এইচএসসি অ্যাসাইনমেন্ট এর জন্য কভার পেজ কিভাবে সংযুক্ত করতে হবে? ১৫ সপ্তাহের মোট ৩০ টি অ্যাসাইনমেন্ট এর সমাধান এইচএসসি পরীক্ষার্থীদের জমা প্রদান করতে হবে। এইচএসসি এসাইনমেন্ট এর জন্য কভার পেজ কোথায় পাওয়া যাবে? এইচএসসি এসাইনমেন্ট এর কভার পেজ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে কথা বলব। এইচএসসি ২০২১ এর পরীক্ষার্থীদের জন্য ১৫ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করেছে।
[Adsense]প্রতি অ্যাসাইনমেন্ট এর জমা প্রদান সময় একটি করে কভার পেজ অবশ্য সংযুক্ত করতে হবে। কেননা কভার পেজ ছাড়া অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে না। এছাড়াও কভার পেজ না থাকলে এসাইনমেন্ট এর সমাধান গ্রহণযোগ্য হবে না। সুতরাং প্রতিটি এইচএসসি ২০২১ এর পরীক্ষার্থীদের জন্য এইচএসসি অ্যাসাইনমেন্ট কভার পেজ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা জরুরি। কেননা এইচএসসি অ্যাসাইনমেন্ট কভার পেজ প্রতিটি পরীক্ষার্থীর জন্য আবশ্যিক বিষয়। সুতরাং কিভাবে এইচএসসি অ্যাসাইনমেন্ট কভার পেজ তৈরি করতে হবে এবং সংযুক্ত করতে হবে এ বিষয়ে তাদের নির্দেশনা প্রদান করবে।
এইচএসসি অ্যাসাইনমেন্ট কভার পেজ এর প্রয়োজনীয়তা
এইচএসসি অ্যাসাইনমেন্ট এর জন্য কভার পেজ অত্যান্ত জরুরী। এইচএসসি অ্যাসাইনমেন্ট এর সমাধান করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন তাহলো কভার পেজ। কভার পেজ না থাকলে আপনার অ্যাসাইনমেন্ট এর সমাধান যতই ভালো হোক না কেন তা গ্রহণযোগ্য হবে না। কারণ কভার পেজে আপনার সকল আইডেন্টিফিকেশন নাম্বার বা তথ্য সংযুক্ত থাকে। সুতরাং কভার পেজ না থাকলে একজন শিক্ষার্থীর পরিচয় নির্ণয় করা সম্ভব নয়।
[ArticleAds]এছাড়াও কভার পেজ অন্য কিছু কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন অ্যাসাইনমেন্ট এর সমাধান যাচাই করার পরে প্রাপ্ত নাম্বার বা ফলাফল কভার পেজ এর সাথে সংযুক্ত করে দেওয়া হয়। সুতরাং কভার পেজ যদি অ্যাসাইনমেন্ট এর সমাধান মেয়ের সাথে যুক্ত না থাকে তাহলে বিভিন্ন সমস্যা হতে পারে। এছাড়াও শিক্ষার্থী, স্কুল এবং বোর্ড এর প্রয়োজনীয় কিছু তথ্য কভার পেজ এর সাথে যুক্ত থাকে। ফলে কভার পেজ ছাড়া অ্যাসাইনমেন্ট এর সামগ্রিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। সুতরাং অবশ্যই অ্যাসাইনমেন্ট এর সমাধান এর সাথে কভার পেজ সংযুক্ত করতে হবে।
এইচএসসি অ্যাসাইনমেন্ট ২০২১ কভার পেজ
[Adsense]
এইচএসসি এসাইনমেন্ট কভার পেজ ডাউনলোড করুন
২০২১ সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে তার জন্য কভার পেজ এর একটি নমুনা প্রদান করছি। যারা এইচএসসি অ্যাসাইনমেন্ট ২০২১ এর জন্য কভার পেজ খুঁজছেন তারা দয়া করে আমাদের এখান থেকে ডাউনলোড করে নিন। এছাড়াও কভার পেজ বিষয়ে সকল তথ্য নিম্নে প্রদান করব। কভার পেজ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ, বোর্ড কর্তৃপক্ষ, অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের যা করণীয় সে বিষয়ে আলোচনা করব।
[Adsense]
এইচএসসি অ্যাসাইনমেন্ট কভার পেজ বিষয়ে নির্দেশনা
এইচএসসি এসাইনমেন্ট করার জন্য যে কভার পেজ প্রয়োজন সেটি আপনি নিজেই তৈরি করতে পারবেন। এর জন্য আপনার খুব বেশী কিছুর প্রয়োজন হবে না। আপনি যদি কম্পিউটার ব্যবহার করতে জানেন তাহলে খুব ভালো হয়। কম্পিউটার ব্যবহার করে এইচএসসি অ্যাসাইনমেন্ট কভার পেজ এর নমুনা দেখে আপনি নিজে একটি কভার পেজ তৈরি করে ফেলুন। কভার পেজ তৈরি করা হয়ে গেলে এটি প্রিন্ট করতে হবে। আপনার যদি বাসায় প্রিন্টার থাকে তাহলে খুব ভালো কথা। তা না হলে আপনি বাজার থেকে একটি প্রিন্টার কিনে নিতে পারেন।
