ফ্রান্স বনাম ডেনমার্ক হেড টু হেড

কাতার বিশ্বকাপ ২০২২ কে ঘিরে অনেক কৌতুহলের সৃষ্টি হয়েছে। এবছর বিশ্বকাপের জন্য নির্বাচিত সকল ফুটবল দলগুলো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন। শুধু দলই নয় দলের পাশাপাশি ভক্তরাও একই ধরণের স্বপ্ন দেখছেন। ইতোমধ্যে সকল টিমগুলোকে মোট ৮ টি গ্রুপে ৪ টি করে দলে ভাগ করা হয়েছে। এর মধ্যে গ্রুপ D তে রয়েছে ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও তিউনিসিয়া। গ্রুপ পর্বের ম্যাচে এই দলগুলোর একে অপরের প্রতিদ্বন্দিতা করবে। 

গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স বনাম ডেনমার্ক। এই দুইটি দল ইউরোপের অনেক শক্তিশালি দল। আমরা দেখেছে গত বিশ্বকাপে ফ্রান্স অনেক ভালো ফুটবল খেলে বিশ্বকাপ তাদের নিজেদের নামে করে নিতে সক্ষম হয়েছিল। অন্যদিকে ডেনমার্ক ও কোনদিক থেকে কম যায় না। গ্রুপ পর্বের ম্যাচের আগে এই দুইটি দলের ভক্তদের মধ্যে অনেক কৌতুহল দেখা যাচ্ছে। তাই এই আর্টিকেলের মধ্যে এই দুইটি দলের হেড টু হেড রেজাল্ট সম্পর্কে আলোচনা করব। 

ফ্রান্স বনাম ডেনমার্ক হেড টু হেড     

ডেনমার্কের বিপক্ষে ফ্রান্স এই পর্যন্ত মাঠে নেমেছে মোট ১৫ বার। ১৫ বারের মুখোমুখি লড়াইয়ে ফ্রান্স জয়লাভ করেছে ৮ টি ম্যাচে। অপরদিকে ডেনমার্ক জয় পেয়েছে ৫ টি ম্যাচে। আর বাকি ২ টি ম্যাচ ড্র হয়েছে। হেড টু হেড রেজাল্ট কিন্তু বলে দিচ্ছে এই দুইটি দল কেউ কারো থেকে কম নয়। তবে ফ্রান্স একটু এগিয়ে রয়েছে। কাতার বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্বের উক্ত ম্যাচটি অনেক উপভোগ্য একটি ম্যাচ হতে যাচ্ছে। 

 

ডেনমার্ক বনাম ফ্রান্স মুখোমুখি       

সর্বোপ্রথম ফ্রান্স ডেনমার্কের বিপক্ষে মাঠে নামে ১৯৭৩ সালের ২১ নভেম্বর। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচটিতে ফ্রান্স ৩-০ গোলে জয়লাভ করে। এরপর আরো ১৪ বার এই দুইটি দল মাঠে মুখোমুখি হয়। তবে সর্বশেষ বারের দেখায় ২০২২ সালের ৩ জুন UEFA Nations League এর ম্যাচে ডেনমার্ক ২-১ গোলে জয়লাভ করে। নিচে এই দুইটি দলের মুখোমুখি লড়াইয়ের রেজাল্ট দেওয়া হলো। 

Date 

Match 

Win 

Score 

Competition

21 Nov 1973 

France VS Denmark

France

3-0

International Friendly

1 Sep 1976

France VS Denmark

Draw 

1-1

International Friendly

7 Sep 1983

France VS Denmark

Denmark

1-3

International Friendly

12 Jun 1984

France VS Denmark

France

1-0

UEFA European Championship 

17 Jun 1992

France VS Denmark

Denmark

1-2

UEFA European Championship 

9 Nov 1996

France VS Denmark

Denmark

0-1

International Friendly

24 Jun 1998

France VS Denmark

France

2-1

FIFA World Cup 

11 Jun 2000

France VS Denmark

France

3-0

UEFA European Championship 

15 Aug 2001

France VS Denmark

France

1-0

International Friendly

11 Jun 2002

France VS Denmark

Denmark

0-2

FIFA World Cup 

31 May 2006

France VS Denmark

France 

2-0

International Friendly

29 Mar 2015

France VS Denmark

France 

2-0

International Friendly

11 Oct 2015

France VS Denmark

France 

2-1

International Friendly

26 Jun 2018

France VS Denmark

Draw 

0-0

FIFA World Cup 

3 Jun 2022

France VS Denmark

Denmark

1-2

UEFA Nations League

শক্তিমত্তার দিক থেকে কে এগিয়ে  

সাম্প্রতিক সময়ে ইউরোপের সকল ফুটবল দলগুলো অনেক ভালো ফুটবল খেলছে। এর মধ্যে ডেনমার্ক বর্তমানে আগের চেয়ে অনেক ভালো ফুটবল খেলছে। যে কোন দলের বিপক্ষে অনেক বড় একটি চ্যালেঞ্জ হলো ডেনমার্ক। খুব সহজেই যে কোন দলকে পরাজিত করার মতো শক্তি এই দলটির রয়েছে। সর্বশেষ ম্যাচে ডেনমার্ক অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল। উক্ত ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে ডেনমার্ক। 

অন্যদিকে ফ্রান্স ও কোন দিক থেকে কম যায় না। আমরা ২০১৮ বিশ্বকাপে লক্ষ করেছি ফ্রান্স অত্যন্ত ভালো ফুটবল খেলে বিশ্বকাপ জয় করেছে। এখন পর্যন্ত ফ্রান্স অনেক ভালো ছন্দে রয়েছে। সর্বশেষ ম্যাচে ফ্রান্স ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে ১-০ গোলে পরাজিত হয়। এছাড়া ফ্রান্স বনাম ডেনমার্ক সর্বশেষ দেখায় ২-১ গোলে পরাজিত হয় ফ্রান্স। সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনা করে শক্তিমত্তার দিক থেকে ফ্রান্স কে একটু এগিয়ে রাখেছেন বিভিন্ন ফুটবলবিদরা। তবে পরিষ্কার ফেভারিট কোন দলকেই বলতে পারছে না। 

উপসংহার 

ফুটবলের ইতিহাসে সব থেকে বড় টুর্নামেন্ট হলো বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। একটি দেশের ফুটবল দলের জন্য সবথেকে বড় লক্ষ হলো বিশ্বকাপ জয় করা। তাই কাতার বিশ্বকাপ ২০২২ কে সামনে রেখে মাঠে এবং মাঠের বাইরে অনেক কৌতুহলের সৃষ্টি হয়েছে। এই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই জায়েন্ট দল ফ্রান্স বনাম ডেনমার্ক। তাই এই আর্টিকেলের মধ্যে ফ্রান্স বনাম ডেনমার্ক এর হেড টু হেড রেজাল্ট সম্পর্কে আলোচনা করা হলো।