 

(ঘ) ১ কেবি=৯২৪ বাইটস 

৬০. Integer type data-কত মেমােরী দখল করে?

(ক) ২ বিটস 

(খ) ১ বাইট 

(গ) ২ বাইটস 

(ঘ) ৪ বাইটস

RU B Unit Commerce Question Solution 2019

ইউনিট- বি (বিজনেস স্টাডিজ অনুষদ ও আই বি এ)

বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৯-২০

বাণিজ্য শাখা (সেট-2)

১. সম্ভাব্য লােকসানকে সাথে সাথে লিপিবদ্ধ করা, কিন্তু সম্ভাব্য আয়কে হিসাবে লিপিবদ্ধ না করা হলে তা যে নীতি হবে

(ক) বস্তুনিষ্ঠতা 

(খ) রক্ষণশীলতা 

(গ) মিলকরণ 

(ঘ) সময়ানুবর্তিতা 

২. কোনটি বহি: লেনদেনের উদাহরণ নয়? 

(ক) কর্মচারীর বেতন প্রদান

(খ) ইকুইপমেন্ট ক্রয় 

(গ) ইকুইপমেন্ট এর অবচয়

(ঘ) প্রাপ্য হিসাব আদায় 

৩. Dynamic Webpage তৈরীতে ব্যবহৃত হয়

(ক) C, C++ 

(খ) HTML, CSS 

(গ) Java, Python 

(ঘ) Perl, Asp.net 

৪. সমবায়ে অর্জিত মুনাফার কত পার্সেন্ট সমবায় উন্নয়ন তহবিলে চাঁদা হিসেবে সংরক্ষণ করতে হয়?  (ক) ২% 

(খ) ৩% 

(গ) ১০% 

(ঘ) ১৫%

৫. হার্ডবার্গের দ্বি-উপাদান তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি প্রেষণামূলক উপাদান নয়?

(ক) সাফল্য 

(খ) স্বীকৃতি 

(গ) চাকরির নিরাপত্তা 

(ঘ) সবকয়টি 

৬. দ্রুত দেনা পরিশােধের জন্য মঞ্জুরীকৃত বাট্টাকে বলা হয়

(ক) কারবারী বাট্টা 

(খ) দ্রুত প্রদান বাট্টা 

(গ) নগদ বাট্টা 

(ঘ) পাইকারী/মােট বাট্টা 

৭. কন্ট্রা (বিপরীত) হিসাবের উদাহরণ কোনটি? 

(ক) অবচয় খরচ হিসাব 

(খ) প্রাপ্য হিসাব 

(গ) বিক্রয় হিসাব 

(ঘ) ক্রয় ফেরত হিসাব 

৮. একসেস ডেটাবেজের প্রধান অবজেক্ট কোনটি? 

(ক) ফিল্ড 

(খ) রেকর্ড

(গ) টেবিল

(ঘ) ফর্ম 

৯. যদি মূলধনী ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়, তাহলে কোনটি নির্ণয়ে ভুল হবে?

(ক) ব্যাংক উদ্বৃত্ত 

(খ) দেনাদার 

(গ) পাওনাদার 

(ঘ) নীট মুনাফা 

১০. ই-ব্যাংকিং দৈনিক কতঘন্টা গ্রাহকসেবা প্রদান করে- 

(ক) ৮ 

(খ) ১২ 

(গ) ১৬ 

(ঘ) ২৪ 

১১. মেশিন সংস্থাপন ব্যয় বাবদ মজুরী প্রদান ৫০০ টাকা, মজুরী হিসাবে ডেবিট করা হলে এটি হবে

(ক) দাখিলার ভুল 

(খ) বাদ পড়ার ভুল 

(গ) নীতিগত ভুল 

(ঘ) কোনটিই নয়

১২. IFRS ইসকারী সংগঠন কোনটি? 

(ক) FASB 

(খ) AICPA 

(গ) IASB 

(ঘ) কোনটিই নয়

১৩. আর্থিক প্রতিবেদন তৈরীর জন্য কোনটি খসড়া হিসেবে প্রস্তুত করা হয়?

