Rose Day Wishes SMS Status (রোজ ডে এসএমএস এবং স্ট্যাটাস) 2023. ফেব্রুয়ারি মাস বাংলাদেশ আস্তে আস্তে খুব জনপ্রিয় হয়ে উঠছে। ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশের মানুষ আনন্দে মেতে ওঠে। এর প্রধান কারণ হলো ফেব্রুয়ারি মাসে কতগুলো দিবস রয়েছে যা মানুষের মনকে নাড়া দেয়। ফেব্রুয়ারি মাসের সকল দিব সাধারণত ভ্যালেন্টাইন ডে কে উপলক্ষ করে শুরু হয়।
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রয়েছে রোজ ডে। দিয়েই শুরু হয় ভ্যালেন্টাইন উৎসব। পৃথিবীর সকল দেশের মানুষ এ দিনগুলোতে আনন্দে মেতে ওঠে। সকল জাতির সকল ধর্মের সকল ধর্মের মানুষ এই দিনগুলোতে একাত্মতা ঘোষণা করে।
রোজ ডে তে একে অপরকে বিভিন্ন এসএমএস, গান, কবিতা ইত্যাদি দ্বারা শুভেচ্ছা বিনিময় করে। আমাদের এই পোস্টে রোজ ডে সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা হবে। যারা রোজ ডে সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক তারা অবশ্যই আমার লিখাটি সম্পূর্ণ পড়বেন। এবং এসএমএস এবং স্ট্যাটাসের মাধ্যমে বন্ধুদের সাথে রোজ ডে এর শুভেচ্ছা বিনিময় করবেন।
রোজ ডে কি? What Is Rose Day?
রোজ ডে পিকচার, হ্যাপি রোজ ডে পিকচার, হ্যাপি রোজ ডে ছবি, রোজ ডে স্ট্যাটাস, রোজ ডে বাংলা এসএমএস,রোজ ডে মেসেজ
রোজ ডে বলতে সাধারণত গোলাপের দিবস কী বোঝায়। কিন্তু এখানে গোলাপ বিভিন্ন ধরনের বার্তা বহন করে। আমরা জানি গোলাপের বিভিন্ন ধরনের রং রয়েছে। এক এক ধরনের গোলাপ এক ধরনের বার্তা বহন করে।
গোলাপের রং এর উপর ভিত্তি করে শুভেচ্ছা বার্তার অর্থ একেক ধরনের হয়ে থাকে। ভিন্ন ভিন্ন রংয়ের সম্পর্কের মানুষের জন্য ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির যে ধরনের সম্পর্ক তাদের মধ্য শুভেচ্ছা বিনিময়ের জন্য অনুযায়ী গোলাপের রং নির্ধারণ করা উচিত। রোজ ডেতে গোলাপের বিভিন্ন রং এর অর্থ বর্ণনা করা হলো।
রোজ ডে কত তারিখে? Date of Rose Day?
রোজ ডে পিকচার, হ্যাপি রোজ ডে পিকচার, হ্যাপি রোজ ডে ছবি, রোজ ডে স্ট্যাটাস, রোজ ডে বাংলা এসএমএস,রোজ ডে মেসেজ
রোজ ডে এসএমএস / রোজ ডে মেসেজ / Rose Day SMS
রোজ ডে পিকচার, হ্যাপি রোজ ডে পিকচার, হ্যাপি রোজ ডে ছবি, রোজ ডে স্ট্যাটাস, রোজ ডে বাংলা এসএমএস,রোজ ডে মেসেজ
আমার জীবনে থাকার জন্য তোমার জন্য একটি গোলাপ
আমার জীবনটি সম্পূর্ণ করার জন্য তোমাকে ধন্যবাদ। Happy Rose Day .. !!
আমার জীবনের জন্য গুচ্ছ গোলাপ
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। Happy Rose Day..
গোলাপ নিঃশব্দে ভালবাসার কথা বলে,
একটি ভাষায় জানুন কেবলমাত্র হৃদয়কে।
Happy Rose Day .. !!
গোলাপগুলি ভালোবাসার সুন্দর ভাষা,
আমরা কী বলতে পারি না গোলাপগুলি বলা হয়।
এই গোলাপটি তোমার জন্য আমার গভীর ভালবাসার সাথে ..