কেননা এখন অ্যাসাইনমেন্ট করার জন্য অনেক কাজ করতে হবে যেখানে প্রিন্টার ব্যবহার করতে হবে। সুতরাং বাজার থেকে একটি প্রিন্টার কিনে নিতে পারলে ভালো হয়। শুধুমাত্র প্রিন্টার কিনলেই হবে না প্রিন্ট করার জন্য কাগজ প্রয়োজন। আপনি অনলাইন থেকে বেশকিছু কাগজ কিনে নিতে পারেন। এছাড়াও প্রিন্ট করার জন্য প্রিন্টারের কালি প্রয়োজন হবে। নিচে এই প্রোডাক্ট গুলো অনলাইনের মাধ্যমে কেনার জন্য লিংক প্রদান করা হলো। আপনি যদি মনে করেন এইচএসসি অ্যাসাইনমেন্ট কভার পেজ তৈরীর ক্ষেত্রে এগুলো আপনার প্রয়োজন তাহলে অনলাইন থেকে এগুলো কিনে নিতে পারেন। নিচে প্রডাক্টগুলো কেনার জন্য ই-কমার্স সাইটের লিংকগুলো প্রদান করা হলো।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তিক সাধারণ নির্দেশনা:
১. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত নিম্নের স্মারকদ্বয়ে বর্ণিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে;
(ক) স্মারক নং-৩৭.০২.০০০০.১০৫.০৬.০০১.২১.৩৯০; তারিখ: ১৩/০৬/২০২১ খ্রি.
(খ) স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৫.০৬.০০১.২১/৯৯১; তারিখ: ২৩/০৬/২০২১ খ্রি.।
২. শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণকে কোভিড-১৯ সংক্রমণ রােধে গৃহীত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। উল্লেখ্য, কোভিড-১৯ অতিমারির কারণে কঠোর লকডাউন/বিধি-নিষেধ চলাকালীন অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও স্থানীয় প্রশাসনের সাথে প্রতিষ্ঠান প্রধানগণ সমন্বয় করে আলােচনার মাধ্যমে বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবেন। যে কোনাে পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধির নির্দেশনাসমূহ কোনােভাবেই উপক্ষো করা যাবেনা;
৩. এ কার্যক্রমে পরীক্ষার্থী যেন কোনাে অনৈতিক চাপের মুখােমুখি না হয় তা লক্ষ্য রাখতে হবে। এছাড়া অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের নিকট থেকে কোনাে প্রকার ফি পরীক্ষা ফি/মূল্যায়ন ফি বাবদ অর্থ গ্রহণ করা যাবে না। এ বিষয়েকোনাে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযােগ পাওয়া গেলে দ্রুততার সাথে তদন্তপূর্বক বিধি মােতাবেক ব্যবস্থা গ্রহণ করা
৪. ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের জন্য এ বিজ্ঞপ্তির সাথে একটি কাভার পৃষ্ঠা (নমুনা) সংযুক্ত করা হয়েছে। পরীক্ষার্থী নিজেই কাভার পৃষ্ঠা তৈরি করতে পারবে বা শিক্ষা প্রতিষ্ঠান চাইলে নমুনা অনুযায়ী কাভার পৃষ্ঠা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদানের সময় স্বাস্থ্য বিধি প্রতিপালনপূর্বক সরবরাহ করতে পারবে। পরবর্তীতে পরীক্ষার্থীরা কাভার পৃষ্ঠার সংশ্লিষ্ট অংশ পূরণ করে অ্যাসাইনমেন্টের সাথে সংযুক্ত করে অবশ্যই জমা দেবে; তবে এ কাভার পৃষ্ঠা (যদি শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করে) বাবদ শিক্ষার্থীদের নিকট থেকে কোনাে অর্থ আদায় করা যাবেনা;
৫. প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সকল পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্টে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট শিক্ষা বাের্ডের নির্দেশনা মােতাবেক (শিক্ষা বাের্ডসমূহ এ বিষয়ে যথা সময়ে নির্দেশনা প্রদান করবে) অনলাইনে প্রেরণ করবে;
৬. মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই নােট, গাইড, ইন্টারনেট, সামাজিক যােগাযােগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে; মূল্যায়নকারীকে খুবই সতর্কতার সাথে মূল্যায়ন কার্যক্রম করতে হবে এবং পরীক্ষার্থীদের অনৈতিক কার্যক্রমের প্রমাণ পেলে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। যদি নিরপেক্ষ দ্বিতীয় মূল্যায়নকারী কর্তৃক কোনাে শিক্ষার্থীর অনৈতিক কার্যক্রম প্রমাণিত হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মূল্যায়নকারীকে জবাবদিহিতার আওতায় আনা হবে;