(ক) রেওয়ামিল 

(খ) সমন্বয়ী দাখিলা 

(গ) বন্ধকরণ দাখিলা 

(ঘ) কার্যপত্র 

১৪. প্যাটেন্ট ও ডিজাইন আইন অনুযায়ী বাংলাদেশে প্যাটেন্ট সনদের বৈধ সময়কাল 

(ক) ১৪ বছর 

(খ) ১৫ বছর 

(গ) ১৬ বছর 

(ঘ) ১৭ বছর 

১৫. He speaks as though he (know) everything. Use the right form of verb.

(ক) knows 

(খ) has knew 

(গ) knew 

(ঘ) known 

১৬. প্রতিষ্ঠানের কর্মী নিয়ােগের প্রথম পদক্ষেপ

(ক) কর্মী সংগ্রহ 

(খ) কর্মী নির্বাচন 

(গ) কর্মী প্রশিক্ষণ 

(ঘ) কর্মী পরিচিতিকরণ 

১৯. The synonym of the word ‘Suffer’ is

(ক) Sickness 

(খ) Displeased 

(গ) Undergo 

(ঘ) Disappointed 

১৮. বর্তমান বিশ্বে উৎপাদন ব্যয় কমানাের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানগুলাে কোন ধরণের ব্যবসায় সুবিধা কাজে লাগানাের চেষ্টা করছে? 

(ক) আউট সাের্সিং ব্যবসায় 

(খ) বায়িং হাউজ 

(গ) মার্চেন্ডাইজিং 

(ঘ) ডেটা এন্ট্রি ব্যবসায় 

১৯. নেতৃত্বের বৈশিষ্ট্য নয় কোনটি? 

(ক) আদেশদান প্রক্রিয়া

(খ) আন্তঃব্যক্তিক প্রক্রিয়া 

(গ) অবিরাম প্রক্রিয়া

(ঘ) দলগত প্রক্রিয়া 

২০. ব্যন্ডউইথ মানে

(ক) Cycle/সেকেন্ড 

(খ) Bit/সেকেন্ড 

(গ) Bit/মিনিট 

(ঘ) Frequency সীমা 

২১. Find out the antonym of ‘Garrulous’.

(ক) Pleasant fragrance 

(খ) Loud noise

(গ) A person who speaks less 

(ঘ) Stable condition

২২. একটি স্ট্যান্ডার্ড ASCII কোডের বিট সংখ্যা কত? 

(ক) ২ 

(খ) ৮ 

(গ) ৭ 

(ঘ) ১০ 

২৩. অনলাইনে মূল্য পরিশােধ করাকে বলা হয়

(ক) অনলাইন পেমেন্ট সিস্টেম 

(খ) ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেম 

(গ) বিকাশ

(ঘ) ইন্টারনেট পেমেন্ট সিস্টেম 

২৪. সমবায় সমিতি হলাে একটি

(ক) সরকারী এজেন্সি 

(খ) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান 

(গ) বন্ধু সংঘ 

(ঘ) ক্লাব 

২৫. It is very hot inside the room.। __ go to open space. 

(ক) have to 

(খ) as soon as 

(গ) would rather 

(ঘ) had better 

২৬. Mr. Bashir is not happy; Mr. Rashid is not happy ___. 

(ক) too 

(খ) with

(গ) either 

(ঘ) yet 

২৭. ট্রেডমার্কের সর্বপ্রথম ব্যবহারকারী কারা?

(ক) মুঘল শাসকগণ 

(খ) রােমান রাজাগণ 

(গ) বৃটিশ শাসকগণ 

(ঘ) পুর্তগীজ নাবিকগণ 

২৮. Choose the correct sentence. 

(ক) One of my friends are a lawyer.

