18তম NTRCA স্কুল লেভেল-2 পরীক্ষার প্রশ্ন সমাধান 2024 প্রকাশিত হয়েছে। 18তম এনটিআরসিএ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান 2024 আমাদের শিক্ষাগত দল দ্বারা সমাধান করা হয়েছে। 18তম NTRCA স্কুল লেভেল-2 MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান 2024 চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ। 18 তম শিক্ষক নিবন্ধন স্কুল স্তর-2 MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান 2024-এর সমস্ত তথ্য নীচে উপলব্ধ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান।
18th NTRCA School Level-2 MCQ Exam Question Solution 2024:
Organization Name: Non-Government Teachers Registration and Certification Authority (NTRCA)
18th NTRCA MCQ Syllabus:
1. Bangla – 25
2. English- 25
3. General Mathematics – 25
4. General Knowledge – 25
Total: 100 Marks
Pass Marks in Preliminary (MCQ) Test: 40% of Total Marks [40 Marks]
MCQ Exam Time: 1 Hour
MCQ Exam Centre: 24 Districts City
Negative Marks: 0.25 Marks will be deducted for 01 wrong answer.
Subject Based Written Exam Marks: 100
Written Exam Time: 3 Hours
Written Exam Centre: 08 Divisional City
Viva Marks: 20 [Educatinal Certificates Marks 12 and Viva Test Marks 08]
18th NTRCA Number of Total Recruit Subjects/Posts: 81 Subjects/Posts
School and School-2 Level MCQ Exam Date: 15 March 2024
School Level MCQ Exam Time: 9.30 AM to 10.30 AM
College Level MCQ Exam Date: 15 March 2024
College Level MCQ Exam Time: 3.30 PM to 4.30 PM
Total (School+ College Level) MCQ Exam Candidates: 165,000
NTRCA website link: http://www.ntrca.gov.bd
18th NTRCA Question Solution 2024 pdf (School)
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ১৮তম এনটিআরসিএ স্কুল পর্যায়ের পরীক্ষা প্রথমে সকাল ৯.৩০ মিনিটে শুরু হয়, ১ ঘণ্টার পরীক্ষা শেষ হয় সকাল ১০.৩০ মিনিটে। যেখানে প্রিলিমে 100 মার্কের মাল্টিপল চয়েস (MCQ) পরীক্ষা নেওয়া হয়। এই ধাপে মোট ৪টি বিষয় যথা; বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানে 25টি করে মোট 100 নম্বর। যেখানে পাস মার্ক 40 এবং প্রতিটি প্রশ্নে গড়ে 1 থাকে। এছাড়াও ভুল উত্তরের জন্য শূন্য দশমিক 25 নম্বর কাটা হবে। এর একটি অংশ হন এবং 18তম NTRCA প্রশ্ন সমাধান 2024 পিডিএফ (স্কুল) জানুন।
18th NTRCA MCQ Question Solution 2024 (School Level 2)
আপনি কি আজ অনুষ্ঠিত 18তম NTRCA (স্কুল লেভেল 2) পরীক্ষায় অংশগ্রহণ করেছেন? তাই এখন আপনি বিভিন্ন জায়গায় 18তম NTRCA MCQ প্রশ্ন সমাধান 2024 (স্কুল লেভেল 2) খুঁজছেন। কারণ আমরা জানি যে পরীক্ষার শেষে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর তুলনা করতে চান, যাতে তারা জানতে পারে কতটি উত্তর সঠিক এবং কতটি ভুল। নীচের অংশ থেকে 18তম NTRCA 100 MCQ প্রশ্নের সমাধান জানুন (স্কুল-2 স্তরের জন্য)।
18th NTRCA School Level-2 MCQ Exam Question Solution 2024
প্রতিষ্ঠানের নামঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)
পরীক্ষার তারিখঃ ১৫ মার্চ ২০২৪
পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা
পূর্ণমান: ১০০
পর্যায়ঃ স্কুল/সমপর্যায়-২
স্কুল/সমপর্যায়-২ এর প্রশ্ন সমাধানঃ (স্কুল লেভেল-২)
সেট- শিউলি (কোড-২)
বাংলা অংশের সমাধানঃ
১. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?
