বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম

বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম

এই সময়ে আমাদের মধ্যে অধিকাংশ মানুষের একটা বিকাশ একাউন্ট আছে। নিয়মিত আমরা বিকাশে লেনদন করি।বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে লেনদেনের সময় যখন আমরা সেন্ড মানি করি, তখন আমাদের টাকা খরচ হয়। সেন্ড মানি করতে এই অতিরিক্ত টাকা খরচ হওয়া কে আমরা অনেকেই ভালো চোখে দেখিনা। তাই গ্রাহক সুবিধা বিবেচবনায় বিকাশ তাদের নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে । 

[Adsense]

 

নতুন নিয়ম অনুযায়ী বিকাশ তাদের গ্রাহকদের কিছু শর্ত সাপেক্ষে সেন্ডমানি ফ্রিতে করার সুবিধা দিচ্ছে। কিন্তু অনেকেই যানেন না How to add bkash priyo number । তাই What is bkash priyo number? How to add bkash favorite number বা বিকাশ প্রিয় নাম্বার সেটআপ। অ্যাপ ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট – bKash Priyo Number Add using App বিকাশ প্রিয় নাম্বার এর সুবিধা কি এই সম্পর্কে আলোচনা করবো আজকের আর্টিকেলটিতে । তাই বিকাশ প্রিয় নাম্বারে ফ্রি সেন্ড মানি করার শর্ত – সম্পর্কে যানতে মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন।

[Adsense]

 

 

Bkash Priyo Number setup। বিকাশ প্রিয় নাম্বার সেটআপ

এখন আপনাদের অনেকের মাথায় প্রশ্ন আসছে বিকাশ প্রিয় নাম্বার কি? তাই বিকাশ প্রিয় নাম্বার সম্পর্কে বলার আগে বিকাশ প্রিয় নাম্বার কি? তা নিয়ে আলোচনা করা দরকার। অনেকেই বিকাশ প্রিয় নাম্বার সম্পর্কে জানেনা। বিকাশ প্রিয় নাম্বার হছে। আপনি যার বিকাশ নাম্বার আপনার বিকাশ একাউন্টের প্রিয় নাম্বারের লিস্টে সেভ করে রাখবেন তার বিকাশ নাম্বারে ফ্রি সেন্ড মানি করতে পারবেন।

অর্থাৎ বিকাশ আমাদেরকে ফ্রী সেন্ড মানি করার একটি উপায় দিয়েছে। যখন আমরা কোন বিকাশ নাম্বার আমাদের বিকাশ অ্যাকাউন্টের প্রিয় নাম্বারে সেট করব তখন সেই প্রিয় নাম্বারে আমাদের বিকাশ থেকে ফ্রি সেন্ড মানি করতে পারব। অর্থাৎ বিকাশ প্রিয় নাম্বারের মাধ্যমে কিছু শর্ত অনুযায়ী ফ্রী সেন্ড মানি করা যায়। এই হচ্ছে বিকাশ প্রিয় নাম্বার।

[Adsense]

 

অ্যাপ ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট – bKash Priyo Number Add using App

বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনি বিকাশ প্রিয় নাম্বার সেট করতে পারবেন সহজে। তাই বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশ প্রিয় নাম্বার সেট করতে নিচের নির্দেশনা অনুযায়ী কাজ করুন।

  • বিকাশ অ্যাপে প্রবেশ করুন
  • পিন দিয়ে লগিন করুন
  • “সেন্ড মানি” লেখায় ক্লিক করুন
  • “ফ্রি সেন্ড মানি’র জন্য ট্যাপ করুন” লেখায় ক্লিক করুন
  • প্রদর্শিত পেজে আপনার প্রিয় নাম্বারের তালিকা (যদি থাকে) দেখতে পাবেন
  • বিকাশ প্রিয় নাম্বার সেট করতে নিচের দিকে থাকা “যোগ করুন” বাটনে ক্লিক করুন
  • এরপর যে নাম্বারটি বিকাশ প্রিয় নাম্বার হিসেবে সেট করতে চান, সেটি লিখুন বা সিলেক্ট করুন
  • এরপর বিকাশ একাউন্টের পিন দিয়ে সাবমিট করলেই উক্ত নাম্বার বিকাশ প্রিয় নাম্বার হিসেবে সেট হয়ে যাবে।

 

[Adsense]

 