(খ) One of my friends is a lawyer. 

(গ) One of my friend is a lawyer.

(ঘ) One of my friends are lawyer. 

২৯. সংগঠন কাঠামাে ব্যবস্থাপনার কি নির্দেশ করে? 

(ক) নিয়ন্ত্রণ পদ্ধতি

(খ) পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় 

(গ) মানবিক গুণাবলী

(ঘ) সিদ্ধান্ত গ্রহণ 

৩০. কোন হিসাব হিসাবকালের শেষে বন্ধ করা হয়?

(ক) অনাদায়ী দেনা সঞ্চিতি 

(খ) অনুপার্জিত রাজস্ব 

(গ) মূলধন 

(ঘ) আয়কর খরচ

৩১. উৎপাদনের সবচেয়ে জটিলতম উপাদান হলাে

(ক) জমি 

(খ) শ্রম

(গ) পুঁজি

(ঘ) যন্ত্রপাতি 

৩২. নিকাশ ঘর আনুষ্ঠানিক ভাবে প্রথম শুরু হয় 

(ক) রােম 

(খ) লন্ডন

(গ) নিউইয়র্ক 

(ঘ) বেইজিং 

৩২. What is your new job like? Here ‘like’ is a/an

(ক) verb 

(খ) preposition 

(গ) adjective 

(ঘ) adverb 

৩৪. কোনটি হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ?

(ক) বিপরীত দাখিলা 

(খ) সমন্বিত রেওয়ামিল 

(গ) বিশেষ জাবেদা 

(ঘ) রেওয়ামিল 

৩৫. ক্রয় মূল্য অথবা বাজার মূল্যের মধ্যে নিম্নতর মূল্যে মজুদ মূল্যায়নে হিসাববিজ্ঞানের যে নীতি অনুসৃত হয়- 

(ক) সামঞ্জস্যতা 

(খ) রক্ষণশীলতা 

(গ) বস্তুনিষ্ঠতা 

(ঘ) কোনটিই নয়

৩৬. কোনটি সমন্বয়ী দাখিলা নয়?

(ক) অগ্রীম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট 

(খ) নগদ হিসাব ডেবিট, অনুপার্জিত রেভিনিউ হিসাব ক্রেডিট 

(গ) সুদ হিসাব ডেবিট, প্রদেয় সুদ হিসাব ক্রেডিট

(ঘ) ভাড়া হিসাব ডেবিট, অগ্রীম ভাড়া হিসাব ক্রেডিট 

৩৭. Honesty is a noble virtue. The man __ possesses this uncommon quality is the happiest man in the world.

(ক) who 

(খ) whom 

(গ) whose 

(ঘ) which 

৩৮. বিক্রীত পণ্যের ব্যয় ১,৫০,০০০ টাকা, প্রশাসনিক ও বিক্রয় খরচ যথাক্রমে ২০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা। নীট মুনাফা বিক্রয়ের ২৫%। নীট মুনাফা কত টাকা?

(ক) ৩০,০০০ টাকা 

(খ) ৫০,০০০ টাকা 

(গ) ৭০,০০০ টাকা 

(ঘ) কোনটিই নয় 

৩৯. ‘আলাদা সত্ত্বা’ ধারণাটি যে ধরণের ব্যবসায়ের জন্য প্রযােজ্য। 

(ক) এক মালিকানা কারবার

(খ) কর্পোরেশন/কোম্পানী 

(গ) অংশীদারী কারবার

(ঘ) সবগুলাে 

৪০. নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে যদি

(ক) উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি পায় 

(খ) একক প্রতি বিক্রয়মূল্য হ্রাস পায়

(গ) পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায় 

(ঘ) স্থায়ী ব্যয় বৃদ্ধি পায় 

৪১. SQL এর পূর্ণরূপ হলাে Structured __ Language.

(ক) Question 

(খ) Query 

(গ) Quotient 

(ঘ) Quiet 

৪২. ‘Every loan creates a deposit’ troll pit? 