ক) দীর্ঘ খ) অতিদীর্ঘ গ) সংক্ষিপ্ত ঘ) অপরিবর্তিত
উত্তরঃ গ) সংক্ষিপ্ত
২. কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?
ক) কমা খ) কোলন গ) সেমিকোলন ঘ) ত্রিবিন্দু
উত্তরঃ ঘ) ত্রিবিন্দু
৩. কোন বানানটি শুদ্ধ?
ক) আশীষ খ) শিরচ্ছেদ গ) দ্বন্দ্ব ঘ) মুমুর্ষু
উত্তরঃ গ) দ্বন্দ্ব
8. ‘Memorandum’ এর পরিভাষা কী?
ক) পরীক্ষাগার খ) গণসংযোগ গ) স্মারকলিপি ঘ) অবতরণ
উত্তরঃ গ) স্মারকলিপি
৫. সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে?
ক) গুরুদোষ খ) লঘুদোষ গ) মিশ্রদোষ ঘ) গুরুচণ্ডালী
উত্তরঃ ঘ) গুরুচণ্ডালী
৬. ‘আমড়াগাছি করা’ কি বুঝাতে ব্যবহার করা হয়?
ক) অযথা তর্ক করা খ) অযথা রাগারাগি করা
গ) অযথা তোষামোদ ঘ) অযথা আলসেমি করা
উত্তরঃ গ) অযথা তোষামোদ
৭. হাইফেন কোথায় বসে?
ক) দুই বাক্যের সংযোগ দেখাতে। খ) দুই শব্দের সংযোগ দেখাতে।
গ) বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে। ঘ) উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে।
উত্তরঃ খ) দুই শব্দের সংযোগ দেখাতে।
৮. ‘Look before you leap’ এর সঠিক অনুবাদ কোনটি?
ক) লাফ দেওয়ার আগে তাকাও। খ) ভাবিয়া করিও কাজ।
গ) দেখে তারপর লাফ দাও। ঘ) আকাশকুসুম ভাবিও না।
উত্তরঃ খ) ভাবিয়া করিও কাজ।
৯. ‘সর্বনাশ’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
ক) ভরাডুবি খ) রাবনের চিতা গ) জগদ্দল পাথর ঘ) শাপেবর
উত্তরঃ ক) ভরাডুবি
১০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক) অশ্রুজলে চোখ ভেসে গেল। খ) সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
গ) অঙ্ক কষিতে ভুল করিওনা ঘ) আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
উত্তরঃ খ) সৎ চরিত্রের লোক সকলের প্রিয়
১১. ‘অনাথ’ এর স্ত্রীলিঙ্গ কী?
ক) অনার্থীনি খ) অনাথিনী গ) অনাথি ঘ) নাথবতী
উত্তর: অপশন অনুসারে খ) অনাথিনী মার্ক পেতে পারে। তবে সঠিক উত্তর: ‘অনাথ’ এর স্ত্রী লিঙ্গ হবে ‘অনাথা’।
১২. যে নারীর হাসি পবিত্র তাকে কী বলে?
ক) সুচিস্মিতা খ) শুচিস্মিতা গ) সুহাসিনী ঘ) সুহাস্য
উত্তরঃ খ) শুচিস্মিতা
১৩. ‘দেখা যায়নি যা-
ক) অদৃষ্ট খ) অদৃশ্য গ) অদৃষ্টপূর্ব ঘ) অদেখা
উত্তরঃ খ) অদৃশ্য
১৪. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’ বাক্যে ‘রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ?
