ঈদ মোবারক ২০২২ – ঈদের স্ট্যাটাস, ম্যাসেজ, এসএমএস, পোস্ট, অগ্রিম শুভেচ্ছা ছন্দ, বাণী, গান

ঈদ মোবারক ২০২২ – ঈদের ম্যাসেজ, স্ট্যাটাস, এসএমএস, পোস্ট, ব্যানার, অগ্রিম শুভেচ্ছা ছন্দ, বাণী, গান। আস্সালামু আলাইকুম, প্রত্যেক মুসলমান ভাইদের জানাই প্রবিত্র ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক”। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্টআবারো বছর ঘুরে এলো মুসলিম বিশ্বের সবচেয়ে আনন্দের দিনঈদ’।আজকের পোষ্টটি ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ এসএমএস, মেসেজছন্দ, বানী, কার্ড, ব্যানার এবং ঈদের শুভেচ্চা ছবি নিয়ে সাজানো হয়েছে। বছরে আমরা দুটো ঈদ উদযাপন করি। একটি ঈদ উল ফিতর এবং অন্যটি ঈদ উল আযহা। আনন্দের এই দিনটি ঘিরে আমাদের বিভিন্ন আয়োজন আর পরিকল্পনার কোন কমতিই থাকেনা। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবসহ প্রতিবেশিদের সাথে ভাগাভাগি করে নেই ঈদের আনন্দ। যদিও গত কয়েক বছর থেকে পুরো মুসলিম বিশ্ব করোনা মহামারীর কারণে ঘরবন্দী ভিন্নরকম ঈদ পেয়েছে। কিন্ত বর্তমানে আমরা আবার স্বাভাবিক জীবন যাত্রায় ফিরেছি। যেহেতু ঈদ মানেই আনন্দ, খুশি। সোশ্যাল মিডিয়াতেও জমজমাট থাকে ঈদের আমেজ। ভার্চুয়াল জগতের মানুষদের সাথেও শুভেচ্ছা বিনিময়ের প্রথাও এখন প্রচলিত। 

[Adsense]

ঈদ মোবারক শুভেচ্ছা এসএমএস / ম্যাসেজ SMS 2022

এসএমএস এর অর্থ হল খুদেবার্তাখুদেবার্তা সাহায্যে কোন উৎসব বা অনুষ্ঠানের শুভেচ্ছা জানানো সবচেয়ে সহজ পদ্ধতিতাই এই নিবন্ধে আজকে আমরা ঈদ মোবারক শুভেচ্ছা এসএমএস সংযুক্ত করেছিআপনি যদি ঈদ মোবারক শুভেচ্ছা এসএমএস অনলাইনে অনুসন্ধান করেন তাহলে আমাদের এই ওয়েবসাইট হতে ঈদ মোবারক শুভেচ্ছা এসএমএস গুলো সংগ্রহ করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পাঠাতে পারবেনআমরা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ঈদ মোবারক শুভেচ্ছা এসএমএস সংযুক্ত করেছিআপনি সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পাঠিয়ে দেবেন 

[Adsense]
  • তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলেঅপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, এই কামনায় ঈদ মোবারক 
  • রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতেখুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণেসাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক । “ঈদ মোবারক 
  •  ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশিতাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক 
  • যেদিন দেখব ঈদের চাঁদ, খুশি মনে কাটবে রাতনতুন সাজে সাজব আজ, আজ হলো ঈদের দিন আনন্দে কাটবে সারাদিনঈদ মোবারাক
  •  ঈদ আসতে 1 দিন বাকি…..! এতো খুশি কোথায় রাখি……! বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি…! একটি বছর ঘুরে আসবে সেই দিন….! ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন….! অনেকেই বিজি ঈদের কাজে….! আনান্দ টা সবার মাঝে…….! 
  • চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়, নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় । ঈদ মোবারাক। [Adsense]

  • রঙ লেগেছে মনে। মধুর এই খনে। তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে। ঈদ মোবারাক। 