ফোনে ডায়াল করে বিকাশে প্রিয় নাম্বার সেট করার নিয়ম

আপনি চাইলে আপনার ফোনে ডায়াল করেও বিকাশে প্রিয় নাম্বার সেট করে ফ্রি সেন্ড মানি সুবিধা নিতে পারবেন। আপনার তালিকায় আপনার প্রিয় নাম্বার লিস্টে ৫ টি ব্যক্তিগত নম্বর যুক্ত করতে পারেন। এবং এই ৫টি নাম্বারে ফ্রি সেন্ড মানি করতে পারবেন। *২৪৭# ডায়াল করে বিকাশে প্রিয় নাম্বার সেট করতে নিচের ধাপ অনুসরন করুন।

  • *247# ডায়াল করুন
  • My Bkash এ প্রবেশ করতে 8 লিখে রিপ্লাই দিন
  • 4 লিখে রিপ্লাই দিয়ে Priyo Numbers মেন্যুতে প্রবেশ করুন
  • 1 লিখে রিপ্লাই করুন
  • প্রিয় নাম্বার এড করতে 1 লিখে রিপ্লাই করুন
  • এরপর যে নাম্বারটি প্রিয় নাম্বার হিসেবে সেট করতে চান
  • তারপর উক্ত প্রিয় নাম্বারের যে নাম দিতে চান, তা লিখুন
  • এরপর আপনার বিকাশ পিন লিখে রিপ্লাই করলেই প্রিয় নাম্বার এড হয়ে যাবে।

 

[Adsense]

 

বিকাশ প্রিয় নাম্বার এর সুবিধা

আপনি যদি আপনার বিকাশে প্রিয় নাম্বার সেট করেন তাহলে বিভিন্ন সুবিধা পাবেন। বিকাশের প্রিয় নাম্বার সেট করলে যে সুবিধা পাওয়া যায় তা হচ্ছে সেন্ড মানি একদম ফ্রি।
সাধারণত যখন আমরা কোন নাম্বারে সেন্ড মানি করি তখন টাকার পরিমাণ অনুযায়ী কিছু চার্জ কাটে।

আপনি যদি বিকাশ প্রিয় নাম্বার সেট করেন তাহলে সেই প্রিয় নাম্বারে কোন চার্জ ছাড়াই ফ্রী সেন্ড মানি করতে পারবেন। অর্থাৎ বিকাশ প্রিয় নাম্বারে টাকা পাঠালে কোন চার্জ কাটবে না।
এই হচ্ছে বিকাশ প্রিয় নাম্বারের সুবিধা। আশা করছি আপনারা বিকাশ প্রিয় নাম্বার কি এবং বিকাশ প্রিয় নাম্বার সুবিধা সম্পর্কে জানতে পারছেন।

[Adsense]

 

বিকাশ প্রিয় নাম্বারে ফ্রি সেন্ড মানি করার শর্ত –

[tie_list type=”lightbulb”]
  • একজন বিকাশ গ্রাহক একটি ক্যালেন্ডার মাসে। প্রিয় নাম্বার হিসাবে ৫ টি বিকাশ গ্রাহক একাউন্ট নাম্বার (এজেন্ট বা মার্চেন্ট নম্বর নয়) যুক্ত করতে পারবেন।
  • বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নাম্বারে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
  • প্রতি ক্যালেন্ডার মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারগুলোতে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
  • প্রতি মাসে ২৫,০০০.০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে প্রতি লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।

 

[Adsense]

 

  • প্রিয় নাম্বারে মাসিক লেনদেন ৫০,০০০ টাকার বেশি হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
  • উপরে উল্লিখিত লিমিট অনুযায়ী, বর্ডার লেনদেনের ক্ষেত্রে, উচ্চতর চার্জ প্রযোজ্য হবে। উদাহরণ: একজন গ্রাহক ইতিমধ্যে ১ মাসে ২৪,৫০০ টাকা প্রিয় নাম্বারে সেন্ড মানি করেছেন। এখন যদি তিনি একটি প্রিয় নাম্বারে আরো ৬০০ টাকা পাঠাতে চান, (মোট ২৫,১০০ টাকা)। তাহলে এই লেনদেনের জন্য ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। একইভাবে, একজন গ্রাহক ইতিমধ্যে ১ মাসে ৪৯,৫০০ টাকা প্রিয় নাম্বারে সেন্ড মানি করেছেন। এখন যদি তিনি একটি প্রিয় নাম্বারে আরো ৬০০ টাকা পাঠাতে চান, (মোট ৫০,১০০ টাকা)। তাহলে এই লেনদেনের জন্য ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
  • একজন গ্রাহকের যে কোনো মুহুর্তে সর্বোচ্চ ৫ টি প্রিয় নাম্বার থাকতে পারবে।
  • ‘প্রিয় নাম্বারে সেন্ড মানি’ ফিচারটি বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) উভয় চ্যানেল থেকে পাওয়া যাবে।

 

আশাকরি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্যে ধন্যবাদ।

Leave a Comment