ক) করণে সপ্তমী খ) অপাদানে সপ্তমী গ) কর্মে সপ্তমী ঘ) অপাদানে শূন্য
উত্তরঃ খ) অপাদানে সপ্তমী
১৫. ‘তিলে তেল আছে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণে সপ্তমী খ) অধিকরণে শূন্য গ) অপাদানে সপ্তমী ঘ) অপাদানে শূন্য
উত্তরঃ ক) অধিকরণে সপ্তমী
১৬. ‘কুন্তল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অংশু খ) কেশ গ) কুবলয় ঘ) কমল
উত্তরঃ খ) কেশ
১৭. ‘আত্মজা’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক) দুহিতা খ) তনয়া গ) পুত্র ঘ) কন্যা
উত্তরঃ গ) পুত্র
১৮. ‘ভূত’ শব্দের বিপরীতার্থক শব্দ কী?
ক) প্রেত খ) বর্তমান গ) ভবিষ্যত ঘ) অতীত
উত্তরঃ গ) ভবিষ্যত
১৯. ‘সন্ধি’ শব্দের অর্থ কী
ক) সংক্ষেপণ খ) মিলন গ) একপদীকরণ ঘ) চিহ্ন
উত্তরঃ খ) মিলন
২০. ‘সতীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক) সতি + ইশ খ) সতি + ঈশ গ) সতী + ঈশ ঘ) সতী + ইশ
উত্তরঃ গ) সতী + ঈশ
২১. ‘মাতা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) √মা + তৃচ্/তা খ) √মাতৃ + আ গ) √মাত্ + আ ঘ) √মাতা + অ
উত্তরঃ ক) √মা + তৃচ্/তা
২২. ‘কর পল্লবের ন্যায়’ ব্যাসবাক্যটি কোন সমাস?
ক) মধ্যপদলোপী কর্মধারয় খ) উপমিত কর্মধারয়
গ) উপমান কর্মধারয় ঘ) অব্যয়ীভাব সমাস
উত্তরঃ খ) উপমিত কর্মধারয়
২৩. ‘জন্মান্ধ’ কোন সমাস?
ক) তৎপুরুষ খ) বহুব্রীহি গ) কর্মধারয় ঘ) অব্যয়ীভাব
উত্তরঃ ক) তৎপুরুষ
২৪ . ‘বর্ধমান’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক) √বর্ধ + মান খ) √বুদ্ধি + মান গ) √বৃধ + মান ঘ) √বর্ধন + মান
উত্তরঃ খ) √বুদ্ধি + মান
২৫. ‘অনাবিল’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) অননাবিল খ) আবিল গ) আবিলতা ঘ) অনাগত
উত্তরঃ খ) আবিল
ইংরেজি অংশের সমাধানঃ
২৬. Translate the sentence into English- “তার সব চেষ্টাই ব্যর্থ হলো”
ক) All his efforts ended in smoke. খ) All his efforts ended in the smoke.
গ) All his efforts ended in a smoke. ঘ ) All his efforts ended in smoking.
উত্তরঃ ক) All his efforts ended in smoke.
২৭. Being “down to earth” means-
ক) close to nature খ) thrown to ground গ) hopeful ঘ) realistic
উত্তরঃ ঘ) realistic
২৮. We should respect our teacher. (Imperative)
ক) Respect our teacher. খ) Let us respect our teacher.
গ) We may not hate our teacher. ঘ) Our teacher should be respected.
উত্তরঃ খ) Let us respect our teacher.
২৯. Man hardly believes a liar, —–?
ক) does he খ) doesn’t he গ) are they ঘ) aren’t they
উত্তরঃ ক) does he
৩০. Verb from of the word ‘apology’ is-
ক) apological খ) apologise গ) apologify ঘ) enapology
উত্তরঃ খ) apologise
৩১. A person whose head is on the clouds is-
ক) proud খ) a day dreamer গ) an aviator ঘ) a philanthropist
উত্তরঃ খ) a day dreamer
৩২. Curd is made ———-milk.
ক) of খ) in গ) by ঘ) with
উত্তরঃ সঠিক উত্তর নাই [সঠিক উত্তর from হবে।]
৩৩. It is high time we (change) our food habit. Here the correct form of verb is-
ক) change খ) will change গ) changed ঘ) should changed
উত্তরঃ গ) changed
৩৪. The idiom `bring to book” means-
ক) Book written by a famous writer. খ) Punish গ) Valueless person ঘ) Impose
উত্তরঃ খ) Punish
৩৫. We eat to live. (complex)
ক) We eat and want to live. খ) We eat so that we may live.