৭. অ্যাসাইনমেন্ট মূল্যায়ন শেষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বাের্ডের নির্দেশনা অনুসারে (শিক্ষা বাের্ড এ বিষয়ে যথা সময়ে নির্দেশনা প্রদান করবে) নিজ নিজ প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যায়িত অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট শিক্ষা বাের্ডে প্রেরণ করবে;
৮. ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত অ্যাসাইনমেন্ট যেন প্রতিটি শিক্ষার্থীর হাতে পৌঁছায় সে বিষয়টি স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন;
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালকের দপ্তর স্ব স্ব অধিক্ষেত্রে অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সক্রিয় তত্ত্বাবধান, পরিবীক্ষণ ও প্রয়ােজনীয় সমন্বয় করবেন;
১০. অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সকল প্রতিষ্ঠান প্রধানকে সহযােগিতা করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীকে নির্দেশনা দেয়া হলাে। প্রয়ােজনে প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনা মােতাবেক প্রয়ােজনীয় শিক্ষক ও কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে স্ব স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করবেন;
১১. অ্যাসাইনমেন্টের বিষয়ের প্রকৃতি, চাহিদা, পরিসর, ধাপ, চিন্তার ব্যাপকতা এবং শিক্ষার্থীর লেখার মধ্যে সৃজনশীলতা, মৌলিক বিষয় ইত্যাদি যথাযথভাবে মূল্যায়নের জন্য প্রতিটি বিষয়ের প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য ভিন্ন ভিন্ন রম্নব্রিক্স সংযােজন করা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট সকলকে লক্ষ্য রাখতে হবে।
১২. মুখস্থ করে বা হুবহু পাঠ্যপুস্তক থেকে লিখে অ্যাসাইনমেন্ট তৈরি না করে পাঠ্যপুস্তকের অর্জিত জ্ঞান, দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীর চিন্তা-ভাবনা, কল্পনাশক্তি, অনুধাবন ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা, স্বকীয়তা সৃজনশীল ও নান্দনিক উপায়ে প্রকাশ ও উপস্থাপন করার দক্ষতাকেই মূল্যায়নের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করতে হবে।
১৩. শিক্ষার্থী কর্তৃক জমাকৃত অ্যাসাইনমেন্ট মূল্যায়নপূর্বক নিম্নের ছক (এক্সেল ফরমেটে) অনুযায়ী তথ্য প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে:
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের প্রতি নির্দেশনা:
১. অ্যাসাইনমেন্ট বিতরণ/গ্রহণ/মূল্যায়নসহ সংশ্লিষ্ট সকল নির্দেশনা শিক্ষক/পরীক্ষার্থী/অভিভাবকবৃন্দকে দ্রুত অবহিত করা ;
২. অ্যাসাইনমেন্ট প্রদানের সাথে সাথে কাভার পৃষ্ঠা পূরণ ও সংযােজনের বিষয়ে পরীক্ষার্থীদের প্রয়ােজনীয় নির্দেশনা প্রদান;
৩. পরীক্ষার্থীর জমা দেয়া অ্যাসাইনমেন্টের কাভার পৃষ্ঠার যথাযথ ব্যবহার নিশ্চিত করা;
৪. কাভার পৃষ্ঠার ৪(চার)টি অংশ রয়েছে- পরীক্ষার্থীর অংশ, মূল্যায়নকারীর অংশ, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অংশ এবং বাের্ডের অংশ।
৫. কাভার পৃষ্ঠার উল্লিখিত তথ্য যথাযথভাবে পূরণ ও তা যাচাইপূর্বক অ্যাসাইনমেন্ট জমার বিষয়টি নিশ্চিত করতে হবে;
৬. অ্যাসাইনমেন্টে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট শিক্ষা বাের্ডের নির্দেশনা অনুযায়ী অনলাইনে প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে হবে;
৭. সংশ্লিষ্ট শিক্ষা বাের্ডের নির্দেশনা অনুযায়ী বিষয়ভিত্তিক মূল্যায়নকৃত অ্যাসাইনমেন্ট শিক্ষা বাের্ডে যথাযথভাবে প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে হবে;
