The Medical Admission Test 2023 was held on 10th March, and candidates have been eagerly waiting for the question paper solutions ever since. The excitement among the students was high, especially after the delay caused by the COVID-19 pandemic in the previous year. With over one lakh twenty-two thousand students applying for medical admission this year, the competition was tough. In this post, we will discuss the MBBS Exam Question 2023, the Medical Exam Question 2023 Solution, MBBS Admission Test Questions and Answers 2023, and more.
MBBS Exam 2023
- Exam Taker : Directorate General of Health Services
- Exam Time : 10.00 AM to 11.00 AM
- Total Time : 1 Hour
- Exam Type : MCQ
- Negative Marks : Yes
- Total Mark : 100
MBBS Exam Question 2023
The MBBS Exam Question 2023 was a challenging test, and candidates were required to answer questions on various subjects such as English, Physics, Biology, Chemistry, and General Knowledge. Aspirants who had studied in the science department and passed the HSC exam were eligible to apply for admission in medical and dental colleges.
Medical Exam Question 2023 Solution
Candidates who appeared for the Medical Admission Test 2023 can now find the correct solutions on our website in PDF format. We have published the Medical MBBS Admission Test Question Solution to help students know the correct answers and assess their performance in the exam.
১. নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয় নেয়? – বেগ
২. সূচন কম্পাঙ্কে আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেক্ট্রন এর বেগ কত? – শূন্য
৩. ১ kg ভরের দুটি বস্তুকে ১m দূরত্বের ব্যাবধানে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত? – 6.673 ×10^-11 N
৪. সমোষ্ণ প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে? – তাপমাত্ৰা
৫. নিচের কোন তত্ত্ব দ্বারা চিরের মধ্যে দিয়ে আলো বেকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা যায়? – তরঙ্গ তত্ত্ব
৬. ভূপৃষ্ঠ থেকে ১০০০ km উচুতে অভিকর্ষজ ত্বরণ কত? – ৭.৩৩ ms^-2
৭. জড়তার ভ্রামকের একক কোনটি? – kgm^2
৮. নিচের কোনটির উপর রোধ নির্ভর করে না? – তড়িৎপ্রবাহ
৯. মিটারব্রীজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে? – হুইটস্টোন ব্রীজ
১০. একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্বের যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো – মহাকর্ষীয় ধ্রুবক
১১. তাপবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? – তাপ ও কাজ
১২. তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণের মান কত হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজাবে না? – ১২০°
১৩. ১০০ m দীর্ঘ একটি ট্রেন ৪৫ kmh-1 বেগে ১ km দীর্ঘ একটি ব্রীজ অতিক্রম করে, ব্রীজটি অতিক্রম করতে কত সময় লাগবে? – ৮০ s
১৪. কোন নীতিতে আলোকীয় তন্তুর ভিতর দিয়ে আলো সঞ্চালিত হয়? – পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
১৫. ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান শূন্য হয় – মেরু অঞ্চলে
১৬. কোন কণার বিনিময়ে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয় – ফোটন
১৭. তড়িৎ চৌম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িচ্চালক বল নির্ভর করে না – রোধ
১৮. মহাবিশ্বে নিচের কোনটির সংখ্যা বেশি – ডার্ক এনার্জি বস্তুসমূহ
১৯. ইশ্বর কণা কোনটি – হিগস বোসন
২০. চার্জের একক কোনটি – কুলম্ব
—
1. নূর মোহাম্মদ কত নম্বর সেক্টরে ছিলেন – ৮নং
2. ছয় দফা দাবির অর্থনৈতিক বিষয় ছিল কয়টি – ৩ টি
3. ইউরোপের মধ্যে কে সবার আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় – পূর্ব জার্মানি
4. কবে ভারতীয় মুক্তিবাহিনী দেশ ত্যাগ করে – ১২ ই মার্চ ১৯৭২
5. আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানের প্রথম সুরকার কে – আবদুল লতিফ (১ম)
6. পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন – ড.গোবিন্দ চন্দ্র দেব
7. ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিল – পর্তুগিজরা
8. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি – পুন্ড্র
9. স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল – কেন্দ্রীয় শহীদ মিনার
10. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি – মা
—
01. সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত HS গ্যাসের উৎস কোনটি? – (d) CH3CSNH2 +H2O
02. কোন কণা “ইশ্বর কণা” নামে পরিচিত? – (b) হিগস বোসন কণা
03. Which of the following can be used as a ‘modal’ as well as ‘main’ verb? – (c) could
04. What kind of pronoun are “who, what, and which ? – (c) relative
05. The word ‘recalcitrant’ means – (a) mutinous
06. The flight is leaving shortly. Here ‘shortly’ is – (b) an adverbial
07.STP তে এক মোল SO, গ্যাসের আয়তন কত? – (a) 22.40 L
08. কোন যৌগে নাইট্রাইল কার্য্যকরী মূলক বিদ্যমান? – (c) CH3CN
09. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি – (a) মা
10. কোন ছত্রাক খাদ্য হিসাবে ব্যবহার হয়? – (c) Agaricus compestris
11.নিচের কোনটির উপর রোধ নির্ভর করে না? – (c) তড়িৎ প্রবাহ
12.কোন হেপাটাইটিস ভাইরাস দুষিত পানি ও খাদ্যের মাধ্যমে সংক্রমণ ঘটায়? – (b) Hepatitis A Virus
13. I have no kith and kin in – (d) noun phrase
14.বীরশ্রেষ্ট ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন – (a) ৮ নং সেক্টর
15. The antonym of ‘harbinger’ is – (c) follower
16. কোনটি জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য নয় – (a) অভিযা
17.Father loves me. Here ‘loves’ is an example of – (d) transitive verb
18.কোন অঞ্চলের IR বর্নালির সাহায্যে কার্বনিল মূলক শনাক্তকরন করা যায়? – (d) (1660-1860) cm-1
19.মহাবিশ্বে নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশী? – (a) ডার্ক এনার্জি বস্তুসমূহ
20. Complete the following sentence: Do you know when – (a) the results will be published
21. নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয় নয়? – (a) বেগ
22. নিচের কোনটি কলয়েড ইমালশন নয়? – (a) দধি
23. কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক? – (a) কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে
24. কোন প্রক্রিয়া দুধ থেকে ছানা (curdled milk) তৈরী করে? – (c) কোয়াগুলেশন
25. সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত? – (b) শুন্য
26. ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি সঠিক? – (b) প্রতিলিপির মাধ্যমে বংশবৃদ্ধি করে
27.1 Kg ভরের দুটি বস্তুকে। মিটার দূরত্বের ব্যবধানে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল হবে – (a) 6.673 x 10-11 N
28. সমোষ্ণ প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে? – (a) তাপমাত্রা
29. মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিনটি কোন ধরনের ভ্যাকসিন? – (a) নিষ্ক্রিয় টিকা
30. নিচের কোনটি ম্যাক্রোফেজের কাজ নয় – (b) বিভিন্ন ধরনের এন্টিবডি তৈরী করা
31. নিচের বিক্রিয়াটিতে বিজারক কোনটি? – (c) I-
32. কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য? – (a) এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় স্থানান্তরে সক্ষম
33. H2 ফুয়েল সেলের emf কত? – (b) 1.23V
সম্পূর্ণ সমাধান নিচে ছবিতে রয়েছে।
MBBS Admission Test Questions and Answers 2023
The Medical Admission Test 2023 had a mix of tricky and straightforward questions on various topics. Candidates were tested on their knowledge of English, Physics, Biology, Chemistry, and General Knowledge. The answer sheet for the admission question in MBBS 2023 is available on our website, providing students with an opportunity to check their responses and analyze their performance.
Conclusion
Medical admission candidates who appeared for the Medical Admission Test 2023 can now access the question paper solutions on our website. We hope this post has helped students understand the MBBS Exam Question 2023 and find the correct answers to the questions. We wish all the candidates good luck in their future endeavors and hope they achieve their dreams of becoming successful medical professionals.