গ) We eat so that we could live. ঘ) Although we eat, we live.
উত্তরঃ খ) We eat so that we may live.
৩৬. He behaved as though he ——-everything.
ক) knows খ) knew গ) has known ঘ) had known
উত্তরঃ খ) knew
৩৭. Too many cooks spoil the —-
ক) lunch খ) juice গ) broth ঘ) food
উত্তরঃ গ) broth
৩৮. The antonym of ‘Honorary’ is
ক) honour খ) paid গ) monetary ঘ) respect
উত্তরঃ খ) paid
৩৯. Put the right word in the blank. “He reached the ——of his literary career.
ক) abattoir খ) acme গ) admonish ঘ) penury
উত্তরঃ খ) acme
80. No one can ………that he is clever.
ক) defy খ) denounce গ) admire ঘ) deny
উত্তরঃ ঘ) deny
৪১. ‘ভাসা ভাসা পড়ায় কাজ হবে না’। The correct English translation of the sentence is
ক) Reading by fits and starts will not do. খ) Reading by a bird’s eye view will not do.
গ) Reading at a glance will not do ঘ) Reading intermittently will not do
উত্তরঃ খ) Reading by a bird’s eye view will not do.
৪২. Tooth and nail’ means?
ক) get by heart খ) go with heart গ) try hard ঘ) get hard
উত্তরঃ গ) try hard
৪৩. Antonym for ‘Adieu’ is
ক) Farewell খ) Good bye গ) hello ঘ) valediction
উত্তরঃ গ) hello
88. Which poet is known as the ‘Poet of nature’?
ক) John Keats খ) William Wordsworth গ) W.B Yeats ঘ) John Milton
উত্তরঃ খ) William Wordsworth
৪৫. He said that he was innocent (Simple)
ক) He said and he was innocent খ) He was innocent so he said it
গ) That he was innocent was said by him ঘ) He declared his innocence
উত্তরঃ ঘ) He declared his innocence
৪৬. I am looking forward to………you.
ক) meet খ) meeting গ) met ঘ) meets
উত্তরঃ খ) meeting
৪৭. He lives……….honest means.
ক) on খ) with গ) by ঘ) for
উত্তরঃ গ) by
৪৮. The new job offer was alluring. Here alluring means-
ক) Unexpected খ) Tempting গ) Ordinary ঘ) Dreary
উত্তরঃ খ) Tempting
৪৯. The main objective of a ‘conjunction’ is
ক) to separate খ) to connect গ) to improve ঘ) to degrade
উত্তরঃ খ) to connect
৫০. Reza ran fast lest he ….. the train.
ক) miss খ) missed গ) should miss ঘ) will miss
উত্তরঃ গ) should miss
গণিত অংশের সমাধানঃ
৫১. দুইটি সংখ্যার অনুপাত ৫ ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল. সা.গু কত?
ক) ৯০ খ) ১১০ গ) ১২০ ঘ) ১৩০
উত্তরঃ গ) ১২০
৫২. 10 টি সংখ্যার যোগফল 380 এদের প্রথম 4 টির গড় 40 এবং শেষ 5 টির গড় 30 হলে; ৫ম সংখ্যাটি কত?
ক) 50 খ) 60 গ) 70 ঘ) 80
উত্তরঃ গ) 70
৫৩. রিতু ও সিতু একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। তারা ৬ দিন কাজ করার পর সিতু চলে গেল। কাজটির কত অংশ বাকি থাকবে?