হ্যাপি রোজ ডে মাই লাইফ
আমার জীবনে থাকার জন্য তোমার জন্য একটি গোলাপ
আমার জীবনটি সম্পূর্ণ করার জন্য তোমাকে ধন্যবাদ। Happy Rose Day .. !!
আমার জীবনের জন্য গুচ্ছ গোলাপ
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। Happy Rose Day..
গোলাপ নিঃশব্দে ভালবাসার কথা বলে,
একটি ভাষায় জানুন কেবলমাত্র হৃদয়কে।
Happy Rose Day .. !!
গোলাপগুলি ভালোবাসার সুন্দর ভাষা,
আমরা কী বলতে পারি না গোলাপগুলি বলা হয়।
এই গোলাপটি তোমার জন্য আমার গভীর ভালবাসার সাথে ..
হ্যাপি রোজ ডে মাই লাইফ
একটি গোলাপ কেবল প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য নয়।
এর অর্থও
রোজ ডে স্ট্যাটাস / Rose Day Status
রোজ ডে পিকচার, হ্যাপি রোজ ডে পিকচার, হ্যাপি রোজ ডে ছবি, রোজ ডে স্ট্যাটাস, রোজ ডে বাংলা এসএমএস,রোজ ডে মেসেজ
আমি ঈশ্বরের কাছে গোলাপ চেয়েছিলাম
আর আল্লাহ আমাকে গোলাপের বাগান দিয়েছেন
আমি তাকে এক ফোঁটা জল জিজ্ঞাসা করলাম
এবং ঈশ্বর আমাকে একটি মহাসাগর দিয়েছেন,
আমি তাকে দেবদূতের জন্য জিজ্ঞাসা করেছি
এবং ঈশ্বর আমাকে আপনি আমার ভালবাসা দিয়েছেন!
Happy Rose Day মিষ্টি হৃদয়
বিশ্বের অনেক সুন্দর ফুল তবে আমার ফুল তুমি।
তুমি অন্যের তুলনায় সবচেয়ে সুন্দর,
আমি তোমার সুন্দর গোলাপ।
Happy Rose Day প্রিয় !!
সবাই সবচেয়ে সুন্দর মেয়েকে ভালবাসে,
তবে আমি তোমাকে ভালবাসি আমার লাল গোলাপ,
তুমি কেবল আমার জীবনকে সুন্দর করে তোলেন ..
Happy Rose Day
ভালবাসো তাকে যে ভাবে তোমাকে..
বন্ধু করো তাকে যে চেনে তোমাকে..
আপন করো তাকে যে ভাবে তোমাকে..
মনে রাখো তাকে যে
কখনো ভোলেনা তোমাকে..
জীবন সাথী কর তাকে যে থাকবে
তোমার পাশে সারা জীবন ।
এতো কষ্ট পেয়েও,
তোমাকে ভুল বুঝি নি ।
এতো দূরে রয়েও,
তোমাকে ভুলে যায় নি । নির্ঘুম রাত জেগেও,
স্বপ্ন নিয়ে বেঁচে আছি ।
কেনো জানো ?
তোমায় খুব ভালোবাসি তাই ।
মেয়েরা ভুলাতে পারে ছেলেদের মন মিষ্টি কথার ছলে,
তাঁরা নিমিষেই ভাসাতে পারে সুখের সাগরে,
তাঁরাই আবার ডুবিয়ে মারে চোখের নোনা জলে।
খেলতে পারে সুন্দর করে নিঠুর প্রেমের খেলা।
দিতে পারে হৃদয় জুড়ে মিছে প্রেমের জ্বালা।
যার কাছে সবকিছু
বলা যায়…
যার হাতে হাত রেখে
চলা যায়…
যাকে আপন বলে
ভাবা যায়…
যার কাছে বিশ্বাস টুকো জমা রাখা যায়..
তাকেই তো ভালবাসা যায়..
আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে
আছি তোমার ভালবাসা নিবো বলে।
দাও তুমি কতো ভালবাসা দেবে
আমায়।
বিনিময়ে একটা হৃদয় তোমায় দিবো
যা কখনো ফিরিয়ে
নিবার নয়।
কাউকে দুর
থেকে ভালবাসাই সব থেকে পবিত্র
ভালবাসা |
কারন, এ ভালবাসায়
কোন রকম
অপবিত্রতা থাকে না,
কোন শারিরীক
চাহিদা থাকে না ….. শুধু নীরব কিছু অভিমান থাকে,
যা কখনো কেউ ভাঙায় না |
কিছু অশ্রু বিন্দু
থাকে যা কেউ
কখনো মুছতে আসে না|
আর সবার
অজান্তে আড়ালে এক যেখানে একজনই
রানী/রাজা । মনের মত
“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো..
হয় না কখনো মলিন..
হয় না ধূসর কিংবা বর্নহীণ..
যা শুধু রংধনুর রঙে রঙিন..
হোক না সেটা এপার কিংবা ওপারের..
তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা “!!
শুধু কাছে পাওয়ার
জন্য ভালবাসা নয়,
শুধু ভালো লাগার
জন্য ভালবাসা নয়..
নিজের সুখ বিসর্জন
দিয়ে ভালবাসার
মানুষকে সুখীই রাখার
নামই ভালবাসা ।
যখন কেউ কারো জন্য
কাদে …
সেটা হল আবেগ.…
যখন কেউ
কাউকে কাদায়,
সেটা হল প্রতারনা…
আর যখন কেউ কাউকে
কাদিয়ে নিজেও
কেদে ফেলে … …!!
সেটা হল প্রকৃত
ভালবাসা !!
আজ না খুব
একা একা লাগছে
চোখের সামনে
তুমি তবু যেন
তোমাকে ছোয়া
যায় না
কেন এমন
হয় বলোতো!
ভালবাসা বুঝি
শুধু কষ্ট দিতেই জানে!
তোমাকে ছাড়া
যে আমার
নিশ্বাস নিতেও
কষ্ট হয়!
ভেবে ছিলাম
তুমি কতো আপন !!
ভেবেছি পাশে
থাকবে সারা জীবন !!
কেন তুমি ভাঙলে এ
মন ??….
ভাবিনি কখনো
করবে এমন …
তারপরও তুমি
আমার জীবন
কেউ কেউ লাভ করে ,,,,,,,,,,,
আবার কেউ করে ইনজয় ,,,,,,,,,,
কেউ খাঁয় ছেকা,,,,,,,,,
কেউ হয় একা,,,,,,,,,
কেউ বলে জান,,,,
কেউ করে বিষ পান..
কারো মুখা হাসি…………
আবার কারো গলায় ফাঁসি ।
LOVE NOT FAN,
So সাবধান,
এখনকার মেয়েরা হয় বেইমান সার্থপর
আমি তোমাকে আমার জিবনের চেয়ে বেশি
ভালোবাসি তোমাকে।
কিন্তু তোমি কি
আমাকে ভালোবাসো
না??
ভালো যদি না
বাসো,
তাহলে আমাকে
বলছো না কেনো।
তোমি আমাকে
ভালো না বাসলে
আমি আর তোমার
অপেক্ষায় তাকবো না।
যার রাগ বেশি সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার
ভালোবাসার
গভীরতা বেশি, আর যার
ভালোবাসার
গভীরতা বেশি তার কষ্টও অনেক
বেশি।
.তুমি আমার প্রাণে
বাঁধো তোমার প্রাণ!
জল রঙে একেঁছি আমার যত স্বপ্ন
সঁপেছি তোমার কাছে দিয়োনা কভু
জলের ছোয়াঁ
যে চোখ দিয়ে দেখেছো
আমায় আমি চাই না সে চোখের
সিক্ততা…
চাদঁতো হারিয়ে আবার উকি দেয়
রোজ রাতে
শুধু অমাবস্যা- মাঝে মাঝে বাধ
সাধে
তুমি কি আমার রূপালি চাদঁ?
তুমি কি পারোনা হতে
হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক
দূরে যেখানে রয়েছে তোমার
ভালোবাসার সূখের নীড়। আর সেই
নীড়ে কাটিয়ে দিতে চাই শত
জনম। আমি কল্পনার
সাগরে ভেসে চলে জাব, জাব
তোমার হৃদয় সৈকতে,
তুমি দিবেনা ধরা?
