১৬৪ পদে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

১৬৪ পদে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ১১ মে www.acc.org.bd ওয়েব সাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন পদে মোট ১৬৪ জন লোক নেওয়া হবে।

[Adsense] 

যে সকল প্রার্থীরা দুদকে চাকরি করতে ইচ্ছুক তাদের acc.teletalk.com.bd ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদন এর জন্য নির্দিষ্ট কিছু শর্ত এবং যোগ্যতা প্রয়োজন রয়েছে। আসুন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

[Adsense] 

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 

Anti Corruption Commission কে সংক্ষেপে দুদক বলা হয়। এছাড়াও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন নামেও অনেকের কাছে পরিচিত। ২০০৪ সালের ৯ মে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে দুর্নীতি দমন ও নিয়ন্ত্রন করা হলো এর মূল লক্ষ্য। 

[Adsense] 

গম ১১ মে দুদক কর্তৃপক্ষ একটি জব সার্কুলার প্রকাশ করেছেন। বিভিন্ন পদে ১৬৪ জন যোগ্যতাসম্পন্ন লোক নেওয়া হবে। যোগ্যতা থাকলে সকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

দুদকে চাকরির বিজ্ঞপ্তি 

বিজ্ঞপ্তি প্রকাশ: ১১ মে ২০২২ 

সংস্থা: দুর্নীতি দমন কমিশন (দুদক) 

ক্যাটাগর: ০৩টি 

শূণ্যপদের সংখ্যা: ১৬৪ জন 

চাকরির ধরণ: ফুল টাইম 

কর্মস্থল: বাংলাদেশ 

আবেদন ফি: ৫০/-, ১০০/- ও ৩০০/- 

আবেদনের মাধ্যম: অনলাইন 

অনলাইনে আবেদন শুরু: ০১ জুন ২০২২ 

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২২ 

[Adsense] 

যেসকল পদে নিয়োগ হবে 

০১. পদের নাম: কোর্ট পরিদর্শক 

পদসংখ্যা: ১৩ জন 

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা 

গ্রেড: ১০ 

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা এলএলবি ডিগ্রী 

বয়স: ১৮ থকে ৩০ বছর 

[Adsense] 

০২. পদের নাম: গাড়ি চালক (ড্রাইভার) 

পদসংখ্যা: ২৬ জন 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা 

গ্রেড: ১৬ 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (SSC) পাস। 

বয়স: ১৮ থেকে ৩০ বছর। 

[Adsense] 

০৩. পদের নাম: কনস্টেবল 

পদসংখ্যা: ১২৫ জন 

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- টাা 

গ্রেড: ১৭ 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (SSC) পাস। 

উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ১৬৮ সে.মি. এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১৬১ সে.মি.। 

ওজন: উচ্চতা অনুসারে। 

দৃষ্টিশক্তি: ৬/৬ 

বয়স: ১৮ থেকে ৩০ বছর।  

[Adsense] 

আবেদন সংক্রান্ত সকল তথ্য 

আবেদনের জন্য আগ্রহী সকল প্রার্থীদের acc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট নিয়ম অনুসারে অনলাইন আবেদন ফরম পূরণ করে Submit করতে হবে। সকল প্রার্থীরা ০১ জুন ২০২২ অর্থাৎ আজ থেকে ১৫ জুন ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। 

[Adsense] 

অনলাইনে আবেদন 

অনলাইনে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হবে। নির্দিষ্ট নিয়ম অনুসরণ না করলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। নিচে নিয়মগুলো দেওয়া হলো- 

১. প্রথমে acc.teletalk.com.bd ওয়েব সাইটে যেতে হবে। 

২. ACC circular: 04.01.0000.104.72.001.21-17623, Dated: 11/05/2022 এ ক্লিক করুন। 

৩. Application Form অপশনে ক্লিক করুন। 

৪. দুর্নীতি দমন কমিশন সার্কুলার ২০২২ এ উল্লিখিত পদের নামের লিস্টগুলো থেকে একটি নির্বাচন করে Next এ ক্লিক করুন। 

৫. No নির্বাচন করে Next এ ক্লিক করুন। 

৬. দুর্নীতি দমন কমিশন বা দুদক আবেদন ফরম পেয়ে যাবেন। 

[Adsense] 

আবেদন ফি দেওয়ার পদ্ধতি 

সকল পদের জন্য আবেদন ফি যথাক্রমে: ৩০০/-, ১০০/- ও ৫০/- টাকা। অনলাইনে আবেদন করা হলে এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। ফি জমা দেওয়ার পদ্ধতি নিচে উল্লেখ করা হলো। 

প্রথম SMS: ACC <স্পেস> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করুন। 

দ্বিতীয় SMS: ACC <স্পেস> Yes <স্পেস> PIN লিখে ১৬২২২ নম্বরে Send করুন। 

[Adsense] 

প্রার্থী নির্বাচন পদ্ধতি 

৩টি পরীক্ষার মধ্য দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এগুলো হলো- 

০১) বাছাই পরীক্ষা: মোট ১০০ নম্বরের বাছাই পরীক্ষা নেওয়া হবে। উক্ত পরীক্ষায় পাস করলে পরবর্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

০২) লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা মোট ৩০০ নম্বরের হবে। লিখিত পরীক্ষার সিলেবাস বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। 

০৩) মৌখিক পরীক্ষা: সব শেষে ৫০ নম্বরের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে নিয়োগ দেওয়া হবে। 

[Adsense] 

উপসংহার 

দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ১৬৪ পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ১১ মে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। উক্ত চাকরিতে আবেদন এর জন্য সকল তথ্য সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। আশা করি এই পোস্ট এর মাধ্যমে আপনার অনেক সুবিধা হবে। আবেদন করতে কোন সমস্যা হলে Comment করবেন। আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। 

ধন্যবাদ 

 

Leave a Comment