ক) ১/৪ খ) ১/২ গ) ১/৩ ঘ) ১/৫
উত্তরঃ ক) ১/৪
৫৪. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স, পুত্রের বয়সের চারগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক) 54 ও 18 খ) 42 ও 14 গ) 45 ও 15 ঘ) 39 ও 13
উত্তরঃ গ) 45 ও 15
৫৫. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে। চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?
ক) 50 খ) 300 গ) 360 ঘ) 3000
উত্তরঃ খ) 300
৫৬. ৪ টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়?
ক) ৩৫% খ) ৫০% গ) ২০% ঘ) ৫৫%
উত্তরঃ খ) ৫০%
৫৭. ৪ টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে, 16 টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে?
ক) 9 খ) 10 গ) 11 ঘ) 12
উত্তরঃ গ) 11
৫৮. a^3 + 3√3 এর উৎপাদক নিচের কোনটি?
ক) a² + √3 খ) a + √3 গ) a² – √3 ঘ) a – √3
উত্তরঃ খ) a + √3
৫৯. x/y এর সাথে কত যোগ করলে যোগফল x(1 + y)/y হয়?
ক) x খ) y গ) x(1 – y)/y ঘ) 1/x
উত্তরঃ ক) x
৬০. log_49(7) + log_√7(7) এর মান কত?
ক) 1/2 খ) 1 গ) 2 ঘ) 5/2
উত্তরঃ ঘ) 5/2
৬১. (√3) 2x+1 = 3√(√(3)) ^(x – 1) হলে, x = কত?
ক) – 5/4 খ) -4/5 গ) 4/5 ঘ) 5/4
উত্তরঃ খ) -4/5
৬২. 4(a + b), 10(a – b) এবং 12( a^2 – b^2 এর গ. সা.গু কত?
ক) a-b খ) a + b গ) 12(a^2 – b^2) ঘ) 2
উত্তরঃ ঘ) 2
৬৩. দুটি সংখ্যার যোগফল, তাদের বিয়োগফলের দ্বিগুণ। সংখ্যা দুটির অনুপাত কত?
ক) 2:1 খ) 3:1 গ) 4:3 ঘ) 3:2
উত্তরঃ খ) 3:1
৬৪. একটি বৃত্তের ব্যাসার্ধ 17 সে.মি. হলে এর পরিধি কত?
ক) 17 π খ) 34 π গ) 26 π ঘ) 51 π
উত্তরঃ খ) 34 π
৬৫. p + q = √3 এবং p – q = √2 হলে, pq = কত?
ক) 1/4 খ) 3/4 গ) 2/3 ঘ) 3/2
উত্তরঃ ক) 1/4
৬৬. 35 বর্গ সে. মি. ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি. এবং প্রস্থ (x-2) সে.মি. হলে, x এর মান কত?
ক) 7 খ) 5 গ) -5 ঘ)-7
উত্তরঃ ক) 7
৬৭. একটি কোণের 4 গুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?
ক) 10° খ) 110° গ) 120° ঘ) 160°
উত্তরঃ সঠিক উত্তর নাই [সঠিক উত্তর হবে: 135°]
৬৮. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে, ছোট সংখ্যাটি কত?
ক) 38 খ) 59গ) 60 ঘ) 78
উত্তরঃ খ) 59
৬৯. একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষত্রের কত গুণ।
ক) ৩ গুণ খ) ৬গুণ গ) ৯ গুণ ঘ) দ্বিগুণ
উত্তরঃ গ) ৯ গুণ
৭০. (x/5)^P = 1 হলে P এর মান কত?
ক) 0 খ) 1 গ) -5 ঘ) 5
উত্তরঃ ক) 0
৭১. একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটিটির উচ্চতা কত?
ক ) 2√5 খ) 10 গ) 5(1 + √2) ঘ) 5 + 2√5
উত্তরঃ গ) 5(1 + √2)
৭২. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক হলে, এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত একক?