৮. সংশ্লিষ্ট শিক্ষা বাের্ডের নির্দেশনা অনুযায়ী বিষয়ভিত্তিক মূল্যায়নকৃত মােট অ্যাসাইনমেন্টের যেগুলাে শিক্ষা বাের্ডে প্রেরণ করা হবে সে অ্যাসাইনমেন্টগুলাের কাভার পৃষ্ঠার একাংশ ঘেঁড়া ও সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করবেন;
৯. অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে কোনাে শিক্ষার্থী যেন কোনােভাবেই নকল বা অন্য কোনাে অনিয়মের আশ্রয় গ্রহণ না করে সে।বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন;
১০. মূল্যায়নকারী শিক্ষক অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে যেনাে কোনাে রকম অবহেলা, অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন না করে সে বিষয়টি নিশ্চিত করবেন;
মূল্যায়নকারী শিক্ষকের জন্য নির্দেশনা:
১. অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ও কাভার পৃষ্ঠা ব্যবহারে যথাযথ গুরুত্ব প্রদান করতে হবে;
২. নিম্নের ছক মােতাবেক কাভার পৃষ্ঠায় শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এর তথ্য পূরণ করতে হবে মূল্যায়নকারী শিক্ষক কর্তৃক পূরণীয় (প্রাপ্ত নম্বর ইংরেজিতে লিখতে হবে)
৩. অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থীর যদি নকল বা অন্য কোনাে অনিয়মের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে তার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানকে তাৎক্ষণিক অবহিত করবেন;
৪. অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোনাে প্রকার অবহেলা, অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন অথবা স্বজনপ্রীতি করা যাবে না;
৫. শিক্ষার্থীর প্রস্তুতকৃত অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে সামঞ্জস্য ও সমরূপতা আনয়নের জন্য শিক্ষকগণকে প্রতিটি
অভিভাবকবৃন্দের প্রতি অনুরােধ:
১. বিদ্যালয় থেকে/অনলাইনে কাভার পৃষ্ঠা সংগ্রহের ক্ষেত্রে সন্তানদের সহযােগিতা করবেন। এ বিষয়ে কোভিড-১৯ জনিত সরকার কর্তৃক ঘােষিত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করবেন;
২. কাভার পৃষ্ঠার উপরের অংশে পরীক্ষার্থীর তথ্য ছক সঠিকভাবে ইংরেজিতে পূরণ করার ক্ষেত্রে সহযােগিতা করবেন;
৩. পরীক্ষার্থী যেন তার নির্ধারিত অংশ ব্যতীত কাভার পৃষ্ঠার অন্য কোনাে অংশে বা অপর পৃষ্ঠায় কিছু না লেখে তা নিশ্চিত করবেন;
৪. অ্যাসাইনমেন্ট জমা প্রদানের ক্ষেত্রে যেন কোন ক্রমেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সে বিষয়টি নিশ্চিত করবেন;
৫. অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থী যেন নকল বা অন্য কোনাে অনিয়মের আশ্রয় গ্রহণ না করে সে বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করবেন।
শিক্ষার্থীদের জন্য নির্দেশনা:
১. অনলাইনে বা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে হবে;
২. কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে;
৩. কাভার পৃষ্ঠার উপরের অংশ ইংরেজিতে নির্ভুলভাবে পূরণ করতে হবে;
৪. কাভার পৃষ্ঠার উপরের অংশ নিম্নের ছক অনুযায়ী যথাযথভাবে ইংরেজিতে পূরণ করতে হবে;
৫. নির্ধারিত অংশ ব্যতীত কাভার পৃষ্ঠার অন্য কোনাে স্থানে বা অপর পৃষ্ঠায় কোনাে কিছু লেখা যাবে না;
৬. কোনাে শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট প্রস্তুতের ক্ষেত্রে নকল বা অন্য কোনাে অনিয়মের আশ্রয় গ্রহণ করতে পারবে না। এ বিষয়টি প্রমাণিত হলে তাঁর অ্যাসাইনমেন্ট বাতিল করা হবে;
৭. অ্যাসাইনমেন্ট জমা দানের ক্ষেত্রে কোন সমস্যা/জটিলতা হলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলােচনা সাপেক্ষে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে;
৮. কোভিড- ১৯ অতিমারি জনিত সংক্রমণ রােধে সরকার কর্তৃক ঘােষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক অ্যাসাইনমেন্ট কার্যক্রম সম্পাদন করতে হবে।