ব্যাংক থেকে নগদে টাকা নেয়ার পদ্ধতি

ব্যাংক থেকে নগদ একাউন্ট এ টাকা নেয়ার পদ্ধতি, মোবাইন ব্যাংকিং সেবা বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কারন এই মোবাই ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান গুলো নানা ধরনের চমকপ্রদ সার্ভিস তাদের গ্রাহককে দিচ্ছে। এবং প্রতিনিয়ত নতুন নতুন সেবা তাদের তালিকায় যুক্ত করছে। তেমতি একটি মোবাইল ব্যাংকিং সেবা দান কারী প্রতিষ্ঠান হলো নগদ। নগদ এর অনেক সার্ভিস এর মধ্যে একটি হলো ব্যাংক থেকে নগদে টাকা পাঠানো।

ব্যাংক থেকে নগদে টাকা পাঠানো অনেক দরকারী একাটি সার্ভিস হলেও অধিকাংশ গ্রাহক জানেনা কিভাবে ব্যাংক থেকে নগদে টাকা পাঠাতে হয়। অনেকেই জানেনা ডাচ বাংলা ব্যাংক নগদে টাকা পাঠানোর নিয়ম।ব্যাংক থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম না জানার ফলে অনেক গ্রাহক তাদের দরকারী কাজ নগদের মাধ্যমে করতে পারেনা।

তাই এই সকল নগদ গ্রাহকের কথা চিন্তা করে আমরা এই পোষ্টে আলোচনা করব।ব্যাংক থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম, ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করুন নগদ থেকে।’ নগদ থেকে ইসলামী ব্যাংক থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম এই সকল বিষয় নিয়ে।

তাই আপনারা যারা ব্যাংক থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম বা নগদ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করার উপায়। নগদ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম। এই সকল বিষয়ে জানতে আগ্রহী তারা এই আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ুন।ব্যাংক থেকে নগদে টাকা নেয়ার পদ্ধতি ।

ব্যাংক একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করুন নগদে

প্রতিষ্ঠান শুরুর পর থেকেই নগদ গ্রাহকরা তাদের টাকা ব্যাংক থেকে নগদে পাঠানোর জন্যে দাবি করছে। ব্যাংক থেকে নগদে এ টাকা ট্রান্সফার করার সুবিধা চেয়ে আসছিলেন। আপনি যদি এই দাবি করা গ্রাহকদের মধ্যে একজন হয়ে থাকেন। তাহলে আপনার জন্য সুখবর ও আপনার জন্যেই এই আর্টিকেল।

এখন থেকে আপনি চাইলে সহজেই যেকোন ব্যাংক একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন নগদে নিচে দেখাবো ব্যাংক থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম গুলো কি কি?

ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম

নগদ তাদের গ্রাহকদের ব্যাংক থেকে টাকা এড করার ব্যবস্থা করে দিলেও এখনো সব ব্যাংক কে তাদের এই সার্ভিসে যুক্ত করতে পারেনি। বিকশের এই সার্ভিস কে বলে ট্রান্সফার মানি সার্ভিস। ট্রান্সফার মানি সার্ভিসের মাধ্যমে আপনি আপনার ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন ঘরে বসে।

এখন পর্যন্ত ট্রান্সফার মানি সার্ভিস দিয়ে মিডল্যান্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কমিউনিটি ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এনআরবিসি ব্যাংক , ন্যাশনাল ব্যাংক ব্যাংক, থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন।

ব্যাংক একাউন্ট থেকে নগদ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে গেলে প্রথমে ব্যাংক একাউন্টের ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগইন করে বেনিফিশিয়ারি হিসেবে নগদ একাউন্ট এড করতে হবে। এরপরই ফান্ড ট্রান্সফার করা যাবে।

বেনিফিশিয়ারি অ্যাড করার পদ্ধতি:

  • নগদ অ্যাপ এ প্রবেশ করুন
  • “অ্যাড মানি” নির্বাচন করুন
  • “ব্যাংক টু নগদ” সিলেক্ট করুন
  • ব্যাংক সিলেক্ট করুন
  • ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ বা ওয়েব এ লগ ইন করুন
  • “অ্যাড বেনিফিশিয়ারি” অথবা “ম্যানেজ বেনিফিশিয়ারি” ক্লিক করুন (ফান্ড ট্রান্সফার / ট্রান্সফার টু নগদ এর নিচে)
  • নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে বেনিফিশিয়ারি হিসেবে ‘নগদ’ একাউন্ট অ্যাড করুন
  • এখন বেনিফিশিয়ারি ‘নগদ’ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন

ফান্ড ট্রান্সফার করার পদ্ধতি:

  • নগদ অ্যাপ এ প্রবেশ করুন
  • “অ্যাড মানি” নির্বাচন করুন
  • “ব্যাংক টু নগদ” সিলেক্ট করুন
  • ব্যাংক সিলেক্ট করুন
  • ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ বা ওয়েব-এ লগ ইন করুন
  • ফান্ড ট্রান্সফার / ট্রান্সফার টু ‘নগদ’ সিলেক্ট করুন
  • বেনিফিশিয়ারি লিস্ট থেকে ‘নগদ’ একাউন্ট সিলেক্ট করুন
  • ব্যাংক ডেবিট একাউন্ট সিলেক্ট করুন
  • টাকার পরিমাণ দিন এবং কারণ লিখুন
  • ওটিপি টাইপ করুন
  • কনফার্ম বাটনে ক্লিক করুন
  • ট্রান্সফার শেষে কনফার্মেশন এসএমএস পাবেন

ব্যাংক থেকে নগদে টাকা পাঠানোর চার্জ ও লিমিট

উপরে উল্লিখিত ব্যাংকসমূহের মোবাইল ব্যাংকিং অ্যাপ এবং অনলাইন ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে নগদে ফান্ড ট্রান্সফার করা যাবে। শুধুমাত্র নগদ কাস্টমার একাউন্টে ফান্ড ট্রান্সফার করা যাবে।

এক্ষেত্রে, ব্যাংক একাউন্ট থেকে নগদে টাকা টাকা ট্রান্সফার করে আনার জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো টাকা চার্জ কাটবে না। মানে সম্পর্ন ফ্রিতে টাকা ট্রান্সফার করতে পারবে।

নগদ একাউন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম

আশা করি এই আর্টিকেল থেকে নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

নগদ একাউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত করা, নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর চার্জ ও লিমিট, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম। সম্পর্কে যেকোন তথ্য না বুঝলে আমাদের জানাতে পারেন ।

Leave a Comment