ক) 3 খ) 3√2 গ) 6√2 ঘ) 8√2
উত্তরঃ গ) 6√2
৭৩. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোন তিনটির সমষ্টি কত হবে?
ক) 180° খ) 270° গ ) 360° ঘ) 580°
উত্তরঃ গ ) 360°
৭৪. নাজিম ২ বছরের জন্য ৩০০ টাকা এবং ৫ বছরের জন্য ৫০০ টাকা ঋণ নিল এবং মোট ১৫৫ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে, সুদের হার কত ছিল?
ক) ৪% খ) ৫% গ) ৫.৫% ঘ) ৬%
উত্তরঃ খ) ৫%
৭৫. x+y=3, x^2 + y^2 =5 হলে x^3 + y^3 = কত?
ক) 34 খ) 9 গ) 45 ঘ) 54
উত্তর: খ) 9
সাধারণ জ্ঞান ও বিজ্ঞান অংশের সমাধানঃ
৭৬. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ –
ক) পাহাড়পুর খ) সেন্টমার্টিন গ) নিঝুম দ্বীপ ঘ) মহেশখালী
উত্তরঃ ঘ) মহেশখালী
৭৭. বন-জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?
ক) CO খ) CO₂ গ) ১২০ ঘ) CFC
উত্তরঃ খ) CO₂
৭৮. বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধানের চাষ হয়?
ক) ৫০% খ) ৬০% গ) ৭০% ঘ) ৮০%
উত্তরঃ গ) ৭০%
৭৯. নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
ক) পটুয়াখালী খ) খাগড়াছড়ি গ) রাঙ্গামাটি ঘ) বান্দরবান
উত্তরঃ ঘ) বান্দরবান
৮০. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল?
ক) ভাষা ও সংস্কৃতি খ) ধর্ম গ) আঞ্চলিকতা ঘ) রাজনীতি
উত্তরঃ ক) ভাষা ও সংস্কৃতি
৮১. রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো –
ক) নির্দিষ্ট ভূখণ্ড খ) জনসংখ্যা গ) সরকার ঘ) সার্বভৌমত্ব
উত্তরঃ ঘ) সার্বভৌমত্ব
৮২. প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি?
ক) ৪৮০ খ) ৪৮৬ গ) ৪৯০ ঘ) ৪৯৫
উত্তরঃ ঘ) ৪৯৫
৮৩. পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে?
ক) ১০ অক্টোবর, ২০২৩ খ) ২৮ অক্টোবর, ২০২৩ গ) ১ নভেম্বর, ২০২৩ ঘ) ৪ নভেম্বর, ২০২৩
উত্তরঃ গ) ১ নভেম্বর, ২০২৩
৮৪. দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?
ক) লাংলোক, বান্দরবান খ) লোহাগাড়া, চট্টগ্রাম গ) সীতাকুণ্ড, চট্টগ্রাম ঘ) নালিতাবাড়ি, শেরপুর
উত্তরঃ খ) লোহাগাড়া, চট্টগ্রাম
৮৫. ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে?
ক) সাকিব আল হাসান খ) মাহমুদুল্লাহ রিয়াদ গ) মুশফিকুর রহিম ঘ) লিটন দাস
উত্তরঃ খ) মাহমুদুল্লাহ রিয়াদ
৮৬. একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন?
ক) ১৯ অক্টোবর, ২০২৩ খ) ২০ অক্টোবর, ২০২৩
গ) ২২ অক্টোবর, ২০২৩ ঘ) ৩০ অক্টোবর, ২০২৩
উত্তরঃ গ) ২২ অক্টোবর, ২০২৩
৮৭. জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোড কোনটি?
ক) ১৬১৫২ খ) ১৬১০৬ গ) ৯৯৯ ঘ) ৩৩৩
উত্তরঃ ক) ১৬১৫২
৮৮. শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন কবে?