(ক) Professor Shaw

(খ) Crowther Richard

(গ) Canton de Cock

(ঘ) Harty Wither 

৪৩. কোনটির ক্রেডিট উদ্বৃত্ত হয় না?

(ক) পুঞ্জিভুত অবচয় ও আসবাবপত্র 

(খ) বিক্রয় রাজস্ব 

(গ) সুদ প্রদান 

(ঘ) সুদ প্রাপ্তি 

৪৪. কোনটি সঠিক? 

(ক) মুনাফা মূলধন পরিবর্তন করে 

(খ) মুনাফা মূলধন হ্রাস করে

(গ) মূলধন কেবলমাত্র মুনাফা হতে আসে 

(ঘ) মুনাফা মূলধনকে বৃদ্ধি করে 

৪৫. There are __ passengers in the compartment today. 

(ক) little 

(খ) less

(গ) least

(ঘ) fewer 

৪৬. Please __ your dog.

(ক) stop 

(খ) restrain 

(গ) prevent 

(ঘ) subdue 

৪৭. Plural of stimulus is 

(ক) stimuli 

(খ) stimuluses 

(গ) stimilie 

(ঘ) stimulies 

৪৮. Choose the analogous pair. 

(7) Refurbish: Worn

(খ) Replace : Stolen 

(গ) Revive : Exhausted 

(ঘ) Reward : Outstanding 

৪৯. নীট আয় + পরিচালন ব্যয় = ? 

(ক) বিক্রিত পণ্যের ব্যয়

(খ) বিক্রয়ের পরিমান 

(গ) নীট বিক্রয়

(ঘ) মােট মুনাফা 

৫০. বড় ভৌগলিক এরিয়ার ক্ষেত্রে দুই বা ততােধিক ল্যান একসাথে জুড়ে কি ধরণের নেটওয়ার্ক গড়ে?

(ক) WAN 

(খ) SAN 

(গ) CAN

(ঘ) HAN 

৫১. কোনটি কম্পিউটার ভাইরাস? 

(ক) PHP 

(খ) SQL 

(গ) CIH 

(ঘ) Blue Ray 

৫২. NSF চেক দ্বারা বুঝায়

(ক) চেক সময়মতাে উপস্থাপিত না হওয়া 

(খ) চেকের টাকার পরিমানে অঙ্ক ও কথায় গড়মিল 

(গ) নির্দিষ্ট তারিখের পূর্বেই উপস্থাপিত চেক

(ঘ) হিসাবধারীর হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা 

৫৩. কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে?

(ক) হেনরি ফেওল 

(খ) রবার্ট ওয়েন 

(গ) এফ.ডব্লিউ.টেইলর 

(ঘ) ফ্রাঙ্ক গ্রিলব্ৰেথ

৫৪. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী

(ক) কর্মচারী 

(খ) পাওনাদার 

(গ) বিনিয়ােগকারী 

(ঘ) সবগুলাে 

৫৫. সংগঠন বলতে কি বুঝায়?

(ক) সম্পর্কের গুচ্ছ 

(খ) কাজের গুচ্ছ 

(গ) কর্মীর গুচ্ছ

(ঘ) কাঁমালের গুচ্ছ 

৫৬. কোনটি স্থায়ী পরিকল্পনা? 

(ক) প্রােগ্রাম 

(খ) প্রজেক্ট 

(গ) বাজেট 

(ঘ) পলিসি

৫৭. বাজেট করণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত?

(ক) পরিকল্পনা

(খ) সংগঠন

(গ) নির্দেশনা 

(ঘ) নিয়ন্ত্রণ 

৫৮. পরিকল্পনার কার্যাবলী নয় কোনটি?

