আর্জেন্টিনা বনাম এস্তোনিয়া লাইভ

সারা বাংলাদেশে ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। কারণ ছোট থেকে বড় সকল বয়সের মানুষ ফুটবল খেলা দেখে এবং খেলে। ফুটবল এর প্রতি বাংলাদেশের মানুষের অনেক ভালোবাসা রয়েছে। তাই বাংলাদেশের প্রতিটি মানুষ চায় International সকল খেলাগুলো যেন ঘরে বসে উপভোগ করা যায়। 

[Adsense] 

সাধারণত আমরা বাসায় পরিবার এর সাথে টিভিতে খেলা দেখে থাকি। তবে বর্তমানে অনেক খেলার চ্যানেল আমাদের দেশে খুজে পাওয়া যায় না। ডিস- অপারেটর আমাদের যে ধরণের সার্ভিস দেয় তাতে আমরা ঘরে বসে সকল খেলা উপভোগ করতে পারি না। কারণ নির্দিষ্ট কয়েকটি টিভি চ্যানেলে এসকল খেলাগুলো অনুষ্ঠিত হয় যা আমাদের দেশে নেই। 

[Adsense] 

আর্জেন্টিনা বনাম এস্তোনিয়া 

আর্জেন্টিনা তাদের গত ফুটবল ম্যাচ এ ইতালিকে পরাজিত করে ফাইনালিসিমা ট্রফি জিতে। আর্জেন্টিনার বর্তমান কোচ FIFA এর কাছে দাবি করে তারা এতদুর এসে সুধু মাত্র ১ টা ফুটবল ম্যাচ খেলবে না। তিনি আরো দাবি করেন যেন FIFA তাদের জন্য আর একটি ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ এর আয়োজন করেন। আর্জেন্টিনার প্রস্তাবে FIFA রাজি হয় এবং আরো একটি ফ্রেন্ডশিপ ম্যাচ এর আয়োজন করে। FIFA আর্জেন্টিনা বনাম এস্তোনিয়ার মধ্যে একটি ফ্রেন্ডশিপ ম্যাচ এর আয়োজন করে। 

আর্জেন্টিনা বনাম এস্তোনিয়া খেলার সময়সূচি বা ম্যাচ টাইমিং 

আমরা জানি আর্জেন্টিনা বনাম এস্তোনিয়ার মধ্যে একটি ফ্রেন্ডশিপ ম্যাচ এর আয়োজন করা হয়েছে। উক্ত খেলাটি আজ রাত ১২.০০ টায় অর্থাৎ ৬ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে।  

[Adsense] 

কিভাবে আর্জেন্টিনা বনাম এস্তোনিয়া লাইভ দেখবেন 

আর্জেন্টিনা বনাম এস্তোনিয়া মধ্যকার খেলাটি আপনারা সরাসরি টিভি চ্যানেল এ দেখতে পাবেন কিনা সন্দেহ আছে। এখন পর্যন্ত খেলাটি কোন চ্যানেলে দেখানো হবে তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তবে ও মোবাইল ফোনের মাধ্যমে Unofficial App যেমন, Yacen TV, Yalla Shoot, Bein Match, Sony liv, Live net.tv ইত্যাদি App এর মাধ্যমে খেলা দেখতে পারবেন। 

[Adsense] 

এছাড়াও Online Web Site এর মাধ্যমে ও খেলা দেখা যায়। আপনি Google এ Search দিতে পারেন। অনেক Site আছে যারা লাইভ স্ট্রিম করে থাকে। তবে এদের মধ্যে সব থেকে ভালো, কোন ধরণের ল্যাগ ছাড়া খেলা দেখতে পারবেন এমন Site হলো: Yalla Shoot, Bein match। এই দুইটি Site এ আপনি খুব সহজেই যে কোন খেলা উপভোগ করতে পারবেন। কোনকিছু যদি না পারেন তাহলে খেলার সময় Facebook এ গিয়ে Search দিবেন আর্জেন্টিনা বনাম এস্তোনিয়া। তাহলে আপনি  খেলা উপভোগ করতে পারবেন। কারণ দেশ বিদেশের অনেক স্ট্রিমার-রা এসকল খেলা লাইভ স্ট্রিম করে থাকেন। 

[Adsense] 

উপসংহার 

কথায় আছে,  হাতে বল, পায়ে বল, মাথায় বল এর নাম ফুটবল। এত জনপ্রিয় খেলা আপনি খুব সহজে কীভাবে উপভোগ করতে পারবেন তা এই আর্টিকেল এ উল্লেখ করা হয়েছে। আশা করি এই আর্টিকেল আপনার জন্য অনেক সাহায্য জনক হবে। এর পারেও যদি আপনার খেলা দেখতে কোন সমস্যা হয়ে থাকে তাহলে Comment করবেন। আমাদের টিম আপনাকে সাহায্য করতে সব সময় প্রস্তুত। 

ধন্যবাদ 

Leave a Comment