ক) ২ মার্চ, ১৯৭০ খ) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ গ) ২৬ মার্চ, ১৯৭১ ঘ) ২৩ মার্চ, ১৯৭১
উত্তরঃ খ) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
৮৯. “প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা” বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
ক) অনুচ্ছেদ-৭ খ) অনুচ্ছেদ-৫ গ) অনুচ্ছেদ-৩ ঘ) অনুচ্ছেদ-১৩
উত্তরঃ গ) অনুচ্ছেদ-৩
৯০. দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
ক) ফেনী খ) কক্সবাজার গ) চাঁদপুর ঘ) পটুয়াখালী
উত্তরঃ ক) ফেনী
৯১. কোনটি নবায়নযোগ্য সম্পদ?
ক) প্রাকৃতিক গ্যাস খ) বায়ু গ) চুনাপাথর ঘ) কয়লা
উত্তরঃ খ) বায়ু
৯২. কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়?
ক) টেলিগ্রাফ খ) রোবোটিক্স গ) থ্রি-ডি প্রিন্টিং ঘ) আইওটি
উত্তরঃ ক) টেলিগ্রাফ
৯৩. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
ক) পটাশিয়াম খ) অক্সিজেন গ) নাইট্রোজেন ঘ) ফসফরাস
উত্তরঃ গ) নাইট্রোজেন
৯৪. ‘V-20’ গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?
ক) জলবায়ু পরিবর্তন খ) কৃষি উন্নয়ন গ) দারিদ্র বিমোচন ঘ) মানবাধিকার
উত্তরঃ ক) জলবায়ু পরিবর্তন
৯৫. কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়?
ক) সিরিয়া খ) লিবিয়া গ) ইরাক ঘ) জর্দান
উত্তরঃ খ) লিবিয়া
৯৬. ‘পালাউ’ দেশটি কোন মহাদেশে অবস্থিত?
ক) এশিয়া খ) ইউরোপ গ) আফ্রিকা ঘ) ওশেনিয়া
উত্তরঃ ঘ) ওশেনিয়া
৯৭. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) নার্গিস মোহাম্মদি খ) ফ্রেদেরিক পার্সি গ) জন হিউম ঘ) লিউ জিয়াওবো
উত্তরঃ ক) নার্গিস মোহাম্মদি
৯৮. বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে?
ক) পোলিও খ) ফাইলেরিয়া গ) কালাজ্বর ঘ) সবগুলো
উত্তরঃ গ) কালাজ্বর
৯৯. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) কয়টি?
ক) ১৭ খ) ১৮ গ) ১৯ ঘ) ২১
উত্তরঃ ক) ১৭
১০০. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
ক) সিয়েরালিওন খ) সুদান গ) লাইবেরিয়া ঘ) নাইজেরিয়া
উত্তরঃ গ) লাইবেরিয়া
See/download 18th NTRCA School Level-2 MCQ Exam Question 2024 from the below images:
সেট- শিউলি (কোড-৪)
18th NTRCA School Level-2 Exam Question Solution 2024:
18তম এনটিআরসিএ স্কুল লেভেল-2 পরীক্ষার প্রশ্ন 2024 সালের সমাধান কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) চাকরির সার্কুলার সমস্ত তথ্য নীচে দেওয়া হল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) বাংলাদেশের বৃহত্তম সরকারি সংস্থাগুলির মধ্যে একটি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃপক্ষ কর্তৃক একটি বিশাল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বহুল প্রতীক্ষিত ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্যায়ের বহুনির্বাচনী এমসিকিউ পরীক্ষায় মোট ১৮ লাখ ৬৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, যাদের সবাই প্রাক-পরীক্ষার প্রশ্নের সঙ্গে উত্তর পেতে চায়। সেজন্য আমরা 18 তম NTRCA স্কুল, স্কুল পর্যায়-II এবং কলেজ পর্যায়ে পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করেছি এবং প্রতিটি MCQ প্রশ্নের এক এক করে উত্তর প্রস্তুত করেছি।