(ক) উদ্দেশ্য নির্ধারণ

(খ) সংগঠন তৈরী 

(গ) পরিকল্পনা বাস্তবায়ন

(ঘ) পরিকল্পনার আঙ্গিনা স্থাপন 

৫৯. ‘ISO 14000’ মানদন্ডের কয়টি দিক চিহ্নিত করে?

(ক) ২০ টি 

(খ) ৪ টি 

(গ) ৩ টি

(ঘ) ১৫ টি

৬০. কম্পিউটারে F3 Key এর কাজ- 

(ক) Refresh 

(খ) Find 

(গ) Help 

(ঘ) Save

RU B Unit Commerce SAQ or Written Question Solution

ইউনিট-বি বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৯-২০

বাণিজ্য শাখা

সময়: ৪০ মিনিট

নিচের প্রশ্নগুলির উত্তর দাও পূর্ণমান: ৪০

প্রতিটি প্রশ্নের নম্বর-২

ইংরেজি

১) Change the following simple sentence into complex one.

The boy in yellow shirt is my brother.

২) Convert the following simple sentence into a compound sentence.

Besides being rude, he was also arrogant.

৩) Correct the following sentence.

He succeeds at winning the prize.

৪) He died of fever. (Transform into passive voice).

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

৫) ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের পক্ষসমূহ কারা?

৬) ক্ষমতা প্রয়ােগের দিক হতে নেতৃত্বের প্রকারসমূহ কি?

৭) কর্মীসংগ্রহ প্রক্রিয়ার প্রধান তিনটি পদক্ষেপ উল্লেখ কর।

৮) মাসলাের চাহিদাসােপান তত্ত্ব অনুযায়ী পাঁচ ধরনের চাহিদার নাম লিখ।

৯) নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লিখ।

১০) ব্যবসায়ের পাঁচটি মৌলিক উপাদান লিখ।

১১) ব্যবসায়ের সমীকরণটি ব্যাখ্যা কর।

১২) বাজারজাতকরণের পাঁচটি ধারণা লিখ।

হিসাববিজ্ঞান

১৩) GAPP কি?

১৪) ইতালীয় ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ সর্বপ্রথম দু’তরফা দাখিলা পদ্ধতির উপর যে বইটি প্রকাশ করেন তার নাম প্রকাশের বছর ও লেখকের নাম লিখ।

১৫) মালিকের ব্যক্তিগত প্রয়ােজনে ১০,০০০ টাকা ব্যাংক হতে উত্তোলন করা হয়। মাসুমকে নগদে ৪,৪০০ টাকা, চেক মারফত ৫ ৬০০টাকা প্রদান করা হয় ও বাট্রা পাওয়া গেল ২০০ টাকা। তিন ঘরা নগদান বহিতে লেনদেনটি লিপিবদ্ধ কর।

১৬) উদ্বর্তপত্রের দুই দিকের যােগফল সমান হয় কেন?

১৭) ব্যাংক ঋণ ৬০,০০০ টাকা; প্রারম্বিক মুলধন ১,০০,০০০ টাকা; আয় ১০,০০০ টাকা; বেতন প্রদান ১৫,০০০ টাকা। উল্লেখিত তথ্য হতে হিসাব সমীকরণ ব্যবহার করে মােট সম্পত্তির পরিমান নির্ণয় কর।

১৮) ভুল সংশােধনের জন্য কোন কোন পরিস্থিতিতে অনিশ্চিত হিসাব ব্যবহার করতে হয়?

১৯) একটি ব্যবসায় প্রতিষ্ঠান ২/১০. n/৩০ শর্তে ৬০,০০০ টাকা মূল্যের পণ্য ক্রয় করে। ১৫,০০০ টাকা মূল্যের পণ্য ফেরত দেয়া হয়। এবং অবিশষ্ট বকেয়া টাকা বর্ষাকালীন সময়ের মধ্যে পরিশােধ করা হয়। টাকার অংকে বার্তার পরিমান কত?

২০) আর্থিক প্রতিবেদনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি কি?

Leave a Comment