তুমি চাঁদ নও
তবে চাঁদের আলো।
তুমি ফুল নও
তবে ফুলের সৌরভ।
তুমি নদী নও
তবে নদীর ঢেউ।
তুমি অচেনা নও
তুমি আমার চেনা কেউ॥
নির্ঘুম চোখ জানালায়,
আমি নিজেকে শোনাই নিজের গান
স্বপ্নরা জেগে থাক
মনের ভেতর চলছে তুফান ।।
জ্বলে অগোছালো সব আশা গুলো
নিভু নিভু শত তারার আলো
চোখে চোখ রেখে রয়ে যায় বহুদুরে
জমে থাকা চিৎকারে
কেউ না থাক আছে জোনাকি
আছে আকাশ সেও একাকি
আছে জীবন সেও জোয়াড়ি
আছে জানালায় ঘুম
জানিনা কিভাবে তোমার
দেখা পাবো,জানিনা
কিভাবে তোমাকে কাছে
পাবো,জানিনা কতটা
আপন ভাবো তুমি
আমায়।শুধু জানি এই
অবুজ মনটা অনেক
মিস করে তোমায়।
জীবনে যদি সত্যিই কাউকে মন
থেকে ভালোবেসে থাকো…..
তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা ।
কারণ চোখের জল
হয়তো মুছে ফেলতে পারবে, কিন্তু
মনে রেখো……হৃদয়ের কান্নার জল
কোনো ভাবেই মুছতে পারবেনা…
স্বপ্ন দিয়ে আঁকি আমি,
সুখের সীমানা ।
হৃদয় দিয়ে খুজি আমি,
মনের ঠিকানা ।
ছায়ার মত থাকবো আমি,
শুধু তার পাশে,
যদি বলে সে আমায়
সত্যি ভালবাসে॥
তুমি চাইলে মেঘ হবো ,,
এনে দেবো বৃষ্টি ।।
তুমি চাইলে পথ হবো ,,
কেড়ে নেবো দৃষ্টি ।।
তুমি চাইলে রাত হবো ,,
এনে দেবো আধাঁর ।।
তুমি চাইলে আকাশ
হবো ,,
হবো বিশাল পাহাড় ।।
তুমি চাইলে চাঁদ হবো,,
এনে দেবো আলো ।।
তুমি না চাইলেও জনম জনম ,,
বাসবো তোমায় ভালো ।।
তুম ভাল না বাসলে ও ,,,
আমি চিরদিন।।
মাঝে মাঝে তোমাকে খুব
বেশি আপন
করে কাছে পেতে ইচ্ছে করে,
ইচ্ছে করে খুলে বলি তোমাকে মনের
গহিনে লুকিয়ে রাখা প্রতি টা অনুভূতি,
ভালোবাসার মিষ্টি প্রলাপ !
যে কথা গুলো তোমাকে বলার জন্য
সাজিয়ে রেখেছি বুকের ভেতর
অনেক যত্ন
করে ।
যে অনুভূতি গুলো আমার স্বপ্ন
দিয়ে রচনা করেছি শুধুই তোমার
জন্য ।।
হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক
দূরে যেখানে রয়েছে তোমার
ভালোবাসার সূখের নীড়। আর সেই
নীড়ে কাটিয়ে দিতে চাই শত
জনম। আমি কল্পনার
সাগরে ভেসে চলে জাব, জাব
তোমার হৃদয় সৈকতে,
তুমি দিবেনা ধরা? ।।
বি.দ্র.: এসএমএস ও স্ট্যাটাস গুলি অন্য ওয়েবসাইট থেকে কপি করা। যদি কারও কোন অভিযোগ থাকে তাহলে আমাদের জানান। আমরা পোষ্ট টি ডিলিট করে দেব। যোগাযোগ: nozib94@gmail.com
কোন রংয়ের গোলাপের কি অর্থ জেনে নিন:
কোন রঙের গোলাপ কি ধরনের বার্তা বহন করে বাপন গোলাপ কি কাজে ব্যবহার করা হয় তা নিম্নে আলোচনা করা হল।
লাল গোলাপ / রেড রোজ / Red Rose:
সৌন্দর্য ও ভালবাসার প্রতীক লাল গোলাপ। কাউকে ভালবেসে প্রেম নিবেদন করতে চাইলে রোজ ডে তে লাল গোলাপ উপহার দিতে পারেন। আবার কারও সৌন্দর্যে মুগ্ধ হয়ে লাল গোলাপ উপহার দিয়ে তা জানাতে পারেন। তবে অবশ্যই রোজ ডে তে গোলাপ উপহার দেবেন।
গোলাপী গোলাপ / পিংক রোজ / Pink Rose:
লাল গোলাপের সাদা গোলাপের গোলাপের অনেক মিল রয়েছে। রোজ ডে তে মনের কথা বোঝাতে গোলাপী গোলাপের জুরি নেই। আপনি একটি গোলাপী গোলাপ দ্বারাও প্রেম নিবেদন করতে পারেন। গোলাপী গোলাপ হল কৃতজ্ঞতার প্রতিক।
সাদা গোলাপ / হোয়াইট রোজ / White Rose:
সাদা গোলাপের অনেক মহত্ব রয়েছে। আমরা সাধারণত বিয়েবাড়িতে বর-কনেকে সাদা ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করি। এর প্রধান কারণ হলো সাদাফুল জীবন শুরু শুভকামনা সরু প্রদান করা হয়। অপরদিকে সাদা গোলাপ শোকের প্রতীক। মৃতদেহ বা সমাধিস্থলে সাদা গোলাপ বা সাদা ফুল প্রদান করে সমবেদনা বা শোক জ্ঞাপন করা হয়। তবে সাধারণত রোজ ডে তে সাদা গোলাপ এর ব্যবহার নেই বললেই চলে।
কমলা গোলাপ / অরেন্জ রোজ / Orange Rose:
আবেগ উৎসাহ-উদ্দীপনার প্রতি গতি প্রতি খোলো কমলা অরেঞ্জ রোজ। অনেক মানুষ কমলা গোলাপ অরেঞ্জ দ্বারা শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এর অর্থ হল অপরকে উৎসাহ প্রদান করা। রোজ ডে তে কাউকে তার কাজে উৎসাহিত করতে হলে একটি অরেঞ্জ রোজ বা কমলা গোলাপ উপহার দিন।
হলুদ গোলাপ / ইয়ালো রোজ / Yellow Rose:
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে হলুদ গোলাপ ইয়োলো রোজ ব্যবহার করা হয়। কারণ হলুদ গোলাপ বা ইয়োলো রোজ হল বন্ধুত্বের প্রতীক। বন্ধুকে তার জীবনে তার গুরুত্ব বোঝাতে হলুদ গোলাপ বা ইয়োলো রোজ উপহার দিন।
বেগুণী গোলাপ / পারপেল রোজ / Perpel Rose:
বেগুনি গোলাপ বিশ্বস্ততার প্রতীক। আগেকার দিনে রাজা-রাণীদের বা রাজপরিবারের কাউকে বেগুনি গোলাপ বা পারপেল রোজ দ্বারা শুভেচ্ছা বিনিময় করা হতো। এর অর্থ হলো রাজা রানী কে যে ব্যক্তি বেগুনি গোলাপ উপহার দিয়েছেন সে তাদের অত্যন্ত বিশ্বস্ত।
পিচ গোলাপ / পিচ রোজ / Peach Rose:
রোগমুক্তির জন্য শুভেচ্ছা জানাতে বা শুভকামনা জানাতে এই গোলাপ ব্যবহার করা হয়।
ফেব্রুয়ারি মাসের সপ্তাহব্যাপী দিবস উদযাপনের উদ্দেশ্য:
ফেব্রুয়ারি 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে সকল দিবস গুলি রয়েছে। ভ্যালেন্টাইনস উইক এর হিসাবে রোজ ডের পর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ ফেব্রুয়ারি কিস ডে এবং ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে।
আমাদের সকলেরই হয়তো জানা রয়েছে যে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্রতিটি দিনই একটি করে দিবস রয়েছে। আর এই দিবসগুলি ভ্যালেন্টাইন ডে কে উপলক্ষ করেই তৈরি হয়েছে। সবশেষে বলা যায়, পৃথিবীতে সকল মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ায় এই দিনগুলির মূল উদ্দেশ্য। মানুষের মানুষের হিংসা-বিদ্বেষ রাগ অভিমান ইত্যাদি নেগেটিভ মানসিকতা পরিহার করার অন্য এই দিবসগুলি উদ্ভাবিত হয়েছে।