  •  আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে, সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছাঈদ মোবারক 

ঈদের নতুন ছন্দ 

অনেকে আছেন যারা ঈদের ছন্দ খুঁজছেনতাদের জন্য আজকের এই পোস্টে ঈদের ছন্দ তুলে ধরা হয়েছেআশা করি আপনাদের সবার ঈদের ছন্দ গুলো ভালো লাগবে। ঈদ নিয়ে ছোট ছন্দ গুলো দেখে নিনএবং অবশ্যই সবাইকে ঈদের নতুন ছন্দ গুলো শেয়ার করবেন। Eid Mubarak Messages, Bangla Eid SMS, Eid Ul Fitr, Eider Shuvecchaআরও দেখুন Eid Er Ogrim SMS, New Eid SMS Pictures। ঈদের ছন্দ এসএমএস, রোযার ঈদ, রমজানের ইদ, বাংলায় ঈদের মেসেজঈদের নতুন পিকচার, ঈদ এসএমএস 

[Adsense]

বলছি আমি আমার কথা, 
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা, 
আমার জীবনে অনেক চাওয়া, 
ঈদ থেকে সব পাওয়া, 
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা, 

তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে, 
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। 
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, 
এই কামনায় ঈদ মোবারক। 

[Adsense]

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, 
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ। 
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়, 
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়। 

ঈদ মোবারক স্ট্যাটাস / ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস পোস্ট

বাকা চাঁদের হাসিতে, 

দাওয়াত দিলাম আসিতে, 

আসতে যদি না পারও 

ঈদ মোবারক গ্রহন কর.. 

ঈদ মোবারক মেসেজ Eid Mubarak Message 

[Adsense]

 ঈদ মোবারক ছন্দ

হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,

আর মাত্র কয়েক দিন |

আসছে সবার খুশির দিন !

নতুন জামা কিনে নিন,

সময় নেই বেশি দিন|

দাওয়াত রইল অগ্রিম,

আসবেন কিন্তু ঈদের দিন,

অপেক্ষায় থাকবো সারাদিন..

ঈদ মোবারক মেসেজ ২০২০-২০২২

 ঈদ মোবারক ২০২২

 ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,

বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।

কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,

আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।

ঈদ মোবারক।

[Adsense]

 ঈদ মেসেজ

রিমঝিম এই বৃষ্টিতে,

ঈদ কাটাবো সৃষ্টিতে.

 খুশির হাওয়া লাগলো মনে,

নাচবে খুকি ক্ষণে ক্ষণে

সাজবে সবাই নতুন পোশাক,

ঈদ যেন সারা জীবন রয়ে যাক

“ঈদ মোবারক”!

ঈদ মোবারক মেসেজ

 ঈদ মোবারক স্ট্যাটাস

তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস,

তুমি সিতল ভোরের শিশির ভেজা ঘাস ।

তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত,

তোমাকে জানাই “ঈদ মোবারক”

ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ |

ঈদের অগ্রিম শুভেচ্ছা স্ট্যাটাস 

[Adsense]

চেয়ে দেখো, নীল আকাশ

চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ

খুশীর বার্তা নিয়ে

সেই খুশিতে মোদের বাড়ি

দাওয়াত দিলাম আসিতে

ঈদ মোবারক মেসেজ Eid Mubarak Message

 ঈদ মোবারক

হাঁসের ডিন মুরগির ডিম

দেখা হবে ঈদের দিন

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী

ঈদের দিন দাওয়াত না দিলে

মারবো একটা ঘুষি ।

[Adsense]

মন চাইছে কারো সাথে কথা বলি।

মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।

ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।

ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।

– ঈদ মোবারক-

 ঈদ মোবারক ফেসবুক পোস্ট

আজ দু:খ ভুলার দিন,

আজ মন হবে যে রঙ্গিন।

আজ প্রান খুলে শুধু গান হবে,

আজ সুখ হবে সিমাহীন।

তার একটাই কারন,

আজ যে ঈদের দিন।

ঈদ মোবারাক !

Leave a Comment